Tag: ইয়াবা

  • কোতোয়ালীতে সাড়ে ৬ লাখ টাকার ইয়াবা নিয়ে ধরা ২ যুবক

    কোতোয়ালীতে সাড়ে ৬ লাখ টাকার ইয়াবা নিয়ে ধরা ২ যুবক

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন দিদার মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ২২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গতকাল রবিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ইয়াবা বিকিকিনির গোপন খবরে অভিযান চালিয়ে পুলিশ ইয়াবাসহ তাদের আটক করে।

    আটককৃতরা হলেন, আব্দুল হালিম (৩৪) ও আরফাতুল ইসলাম (২৮)। আটকের তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন।

    তিনি বলেন, দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • কক্সবাজারের মাছ ধরার ট্রলারে ১৪০ প্যাকেটে ১৪ লাখ ইয়াবা, আটক ২

    কক্সবাজারের মাছ ধরার ট্রলারে ১৪০ প্যাকেটে ১৪ লাখ ইয়াবা, আটক ২

    ডেস্ক নিউজ : কক্সবাজার সদরের চৌফলদন্ডী ঘাট এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জেলার সর্ববৃহৎ ইয়াবার চালানটি জব্দ করতে সক্ষম হয়।  

    মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বেলা আড়াই টার দিকে অভিযান চালিয়ে সমুদ্র পথে পাচার হয়ে আসা সাত বস্তা ভর্তি ১৪ লাখ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।

    আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ার ছড়া মো. নজরুল ইসলামের ছেলে মো. জহিরুল ইসলাম ফারুক (৩৭) ও একই এলাকার মো. মোজ্জাফরের ছেলে মো. বাবু (৫৫)।

    কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়।

    অভিযানে মাছ ধরার একটি ট্রলারে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে ১৪০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে ইয়াবা রয়েছে।

    তিনি জানান, এ চালানটি কক্সবাজারের সর্ববৃহৎ ইয়াবার চালান। বৃহৎ এ ইয়াবা চালানটি পাচারে জড়িত ২ জনকে আটক করার পাশাপাশি ইয়াবা পাচারে ব্যবহৃত মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/আর এস

  • সীতাকুণ্ডে লবণভর্তি ট্রাকে মিলল ২৬ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

    সীতাকুণ্ডে লবণভর্তি ট্রাকে মিলল ২৬ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের বিশেষ অভিযানে লবণভর্তি ট্রাকে মিলল এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২৬ হাজার পিস ইয়াবা।

    সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড এলাকার বিএন সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে লবণ বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার হয়।

    এসময় ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক ও হেলপারকে আটক করে র‌্যাব। তাছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-১৩৩৯)টি জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন, ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া আতরশোভা এলাকার মো. ইদালী হোসেনের ছেলে ও ট্রাক চালক মো. মাসুদ রানা (২৮) এবং একই জেলা সদরের লস্করপুর এলাকার মো. আফজাল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (২০)।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী এএসপি মাশকুর রহমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় বিশেষ চেক পোস্ট স্থাপন করে র‌্যাবের বিশেষ টিম।

    রাত সোয়া ১১ টার সময় লবণভর্তি একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশী করা হয়। এসময় চালক ও হেলপার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ট্রাকের চালক ও হেলপারের সিটের পিছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

    ইয়াবাসহ দুজনকে আটক দেখিয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • বোয়ালখালীতে ৪শত পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

    বোয়ালখালীতে ৪শত পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. ইমতিয়াজ (২৩) মায়ানমারের আকিয়াব জেলার বুচিডং থানার বরই সিকদার পাড়ার মৃত শমছু আলমের ছেলে। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং শরণার্থী ক্যাম্পে থাকে।

    শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল পৌণে ১১ টার সময় উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে তাকে আটক করা বলে জানায় পুলিশ। এ সময় তার পরনের প্যান্টের পকেটে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    বোয়ালখালী থানা উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, ফকিরাখালী বাজার এলাকায় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা যুবক ইমতিয়াজকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার সাথে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার দেহ তল্লাশী করে পরনের প্যান্টের পকেটে ২টি প্যাকেটে ২০০ করে মোট ৪শত গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

    তিনি বলেন, গ্রেফতারকৃত ইমতিয়াজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ও বিদেশীয় নাগরিক সম্পর্কিত আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • ৮ হাজার ইয়াবা উদ্ধার,১ রোহিঙ্গাসহ আটক ২

    ৮ হাজার ইয়াবা উদ্ধার,১ রোহিঙ্গাসহ আটক ২

    চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ‘মাঝিকে’ গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

    মঙ্গলবার (১২ জানুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

    গ্রেফতার দুইজন হলো- পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার নজরুল ইসলাম চৌধুরীর ছেলে মুনতাসিরুল ইসলাম চৌধুরী ইমতিয়াজ (২০) ও উখিয়া উপজেলার বালুখালী মইন্যার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পের নুর আহাম্মদের ছেলে লিয়াকত আলী প্রকাশ মাঝি (৪৫)।

    এদের মধ্যে মুনতাসিরুল ইসলাম চৌধুরী ইমতিয়াজকে চট্টগ্রাম নগরের স্টেশন রোড থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

    পরে তার দেওয়া তথ্যে বালুখালী মইন্যার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প থেকে লিয়াকত আলী প্রকাশ মাঝিকে গ্রেফতার করা হয়।

    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, স্টেশন রোড থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।

    পরে তার দেওয়া তথ্যে উখিয়া বালুখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাঝিকে গ্রেফতার করা হয়। লিয়াকত আলী নামে ওই রোহিঙ্গা মাঝি ইয়াবাগুলো বিক্রির জন্য স্টেশন রোড থেকে গ্রেফতার ব্যক্তিকে দিয়েছিলেন।

  • ওসি প্রদীপের ইয়াবা বাণিজ্য জেনে যাওয়ায় মেজর সিনহাকে হত্যা: র‌্যাব

    ওসি প্রদীপের ইয়াবা বাণিজ্য জেনে যাওয়ায় মেজর সিনহাকে হত্যা: র‌্যাব

    দেশব্যাপী ব্যাপক আলোচিত টেকনাফ থানার সেই সময়ের ওসি প্রদীপ কুমার দাসের ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে হত্যা করা হয়েছে।

    রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

    তিনি জানান, হত্যার পর বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলীসহ বাকি আসামিদের নিয়ে মাদক উদ্ধারের নাটক সাজান ওসি প্রদীপ।

    লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সিনহা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ। সেখানে ওসি প্রদীপ অস্ত্র ও নির্যাতনের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সরকারি অস্ত্র ব‌্যবহার করে অনৈতিক কাজ করেছেন তিনি।

    তিনি আরও বলেন, ঘটনার সাক্ষী, আলামত, আসামিদের জবানবন্দির মাধ্যমে বস্তুনিষ্ঠভাবে মামলার তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয়েছেন যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস। হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার জন্য এবং অন্যখাতে প্রবাহিত করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রদীপ কুমার দাসের প্রত্যক্ষ ষড়যন্ত্রে অংশগ্রহণ করেন অপর আসামি এসআই লিয়াকত আলী, মো. নুরুল আমিন, পুলিশের সোর্স মুহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামউদ্দিন। আবার লিয়াকত আলীকে সহযোগিতা করেন আরেক পুলিশ সদস্য নন্দ দুলাল। পাশাপাশি এপিবিএনর তিন সদস্যদের সহায়তায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে ওই ফাঁড়ির আরও পুলিশ সদস্য সিনহার মৃত্যু নিশ্চিত করতে এবং ঘটনা প্রবাহের সঙ্গে জড়িত ছিলেন।

    এদিন সিনহা হত্যায় ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়েছে। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদনটি দাখিল করেন র‍্যাব-১৫ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খায়রুল আলম।

    অভিযুক্তদের মধ্যে ১৪ জন কারাগারে এবং একজন পলাতক।

    দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর আলোচিত মামলাটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হলো আজ।

  • মাদক বিক্রির কোটি টাকা মিলল রোহিঙ্গা দম্পতির ঘরে, ইয়াবা উদ্ধার

    মাদক বিক্রির কোটি টাকা মিলল রোহিঙ্গা দম্পতির ঘরে, ইয়াবা উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ কোটি ১৭ লাখ এক হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

    গতকাল রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় তাদের আটক করা হলেও আজ সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশ করে র‌্যাব।

    আটক রোহিঙ্গা দম্পতি হলেন স্বামী মো. শওকত ইসলাম (৩২) ও স্ত্রী মোরজিনা (২৮)। ইয়াবা ও নগদ টাকাসহ রোহিঙ্গা দম্পতি আটকের তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

    তিনি বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় কয়েকজন মাদক ব্যবসায়ি ইয়াবা বিকিকিনির জন্য অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় র‌্যাবের আভিযানিক টিম। এসময় ৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়।

    র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দম্পতি তাদের হেফাজতে থাকা মাদক বিক্রির নগদ টাকা ঘরের জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে টাকা গুলো উদ্ধার করে গণনা করা হলে সেখানে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫শ টাকা পাওয়া যায়।

    আটক দুজনই মায়ানমারের নাগরিক জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, স্বামী-স্ত্রী দুজনে মিলে দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে বিক্রি করে আসছিল।

    আটক দুজনের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক অভিযানে ৪ ইয়াবা কারবারি আটক

    চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক অভিযানে ৪ ইয়াবা কারবারি আটক

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪ ইয়াবাকারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৯শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আজ শনিবার (৭ নভেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। এসব অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।চন্দনাইশ সীতাকুণ্ড অভিযান

    র‌্যাব জানায়, গতকাল সকাল সাড়ে ৯টার সময় সীতাকুন্ড উত্তর বাঁশবাড়িয়া কানন গোমস্তার জামে মসজিদের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে দুটি মোটরসাইকেলকে থামানোর নির্দেশ দেন।

    র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কক্সবাজারের লারপাড়ার শহর মুল্লুকের ছেলে মো. ইসমাইল (২৩) ও চকরিয়া পাহাড়িয়াপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাহাত (২৪)কে আটক করে র‌্যাব সদস্যরা।

    পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুটির সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১১ হাজার ৬শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করে দুজনকে আটক দেখায় র‌্যাব।

    একই দিন পৃথক আরো একটি ইয়াবার চালান জব্দ করে র‌্যাব-৭। শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানহাট এলাকার ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স সামনে একটি মিনি ট্রাক ধাওয়া করে আটক করে র‌্যাবের আভিযানিক টিম।

    এ অভিযানে ১৯ হাজার ৩শ ৫ পিস ইয়াবা উদ্ধার হয়। এসময় মো. ফারুক (২৯) ও মো. সেলিম (২৪) নামে দুই ইয়াবা কারবারিকে আটক করে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে র‌্যাব।

    পৃথক দুটি অভিযানে ৪ ইয়াবা কারবারি আটকের তথ্যটি নিশ্চিত করে র‌্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, দুটি অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ আটক ইয়াবা কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারায় পৃথক অভিযানে আটক ২, চার হাজার পিস ইয়াবা উদ্ধার

    আনোয়ারায় পৃথক অভিযানে আটক ২, চার হাজার পিস ইয়াবা উদ্ধার

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

    আজ রবিবার (১৮ অক্টোবর) উপজেলার কালা বিবির দীঘির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দুজনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

    আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া এলাকার শেখ জুলফিকার আলীর ছেলে মারুফ শেখ ২১) ও কক্সবাজার জেলার উখিয়া বটতলী গ্রামের রশিদ আহমদের ছেলে আব্দুল আজিজ (২৮)।

    দুই ইয়াবা কারবারিকে আটকের তথ্যটি নিশ্চিত করেন আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শামসুজ্জামান। তিনি বলেন, গোপনে সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের একটি প্রতিনিধি দল পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।

    পরে দুজনের বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে থানায় পৃথক দু’টি মামলা করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ইয়াবা পাচারের বিশেষ কৌশলও ব্যর্থ, পুলিশের কাছে ধরা ৩ কারবারি

    ইয়াবা পাচারের বিশেষ কৌশলও ব্যর্থ, পুলিশের কাছে ধরা ৩ কারবারি

    ২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে ৩ কারবারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    পুলিশ জানায়, আটক তিনজনই পরস্পরের যোগসাজশে কক্সবাজার থেকে কমদামে ইয়াবা ক্রয় করে সেগুলো চট্টগ্রাম হয়ে ট্রেনে করে কিশোরগঞ্জে পাচারের চেষ্টা করছিলো।

    গোপনে তথ্য পেয়ে গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌণে ১১টার সময় নগরীর নতুন রেলস্টেশনের প্রবেশ মুখ থেকে ২ জন এবং তাদের জিজ্ঞাসাবাদে খুলশী থানাধীন পশ্চিম বাগঘোনা এ কে খান বাংলোর নিচে ষ্টাফ কোয়ার্টারে অভিযান চালিয়ে আরো একজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার যশোদল নয়াপাড়া পাটধা গ্রামের মৃত মো. কাইয়ুমের ছেলে মো. ছাইকুল ইসলাম (৫০), কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৮ নং ওয়ার্ডেও মধ্যম জালিয়াপাড়া এলাকার মৃত মো. জাকিরের ছেলে মো. আইয়ুব (৪১) এবং চট্টগ্রামের সাতকানিয়া মাদার্শা এলাকার আলী মিয়া বর বাড়ীর মৃত আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৬)।

    কোতোয়ালি থানার ওসি মো.মহসীন তথ্যটি নিশ্চিত করে বলেন, ইয়াবাগুলো পাচারে প্রশাসনের চোঁখ ফাঁকি দিতে আটক তিনজনই অভিনব কৌশল অবলম্বন করেছে। তবে কোতোয়ালি থানা পুলিশের দক্ষতায় তা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়।

    তিনি বলেন, আটক ছাইকুল ও আইয়ুব ঝুড়ির তলদেশে, বাংলা সাবানের ভেতর এবং ছাতার ভাঙ্গা হাতলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবাগুলো পাচারের চেষ্টা করেছে।

    তল্লাশীতে বাংলা সাবান থেকে ১ হাজার, ঝুড়ির তলদেশে লুকানো অবস্থায় ৩ হাজার ৮ শ পিস এবং দুজনের হাতে থাকা দুটি ছাতার ভাঙ্গা হাতলে ২শ পিস করে মোট ৫ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার হয়।

    আটকের পর তারা ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে। তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

    চখ/আর এস

  • মাইক্রোবাসে চালকের সিটের নিচে মিলল ৬৭ লক্ষ টাকার ইয়াবা, আটক ২

    মাইক্রোবাসে চালকের সিটের নিচে মিলল ৬৭ লক্ষ টাকার ইয়াবা, আটক ২

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের দোহাজারী পৌরসভা এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচ থেকে ১৩ হাাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব

    এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি (চট্ট-মেট্রো-চ-১১-৩৯৮১) জব্দ করার পাশাপাশি ইয়াবা পাচারে জড়িত দুজনকে আটক করা হয়।

    আটককৃত দুজন হলেন, কক্সবাজার জেলা টেকনাফের সাবরাং রুহুল্লারডেবা এলাকার মৃত ফজল আহমেদেও ছেলে মো. আলম (৪৩) ও একই জেলার উখিয়া রাজাপালং তুতুরতলি এলাকার নুর মোহাম্মদেও ছেলে মো. আইয়ুব (১৯)।

    তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে।

    এমন সংবাদ পেয়ে আজ সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দোহাজারী বাজার মেসার্স কাসেম এন্ড ব্রাদার্স নামক একটি পেট্রোল পাম্প এর সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব সদস্যরা।

    এসময় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দেয়। গাড়িটি র‌্যাবের চেকপোস্টের সামনে রেখে গাড়ি থেকে নেমে দ্রুত পালানোর চেষ্টা করে দুজন।

    পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাস চালক আলমসহ দুজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের উপস্থিতিতে মাইক্রোবাসের চালকের বাম পাশের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৭ লক্ষ ৫০ হাজার টকা।

    পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুজনকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বললেন র‌্যাবের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • লোহাগাড়ায় প্রাইভেট কারে মিললো ২১ লাখ টাকার ইয়াবা, নারীসহ আটক ৫

    লোহাগাড়ায় প্রাইভেট কারে মিললো ২১ লাখ টাকার ইয়াবা, নারীসহ আটক ৫

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় নারীসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে তাদেরকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

    অভিযানে আটকরা হল- মানিকগঞ্জের বাংলাবাজারের মহেশপুর এলাকার মনামিয়ার ছেলে আলিম (৪৫), সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চাঁদের বাড়ি এলাকার রমজান আলীর ছেলে আনিস (২০), ঝালকাঠির রাজারপুর কাটপুট্টি এলাকার মৃত আবদুর রহমানের স্ত্রী আছমা আকতার পাপিয়া (৩৫), লোহাগাড়ার বড়হাতিয়া সিকদার পাড়ার মৃত মনির আহমদের ছেলে নুরুল ইসলাম (৫০) এবং ঝালকাঠি রাজারপুর রুপাতলী এলাকার হাসমত আলীর ছেলে সাকিব (২৪)।

    লোহাগাড়া থানার ডিউটি অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়।

    লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, মাদক বিক্রেতাদের কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না। করোনায় প্রতিদিন আমাদের থানা পুলিশের টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবার বড় বড় চালান জব্দ করছে। একইসঙ্গে অনেক মাদক বিক্রেতাকে আটক করতেও সক্ষম হয়েছি। গতকাল (মঙ্গলবার) রাতে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ২১ লাখ টাকা হতে পারে।

    আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ