Tag: ইয়াবাসহ

  • পাহাড়তলীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ধরা পড়েছে স্বামী-স্ত্রী

    পাহাড়তলীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ধরা পড়েছে স্বামী-স্ত্রী

    ২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পাহাড়তলী থানা পশ্চিম নাসিরাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-৭।

    র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে ওই বাসায় অভিযান চালায়।

    এসময় বাসার বাথরুমের ছাদে লুকানো ১৪ হাজার ১শত ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা বিক্রির অপরাধে স্বামী মো. জাহাঙ্গীর আলম (৪২) এবং স্ত্রী নুর জাহান বেগম (৩২)কে আটক করে র‌্যাব।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান আটকের তথ্যটি নিশ্চিত করে বলেন, আটকৃত দুজনই সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করার কথা স্বীকার করে।

    দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

    গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁও এবং কর্ণফুলি থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক। আটককৃতরা হলেন মো. তারেক (২০), মো. বাবলা (২৫) ও মো. ইব্রাহিম (২৪)।

    মহানগর গোয়েন্দা পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ পৃথক অভিযানে ৩ জনকে আটক করার তথ্যটি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় কর্ণফুলী থানার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশী চালানো হয়। ট্রাকটিতে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তারেক ও বাবলা নামে দুজন ইয়াবা কারবারিকে আটক করার পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়।

    অন্যদিকে আজ সোমবার (৫ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানার মোড় থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম (২৪) নামে এক যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

    আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ ট্রাকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • নিমতলা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক, ট্রাক জব্দ

    নিমতলা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক, ট্রাক জব্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৭শ ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব।

    আজ ২৪ মার্চ মঙ্গলবার ভোর সোয়া ৪টার সময় গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক (বগুড়া মেট্টো-ট-১১-২৪১৭) জব্দ করার তথ্য দিয়েছে র‌্যাব।

    আটককৃত মাদক ব্যবসায়িরা হলেন, বগুরা জেলার শিবগঞ্জ দাইমুল্ল্যা গ্রামের মো. দিলবরের ছেলে মো. বাছের (২৭) ও একই গ্রামের মৃত শাহাজাহানের ছেলে মো. শাফায়েত।

    তথ্যটি নিশ্চিত করে র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া মো. মাহমুদুল হাসান মামুন জানায়, দীর্ঘদিন ধরে ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে আটককৃতরা ইয়াবা পাচারে জড়িত ছিলেন। গোপন সূত্রের খবরে মঙ্গলবার ভোরে নগরীর নিমতলা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশী করলে জব্দকৃত ট্রাকের ড্রাইভিং সিটের নিচে সুকৌশালে লুকানো ৬ হাজার ৭শত ৪০ পিস ইয়াবা পাওয়া যায়।

    পরে ইয়াবাগুলো পরিবহণের দায়ে দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা জানিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই মাদক ব্যবসায়িসহ উদ্ধারকৃত ইয়াবাগুলো নগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • পটিয়ায় ৬ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেফতার ১

    পটিয়ায় ৬ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

    গোপন সূত্রের খবরে আজ ২২ মার্চ রবিবার বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতার মাদক কারবারির নাম মোঃ সাইফুল ইসলাম (৩০)। তিনি সাতকানিয়া উপজেলার ধর্মপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মফিজুর রহমানের ছেলে।

    তথ্যটি নিশ্চিত করে পটিয়া থানার এসআই মোঃ খালেদ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ খালেদ নামে একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা জানিয়ে গ্রেফতার ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা/ সঞ্জয়/ আর এস পি

  • সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ আটক ২

    সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ আটক ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ৫শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫মার্চ) দুপুর একটার সময় ভাটিয়ারী বাস কাউন্টারের পাশ থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হচ্ছে ফরিদপুর জেলার, বোয়ালমারী থানার পশ্চিম ছরবর্ণি গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ ইমরান হোসেন (২৫) এবং মাগুরা জেলা ও থানার মোহাম্মদপুর গ্রামের আতিউর রহমানের পুত্র মোঃ আল ইমরান (২৮)।

    থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের সূত্রের সংবাদে দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশী করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ইয়াবাসহ লোহাগাড়া থানা পুলিশের জালে ধরা ঢাকার রাসেল

    ইয়াবাসহ লোহাগাড়া থানা পুলিশের জালে ধরা ঢাকার রাসেল

    ২৪ ঘন্টা ডট নিউজ। লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে ঢাকার মাদক কারবারি মোহাম্মদ রাসেল হোসেন (২৫)। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত রাসেলের লাঞ্চার প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৯-৫২২৭) জব্দ করে পুলিশ।

    গতকাল ২৩ ফেব্রুয়ারি রাত ৮ টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও প্রাইভেটকারসহ রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল ঢাকা হাজারীবাগ থানার (ডিএমপি) ৫৬ নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।

    তথ্যটি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম। তিনি জানান, তাদের কাছে আগে থেকেই খবর ছিলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক স্থান দিয়ে একটি প্রাইভেট কারে করে ইয়াবা পাচার করা হচ্ছে।

    এমন খবরে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক ও এসআই গোলাম কিবরিয়াকে সাথে নিয়ে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

    রাত ৮টার সময় একটা লাঞ্চার প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে তল্লাশী চালানো হয়। এতে ১৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা বহনের দায়ে রাসেল নামে ঢাকার এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতার রাসেলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করার কথা জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।

  • ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক

    ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক ফয়েজুল গণি (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গতকাল মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ফয়েজুল গণি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ইসলাম নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন বলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাত ১১টার ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দ্যেশে চট্টগ্রাম রেল স্টেশনে আসেন মাদ্রাসা শিক্ষক ফয়েজুল গণি। তাদের কাছে গোপন এমন তথ্য ছিলো।

    তথ্যমতে অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি একটি মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি মো. মহসীন।

  • সীতাকুণ্ডে ইয়াবাসহ গ্রেফতার ১

    সীতাকুণ্ডে ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ইয়াবাসহ একজনকে আটক করেছে সীতাকুন্ড মডেল থানা পুলিশ।

    রবিবার দিবাগত রাত দেড়টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তল্লাশি চালালে ৫শ পিস ইয়াবাসহ মোহাম্মদ ইরফান (১৮)কে আটক করা হয়। সে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ১নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের শফিউল্লাহ বাড়ির মো. শফিউল্লাহর পুত্র।

    এ বিষয়ে মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) সুমন বনিক জানান, তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর (৩৬)১,১০এর (ক)মূলে মামলা নং ২৩ রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • আনোয়ারায় ইয়াবাসহ ২ জন আটক

    আনোয়ারায় ইয়াবাসহ ২ জন আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

    শুক্রবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার জুইদন্ডী গ্রামের আলী মাঝি বাড়ির আবুল কাশেমের পুত্র মো. আবছার (২২) ও লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র জয়নাল আলম (২৯)।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিউরী মাজার গেট থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং একটি সিএনজি জব্দ করা হয়।

    এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

    সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারি থেকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার ভাটিয়ারী এলাকার শ্যামলী পরিবহণ বাস কাউন্টারের পাশ থেকে তাদের গ্রেফতার করারা হয়।

    জানা যায়, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে এসআই মো. আব্দুল মজিদ সরকার, এসআই মো. মামুন হোসেন এবং এএসআই রুবেল সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় সাব্বির হোসেন মুন্না (২৪) ও মো. সুমন খানের দেহ তল্লাশী চালালে তাদের কাছ থেকে ৫ শত পিস ইয়াবা উদ্ধার হয়।

    গ্রেফতার সাব্বির নগরীর আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকার শাহের পাড়ার মুনছুর আলী বাড়ির জসিম উদ্দিনের ছেলে এবং সুমন খান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড় খান্দির সুরুজ খানের ছেলে।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ইন্টেলিজেন্ট সুমন বনিক বলেন, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে ভাটিয়ারী থেকে দুইজনকে গ্রেফতার করি, দেহ তল্লাশী করে দুইজনের কাছে পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১),১০ এর (ক) ধারায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

  • সীতাকুণ্ডের সলিমপুরে ইয়াবাসহ যুবক আটক

    সীতাকুণ্ডের সলিমপুরে ইয়াবাসহ যুবক আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরে ইয়াবাসহ মোহাম্মদ আলমগীর দীপু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১২ টার সময় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এস আই মাহাবুব সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার ১০ নং ইউনিয়নের উত্তর সলিমপুরস্থ মহাসড়কের পশ্চিম পার্শ্বে মো. ফরিদুল আলম এর বাড়ির সামনে থেকে দিপুকে আটক করে।

    পরে তার শরীর তল্লাশী করলে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩২ হাজার সাতসত টাকা।

    আটক আলমগীর দীপু উত্তর সলিমপুর ওয়াপদা অফিসের সামনে চৌধুরী বাড়ির মো. ফরিদুল আলমের পুত্র।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার (ইন্টিলিজেন্স) সুমন বনিক বলেন, আটক দিপু দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর (ক) ধারায় মামলা করা হয়েছে।

  • মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

    মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার হাদি ফকিরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার রামু উপজেলার বরুয়াপাড়া গ্রামের মো. হাসিমের পুত্র মো. আইয়েস (১৯), মো. মুকিম উদ্দিনের পুত্র রাজা মিয়া (১৮) ও মো. আবদুর জব্বারের পুত্র ওমর ফারুক (২০)।

    মিরসরাই থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদ জানান, ৬শ পিস ইয়াবাসহ তিন যুবককে হাদিফকির হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।