Tag: ইপিজেড থানা

  • চট্টগ্রামের বন্দরটিলায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৩

    চট্টগ্রামের বন্দরটিলায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৩

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা বন্দরটিলা এলাকায় জেসমিন আক্তার (২৪) নামে এক গৃহবধু খুনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধুর স্বামী আব্দুর রাজ্জাকসহ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

    পুলিশ জানায়, ২১ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয়দের কাছ খবর পেয়ে ইপিজেড থানার বন্দরটিলা বক্সআলী মুন্সি রোডের মুন্সী বাড়ি এলাকার একটি বাসা থেকে গৃহবধু জেসমিনের লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহালের পর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার কথা জানায় পুলিশ।

    প্রতিবেশিরা জানায়, ওই বাসায় পেশায় বাবুর্চি পিরোজপুর মঠবাড়ীয়া এলাকার বাসিন্দা স্বামী আব্দুর রাজ্জাকের সাথে থাকতেন নিহত গৃহবধু জেসমিন আক্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকার বাসিন্দা গার্মেন্টেস শ্রমিক জেসমিন ও বাবুর্চি রাজ্জাক দুজনের এটি দ্বিতীয় বিয়ে। নিহত জেসমিনের আগের ঘরের স্বামী মারা যাওয়ায় সে দ্বিতীয় বিয়ে করে। তার ওই ঘরে একটি ছেলে সন্তান আছে। সে নানীর কাছে থাকেন।

    তবে জেসমিনের ২য় বিয়ের তথ্য জানা থাকলেও রাজ্জাক তার প্রথম বিয়ের কথা গোপন রেখে জেসমিনকে বিয়ে করেন। এবিষয় নিয়ে কিছুদিন ধরে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। শুক্রবার রাতেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বলে জানিয়েছে প্রতিবেশিরা।

    নিহত গৃহবধুর স্বামী রাজ্জাকের বরাতে পুলিশ জানায়, রাজ্জাক বলেছে শুক্রবার রাতে তার স্ত্রী জেসমিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে রাতে তাদের বাসার পাশে ছোট বোনের বাসায় দুজনেই চলে যান।

    পরে জেসমিন বাসায় ফিরলেও রাজ্জাক বোনের বাসায় থেকে গিয়েছিল। সকালে বাসায় সাইকেল নিতে গিয়ে স্ত্রীর বিবস্ত্র লাশ দেখতে পেয়ে ভগ্নিপতিকে খবর দেন বলে জানিয়েছে স্বামী রাজ্জাক।

    ইপিজেড থানার ওসি (তদন্ত) মো. ওসমান গণি গৃহবধু জেসমিনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার রাতে বা ভোরের দিকে জেসমিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তার স্বামী আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করা হলে সে একেকবার একেক রকম তথ্য দিচ্ছে। পরে পুলিশ রাজ্জাক ও তার একবোনসহ ৩ জনকে থানায় নিয়ে যায়।

    তিনি বলেন, প্রাথমিক তদন্তে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই ধারণা করছি। লাশের ময়না তদন্ত রিপোর্ট এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদে হত্যার আসল রহস্য জানা যাবে বললেন ওসি তদন্ত।

  • এমইবি গ্রুপের এমডি ও বিএনপি নেতা শামসুল আলম গ্রেফতার

    এমইবি গ্রুপের এমডি ও বিএনপি নেতা শামসুল আলম গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

    মেঘনা গ্রুপের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২ টার সময় নগরীর গোলপাহাড় মোড়ের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ।

    ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহম্মদ নুরুল হুদা তথ্যটি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা শামসুল আলমের বিরুদ্ধে মেঘনা গ্রুপের পক্ষ থেকে ঢাকার আদালতে দুইটি মামলা দায়ের করা হয়। দুটি মামলায় সাজা হয় শামসুল আলমের। আদালত থেকে জারি করা সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।