Tag: ইয়াবার

  • চট্টগ্রামে ইয়াবার চালানসহ গ্রেফতার ৩, মোটর সাইকেল জব্দ

    চট্টগ্রামে ইয়াবার চালানসহ গ্রেফতার ৩, মোটর সাইকেল জব্দ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে ইয়াবার চালানসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল।

    সোমবার রাত সাড়ে আটটার সময় বাকলিয়া থানা আব্দুল্লাহ আল নোমান কলেজ রোড এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ৬ নং ওয়ার্ডের গারিংগিয়া এলাকার জাহাঙ্গীর বাড়ির মো. ইছহাকের ছেলে মো. আলমগীর হোসাইর (২২), একই উপজেলার কেওচিয়া আবেদার বাড়ির মো. ইদ্রিসের ছেলে মোহাম্মদ ইয়াছিন আরাফাত (২৬) ও চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ি কম্প পাড়ার মৃত জামাল হোসেনের ছেলে রেজাউল করিম (৩৭)।

    তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, গোপন সূত্রের খবরে বর্ণিত স্থানে চেকপোস্ট স্থাপন করে ইয়াবাসহ এ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • বহদ্দারহাট থেকে ইয়াবার চালানসহ ব্যবসায়ী আটক

    বহদ্দারহাট থেকে ইয়াবার চালানসহ ব্যবসায়ী আটক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা বহদ্দারহাট এলাকা থেকে ইয়াবার একটি চালানসহ জসিম উদ্দিন সিরাজ (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৯ হাজার ৫শ ৭৫ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহণে ব্যবহৃত মোটর সাইকেলটি (ঢাকা মেট্্েরা ল- ২৭-৯৯৫৬) জব্দ করা হয়।

    ১১ নভেম্বর সোমবার দুপুর পৌণে ২টার সময় বহদ্দারহাটের নিউ ম্যানিলা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জসিম গাজীপুর জেলার শ্রীপুর বরমী ছিটপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

    র‌্যাবের সহকারি পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন তথ্যটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে একটি মোটর সাইকেলে করে ইয়াবার একটি চালান নিয়ে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছে এমন সংবাদে বর্ণিত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‌্যাবের একটি টিম।

    সোমবার দুপুরে চেকপোস্টে একটি মোটর সাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মোটর সাইকেলসহ জসিমকে আটক করা হয়। এসময় জসিমের দেহ তল্লাশী করে তার কাঁধে থাকা কালো ব্যাগের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার ৫শ ৭৫ পিস ইয়াবা উদ্ধারসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়।

    আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম দীর্ঘদিন ধরে চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করে আসছেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।