Tag: ইসলামিক সহযোগিতা সংস্থা

  • দিল্লিতে মুসলিম নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ ওআইসি

    দিল্লিতে মুসলিম নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ ওআইসি

    বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে বেশ কয়েকদিন ধরে ফের উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটির রাজধানী দিল্লিতে গত কয়েকদিন ধরেই সহিংসতা চলছে। যেখানে উগ্র হিন্দুরা মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছেন। এর তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওআইসি বলেছে, ভারতে মুসলিমদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এই ঘৃণ্য হামলায় হতাহতদের পরিবারের প্রতি আমরা আন্তরিক শোক প্রকাশ করছি। ভারত সরকারের উচিত হত্যা ও হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া।

    এছাড়া ভারতে বসবাসকারী সব মুসলমান নাগরিক ও ধর্মীয় পবিত্র স্থানের সুরক্ষা নিশ্চিত করতে দেশটির ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওআইসি।

    তবে ওআইসির এই বিবৃতিকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িতদের কাছে অনুরোধ, তারা যেন দিল্লিতে বিরাজমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দেন।

    এ দিকে গত কয়েকদিনের সহিংসতায় ভারতে এখন পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় দুই শতাধিক মানুষ।