Tag: ইয়াবাসহ আটক

  • কাশিমপুর কারাফটকে ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

    কাশিমপুর কারাফটকে ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

    গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে (৫৯) ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারে প্রবেশের সময় তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

    সাইফুল ইসলাম চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার বেলা ১২টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে যাচ্ছিলেন। এ সময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করে। পরে তার প্যান্টের ডান পকেটে ৩০০ পিচ ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    কারাগার সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সাইফুল ইসলাম কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

    কোনাবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

  • মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার কর্ণফুলীর জাহেদুল

    মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার কর্ণফুলীর জাহেদুল

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিরসরাইয়ে ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    রবিবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাদি ফকির হাটের ফকির বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    মিরসরাই থানা সূত্রে জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাদিফকির হাট নুর শাহ ফকির বাড়ীর সামনে চকপোষ্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৭শ পিচ ইয়াবাসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যাক্তির নাম জাহেদুল হক (৪২)। সে চট্টগ্রামের কর্ণফুলী থানার দৌলতপুর গ্রামের মীর আহম্মদ এর ছেলে।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ঘণ্টা/এনআর

  • কথিত সম্পাদক সুব্রত ৮ হাজার ৬শ ইয়াবা সহ বিজিবির হাতে আটক

    কথিত সম্পাদক সুব্রত ৮ হাজার ৬শ ইয়াবা সহ বিজিবির হাতে আটক

    ফটিকছড়ি প্রতিনিধিঃ নাম সর্বস্ব দৈনিক সুর্যোদয়ের সম্পাদক মন্ডলীর সভাপতি সুব্রত কুমার নাথকে (৫২) কে ৮ হাজার ৬ শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য মূল্য ২৭ লক্ষ,৮০ হাজার টাকা।

    গতকাল বৃহস্পতিবার ছাগলনাইয়া মধুগ্রাম ক্যাম্পের একটি টহল টিম করেরহাট নয়টিলা মাজার এলাকা থেকে আটক করেছে।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ২৫ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের ৮,৬০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামী আটক।

    গোপন সূত্রের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জোরারগঞ্জ থানাধীন নয়া টিলা মাজার নামক এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান আসছে। রামগড় এলাকা থেকে ফেনীর দিকে প্রবেশ করতে পারে। বিজিবি একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় ব্যারিকেট দিয়ে ১ ব্যক্তিকে মোটর সাইকেল করে নয়া টিলা মাজার নামক স্থানে আসতে দেখে। পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল উক্ত মোটরসাইকেল দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তার দিকে অগ্রসর হয় এবং মোটরসাইকেলসহ আরোহীকে আটক করে। পরবর্তীতে মোটর সাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় মোটর সাইকেলের সীটের নীচ হতে ৮ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন ধৃত হয়। আসামীর নাম-সুব্রত কুমার নাথ (৫২), পিতা-নারায়ণ চন্দ্র নাথ, গ্রাম-ষোল শহর ষ্টেশন, ডাকঘর-চকবাজার, থানা-চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য ২৭ লক্ষ ৮০ হাজার টাকা।

    আটক আসামীকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আসামী দৈনিক সূর্যোদয় পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি বলেও পরিচয় দেন বিজিবিকে।

    দাঁতমারার একাদিক ভূক্তভোগী জানান, কথিত দৈনিক সুর্যোদয় নামক নাম সর্বস্ব পত্রিকার সম্পাদক পরিচয় দেয়া সুব্রত কুমার নাথ প্রকাশ সুব্রত শুব্রত হিন্দু হয়েও দাঁতমারা এলাকায় এক মুসলিম নারী বিয়ে করে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। সেই সাথে চালিয়ে যাচ্ছিল ইয়াবা ব্যবসা। তার বেশ কিছু ইয়াবা বিক্রয় প্রতিনিধি রয়েছে। সে দাঁতমারা ও বাগান বাজার ইউপির শত শত নিরীহ মানুষকে কারনে অকারণে হয়রানী করেছিল সোস্যাল মিডিয়াতে মিথ্যা নিউজ প্রকাশ করে। আবার নিউজটি মিনিমাইজ করার নামে টাকা আদায় করতো। তার হুমকিতে এলাকার নিরীহ মানুষ অতিষ্ঠ।

  • হাটহাজারীতে ৩১০ পিস ইয়াবাসহ আটক এক

    হাটহাজারীতে ৩১০ পিস ইয়াবাসহ আটক এক

    হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে ৩১০পিস ইয়াবাসহ নাসির উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম-ক সার্কেল হাটহাজারী ইউনিট।

    বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদন হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সানাউল্ল্যাহ পাড়ার মূছা ড্রাইভারের বাড়ির মৃত নুর মিয়ার পুত্র।

    এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শফিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদনহাট বাজারে হতে ৩১০ পিস ইয়াবা সহ একাধিক বিচারাধীন মাদক মামলার আসামী নাসির উদ্দিন প্রকাশ নাছের কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • কর্ণফুলীতে ইয়াবাসহ পিবিআইয়ের এসআই গ্রেফতার

    কর্ণফুলীতে ইয়াবাসহ পিবিআইয়ের এসআই গ্রেফতার

    চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    রোববার (২৭ জুন) দুপুরে থানার পটিয়া ক্রসিং ভেল্লাপাড়া এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি করে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

    মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

    তিনি বলেন, ‘গতকাল (রোববার) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে কক্সবাজার পিবিআইয়ে কর্মরত এক এসআইকে ইয়াবাসহ গ্রেফতার করে র‍্যাব। পরে একইদিন রাতে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করে র‍্যাব।’

    ওসি দুলাল মাহমুদ আরও বলেন, ‘আজ (সোমবার) তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

  • বোয়ালখালীতে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

    বোয়ালখালীতে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

    বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ইয়াছিন আরাফাত (৪০) নামের এক রোহিঙ্গাকে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

    আজ সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্যম শাকপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন আরাফাত মিয়ানমারের বুচিডং জেলার কেসিং জাপাড়ার রশিদের ছেলে।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তি ইয়াবা বিক্রির সময় রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ও অভিবাসন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • আনোয়ারায় ২ ভুয়া সাংবাদিক ইয়াবাসহ আটক

    আনোয়ারায় ২ ভুয়া সাংবাদিক ইয়াবাসহ আটক

    আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারার বরুমছড়া এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচারকালে ১৭ হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, টেকনাফ উপজেলার মোঃ কাইয়ুম শরীফের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৮), একই উপজেলার, মোঃ আমিনের ছেলে কবির আহাম্মেদ (৩১)।

    রবিবার (২১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে।

    এমন তথ্যের ভিত্তিতে রবিবার (২১ মার্চ ) দুপুর সাড়ে ১১টার সময় র‍্যাবের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে শহিদুল ইসলাম (২৮),কবির আহাম্মেদ (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

    পরে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্ত মতে নিজ হেফাজতে থাকা মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতর হতে ১৭,৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি (চট্ট-মেট্রো-ল-১৪-২৯৪০) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা।

    বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (২৮), কবির আহাম্মেদ (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দুইজনই দুটি সাংবাদিকতার আইডিকার্ড প্রদর্শন করে ও নিজেদের কে টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশন এর সাংবাদিক বলে দাবি করে।
    এসময় তাদের মোটর সাইকেল তল্লাশি করে ১৭,৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    পরে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/জাবেদুল

  • বোয়ালখালীতে ১০০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বোয়ালখালীতে ১০০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.হানিফ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    মো.হানিফ কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম মুক্তার কুল গ্রামের মৃত হাকিম আলীর ছেলে।

    পুলিশ জানিয়েছে, বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার কালাইয়ার হাট এলাকা থেকে সন্দেহ জনক হানিফকে আটকের পর তার দেহ তল্লাশি করে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

    এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর হানিফকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

    ২৪ ঘণ্টা/পূজন

  • সীতাকুণ্ডে স্কুল কমিটির সদস্যের আড়ালে ইয়াবা ব্যবসা, র‌্যাবের হাতে আটক

    সীতাকুণ্ডে স্কুল কমিটির সদস্যের আড়ালে ইয়াবা ব্যবসা, র‌্যাবের হাতে আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ১৩৯০ পিস ইয়াবাসহ মোঃ আলাউদ্দিন(৪০) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর ফেনী ইউনিট।

    তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জাহানাবাদ গ্রামের জাফর আহমদের ছেলে। এছাড়া তিনি ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

    র‌্যাব-৭ এর ফেনী ইউনিট এর একটি টিম গোপন সংবাদে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকেদ আটক করে। আলাউদ্দিন ওয়ার্ড যুবলীগের নেতা ছাড়াও সে মাদামবিরিহাট বাজার ইজারাদার, স্থানীয় ভাঙ্গাপোল নবজাগরণ সমবায় সমিতি সভাপতি এবং মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের সদস্য। সে সমাজ সেবক হিসেবে পরিচয় দিলেও এসবের আড়ালে জড়িত ইয়াবা বানিজ্যে।

    স্থানীয় এলাকাবাসী জানান, আলাউদ্দিন মাদামবিবিরহাটের একজন ব্যবসায়ী। মাদামবিবিরহাট বাজার ইজারাদার অফিসে সব সময় বসতেন। তিনি ওই অফিস থেকেই ইয়াবার কাজ-কারবার করতেন। তার পরিবারের অন্যান্য সদস্যও নানা অপরাধের সঙ্গে জড়িত।

    নাম প্রকাশে অনিচ্ছুক সীতাকুণ্ডের একজন আওয়ামীলীগ নেতা বলেন, দীর্ঘ ২০১২ সাল থেকেই আলাউদ্দিন ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। থানা পুলিশ কয়েকবার গ্রেপ্তার করেছে তাকে। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়, কার-মাইক্রো ব্যবসার আড়ালে ইয়াবার চালান সরবরাহ- এগুলোই হলো আলাউদ্দিন মূল কাজ।

    এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে ১৩৯০ পিস ইয়াবাসহ র‌্যাব গ্রেপ্তার করেছে বলে শুনেছি। তবে তার বিরুদ্ধে থানায় আরও মামলা আছে কিনা আমার জানা নেই।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডে পুলিশের পৃথক অভিযানে ৩৩ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ৬

    সীতাকুণ্ডে পুলিশের পৃথক অভিযানে ৩৩ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ৬

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭০ পিস ইয়াবা, ১৫ লিটার চোলাই মদ এবং ২০ পুরিয়া গাঁজাসহ ৬ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত আরো ৬ আসামীকে গ্রেফতার করা হয়।

    এসআই রাশেদুজ্জামান বেগ এর নেতৃত্বে সীতকুণ্ডে বাস ষ্ট্যান্ডে পৃথক পৃথক অভিযানে আব্দুল আলীম (২৯) এর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবক কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যং গ্রামের মৃত মোঃ ফরিদ উদ্দিনের পুত্র। ৭হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় রাজন রক্ষিত (৩২) নামের এক যুবককে। সে রাঙ্গামাটির তবলছড়ির তপন রক্ষিতের পুত্র।

    এসআই ইলিয়াছ মাহমুদের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে ইদ্রিস মিয়া প্রকাশ ছুট্টু (৫৫) এর কাছ থেকে ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ দেলীপাড়ার কবির আহম্মদের পুত্র। ছোট কুমিরা এলাকায় আবদুল জলিল (৫৫) থেকে ২০ পুরিয়া গাজা ও ৭০ পিছ ইয়াবা ট্যবলেট উদ্ধার হয়। সে মসজিদ্দা জৈন্না পুকুর পাড়া এলাকার মৃত তোফায়েল আহম্মদের পুত্র।

    এসআই নুরুন নবীর নেতৃত্বে ভাটিয়ারী এলাকার ফুলকলি মিষ্টির দোকানের সামনে থেকে এক হাজার পিস ইয়াবাসহ ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। সে কক্সবাজারের ভারুয়াখালী (পশ্চিম পাড়া) গ্রামের মোঃ ফেরদৌসের পুত্র। এসআই আশরাফ ছিদ্দিকীর নেতৃত্বে ভাটিয়ারী বাস ষ্ট্যান্ড এর আজমীর হোটেলের সামনে থেকে মোঃ জিয়াবুল হক (২২) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা গ্রামের নুরুল হাকীমের পুত্র। উদ্ধারকৃত ১১ হাজার ইয়াবার মূল্য ৩৩ লক্ষ টাকা।

    এছাড়া সীতাকুণ্ড থেকে ৫ জন ওয়ারেন্টভুক্ত এবং একজন সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।

    এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, সরকার মাদকের ব্যাপারে জিরোটলারেন্স। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। নিয়মিত অভিযান চলছে। আটককৃতদের মাদকদ্রব্য আইনে আদালতে চালান করা হয়েছে।

  • সীতাকুণ্ডে তিন লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১

    সীতাকুণ্ডে তিন লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ১ হাজার পিস ইয়াবাসহ ফিরোজ আহমেদ (৫০) নামের একজনকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

    আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার পৌর সদরের বাসষ্ট্যান্ড এলাকা তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিণ ডেমশা গ্রামের তাহের আহম্মদের বাড়ির মৃত তাহের আহম্মদের পুত্র।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লার নির্দেশনায় এসআই রাশেদুজ্জামান ও সাইফুল আলমের নেতৃত্বে সীতাকুণ্ড বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন লক্ষ টাকা। আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • ঝালকাঠিতে ইয়াবাসহ নারী মাদক ব‍্যবসায়ী আটক

    ঝালকাঠিতে ইয়াবাসহ নারী মাদক ব‍্যবসায়ী আটক

    ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটির দপদপিয়া থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি সোনিয়া ওরফে রিয়া মনি (২০) কে আটক করেছে ডিবি পুলিশ।

    সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার দপদপিয়া চৌমাথা থেকে তাকে আটক করা হয়।

    সোনিয়া ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার উদ্দিন তালুকদারের মেয়ে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

    ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার খান জানান, ওই নারী দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবিদের কাছে ইয়াবা টেবলেট বিক্রি করে আসছিল। সোমবার রাতে ক্রেতা সেজে ঝালকাঠি ডিবি পুলিশের একটি টিম নলছিটির দপদপিয়া চৌমাথায় থেকে তাকে আটক করে।

    ২৪ ঘণ্টা/আতাউর