Tag: ইসলামী বিশ্ববিদ্যালয়

  • ইবি শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনার কবলে, আহত ৪০

    ইবি শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনার কবলে, আহত ৪০

    বৃহস্পতিবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী একটি বাস। রাত দেড়টার দিকে কুষ্টিয়ার সদরের বিত্তিপাড়া এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা বিভাগের দুই শিক্ষক ও চালকসহ ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন।

    জানা যায়, গত বুধবার ব্যবস্থাপনা বিভাগের এমবিএ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এগ্রি বিজনেস বিষয়ের ওপর রাজ মটরসের একটি (ভাড়া গাড়ি) গাড়িতে করে নওগাঁ জেলায় ফিল্ড ওয়ার্কে যান। বৃহস্পতিবার ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হন তারা। ক্যাম্পাসের ফেরার পথে বাসটি কুষ্টিয়া সদরের বিত্তিপাড়া এলাকায় পৌঁছার পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে যায়। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি গাড়ি আসতে দেখে চালক বাসটির দ্রুতগতি কমিয়ে নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি রাস্তার পাশের ট্রাকে ধাক্কা দেওয়ার পর একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিও পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই শিক্ষকসহ ৪০ শিক্ষার্থী আহত হয়।

    দুর্ঘটনার পরে খবর পেয়ে পুলিশ, বিজিবি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং ২৮ জনকে ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল এবং ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।

    বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. পারভেজ হাসান সাংবাদিকদের জানান, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. ধনঞ্জয় কুমার ও মুর্শিদ আলমসহ ২৮জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে বেশ কয়েকজন একটু বেশি আঘাত পেয়েছেন। তবে সবাই আশঙ্কামুক্ত।

  • ইবি ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার

    ইবি ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার

    দলীয় নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার রাতে কুষ্টিয়া শহর থেকে তাকে আটক করা হয়।

    জানা যায়, গত ২৯ অক্টোবর রাকিবুল ইসলামের সাথে শাখা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জুবায়ের হোসেনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

    সেখানে ইবি শাখা ছাত্রলীগের সাবেক সাধরাণ সম্পাদক জুয়েল রানা হালিমসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সম্পর্কে বিভিন্ন অভিযোগ করা হয়।

    তবে এই অডিওটি রাকিব জোর করে করিয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছে জুবায়ের। এই ঘটনায় জুয়েল রানা হালিম বাদী হয়ে গত ০২ নভেম্বর ইবি থানায় আইসিটি আইনে মামলা করেন। মামলায় রাকিবুল ইসলাম রাকিব এবং জুবায়ের হোসেনকে আসামি করা হয়েছে।

    রাকিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে ইবি থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান বলেন, ‘ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার মামলা নং ০২/০২-১১-২০১৯। আজ তাকে আদালতে পাঠানো হবে। ’