Tag: ইফতার সামগ্রী বিতরণ

  • জমির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    জমির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    উত্তর কাট্টলী জমির আহমদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্ড এলাকার এক হাজার মানুষের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী প্রদান করা হয়েছে। এই উপলক্ষে সোমবার ৩ এপ্রিল দুপুর ১ টায় সিটি গেইটস্থ একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করেছেন।

    চসিক কাউন্সিলর ও জমির আহমদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্ব আবু সুফিয়ান ও হারুন উর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রা ৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী নোমান আল মাহামুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, মোঃ ঈসা, হাজী বেলাল আহমদ, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম মাসুম, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন জুয়েল, মোঃ ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, লোকমান আলী, মাষ্টার মোঃ কামাল উদ্দিন, সাইদুর রহমান পুতুল, তাজুল ইসলাম চৌধুরী তাজু, হাজী মোঃ ইদ্রিস মিয়া, মীর কাসেম দুলাল, লায়ন গিয়াস উদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী,ছাত্রনেতা মোঃ রোকন উদ্দিন চৌধুরী প্রমুখ।

    সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইফতার পার্টি না করে জনসাধারণের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করে যাচ্ছে। যার যার সামর্থ্য অনুযায়ী আমরা নেতাকর্মীরা বিভিন্ন উৎসব, দুর্যোগ, দুর্বিপাকে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি। নেত্রী বলেছেন, কারো যদি দুইজন মানুষকে সাহায্য করার তৌফিক থাকে তাহলে তিনি দুইজনকেই সহযোগিতা করবেন। জমির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু এলাকার হাজারো মানুষকে সহযোগিতা দিচ্ছেন। এই কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

  • শিক্ষা উপমন্ত্রী নওফেলের ইফতার সামগ্রী পেলো ১২ হাজার পরিবার

    শিক্ষা উপমন্ত্রী নওফেলের ইফতার সামগ্রী পেলো ১২ হাজার পরিবার

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতিবছরের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ১৪ টি ওয়ার্ড যথাক্রমেঃ ১৫নং বাগমনিরাম, ১৬নং চকবাজার, ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮নং দক্ষিণ বাকলিয়া, ১৯নং পূর্ব বাকলিয়া, ২০নং দেওয়ানবাজার, ২১নং জামালখান, ২২নং এনায়েত বাজার, ২৩নং উত্তর পাঠানতলি, ৩১নং আলকরণ, ৩২নং আন্দরকিল্লা, ৩৩নং ফিরিঙ্গীবাজার, ৩৪নং পাথরঘাটা, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কাউন্সিলর এর মাধ্যমে ১২০০০(বারো হাজার) পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছেন।

    প্রতিটি প্যাকেট আছে ৫ কেজি চাউল, ২ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ টি কন্ডেন্স মিল্ক কোটা, ২০০ গ্রাম চা পাতা, ১ কেজি লবন।

    নগরীর জিইসি মোড় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পে থেকে গত ২৪শে মার্চ থেকে আজ(৩০ মার্চ) পর্যন্ত ১৪ ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে পোঁছে দেওয়া হয়েছে। সেইখান থেকে তৃণমূল পর্যায়ে বিতরণ করা হবে।

    এই বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে সেই নির্দেশনা মতে এই রমজানের উপহার বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষ কে কিভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধ্যমত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যার নির্দেশে আমরা এই সকল কাজ করছি তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু’র পরিবারের সকল সদস্যদের জন্য উপমন্ত্রী নওফেল সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • বারৈয়াঢালা ইউনিয়ন আ. লীগের সম্পাদক সাইদুলের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

    বারৈয়াঢালা ইউনিয়ন আ. লীগের সম্পাদক সাইদুলের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি: প্রত্যেক বছরের ন্যায় রমজানের শুরুতে ইউনিয়নের সকল গরীব অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।

    বুধবার সকালে ব্যক্তিগত উদ্যেগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৬৭০ জন জনসাধারণ এর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিদারুল আলম, ৩নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুল মোমিন, ৫নং ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ ভুইয়া, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রফিউজ্জামান রফিক, ৮নং ওয়ার্ড সভাপতি আনোয়ার সওদাগর, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য দিদারুল আলম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রাসেল, উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হান্নান ভুইয়া, খোরশেদ, যুবলীগ নেতা বেলাল হোসেন, নওশাদ আলম, খান সাব, শাহাদাত, আফরান, হৃদয় এবং ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন অন্তর, মঞ্জুসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ।

  • কাউন্সিলর বিপ্লবের অর্থায়নে ৩ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    কাউন্সিলর বিপ্লবের অর্থায়নে ৩ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    আজ বিকেলে নগরীর আলকরনস্থ ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লবের অর্থায়নে আবদুল জব্বার কালামিয়া মেম্বার-আবদুল আজিম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফিরিঙ্গীবাজার এলাকায় ৩ হাজার গরীব ও নি:স্ব পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়।

    এর মধ্যে চাল, চনা, তেল, লবন,চিনি ও সেমাই মিলিয়ে এ সকল ইফতার ও সেহেরী সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন উল্লেখিত পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী সমূহ তুলে দেন।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রমজানকে নেয়ামত হিসেবে আল্লাহ আমাদের মাঝে দান করেছেন। রোজাদার আল্লাহ’র খুব প্রিয় ব্যক্তি। যারা দুঃস্থ রোজাদারদের পাশে দাঁড়ায়, সহযোগিতা করে তারাও মহৎ ব্যক্তি।

    তিনি বিত্তবানদের দুঃস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

    মেয়র করোনা মহামারী এই দুর্যোগ মূহুর্তে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং সচেতনতা মাধ্যমে জীবন যাপন করার আহবান জানান।

    মেয়র আরো বলেন, দুস্থ ও হতদরিদ্র সকলকে নিজের পায়ে দাঁড়াতে হবে। পর নির্ভরশীলতা থেকে নিজেদের উত্তরন ঘটিয়ে স্বাবলম্বি হওয়ার পন্থা বের করতে হবে।

    অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, শিক্ষক সাহাদাত হোসেন, সমাজসেবক আবদুল হালিম দোভাষ।

    নগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নাসিম উল্লাহ চৌধুরী, উমর খালেদ, সিদ্দিক আহমদ, জামাল উদ্দিন সেকান্দর, মঞ্জুর আলম, নাসির আহমেদ, মঞ্জুর মোরশেদ, কামাল উদ্দিন, সবির আহমেদ, ওসমান গণি বাবলু, মিজানুর রহমান, জোবায়ের কাকি, তানভির আহমেদ রিংকু, মোহাম্মদ মহিউদ্দিন, এনামুল হক, ফজলে হাসান চৌধুরী, ইশতেহার উদ্দিন পারভেজ, আবদুল মতিন, হাজী আকবর বাচ্চু, সরওয়ার সরকার, শওকত হোসেন, আলাউদ্দিন বাপ্পী,মোহাম্মদ আকতার, সামিউল হাসান রুমন, রাশেদুল আলম সফিউল আলম জনি, ছাত্রনেতা আরিফুল ফরহাদ, অনিন্দ দেব, ইসমাইল বিন আজিজ প্রমূখ।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন আলকরণ বাইতুর রহমত জামে মসজিদের খতিব আলহাজ্ব আবদুর রহমান।

    ২৪ ঘণ্টা/এম আর