Tag: ইসকনের

  • কাপ্তাই ইসকনের তীর্থযাত্রার নৌকা ডুবি : ৪দিনপর রাঙ্গুনিয়ায় মিলল নিখোঁজ মা-ছেলের লাশ

    কাপ্তাই ইসকনের তীর্থযাত্রার নৌকা ডুবি : ৪দিনপর রাঙ্গুনিয়ায় মিলল নিখোঁজ মা-ছেলের লাশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কাপ্তাই কর্ণফুলি নদীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন)’র তীর্থযাত্রার নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    নিখোঁজের প্রায় চারদিন পর আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় কর্ণফুলী নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত লাশ দুটি হলো মিরসরাই উপজেলার জোরারগন্জের রাজীব মজুমদার এর শিশু পুত্র বিজয় মজুমদার (৫) এবং তার স্ত্রী টুম্পা মজুমদার (৩০)।

    তথ্যটি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থাকার ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নদীতে ভাসমান অবস্থায় দুটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

    এর আগে চট্টগ্রামের নন্দনকানন এলাকার রাধামাধব মন্দির থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ১২৭ জন সদস্য ৩টি বোট যোগে কাপ্তাইয়ের শীলছড়ি ভ্রমনে যায়।

    যাওয়ার পথে গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার কাপ্তাই উপজেলার কেপিএমের কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে ৪৭ জন তীর্থযাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ঘটনার দিন প্রাণ হারিয়েছে চট্টগ্রামের হাজারী গলির রতন দে’র কন্যা দেবলীনা দে (১০)। আরো খবর : ইসকনের তীর্থযাত্রার নৌকাডুবি, এখনও নিখোঁজ মা-ছেলে

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে নৌকাটির সকল যাত্রীকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিলেন মা ছেলে। দুদিন নদীতে অনেক তল্লাশি চালিয়ে টুম্পা ও তার ছেলের কোনো খোঁজ মেলেনি।

    অবশেষে চার দিন পর আজ মঙ্গলবার সকালে ২৭ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং পুলিশ লাশ দুটি উদ্ধার করে।