Tag: ইফতার বিতরণ

  • পথচারীদের সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ইফতার বিতরণ

    পথচারীদের সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ইফতার বিতরণ

    “থাকবে না কেউ অনাহারে, শেখ হাসিনার সরকারে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজন করা হয় পথচারী রোজাদারদের মাঝে ইফতার উপহার কার্যক্রম।

    প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাউদার্ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দীন ডেনিম।

    প্রোগ্রামে উপস্থিত ছিলেন সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রমিজ উদ্দীন কানন।

    এসময় প্রায় ১০০ পথচারীদের মাঝে দেয়া হয় ইফতার উপহার।

    উক্ত প্রোগ্রামে সাউদার্ন ছাত্রলীগের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সোহাগ খান, মোরশেদ খান, নাজিম উদ্দীন রিফাত, জাবেদুল ইসলাম, শুভ সৌরভ, সৌরভ সেন, সাফায়েত, রিমন, দূর্জয়, সিফাত, রূপক সহ প্রমুখ।

  • রাউজানের ডাবুয়ায় ১২শ দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    রাউজানের ডাবুয়ায় ১২শ দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন।

    বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ডাবুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী৷

    ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুউদ্দিন চৌধুরী সাবু।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। ইউপি সদস্য নাজিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান টিপু, ইউপি সচিব শওকত আকবর, ইউপি সদস্য জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মিঠু শীল, শাহ আলম, শাহাদাত হোসেন, আসাদ হোসেন, আজাদ হোসেন, ওবাইদুল হক, ইয়াছমিন আক্তার, ইসমিত জাহান শাহীন, জনি বেগম, যুবলীগ নেতা সাবের হোসেন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মাহমুদ, নাছির উদ্দীন, আরমান সিকদার, শরীফুল হক মুন্না, তীর্তধরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    ২৪ ঘন্টা/নেজাম রানা

  • কোতোয়ালী থানা ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

    কোতোয়ালী থানা ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কোতোয়ালী থানা ছাত্রদল।

    কোতোয়ালী থানা ছাত্রদল নেতা আরশে আজিম আরিফের সৌজন্যে নগরীর কোতোয়ালী থানাধীন গাউসিয়া তৈয়্যবীয়া হেফজখানা ও শাহ আমানত (রহঃ) এতিমখানা, ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন এতিমখানা এবং সাধারন পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও নগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সৈয়দ বশর, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, মোঃ হানিফ, মোঃ সাইফুল, সুব্রত আইচ ও মোঃ রিফাত সহ নেতৃবৃন্দ।

    এছাড়াও গত একমাস যাবৎ কোতোয়ালী থানা ছাত্রদল নেতা আরশে আজিম আরিফের নেতৃত্ব কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাজার বিতরণ করা হয়।

    ২৪ ঘন্টা/এম আর

  • মানবিক চট্টলার উদ্যোগে ইফতার বিতরণ

    মানবিক চট্টলার উদ্যোগে ইফতার বিতরণ

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ : করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে মানবিক চট্টলা সামাজিক সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক অলিগলিতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    একটি ট্রাকযোগে স্বেচ্ছাসেবক গন নগরীর জিইসি মোড় থেকে এই ইফতার সামগ্রী বিতরণ শুরু করে নগরীর বিভিন্ন সড়কের অলিগলিতে প্রবেশ করে কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

    এই বিষয়ে জানতে চাওয়া হলে সংগঠনটি উদ্যোক্তা মোশরফ হক চৌধুরী পাবেল বলেন, আমরা দীর্ঘদিন ধরে মানবিক চট্টলার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। সেই কাজেই অংশ হিসেবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে করোনা ভাইরাস এর কারনে কর্মহীন অসহায় মানুষের মাঝে আমরা এই ইফতার বিতরণের কর্মসূচী হাতে নিয়েছি।

    তিনি আরো বলেন, তাদের এই কর্মসূচি পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে। তিনি সমাজের সকল স্তরের মানুষকে যার যার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।

    ২৪ ঘন্টা/এম আর

  • সীতাকুণ্ডে চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ

    সীতাকুণ্ডে চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি:::করোনার ঝুঁকি নিয়ে সারাদেশে পণ্য পরিবহন করে অর্থনীতির চাকা যারা সচল রেখেছেন সেইসব পণ্যবাহী যানের চালক- শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

    আজ বৃহস্পতিবার (৭ মে) সংগঠনটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম এসপিপি, এনডিসি (অবঃ) এর দিক নির্দেশনায় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরীর নের্তৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ২০০ পণ্যবাহী পরিবহনের চালক সহকারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    এই সময় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, সংগঠনের সদস্য আক্তার হোসাইন, আবদুল হাদী দুলাল, আফজাল হোসাইন প্রমুখ।

    আইন শৃঙ্খলায় সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ।

    এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, আমাদের সংগঠনের মূল কাজ পরিবহনের যাত্রী সাধারণের অধিকার রক্ষা করা, ভাড়া নৈরাজ্য বন্ধে যাত্রীদের সচেতনকরা, সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী সচেতনতা। এবার করোনা ভাইরাসের সংকটকালে আমরা লক্ষ্য করেছি যে ৭০ লাখ পরিবহন শ্রমিক খুবই কষ্টে জীবন যাপন করছে। সারাদেশে হোটেল রেস্তোরাঁসহ সব দোকান বন্ধ থাকায় অর্থনীতির চাকা সচল রাখায় কর্মরত পণ্যবাহী যানের চালক ও শ্রমিকরা সড়ক মহাসড়কে অনাহারে গাড়ী চালিয়ে যাচ্ছে। এইসব বিষয় চিন্তা করে ১০ রমজান থেকে প্রতিদিন সড়ক মহাসড়ক, রেল স্টেশন সহ বিভিন্ন যায়গায় পরিবহনের চালক – শ্রমিক, পথচারী, ভিক্ষুক, ভবঘুরে রোজাদার ব্যক্তিদের ইফতার প্রদান করছে সংগঠনটি।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু