Tag: ইমাম

  • মিরসরাইয়ে মসজিদের ইমামকে সংবর্ধনা

    মিরসরাইয়ে মসজিদের ইমামকে সংবর্ধনা

    মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ে প্রবীন এক ইমামকে অবসরজনিত আন্তরিক সংবর্ধনা দিয়েছে মসজিদ কমিটি ও মুসল্লিরা। এসময় বিদায়ী ইমাম মাওলানা ইউসুফকে সম্মানি স্বরুপ ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

    শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ওই প্রবীন মাওলানাকে সংবর্ধনা দেয়া হয়। মাওলানা ইউসুফ বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর ছমদ আলী জামে মসজিদে দীর্ঘ ৪৩ বছর ধরে অত্যান্ত সুনামের সাথে ইমামতি করেছেন।

    তিনি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের হামিদ আলী মিয়া বাড়ির মৃত মোঃ সৈয়দের রহমানের পুত্র। উপজেলায় এই প্রথম সংবর্ধনার মাধ্যমে কোন ইমামকে সন্মানি দিয়ে বিদায় দেওয়া হয়েছে এতে প্রশংসা কুড়িয়েছেন মসজিদ পরিচালনা কমিটি।

    মসজিদ কমিটির অর্থ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায়, পেশ ইমাম মাওলানা দেলোয়ার হোসেনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

    এ সময় উপস্থিত ছিলেন মসজিদের বর্তমান খতিব মাওলানা আব্দুল মান্নান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন ভেন্ডার, সাবেক খতিব মাওলানা আবুল কালাম , মসজিদের মুসল্লি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    জানা গেছে, ১৯৮০ সালে মাওলানা মোহাম্মদ ইউসুফ এই সমজিদে ইমাম হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ ৪৩ বছর এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছেন। এখন বার্ধক্য জনিত কারনে বাধ্য হয়ে তিনি অবসরে গেছেন।

  • ইসলাম ইমামদের যে মর্যাদা দিয়েছে

    ইসলাম ইমামদের যে মর্যাদা দিয়েছে

    ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নামাজ। নামাজে সবাইকে নেতৃত্ব দিয়ে থাকেন মসজিদের ইমাম। মসজিদের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইমাম। ইমাম শব্দের অর্থ পথপ্রদর্শক, নেতা ও পরিচালক। ইমাম শুধু মসজিদের গুরুত্বপূর্ণ ব্যক্তি নন বরং মুসলিম সমাজেরও নেতা তিনি। ইমামতি ছাড়াও মুসলমানদের যাবতীয় ধর্মীয় আচার-অনুষ্ঠানে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন।

    ইসলামের প্রথম ইমাম আল্লাহর রাসুল সা.

    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের প্রথম ইমাম। তাঁর পরে খোলাফায়ে রাশেদিন ইমামতির গুরু দায়িত্ব পালন করেছেন। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘ইমাম হলেন (সালাতের সার্বিক) জিম্মাদার। আর মুয়াজ্জিন হলেন আমানতদার। হে আল্লাহ, ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন এবং মুয়াজ্জিনদের ক্ষমা করুন।’ (তিরমিজি, হাদিস : ২০৭)

    ইমামকে সর্বোচ্চ সম্মান

    ইমাম কোনও দিন মজুর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী নন, ইমাম-মুয়াজ্জিন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকার রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা মানুষের স্তরভেদ অনুপাতে তাদের সম্মান দাও।’ (সুনানে আবু দাউদ : ৪৮৪২)

    পরিপূর্ণ সওয়াবের অধিকারী

    ইমামদের সম্পর্কে এক হাদিসে হজরত উকবা ইবনে আমের রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সঠিক সময়ে লোকদের নিয়ে জামাতে নামাজ আদায় করেছে, এ জন্য সে (ইমাম) নিজে ও মুকতাদিরাও পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে।

    অপরপক্ষে যদি কোনো সময় ইমাম সঠিক সময়ে নামাজ আদায় না করে তবে এজন্য সে দায়ী হবে; কিন্তু মুকতাদিরা পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে। -(আবু দাউদ : ৫৮০, ইবনু মাজাহ, ৯৩৬, আহমাদ৪/১৪৫, ২০১)

    ইমামদের জন্য আল্লাহর রাসুলের দোয়া

    আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আল্লাহ! তুমি ইমামদের সঠিক পথ দেখাও। এর অর্থ, ‘ইলমের ব্যাপারে সঠিক পথ দেখাও। আর তার ‘ইলমের মধ্যে শরিয়তে মাসআলা মাসায়েলের সঠিক জ্ঞান থাকা আবশ্যক।

    রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হে আল্লাহ! তুমি মুয়াজ্জিনদের ক্ষমা কর। -(তিরমিজি : ২০৭, মিশকাত, ৬৬৩, আবু দাউদ, ৫৩০)

    সবার আগে ইমামের অবস্থান

    জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমাম সবার আগে দাঁড়াবেন। অর্থাৎ ইমামের কাতার সবার কাতারের আগে হবে। ইমামের আগে কেউ দাঁড়াতে পারবে না। ইবনে হাজর আসকালানি (রহ.) বলেন, ‘মূলনীতি হলো ইমাম মুক্তাদিদের আগে থাকবেন।’ (ফাতহুল বারি : ২/৩৯১),

    হানাফি, শাফেয়ি ও হাম্বলি মাজহাব (প্রসিদ্ধ অভিমত) অনুযায়ী, ইমামের আগে কেউ দাঁড়ালে তার নামাজ হবে না। (ইসলামওয়েব ডটনেট, ফাতাওয়া নম্বর : ৩৩৯৯৩)

    ইমামের অনুমতির জন্য অপেক্ষা

    নামাজ আদায়ের ক্ষেত্রে ইমামকে এই মর্যাদা দেওয়া হয়েছে যে তাঁর অনুমতিক্রমে ইকামত দিতে হবে। আলী (রা.) বলেন, ‘মুয়াজ্জিন আজানের মালিক আর ইমাম ইকামতের মালিক।’ (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস : ৪১৭১; তিরমিজি, হাদিস : ২০২),

    তবে ইমাম যদি কিছু না বলে ইকামতের অপেক্ষা করেন, তাহলে সে ক্ষেত্রেও ইকামত দেওয়া যাবে। কেননা চুপ থাকা ইমামের অনুমতি হিসেবে গণ্য হবে। (বাদায়েউল ফাওয়ায়েদ : ৩/৮০)

    সব কাজে ইমামের অনুসরণ জরুরি

    জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে সব কাজে ইমামের অনুসরণ করতে হবে এবং তাঁর চেয়ে অগ্রবর্তী হওয়া যাবে না।

    আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুসরণ করার জন্যই ইমাম নির্ধারণ করা হয়। কাজেই তাঁর বিরুদ্ধাচরণ করবে না। তিনি যখন রুকু করেন তখন তোমরাও রুকু করবে।

    তিনি যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলেন, তখন তোমরা ‘রাব্বানা ওয়ালাকাল হামদ/ রাব্বানা লাকাল হামদ’ বলবে। তিনি যখন সিজদা করবেন তখন তোমরাও সিজদা করবে। তিনি যখন বসে সালাত আদায় করেন, তখন তোমরাও বসে সালাত আদায় করবে। আর তোমরা সালাতে কাতার সোজা করে নেবে। কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। -(বুখারি, হাদিস : ৭২২)

  • মাদারগঞ্জ উপজেলাধীন সকল মসজিদের ১ হাজার ইমাম-মোয়াজ্জেমদের ঈদ উপহার বিতরণ

    মাদারগঞ্জ উপজেলাধীন সকল মসজিদের ১ হাজার ইমাম-মোয়াজ্জেমদের ঈদ উপহার বিতরণ

    জামালপুর প্রতিনিধি:করোনা পরিস্থিতিতে এবার তারাবিতে মুসল্লির সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম-মুয়াজ্জিনরা।

    এমন অবস্থায় ব্যক্তিগত অর্থায়নে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

    আজ বুধবার (২০মে)দুপুরে মাদারগঞ্জ মির্জা আজম অডিটরিয়ামে উপজেলার এক হাজার ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে ১১কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি লবণ,১ প্যাকেট সেমাই ও সাবানসহ খাদ্য সামগ্রী উপহার তুলে দেন মির্জা আজম এমপি।

    এসময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নিবার্হী অফিসার আমিনুল ইসলাম, মাদারগঞ্জ সার্কেলে এএসপি সামিউল আলম ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।

    ২৪ ঘন্টা/এম আর/মেহেদি

  • ইমাম মোয়াজ্জিন পেল ঈদ উপহার

    ইমাম মোয়াজ্জিন পেল ঈদ উপহার

    হিজড়া সম্প্রদায়ের পর এবার ইমাম মোয়াজ্জিন খাদেমদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

    সিএমপি দক্ষিণ বিভাগের ২৪০ জনের মাঝে আজ ঈদ উপহার বিতরণ করা হয়। আজ দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এসব উপহার বিতরণ করা হয়।

    এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত বিভিন্ন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে আজ কোতোয়ালী এলাকার ৬৩ টি মসজিদের ২৪০ জন ইমাম, মোয়াজ্জিন, খাদেমকে উপহার দেওয়া হয়।

    অনুষ্ঠানে ৫ টি মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের হাতে উপহার তুলে দেয়া হয় এবং অবশিষ্টদের মাঝে রাত্রিবেলা গাড়ীযোগে পৌঁছে দেয়া হবে।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নতুন খতিব ও ইমাম নিয়োগ

    মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নতুন খতিব ও ইমাম নিয়োগ

    সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদীনার মসজিদে নববীতে বেশ কয়েকজন নতুন খতিব ও ইমাম নিয়োগ দেয়া হয়েছে।

    শনিবার মসজিদুল হারামাইন বিষয়ক অধিদফতরের প্রধান ড. আবদুর রহমান সুদাইস নতুন ইমাম-খতিবদের নাম প্রকাশ করেন। নতুন নিয়োগপ্রাপ্ত খতিবরা আগে থেকে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা গেছে।

    মসজিদে হারামে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ডা. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি। তারা দীর্ঘদিন ধরে মসজিদে হারামের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন।

    আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. ইয়াসির আদ দাওসারি। তিনি কয়েকবছর আগে তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে ইমামতির দায়িত্বও পালন করবেন তিনি।

    অন্যদিকে মদীনার মসজিদে নববীতে একজনকে নতুন খতিব ও দুইজনকে নতুন ইমাম ঘোষণা করা হয়েছে। খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন তালিব হুমাইদ। তিনি আগে থেকেই মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

    আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন আলী হুজাইফি (মসজিদে নববীর বর্তমান প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান) ও শায়খ ডা. খালেদ বিন সুলাইমান মুহান্না।

    তারাও বেশ কয়েক বছর ধরে তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।