Tag: ইমরান

  • প্রার্থিতা ফিরে পেলেন সীতাকুণ্ডের মোহাম্মদ ইমরান

    প্রার্থিতা ফিরে পেলেন সীতাকুণ্ডের মোহাম্মদ ইমরান

    উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোহাম্মদ ইমরান। বাংলাদেশ হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়ে তাকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮১ নং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ ও পাহাড়তলী) আসনে প্রার্থিতা ফেরত দেন বিজ্ঞ আদালত।

    এক শতাংশ ভোটারের সমর্থন সংগ্রহে সমস্যার কারণ দেখিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সীতাকুণ্ডের জনপ্রিয় এ আওয়ামী লীগ নেতার প্রার্থিতা বাতিল করা হয়। পরবর্তীকালে নির্বাচন কমিশনে আপীলের পরও যথাযথ সময় প্রদান না করা শুনানির কারণে সেখানেও প্রার্থিতা ফেরত না পেয়ে তিনি হাইকোর্ট বিভাগে স্থাপিত বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনালে আপীল করেন।

    বুধবার (২০ ডিসেম্বর) হাইকোর্ট বিভাগের বিশেষ আদালতের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহ এর বেঞ্চের রায়ে অবশেষে নির্বাচনের মাঠে ফিরে এলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

    মোহাম্মদ ইমরানের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া এবং এডভোকেট মো. আবু নাসের।

    প্রার্থিতা ফিরে পাওয়ায় পর মোহাম্মদ ইমরান বলেন, মহান আল্লাহ’র অশেষ দয়ায় জনগণের খেদমতের জন্য আমার পথ খুলে গেছে। আমি আমার এই প্রাথমিক বিজয় সীতাকুণ্ডের মানুষকে উৎসর্গ করে দিতে চাই। ইনশাআল্লাহ্‌, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে আমার পথচলায় সীতাকুণ্ড, আকবরশাহ এবং পাহাড়তলী এলাকার জনসাধারণ শুধু নয়, বরং বাংলাদেশের আপামর তৃণমূলের খেটে-খাওয়া সাধারণ মানুষেরা আমাকে সাহায্য সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবেন।

  • ইমরান খান গ্রেপ্তার, দেশজুড়ে বিক্ষোভের ডাক

    ইমরান খান গ্রেপ্তার, দেশজুড়ে বিক্ষোভের ডাক

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করেছে দেশটির আধাসামরিক বাহিনী পাক রেঞ্জার্স।

    জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছে রেঞ্জার্স। ইমরানের বিরুদ্ধে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) জমি বরাদ্দের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। গত ১ মে এ পরোয়ানা জারি করেন ন্যাবের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাজির আহমেদ বাট।

    পিটিআই প্রধান ইমরান খান এদিন বিকালে ইসলামাবাদ হাইকোর্টে দুটি শুনানির জন্য উপস্থিত হন, এ সময় তাকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে বিষয়টি নিশ্চিত করেন।

    পিটিআই সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটে জানিয়েছেন, ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।

    ইন্সপেক্টর জেনারেল (আইজি) আকবর নাসির খানের বরাত দিয়ে ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, একটি রিয়েল এস্টেট কোম্পানির ৫০ বিলিয়ন রুপি বৈধ করার জন্য কয়েক বিলিয়ন রুপি নেওয়ার অভিযোগ রয়েছে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। ওই মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, ইমরানকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া সত্ত্বেও আদালতে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন।

    ইমরানকে নির্যাতন করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, জাতীয় কোষাগারের ক্ষতি করার জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তাকে গ্রেপ্তার করেছে।

    পিটিআই নেতা মোশাররাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেন, তারা ইমরান খানকে নির্যাতন করছে, মারধর করছে। তবে ইসলামামাবাদের পুলিশ জানায়, কাউকে নির্যাতন করা হয়নি। ইমরান খানের গাড়ি ঘিরে রাখা হয়েছে।

    এদিকে ইমরান খানকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই।

  • ইমরানের নতুন মাইলফলক

    ইমরানের নতুন মাইলফলক

    সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। ব্যতিক্রমী গান ও সুর দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন।

    মিষ্টি গান গেয়ে মাইলফলক অর্জন করেছেন এই শিল্পী। এ শিল্পীর কণ্ঠের ইউটিউবে প্রকাশিত ৫০টি গান, প্রত্যেকটি ১ কোটি ভিউ পার করেছে। এটি বাংলাদেশি কোনো শিল্পীর প্রথম অর্জন।

    ইমরান ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন। এরপর থেকে নিয়মিত কাজ করছেন। এক সময় কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরকার ও সংগীত পরিচালক হিসাবেও কাজ শুরু করেন।

    সময়ের বিবর্তনে অ্যালবামের ফরম্যাট থেকে বের হয়ে গান ইউটিউব প্ল্যাটফরমে প্রবেশ করে। গান প্রকাশের ধরনে পরিবর্তন এলেও ইমরান কাজ করে যান নিয়মিত। বিভিন্ন প্রচার মাধ্যমে তার গাওয়া গান প্রকাশ হয়। যার ফলে এ সংগীতশিল্পীর গাওয়া ৫০টি গান কোটি ভিউয়ার্সের মাইলফলক স্পর্শ করে।

    এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘আসলে ভিউস কখনোই একটি গানের সবকিছু হতে পারে না। তারপরও প্রজন্মের নতুন এ ধারাকে জয় করতে পারা আমার জন্য আনন্দের। আশা করি ভবিষ্যতেও দর্শক শ্রোতাদের কাছ থেকে এমন ভালোবাসা পাব, যা আমাকে আরও ভালো গান উপহার দিতে অনুপ্রেরণা জোগাবে। তবে এ অর্জন আমার একার নয়। প্রকাশিত গানগুলোর সংশ্লিষ্ট সম্মানিত সব গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মিউজিক ভিডিও নির্মাতা, প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান, সর্বোপরি আমার শ্রোতা ও শুভাকাঙ্ক্ষী-সবারই অর্জন এটি।’

  • বাঁচানো গেলোনা লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত দৃষ্টি প্রতিবন্ধী ইমরানকে

    বাঁচানো গেলোনা লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত দৃষ্টি প্রতিবন্ধী ইমরানকে

    এ. কে. আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ ইমরান(২৬) কে শত চেষ্টার পরও বাঁচানো গেলো না।

    ৩দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার (১ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    ইমরান উপজেলার চুনতি ইউনিয়নের বাগান পাড়ার শফিউল আলমের পুত্র।

    এর আগে ২৮ জুন (রবিবার) রাত সাড়ে ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফায়ার সার্ভিস এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাঁকে স্বজোরে ধাক্কা দিয়ে চোখের পলকেই পালিয়ে যায়। এতে ইমরান দু’পায়ে গুরতর আঘাতপ্রাপ্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন।

    ইমরানের প্রতিবেশী সাইদুল হাসান শুভ জানান, ইমরান ছিল দৃষ্টি প্রতিবন্ধী। এরপরও চোখে সামান্য যা দেখতে পান সেটুকু দিয়ে গেল বছর এইচএসসি পরীক্ষা দেন ইমরান। সে ২৮ জুন (রবিবার) রাতে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের লোকজন জানতে পারেন চুনতি ফায়ার সার্ভিস এলাকায় ইমরানকে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় তাঁর দু’টি পা ভেঙে যায়।

    পরে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে কয়েকদিনের মধ্যেই তাঁর দু’টি পায়ে অস্ত্রোপাচারের জন্য এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন তহবিলও প্রস্তুত করেন। কিন্তু সে মৃত্যুর কাছে হার মানলেন। অবশেষে বুধবার দুপুর ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় ৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ইমরান মারা যান।

    এদিকে, বুধবার রাত ৯টায় চুনতি স্থানীয় মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আইসোলেশন সেন্টার করতে গিয়ে নিজেই আক্রান্ত করোনা যোদ্ধা ইমরান

    আইসোলেশন সেন্টার করতে গিয়ে নিজেই আক্রান্ত করোনা যোদ্ধা ইমরান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা আইসোলেশন সেন্টার করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন স্পিকার্স কাউন্সিল এর সিইও ইমরান আহমেদ।

    করোানা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম স্থাপনে যেই কয়জন উদ্যমী মানবিক যুবক এগিয়ে এসেছেন তাদের মধ্যে অন্যতম ইমরান আহমেদ।প্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ী স্পিকার কাউন্সিলের পরিচালক।

    আজ ১২ জুন রাতে ইমরান আহমেদ করোনা আক্রান্ত বলে জানান ইম্পেরিয়াল কর্তৃপক্ষ। এর আগে গত ১০ জুন নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে করোনা স্যাম্পল দেন তিনি।

    ইচ্ছে করলে ঘরে বসে থাকতে পারতেন, আরাম-আয়েশে জীবন যাপন করতে পারতেন। তা না করে এ তরুন ব্যবসায়ী “করোনাকে ভয় নয় জয়” স্লোগান নিয়ে করোনা রোগীদের সেবা করার উদ্দেশ্যে আরো কয়েকজনসহ আইসোলেশন সেন্টার চট্টগ্রাম নির্মাণে এগিয়ে এলেন।

    চট্টগ্রামের বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতাল গুলো যখন রোগী ভর্তি করাচ্ছে না। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল দৌড়াদৌড়ি করতে করতে রোগী অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছে ঠিক তখন তারা একটি কমিউনিটি সেন্টারকে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার নির্মাণে ব্যস্ত।

    করোানা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম স্থাপনে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিজেই রোগী হয়ে গেলেন করোনা যোদ্ধা ইমরান আহমেদ। করোনা আইসোলেশন চট্টগ্রাম নির্মাণের অগ্রসেনানীকে আবারও করোনা রোগীর সেবায় চট্টগ্রামবাসী দেখতে চাই।

    ইমরান আহমেদ বলেন, ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আবারো চট্টগ্রামের মানুষের সেবায় নিয়জিত হবো। সবাই দোয়া করবেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • আমিরাতে রাষ্ট্রীয় পুরষ্কার পেলেন রাষ্ট্রদূত ইমরান

    আমিরাতে রাষ্ট্রীয় পুরষ্কার পেলেন রাষ্ট্রদূত ইমরান

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা প্রসারিত করার জন্য সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের যে প্রচেষ্টা চালিয়েছে তার স্বীকৃতিস্বরূপ আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান তাকে পুরস্কৃত করেছেন।

    আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ২৯ জানুয়ারি বুধবার রাষ্ট্রদূত ইমরানকে মন্ত্রকের তার কার্যালয়ে পদক প্রদান করেন।

    তিনি কূটনীতিকদের শুভকামনা ও সাফল্য কামনা করেন এবং সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সকল ক্ষেত্রে তার ভূমিকার প্রশংসা করেন।

    রাষ্ট্রদূত ইমরানও শেখ খলিফার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর বিজ্ঞ নীতি এ অঞ্চল ও আন্তর্জাতিকভাবে তিনি যে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তার জন্য তাঁর প্রশংসা করেন।

    রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য সংযুক্ত আরব আমিরাতের সরকারী দফতরকে সহযোগিতা ও তার দায়িত্ব অর্পণের জন্য ধন্যবাদ জানায়।