Tag: ইভটিজিং

  • চট্টগ্রামে ইভটিজিং ও যাত্রী হয়রানী বন্ধে বাসের অভ্যন্তরে নাম্বার যুক্ত স্টিকার লাগাচ্ছে পুলিশ

    চট্টগ্রামে ইভটিজিং ও যাত্রী হয়রানী বন্ধে বাসের অভ্যন্তরে নাম্বার যুক্ত স্টিকার লাগাচ্ছে পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে অভ্যন্তরীণ রুটগুলোতে চলাচলরত বাসের অভ্যন্তরে নম্বর যুক্ত স্টিকার লাগানো কার্যক্রম শুরু করেছে পুলিশ।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রামের সহযোগিতায় যাত্রী হয়রানি, ইভটিজিং ও যৌন নির্যাতন প্রতিরোধ কল্পে এ কার্যক্রম শুরু করা হয়।

    আজ ১ জানুয়ারি বুধবার থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান। উদ্বোধন কার্যক্রমে উপ পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মো. শহিদুল্লাহ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) নাজমুল হাসান, সহকারী পুলিশ কমিশনার সুলতান মোহাম্মদ আলী খান।

    এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সড়ক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম রাসুল বাবুল, মেট্রোপলিটন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক অলি আহমেদসহ মালিক ও শ্রমিক সংঘটনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    স্টুডেন্ট কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত থেকে স্টিকার লাগানো এ কার্যক্রমে অংশগ্রহণ হিসেবে চট্টগ্রাম মহানগরের চলাচলরত বাসের অভ্যন্তরে বাসের নম্বরযুক্ত এবং পুলিশ কনট্রোল রুমের নম্বরসহ ৫টি করে স্টিকার লাগানো হয়।

    প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাসে চালক ও হেলপার কর্তৃক যাত্রী হয়রানি ও ইভটিজিং এমনকি নারী নির্যাতনের মত অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেও তা সঠিকভাবে এবং সময়মতো অভিযোগ করে প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা।নাম্বারযুক্ত স্টিকার লাগানো কার্যক্রম শুরু

    এ বিড়ম্বনা হতে যাত্রী সাধারণকে রক্ষার জন্যে এবং অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধের জন্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন বছরে যাত্রী হয়রানি বন্ধ ও নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা নিশ্চিতকল্পে গুচ্ছ পরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়।

  • রাউজানে মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

    রাউজানে মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প’র (ইউজিপিডি) আওতায় বাল্য বিবাহ ও যৌতুক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং জঙ্গিবাদ প্রতিরোধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    আজ সোমবার উপজেলার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন ও হলদিয়া ইউনিয়নের হযরত ইয়াছিন শাহ পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থীরা অংশ নেন।

    রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, সমাজ সেবা কর্মকর্তা মুনির হোসাইন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সরকার।

    এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মিঠু চৌধুরী, মাস্টার মোবারক আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়।

    দুপুরে হযরত ইয়াছিন শাহ পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় আওয়ামী লীগ নেতা এস এম বাবর, রুনু ভট্টচার্য্যসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রাউজানে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় যুবককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

    রাউজানে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় যুবককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

    রাউজানে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে মোঃ হাবিব (২৪) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    সে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের শামশুল আলমের ছেলে।

    বৃহস্পতিবার উপজেলা সদরের গাউছিয়া কম্পিউটারে বসে এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন।