Tag: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি

  • অনলাইনে ইডিইউর সামার সেমিস্টারের অভিষেক

    অনলাইনে ইডিইউর সামার সেমিস্টারের অভিষেক

    ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) সামার ২০২০ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি ও অভিষেক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

    স্বাভাবিক সময়ে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, তার পরিবর্তে সোমবার (১৮ মে) দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনলাইনে এ অভিষেক অধিবেশন পরিচালিত হয়।

    এতে উপস্থিত ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

    তিনি বলেন, বর্তমান সময়টি খুব স্বাভাবিক কোনো সময় নয়। আমাদেরকে এক নতুন বাস্তবতায় শিফট করতে হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক লাইফ ও সুযোগ-সুবিধাকেই সবসময় আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই। বাংলাদেশে ইডিইউ একমাত্র বিশ্ববিদ্যালয় যারা বন্ধ ঘোষণার পরবর্তী কার্যদিবস থেকেই লাইভ ব্রডকাস্টিংয়ে ক্লাস পরিচালনা শুরু করে। আমরা গর্বভরে বলতে পারি, কভিড-১৯ এর কারণে আমাদের একদিনও ক্লাস বাদ পড়েনি। গর্বিত এই বিশ্ববিদ্যালয়ের নতুন সদস্যদের স্বাগত ও শুভকামনা।

    এ অধিবেশনে মূলত শিক্ষার্থীদের সঙ্গে ইডিইউর প্রতিটি স্কুলের ডিনগণ অন্যান্য কো-অর্ডিনেটর ও ফ্যাকাল্টি মেম্বারদের পরিচয় করিয়ে দেন।

    এছাড়া অ্যাক্সেস একাডেমিসহ অন্যান্য কোর্স ও শিক্ষাপদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনে গাইডলাইন দেন শিক্ষকগণ।

    এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আরেকটি সেশনে মিলিত হন শিক্ষার্থীরা। এতে তাদের ভর্তি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় সার্ভিসগুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়।

    এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী বলেন, শিক্ষার্থীরা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইডিইউকে বিশ্বের বুকে তুলে ধরবে তারাই। সে লক্ষ্যে বিশ্বমানে গড়ে তুলছি শিক্ষার্থীদের।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ইডিইউতে অনলাইন ওপেন ডে ৭ মে,চলছে ভর্তি কার্যক্রম

    ইডিইউতে অনলাইন ওপেন ডে ৭ মে,চলছে ভর্তি কার্যক্রম

    এবার ভিন্নভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সামার ২০২০ সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার।

    আগামী ৭ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘অনলাইন ওপেন ডে’। আগ্রহীদের করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন।

    বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স ও মাস্টার্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় তথ্যের উত্তর জেনে নিতে পারবে এই ওপেন ডে’তে।

    এছাড়াও এতে থাকছে স্পট অ্যাডমিশনের সুবিধা। ভর্তির উপর থাকবে বিভিন্ন হারে ছাড় ও বিশেষ স্কলারশিপের সুযোগ।

    এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, ক্যাম্পাস জব, অ্যাক্সেস একাডেমি, সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট এন্ড চেইঞ্জ, অ্যাডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স, নেটওয়ার্ক এন্ড প্লেসমেন্ট সেল, ক্লাব কার্যক্রম, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, হায়ার এডুকেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্য জানা যাবে এই সেশনে। ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে সরাসরি কথা বলে বিষয় বাছাইয়ের সুবিধা থাকছে। পাশাপাশি ইডিইউর বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত থাকবে। ইডিইউতে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করবে তারা। আগ্রহীরা চাইলে তাদের সঙ্গে কথাও বলতে পারবে।
    এই ওপেন ডে’তে যোগদিতে ইডিইউর অফিসিয়াল ওয়েবসাইট:www.eastdelta.edu.bd ফেসবুক পেইজ: eastdeltauniversity1 এ দেয়া লিংকে ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।

    এছাড়া ব্রাউজারের এড্রেস বারে গিয়ে https://bit.ly/2W1IQGF।লিখলেই পাওয়া যাবে ফরমটি। বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন ০১৭১৪-১০২০৬২, ০১৯৭৪-১০২০৬২ নম্বরে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ইডিইউতে ভর্তি অনলাইনে, লাগছে না পরীক্ষা

    ইডিইউতে ভর্তি অনলাইনে, লাগছে না পরীক্ষা

    চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) সামার ২০২০ সেমিস্টারের ভর্তি কার্যক্রম এখন পুরোপুরিই অনলাইনে। কোনোরকম পরীক্ষা ছাড়াই আগ্রহীরা ভর্তি হতে পারবে। স্নাতক পর্যায়ে এসএসসি ও এইচএসসির ফলাফল এবং স্নাতকোত্তর পর্যায়ে স্নাতকের ফলাফলের উপর ভিত্তি করে নতুন শিক্ষার্থী ভর্তি করাবে ইডিইউ। আসন সংখ্যা সীমিত হওয়ায় প্রথমে আবেদনকারীদের অগ্রাধিকার দেয়া হবে।

    কভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে ক্যাম্পাস বন্ধ করা হলেও ইডিইউর ক্লাসসহ সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম অনলাইনেই পরিচালিত হচ্ছে। বর্তমান সংকটকালে ইডিইউতে ভর্তিচ্ছুদের যাতে ঘর থেকে বের হতে না হয়, তাই সার্বিক সুযোগ-সুবিধা অনলাইনেই দেওয়া হচ্ছে।

    আগামী ১৬ এপ্রিল পর্যন্ত ইডিইউর অফিসিয়াল ওয়েবসাইট http://www.eastdelta.edu.bd ফেসবুক পেইজ eastdeltauniversity1 এ দেয়া লিংকে গিয়ে ফরম পূরণ করে আবেদনের এ সুযোগ থাকছে। এছাড়া ব্রাউজারের এড্রেস বারে গিয়ে https://bit.ly/39xCQsN লিখলেই পাওয়া যাবে ফরমটি।

    স্বাভাবিক সময়গুলোতে ভর্তিচ্ছুদের পরীক্ষা নিলেও এবার সেই ধারাবাহিকতা থেকে বের হয়ে এসেছে ইডিইউ। এছাড়া ভর্তি মেলায় যে বিশেষ ছাড়ের সুবিধা থাকতো, তা এবার ১৬ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণকারী সকলেই পাচ্ছেন।

    শিক্ষার্থীদের কর্ম উপযোগী ও বিশ্বমানে গড়ে তোলার জন্য ইডিইউতে আছে স্টুডেন্ট স্কিল ডেভলপমেন্ট সেন্টার এবং একাডেমিক হেল্প সেন্টার। প্রত্যেক স্টুডেন্টের জন্য একজন করে একাডেমিক এডভাইজর আছেন। বিদেশে গিয়ে বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম স্বচক্ষে দেখে আসার সুযোগ আছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স প্রোগ্রামের মাধ্যমে।

    আরো আছে এক্সেস একাডেমি, যেখানে শিক্ষার্থীদের ইংলিশ, ম্যাথ, প্রেজেন্টেশন স্কিল ও সোশ্যাল লিডারশিপের মতো বেসিক বিষয়গুলো উন্নত করা হয়।

    আছে ১৫টি ক্লাব, যেখানে শিক্ষার্থীরা নিজেদের কমিউনিকেশন ও লিডারশিপ স্কিল ডেভলপ করার সুযোগ পাচ্ছে, থাকছে নানান ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ। আর মেধাবী ও অসচ্ছ্বল শিক্ষার্থীদের জন্য ১০টি বৃত্তি। গত এগার বছরে মোট আঠার কোটি টাকার বৃত্তিমূলক বার্সারি প্রদান করেছে ইডিইউ কর্তৃপক্ষ।

    এছাড়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ সৃষ্টি ও শিক্ষক-শিক্ষার্থীদের মৌলিক রচনাক্ষমতা উন্নয়নে সহায়তা করতে ইডিইউ নিয়েছে ইন্টারনেটভিত্তিক প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যার টার্নইটইনের পূর্ণ সাবস্ক্রিপশন।

    এছাড়া বিভিন্ন ধরণের স্কিল ডেভলপমেন্টের জন্য বিশ্বখ্যাত অনলাইন প্লাটফর্ম ‘কোর্সেরা’র সঙ্গে জুটি বেঁধেছে ইডিইউ। বর্তমানে ইডিইউর শিক্ষার্থীরা ফ্রি’তে করতে পারছে কোর্সেরা’র প্রায় সবধরণের প্রিমিয়াম কোর্স।

    ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি পরীক্ষার জন্য ফরম ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্নাতক পর্যায়ে ভর্তি শুরু হয়েছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমএ ইন ইংলিশ, মাস্টার অব পাবলিক পলিসি এন্ড লিডারশিপ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন গ্র্যাজুয়েটরা।

    সব ধরণের তথ্যের জন্য ফোন করুন ০১৭১৪-১০২০৬২, ০১৯৭৪-১০২০৬২, ০৯৬৩-৮১৪৪৪১৩, ০৩১২-৫৫৮৬৪৫-৬ নম্বরে।

  • ইডিইউতে মুজিববর্ষের কর্মসূচি উদ্বোধন

    ইডিইউতে মুজিববর্ষের কর্মসূচি উদ্বোধন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) গ্রহণ করেছে বছরব্যাপী নানা কর্মসূচি। কিন্তু কভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক ১৭ মার্চের দিনব্যাপী কর্মসূচি সীমিত আকারে পালন করেছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার সকাল ১১টায় ক্যাম্পাস প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বৃক্ষরোপণের মাধ্যমে মুজিববর্ষের বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

    এতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ রকিবুল কবির, স্টুডেন্ট এক্টিভিটিজ ডিরেক্টর ড. মাহমুদুর রহমান, প্রক্টর অনন্যা নন্দীসহ অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার ও কর্মকর্তাবৃন্দ।

    এ সময় উপাচার্য বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আমাদের জাতীয় জীবনের অন্যতম উৎসব। যদিও মহাসমারোহে এ উৎসব পালনে আমাদের পূর্বনির্ধারিত যেসব কর্মসূচি ছিলো, তা মন্ত্রণালয়ের নির্দেশে সীমিত করতে হয়েছে। তারপরও যার যার অবস্থান থেকে এ উৎসব পালনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মাঝে বাঙালি জাতীয় চেতনার বীজ রোপণ আমাদের কর্তব্য।

    এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তি সম্পর্কে শিক্ষার্থীদের জানানো ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে জাতির পিতার রচিত বইগুলোর পাশাপাশি তাঁকে নিয়ে লেখা বইসমূহের সংগ্রহশালা হিসেবে ইডিইউ ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে ‘মুজিব কর্নার’। সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের দ্বি-তল লাইব্রেরির একটি অংশে গবেষণা গ্রন্থসহ বিপুল সংখ্যক প্রকাশনা এ সংগ্রহে রাখার উদ্যোগ নেয়া হয়। গত ১৬ মার্চ উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান এটি উদ্বোধন করে।

    মুজিববর্ষে বিভিন্ন জাতীয় দিবসসহ বছরব্যাপী নানা কর্মসূচির যে পূর্বপরিকল্পনা, তা পালনে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এনে সরকারি নির্দেশনা অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বছরজুড়ে আলোচনা সভা, জাতির পিতার জীবনী নিয়ে সেমিনার, রচনা প্রতিযোগিতা, রক্তদান ও দোয়া মাহফিল।

  • ইডিইউতে দুই দিনব্যাপী ইঞ্জিনিয়ারিং ডে কাল শুরু

    ইডিইউতে দুই দিনব্যাপী ইঞ্জিনিয়ারিং ডে কাল শুরু

    ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) সারাদেশ থেকে ২৫টি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ইন্টার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডে ২০২০’ শুরু হবে আগামীকাল ১৩ মার্চ শুক্রবার। আগামী ১৪ মার্চ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে আগামীর প্রকৌশলীদের এই উৎসব।

    এটি উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। প্রধান অতিথি থাকবেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। শেষ দিনে প্রধান অতিথি থাকবেন ইডিইউর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

    দুই দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় রয়েছে ৭টি প্রতিযোগিতা। এগুলো হলো- হ্যাকাথন, ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শো-কেইস, পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়া কনটেস্ট এবং রোবো সকার কম্পিটিশন।

    এছাড়াও ইন্ডাস্ট্রিতে কর্মরত বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টেক টক। এতে অংশ নেবেন- চুয়েটের অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের জেনারেল সেক্রেটারি মুনির হাসান, স্যামসাং বাংলাদেশের চিফ টেকনোলজি অফিসার জুবেরুল ইসলাম, গ্রামীণফোনের চট্টগ্রাম হেড অব সার্কেল মার্কেটিং রেজওয়ান চৌধুরী, গ্রামীণফোনের প্রোডাক্ট ম্যানেজার মুহাম্মদ জাকারিয়া হায়দার এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস লি. এর পরিচালক ইঞ্জিনিয়ার তাওহিদুল ইসলাম।

  • আতঙ্ক নয়, সচেতনতা ও প্রস্তুতি প্রয়োজন

    আতঙ্ক নয়, সচেতনতা ও প্রস্তুতি প্রয়োজন

    বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বাংলাদেশও এর আক্রমণ থেকে রেহাই পায়নি। এর প্রকোপ থেকে রক্ষা পেতে সর্বস্তরে সচেতনতা প্রয়োজন। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এ মহামারি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিচ্ছে।

    অনাগত জরুরি পরিস্থিতিতে করণীয়সমূহের কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ফ্যাকাল্টি মেম্বারসহ প্রতিটি বিভাগে, বিশেষত পরিচ্ছন্নতার সাথে সংশ্লিষ্টদের কাজ নিয়ে সম্যক ধারণা দিতে আজ বুধবার (১১ মার্চ) দুপুরে একটি দিকনির্দেশনামূলক সভার আয়োজন করা হয়।

    এতে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, শিক্ষার্থীসহ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রত্যেকের সুস্থতা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ দায়িত্ববোধ থেকে প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সবাইকে সচেতন করার উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিচ্ছন্নতা কর্মীদের করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়েছে, যাতে এই প্রাদুর্ভাব থেকে সবাইকে মুক্ত রাখা যায়। নিজের পরিচ্ছন্নতার পাশাপাশি প্রত্যেকের নিত্য ব্যবহার্যগুলো, বিশেষত মোবাইল সেট জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করা প্রয়োজন।

    এতে মূল আলোচক ছিলেন সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আতিকুল ইসলাম। তিনি বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতন হওয়া ও সাবধানতা জরুরি। পরিচ্ছন্নতাই পারে এ সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করতে। কাশি বা হাঁচি দেওয়ার সময় নাক-মুখ রুমাল বা টিস্যু কিংবা অন্তত নিজের কনুই দিয়ে ঢাকতে হবে। কারও সঙ্গে হাত মেলানো, কোলাকুলি থেকে বিরত থাকতে হবে। প্রত্যেকেরই বিশ থেকে পঁচিশ মিনিট পরপর হাত-মুখ ধোয়ার অভ্যাস করা উচিৎ। জনসমাগম বেশি হয় এসব স্থান বার বার জীবাণুনাশক মিশ্রিত পানি দ্বারা পরিষ্কার করতে হবে।

    তিনি আরো বলেন, অসুস্থদের ঘরের বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন, সুস্থদের মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই।

    ডা. আতিক বলেন, চীনসহ করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলো ভ্রমণকারীরা ফিরে আসার ১৪ দিনের মধ্যে জ্বর, গলাব্যথা, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে অতিসত্ত্বর স্বাস্থ্যকেন্দ্র সমূহে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশু, বৃদ্ধ ও অন্য রোগে আক্রান্তদের অধিকতর সতর্ক রাখা এবং নিজেকে নিরাপদ রাখতে বিদেশ ভ্রমণ না করাই শ্রেয় বলে তিনি উল্লেখ করেন।

    সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ।

  • ইস্ট ডেল্টায় ভর্তি মেলা ১২ এপ্রিল

    ইস্ট ডেল্টায় ভর্তি মেলা ১২ এপ্রিল

    চট্টগ্রামের বিশ্বমানের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ২০২০ সালের সামার সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া আগামী ১২ এপ্রিল ইডিইউ ক্যাম্পাসে ভর্তিমেলা অনুষ্ঠিত হবে, যেখানে বিশেষ ছাড়ের সুবিধা থাকবে।

    সবুজ পাহাড়ে ঘেরা এক ব্যতিক্রমী স্থাপত্যশৈলীর নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। পাঠদানের ক্ষেত্রে নর্থ আমেরিকান কারিকুলাম অনুসরণ করা হয় এবং প্রফেসর হিসেবে আছেন বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাসম্পন্ন ফ্যাকাল্টিবৃন্দ।

    শিক্ষার্থীদের বিশ্বমানে গড়ে তোলার জন্য ইডিইউতে আছে স্টুডেন্ট স্কিল ডেভলপমেন্ট সেন্টার ও একাডেমিক হেল্প সেন্টার। প্রত্যেক স্টুডেন্টের জন্য একজন করে একাডেমিক এডভাইজর আছেন।

    বিদেশে গিয়ে বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম স্বচক্ষে দেখে আসার সুযোগ আছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স প্রোগ্রামের মাধ্যমে। আরো আছে এক্সেস একাডেমি, যেখানে শিক্ষার্থীদের ইংলিশ, ম্যাথ ও সোশ্যাল নর্মসের মতো বেসিক বিষয়গুলো ডেভলপ করা হয়।

    আছে ১৫টি ক্লাব, যেখানে শিক্ষার্থীরা নিজেদের কমিউনিকেশন ও লিডারশিপ স্কিল ডেভলপ করার সুযোগ পাচ্ছে, পাচ্ছে নানান ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ। আর মেধাবী ও অসচ্ছ্বল শিক্ষার্থীদের জন্য ১০টি বৃত্তি। গত এগার বছরে মোট আঠার কোটি টাকার বৃত্তিমূলক বার্সারি প্রদান করেছে ইডিইউ কর্তৃপক্ষ।

    এছাড়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ সৃষ্টি ও শিক্ষক-শিক্ষার্থীদের মৌলিক রচনাক্ষমতা উন্নয়নে সহায়তা করতে ইডিইউ নিয়েছে ইন্টারনেটভিত্তিক প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যার টার্নইটইনের পূর্ণ সাবস্ক্রিপশন।

    ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি পরীক্ষার জন্য ফরম ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্নাতক পর্যায়ে ভর্তি শুরু হয়েছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমএ ইন ইংলিশ, মাস্টার অব পাবলিক পলিসি এন্ড লিডারশিপ, এমএসসি ইন সিএসইতে ভর্তি হতে পারবেন গ্র্যাজুয়েটরা।
    খুলশীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এসে অথবা https://www.eastdelta.edu.bd ওয়েবসাইট থেকে ফরম নিতে পারবে।

    সব ধরণের তথ্যের জন্য ফোন করুন ০১৭১৪-১০২০৬২, ০১৯৭৪-১০২০৬২, ০৯৬৩-৮১৪৪৪১৩, ০৩১২-৫৫৮৬৪৫-৬ নম্বরে। আর কোনো স্পেস না দিয়ে eastdeltauniversity1 লিখে ফেসবুকে সার্চ দিলেই পাওয়া যাবে ইডিইউর অফিসিয়াল ফেসবুক পেইজ।

  • ইডিইউতে ‘ইন্টার্নশিপ রঁদেভূ’

    ইডিইউতে ‘ইন্টার্নশিপ রঁদেভূ’

    সাধারণত ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে শঙ্কিত ও সন্দিহান থাকে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী। যাদের চাকরিক্ষেত্রেই ক্যারিয়ার গড়ার চিন্তা থাকে, তাদের ভয় যেন আরো বেশি। এ ভয় কাটানোর অন্যতম উপায় হলো ইন্টার্নশিপ।

    চাকরির আগেই কর্মক্ষেত্রের অভিজ্ঞতার কিছুটা আঁচ পাওয়া যায় এতে। ইন্টার্নশিপ ও চাকরিতে প্রবেশের কঠিন পথ পাড়ি দিতে শিক্ষার্থীদের সহায়তা করতে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি নিয়মিত আয়োজন করছে ‘ইন্টার্নশিপ রঁদেভূ’ শিরোনামের কর্মশালা।

    চলতি সেমিস্টারের কর্মশালাটি অনুষ্ঠিত হয় শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায়। এতে নিজেদের অভিজ্ঞতা ও ধ্যান-ধারণার আলোকে শিক্ষার্থীদের পরামর্শ দেন ইউনিলিভার বাংলাদেশের সিনিয়র টেরিটরি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন এবং ইডিইউর প্রাক্তন ছাত্র, বর্তমানে মাইডাস সেফটির মানবসম্পদ বিভাগে কর্মরত আবু শাহাদাত মোহাম্মদ সায়েম।

    প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে প্রবেশের জন্য শিক্ষার্থীরা কিভাবে নিজেকে প্রস্তুত করে তুলবে কর্মশালায় এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। সিভি ও কভার লেটার লেখা থেকে শুরু করে জব ইন্টারভিউর নানা খুটিনাটি বিষয় এতে উঠে আসে।

    বক্তারা বলেন, শিক্ষাজীবনেই নিজেকে গড়ে তুলতে হবে, প্রস্তুতি নিতে হবে ভবিষ্যৎ প্রতিযোগিতার। পড়াশোনায় ভালো ফল অর্জনের পাশাপাশি নানা সামাজিক-সাংগঠনিক কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে।

    ইন্টারভিউতে ঘাবড়ে না গিয়ে স্বতঃস্ফূর্ত থাকার পরামর্শ দেন আলোচকদ্বয়। তারা বলেন, চাকরিতে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইন্টারভিউ।

    ইন্টারভিউতে পজিটিভ থেকে চাকরিদাতাদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। চাকরির ধরণ বুঝে নিজের প্রস্তুতি নিতে হবে।

    ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, বিভিন্ন কর্মশালা-সেমিনার আয়োজনের পাশাপাশি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন উন্নত দেশে নিয়ে যাচ্ছি আমরা, যাতে সেখানকার বড় বড় প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। যা পরবর্তীতে কর্মক্ষেত্রে নেতৃত্ব প্রদানে ইডিইউ গ্র্যাজুয়েটদের অধিকতর সক্ষম করে তুলবে।

    এতে আরো বক্তব্য রাখেন ইডিইউর প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী।

    তিনি বলেন, বর্তমানে চাকরির আগেই অভিজ্ঞতা অর্জন খুব জরুরি। এক্ষেত্রে ইন্টার্নশিপ একটি সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে সিভি ভালো হওয়ার পাশাপাশি কর্মপরিবেশ ও কর্মক্ষেত্র কেমন হবে, তা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়। এছাড়া নিজের অপূর্ণতা ও সক্ষমতা সম্পর্কেও জানা যায় ইন্টার্নশিপে।

    এতে আরো উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির নেটওয়ার্কিং এন্ড প্লেসমেন্ট সেলের কর্মকর্তাগণ। তারা গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপ ও চাকরিপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করেন। এক্ষেত্রে উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ চট্টগ্রামের প্রায় প্রতিটি বড় প্রতিষ্ঠানে বর্তমানে ইডিইউর গ্র্যাজুয়েটরা কর্মরত আছেন।

  • বাংলার স্বাধীনতা সংগ্রাম বিশ্বের জন্য অনুপ্রেরণা

    বাংলার স্বাধীনতা সংগ্রাম বিশ্বের জন্য অনুপ্রেরণা

    বাংলাদেশে নিযুক্ত ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইউপ বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো মেধাবী নেতৃত্ব তৈরির কারখানা। দেশ ও জাতি গঠনে তাই বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

    আজ ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় তিনি ইডিইউতে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান।

    রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের নিপীড়িত ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য অনুপ্রেরণা। উত্তর কোরিয়ার সংগ্রামী মানুষদের উজ্জীবিত করে এ ইতিহাস। এসময় বাংলার সাধারণ মানুষের সারল্য ও আন্তরিকতায় তার মুগ্ধতার কথাও জানান তিনি।

    ইডিইউর ক্যাম্পাস ঘুরে দেখে মুগ্ধ হয়ে তিনি জানান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ক্যাম্পাস বিশ্বমানের ও নান্দনিক। পাহাড়ের বুকে গড়ে তোলা অনুসরণীয় এই স্থাপত্যশৈলী প্রকৃতির সৌন্দর্যকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

    উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি ট্রাস্টের অধীনে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেশের উচ্চশিক্ষায় ভূমিকা রাখছে। দেশের জনশক্তিকে দক্ষ ও আধুনিক করে তুলতে উল্লেখযোগ্য অবদান রয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির। এসময় ইডিইউর বিশেষ বিশেষ প্রোগ্রাম ও সুযোগ-সুবিধা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি।

    ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বিশ্বমানে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইডিইউর সুনির্দিষ্ট গ্র্যাজুয়েট এট্রিবিউটগুলো এ লক্ষ্যকে সামনে রেখেই গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীদের অভিজ্ঞতার ভাণ্ডারকে সমৃদ্ধ করতে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স কোর্সের মাধ্যমে বিশ্বের উন্নত শহরগুলোয় নিয়ে যাওয়া হচ্ছে।

    এ সময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহীদুল ইসলাম, স্কুল অব বিজনেসের ডিন অ্যাসোসিয়েট ড. মুহাম্মদ রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী, সহকারী রেজিস্ট্রার হাসানুল বান্না প্রমুখ।

  • ইডিইউতে ৩ দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

    ইডিইউতে ৩ দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

    বিতর্ক মনের জানালা খুলে দেয়। জ্ঞান ও যুক্তির জগতে প্রবেশের মাধ্যমে একজন বিতার্কিক আদর্শ মানুষ হয়ে ওঠেন। সমাজের উৎকর্ষের জন্য আমাদের আলোকিত ও আদর্শ মানুষের প্রয়োজন।

    ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনকালে এ কথাগুলো বলেন, উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান।

    আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এ উৎসব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

    কিশোয়ানের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করছে ইডিইউ ডিবেটিং সোসাইটি। সারাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ের ৮৮ জন বিতার্কিক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩০ জন বিচারক এতে অংশ নিয়েছেন।

    ফাইনালে গেস্ট অব অনার থাকবেন ডা. আব্দুন নূর তুষার এবং বিশেষ অতিথি থাকবেন কিশোয়ান গ্রুপের চেয়ারম্যান আবদুল মোতালেব। এতে সহযোগী হিসেবে থাকছে দৃষ্টি চট্টগ্রাম, র‌্যাংকস এফসি প্রপার্টিজ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মাছরাঙা টিভি ও কালের কণ্ঠ।

    ইডিইউ ডিবেটিং সোসাইটির উপদেষ্টা প্রভাষক মিথিলা আফরিনের সার্বিক তত্ত্বাবধানে এতে আরো উপস্থিত ছিলেন স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ রকিবুল কবিরসহ ইডিইউর ফ্যাকাল্টি মেম্বার ও ডিবেটিং সোসাইটির সদস্যবৃন্দ।

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাড়ে ১১টা থেকে গ্রুপ পর্বের প্রতিযোগিতা শুরু হয়। এতে ২৮টি বিশ্ববিদ্যালয় থেকে আসা দলগুলো একে অপরের সঙ্গে যুক্তির লড়াইয়ে অংশ নেয়। এদের মধ্য থেকে ৮টি দল নিয়ে ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে কোয়ার্টার ফাইনাল ও পর্যায়ক্রমে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ২টা বাজে পর্দা নামবে এ উৎসবের।

    ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাদার্ন ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি থেকে প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন। (বিজ্ঞপ্তি)

  • কেএসআরএম ‘র সহযোগিতায় ইস্ট ডেল্টায় চাকরিদাতা ও প্রত্যাশীদের মিলনমেলা

    কেএসআরএম ‘র সহযোগিতায় ইস্ট ডেল্টায় চাকরিদাতা ও প্রত্যাশীদের মিলনমেলা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ৩ হাজার চাকরিপ্রত্যাশী তরুণ ও ৩০টি দেশি-বিদেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) আয়োজিত ‘প্লেসমেন্ট ডে ২০২০’।

    এতে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৩ শতাধিক আবেদনকারীর সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষাও নেয়া হয়, যা মোট অংশগ্রহণকারীর ১০ শতাংশ।

    চট্টগ্রামে বসবাসরত তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে শেঠ প্রপার্টিজ ও কেএসআরএম এর সহযোগিতায় আজ ২৫ জানুয়ারি শনিবার দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের যে কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইস্ট ডেল্টাই প্রথম এ ধরণের মেলার আয়োজন করেছে।

    এতে মূল বক্তা বাংলাদেশের গুগলের প্রাক্তন কান্ট্রি ম্যানেজার কাজী মনিরুল কবির বলেন, জীবনের বাঁকে বাঁকে মানুষ অনেক সময় দিশাহারা হয়ে পড়ে। দিকনির্দেশনা দেয়ার জন্যও অনেকেই থাকলেও দিন শেষে নিজেকেই নিজের পথ খুঁজে নিতে হয়। ইডিইউ প্লেসমেন্ট ডে আয়োজন করে দিলেও, চাকরির যোগ্য হয়ে নিজের প্লেসমেন্ট নিজেকেই করতে হবে।

    বিশেষ অতিথি জুনকস কনসাল্টিংয়ের সহপ্রতিষ্ঠাতা, রবির কর্পোরেট ও পিপল এফেয়ার এর প্রাক্তন প্রধান মতিউল ইসলাম নওশাদ বলেন, বিশ্ববিদ্যালয় উন্নত হলে শিক্ষার্থী ও এর সাথে সম্পৃক্ত মানুষ উন্নত হয়। মানুষ উন্নত হলে দেশ উন্নত হয়। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভূমিকা দেশের ইতিহাস ও ভবিষ্যৎ রচনা করে।

    অনুষ্ঠানের গেস্ট অব অনার সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের মেধাবীদেরকে আঞ্চলিকতার গণ্ডি থেকে বের হয়ে ঢাকাসহ সারা বিশ্বে যাতে ক্যারিয়ার গড়তে পারে, তার লক্ষ্যেই এ আয়োজন। সফট স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স ও ডেটা এনালিটিক্স নিয়ে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিতে পারে এমন শিক্ষার্থী হিসেবে গড়ে তুলছে ইডিইউ।

    এই প্লেসমেন্ট ডে’র মাধ্যমে এ দ্বার চট্টগ্রামের সবার জন্য খুলে দিয়েছি যাতে এ অঞ্চলের জনশক্তি বর্তমান চাকরির বাজারের উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে। বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা এটি দায়িত্ব মনে করেছি।কে এস আর এম ২

    এতে প্রধান অতিথি ছিলেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। তিনি বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে হবে। যাতে এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই চট্টগ্রাম ও বাংলাদেশকে বিশ্ববাসী চিনতে পারে। এ দায়িত্ব মূলত শিক্ষার্থীদের।

    বাংলাদেশে পরিচালিত ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে এনে চাকরিদাতা ও প্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে সহযোগিতা করাই এ আয়োজনের উদ্দেশ্য। এছাড়া ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে দিনব্যাপী সেমিনারেরও আয়োজন ছিলো।

    এতে যোগদানকারী স্বনামধন্য ও উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো শেঠ প্রপার্টিজ, কেএসআরএম, টেরাকোটা, বিএসআরএম, এমজিএইচ, গ্রামীণফোন, প্যাসিফিক জিন্স, রবি, কনফিডেন্স সিমেন্ট, এপিক প্রপার্টিজ, এলিট পেইন্ট, দি সিটি ব্যাংক লিমিটেড, কেনপার্ক ও রিজেন্সি, ফ্রোবেল একাডেমি, পিটুপি, র‌্যাংকস এফসি প্রপার্টিজ, মাইডাস সেফটি, সিপিডিএল, ভিভো, আকাশ ডিটিএইচ (বেক্সিমকো গ্রুপ), মমতা, আইডিপি, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, বিওয়াইএলসি ও লিডস বাংলাদেশ।

    এ উৎসবের ডিজিটাল পার্টনার ছিলো প্রথমআলো ডটকম ও টেলিভিশন মিডিয়া পার্টনার একাত্তর টিভি, ফুড পার্টনার টেরাকোটা।

    এতে সভাপতিত্ব করেন ইডিইউর কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা। স্বাগত বক্তব্য রাখেন ইডিইউর নেটওয়ার্কিং এন্ড প্লেসমেন্ট সেলের ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী।

    বক্তব্য রাখেন একুশে টিভির ব্যুরো প্রধান সাংবাদিক রফিকুল বাহার। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিএম এর প্রাক্তন সিইও নাভিদ মাহবুব, তিনি পরবর্তীতে প্যানেল আলোচনায়ও অংশ নেন।

    প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পদে নিয়োগ দিতে সিভি গ্রহণ এবং সরাসরি সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষা নেয়। এছাড়া, দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোতে চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সুযোগ-সুবিধাসমূহ জানতে পারে। ইন্টার্নশিপের বিষয়েও অংশগ্রহণকারীদের জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

    এসবের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে শীর্ষপর্যায়ে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিগণ চাকরিপ্রাপ্তিতে বর্তমানে প্রতিষ্ঠানগুলো কি কি দক্ষতা আশা করে সে বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনামূলক প্যানেল ডিসকাশনে অংশ নেন।

    এদের মধ্যে ছিলেন- বিএসআরএম এর ট্যালেন্ট একুইজিশনের সিনিয়র ম্যানেজার ফাহমিনা আসাদ, হাইডেলবার্গ সিমেন্টের হেড অব এইচআর মো. আলমগীর, মাইডাস সেফটির এইচআর ম্যানেজার অতনু গুপ্ত, রেকিট বেনকিসার বাংলাদেশের এইচআরবিপি আবেদ উর রশীদ চৌধুরী, রবি আজিয়াটার এন্টারপ্রাইজ বিজনেস সল্যুশনের ভিপি রেজওয়ান আল ইসলাম, এলিট পেইন্টের এইচআর সিনিয়র জিএম মুরাদ হোসেইন, বিএসআরএম এর এইচআরবিপি ম্যানুফ্যাকচারিংয়ের ম্যানেজার মুহাম্মদ ইসমাইল ও ডব্লিউএমজিএস সার্ভিসেসের ফাংশনাল হেড শাহাবুদ্দিন মাহমুদ সগীর।

    দি সিটি ব্যাংক, রবি ও গ্রামীণ ফোন পৃথক ক্যারিয়ার সেশন পরিচালনা করেন। এর পাশাপাশি ব্রাকের এডুকেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার ও টেন মিনিট স্কুলের চিফ স্ট্রাটেজিস্ট সাকিব বিন রশীদ ‘ক্যারিয়ার টক’ শিরোনামে একটি সেশন পরিচালনা করেন।