Tag: ইমরান খান

  • নারী শিক্ষায় বাধা অনৈসলামিক, ইমরান খান

    নারী শিক্ষায় বাধা অনৈসলামিক, ইমরান খান

    আফগানিস্তানে তালেবানের নারী শিক্ষায় বাধা দেয়ার বিষয়টিকে অনৈসলামিক বলে জানিয়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    নতুন তালেবান সরকারের এখন বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি প্রয়োজন। সেক্ষেত্রে পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে হলে তালেবানকে কিছু শর্ত মানতে হবে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইমরান খান।

    বিবিসির এই সাক্ষাৎকারে প্রথমেই তালেবান নেতাদের প্রতি অংশগ্রহণ ভিত্তিক সরকার গড়া এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

    পাকিস্তানের নিরাপত্তায় হুমকি হতে পারে এমন সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেয়া যাবে না বলেও তালেবান নেতাদের সতর্ক করেন।

    গত সপ্তাহে আফগানিস্তানের তালেবান শিক্ষা মন্ত্রণালয় শুধুমাত্র ছেলেদের জন্য মাধ্যমিক স্কুল চালুর ঘোষণা দিয়েছে এবং পুরুষ শিক্ষকদের কাজে যোগ দিতে বলেছে।

    মাধ্যমিকের নারী শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরতে পারবে এবিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি তারা। এবিষয়ে ইমরান খান বলেন, মেয়েরাও খুব শিগগিরই স্কুলে ফিরতে পারবে বলে বিশ্বাস করছেন তিন্।
    বিবিসি’র এই সাক্ষাৎকারে ইমরান বলেন “ক্ষমতায় আসার পর তালেবান যেসব কথা বলেছে তা উৎসাহব্যঞ্জক। আমি মনে করি তারা মেয়েদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেবে।”

    এছাড়া বলেন, “নারীদের শিক্ষিত হতে না দেওয়ার ধারণাটি ইসলামিক নয়। ধর্মের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই,” বলেন তিনি।

    তালেবান যোদ্ধারা গত ১৫ অগাস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর সেই ১৯৯০ এর দশকের কট্টর তালেবান শাসন ফিরে আসার আশঙ্কা দেখা দেয়। কারণ ১৯৯৬-২০০১ সালের তালেবান শাসনামলে নারী ও মেয়েদের স্কুলে পড়া নিষিদ্ধ ছিল।

    তালেবান নেতরা অবশ্য এবার ক্ষমতায় আসার পরই বলেছিলেন, গতবারের মতো শাসনামলে তারা ফিরে যাবেন না; নারীদের অধিকারকেও সম্মান দেখানো হবে।

    তবে এই উদার মনোভাবে প্রভাব খুব একটা দেখা যায়নি তাদের কাজে। বিশেষ করে গত সপ্তাহে আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়ার ঘোষণা না আসায় আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে পড়ে তালেবান।

    এঅবস্থায় তালেবানের এক মুখপাত্র বলেছেন, “যত শিগগিরই সম্ভব মেয়েরা স্কুলে ফিরবে।” তবে তাদের কী ধরনের শিক্ষা দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

    প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে, তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে কিনা এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ইমরান খান।

    তালেবান অংশগ্রহণমূলক সরকার গঠন করতে না পারলে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

    এন-কে

  • পাকিস্তানকে মারাত্মক খেসারত দিতে হয়েছে: ইমরান খান

    পাকিস্তানকে মারাত্মক খেসারত দিতে হয়েছে: ইমরান খান

    আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পক্ষ নিয়ে পাকিস্তানকে মারাত্মক খেসারত দিতে হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমন দাবি করেছেন।

    আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের পিছুহটা নিয়ে মার্কিন রাজনীতিবিদদের দোষারোপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন বক্তব্য এসেছে।-খবর এনডিটিভির

    রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে ইমরান খানকে। আফগানিস্তানে আমেরিকান ব্যর্থতার দায় ইসলামাবাদের ওপরও চাপিয়ে দেওয়ার চেষ্টার জবাবে তিনি আরও বলেন, একজন পাকিস্তানি হিসেবে কয়েকজন আমেরিকান সিনেটরের মন্তব্যে মর্মাহত হয়েছি।

    আফগানিস্তানের বিপর্যয়ের পাকিস্তানকে দায়ী করা হচ্ছে, যা খুবই যন্ত্রণাদায়ক বলে মনে করছেন সাবেক এই ক্রিকেট তারকা। ৯/১১ সন্ত্রাসী হামলার সময় পাকিস্তানি অস্থিরতা চলছিল। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা পারভেজ মোশাররফ সবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। টিকে থাকার জন্য তার মার্কিন সহায়তার দরকার ছিল।

    আমেরিকার সামরিক সহায়তার বিনিময়ে আফগানিস্তানের অভিযানে সহায়তা মারাত্মক ভুল ছিল বলে মনে করেন ইমরান খান। এতে মুজাহিদ বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে। আফগানিস্তানে সোভিয়েতবিরোধী মার্কিন অভিযানের অংশ হিসেবে দুদশক আগে ওই মুজাহিদ বাহিনী গড়ে তুলেছিল পাকিস্তানি গোয়েন্দারা।

    তিনি বলেন, বিদেশি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে মুজাহিদদের আমরা প্রশিক্ষণ দিয়েছি। এটি ছিল পবিত্র যুদ্ধ জিহাদ।

    ইমরান খান বলেন, কিন্তু যখন আমেরিকা অভিযান চালায়, সেই সব লোকদেরই বলা হচ্ছে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে সন্ত্রাসবাদ। তখন তারা আমাদের বিপক্ষে চলে গেলেন। আমাদের মার্কিন দোসর বলে আখ্যায়িত করলেন।

  • টিকা নেওয়ার দু’দিন পর করোনায় আক্রান্ত ইমরান খান

    টিকা নেওয়ার দু’দিন পর করোনায় আক্রান্ত ইমরান খান

    মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ তথ্য জানিয়েছেন।

    টুইট বার্তায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।’

    পরে পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে ফয়জলের টুইটটি রিটুইট করা হয়েছে। মাত্র দুদিন আগেই কোভিড-১৯ এর টিকা নিয়েছিলেন ইমরান খান। এরপরই তার করোনা শনাক্তের খবর প্রকাশ হলো।

    পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনেরজ অনলাইন জানিয়েছে, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে আলাপ করলেন ইমরান খান

    প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে আলাপ করলেন ইমরান খান

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কুশলাদি বিনিময় করে বাংলাদেশের করোনা ও বন্যা পরিস্থিত সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার (২২ জুলাই) বেলা ১টায় দুদেশের প্রধানমন্ত্রীর কথপোকথন প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।

    প্রেস সচিব আরও জানান, টেলিফোনে কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ও এর মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ সম্পর্কে জানতে চান।

    প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

    পরবর্তীতে ইমরান খান শেখ হাসিনার নিকট বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পাকিস্তানে বিমান বিধ্বস্ত/ নিহত বেড়ে ৯৭, জীবিত উদ্ধার ৩/ইমরান খান ও মোদীর শোক

    পাকিস্তানে বিমান বিধ্বস্ত/ নিহত বেড়ে ৯৭, জীবিত উদ্ধার ৩/ইমরান খান ও মোদীর শোক

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক সংবাদ : পাকিস্তানের করাচিতে উড়োজাহাজ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯৭ জনের মৃত্যুর খবর জানা গেছে। দুর্ঘটনাস্থল থেকে তিন জনকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

    পাকিস্তানের করাচিতে সিন্ধু প্রদেশের স্বাস্থ্যকর্মকর্তারা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন। এছাড়া হতাহতের মধ্যে ১৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

    পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইনসের (পিআইএ) বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (২২ মে) এক টুইটবার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    দেশটির বিমান চলাচল কর্মকর্তারা জানান, শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের (পিআইএ) জেট বিমান এ-৩২০ এ, ৯১ জন যাত্রী এবং ৮ জন বিমান কর্মী ছিলেন। লাহোর থেকে বিমানটি যাত্রা শুরু করে পাকিস্তানের অন্যতম ব্যস্ত একটি বিমানবন্দর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্তের আগে দুই থেকে তিন বার অবতরণের চেষ্টা করে। কিন্তু শেষমেশ করাচির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে যায় বিমানটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জিন্নাহ বিমানবন্দর থেকে বিমানটি মাত্র প্রায় এক মিনিটের দূরত্বে ছিল।

    শাকিল আহমেদ নামে স্থানীয় একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিমানটি প্রথমে একটি মোবাইল টাওয়ারে আঘাত করে। এরপর বাড়ির উপরে বিধ্বস্ত হয়ে পড়ে। দেশটির সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, দুর্ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

    পাকিস্তানের টিভি ফুটেজ থেকে দেখা গেছে, ওই এলাকার বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ উজায়ের বিবিসি উর্দু বিভাগকে জানিয়েছেন, বিকট আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। তিনি বলেন, প্রায় চারটি বাড়ি পুরো বিধ্বস্ত হয়ে গেছে। প্রচুর ধোঁয়া আর আগুন জ্বলছে।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় জানান, দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত এবং দু:খিত। সেইসঙ্গে অবিলম্বে ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    এদিকে পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইনসের(পিআইএ) বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এক টুইটবার্তায় তিনি বলেন, পাকিস্তানে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করছি।

    প্রসঙ্গত এর আগেও গত ২০১০, ২০১২ ও ২০১৬ সালে পৃথক তিনটি বিমান বিধ্বস্থের ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। ২০১০ সালে পাকিস্থানের ইসলামাবাদের কাছে বেসরকারি বিমান সংস্থা এয়ারব্লু পরিচালিত একটি বিমান বিধ্বস্ত হলে ১৫২জন যাত্রীর সবাই মারা যায়। সেটি ছিল পাকিস্তানের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

    এরপর ২০১২ সালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাওয়ালপিণ্ডিতে অবতরণ করার সময় পাকিস্তানের ভোজা এয়ার পরিচালিত বোয়িং ৭৩৭-২০০ বিধ্বস্ত হলে ১২১জন যাত্রী এবং ছয়জন ক্রু-র সবাই প্রাণ হারান।

    তাছাড়া ২০১৬ সালে পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে ইসলামাবাদ যাবার সময় পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গেলে বিস্ফোরিত হয়ে মারা যায় ৪৭জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা মোকাবেলায় তারিক জামিলের সহায়তা চাইলেন ইমরান খান

    করোনা মোকাবেলায় তারিক জামিলের সহায়তা চাইলেন ইমরান খান

    বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্বখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    সোমবার ইমরান খানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জিয়ো নিউজ জানিয়েছে। এসময় ধর্মীয় অঙ্গনে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে তারিক জামিলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

    এসময় তারা বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাস নিয়ে পারস্পারিক মতবিনিময় করেন।

    করোনা থেকে রক্ষা পেতে সবার মুক্তির জন্য মাওলানা তারিক জামিলের কাছে বিশেষ দোয়া চান পাক প্রধানমন্ত্রী। তাবলিগী ইজতেমাসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সীমাবদ্ধ রাখারও অনুরোধ জানান তিনি।

    করোনা ইস্যুতে আলেমদের সঙ্গে দেখা করে এ বার্তা পৌঁছে দেবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মাওলানা তারিক জামিল।

    এর আগে পাকিস্তানের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরীও আলেমদের কাছে খুতবা ও ​নামাজ সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছিলেন।

    পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭৯ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

    প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দেশটির সব মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে।

    পাকিস্তানের শিক্ষামন্ত্রী এক টুইটবার্তায় বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।