Tag: ইয়াবাসহ আটক

  • সীতাকুণ্ডে পৃথক পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

    সীতাকুণ্ডে পৃথক পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পৃথক দুটি অভিযানে ৮শত পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে রানা হাওলাদার(৩৩) ও রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মো. আলমগীর(৩৩) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

    গোপন সংবাদের সূত্রে পুলিশ দুইজনকে আটক করে। তাদের শরীরে তল্লাসী করে মোট আটশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত রানা হাওলাদারকে সীতাকুণ্ড পৌরসদরের বাসস্টেশন এলাকা থেকে ও মো. আলমগীরকে উপজেলা মাদামবিবিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    এঘটনায় সীতাকুণ্ড থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রানা হাওলাদার খুলনা জেলার দৌলতপুর থানাধীন মহাশয় পাশা গ্রামের বাসিন্দা ও মো. আলমগীর উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দুইলক্ষ ৪০ হাজার টাকা।

    সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন, রানা হাওলাদারের কাছ থেকে ৫শত পিচ ও মো. আলমগীরের ৩শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে ৪৮ লক্ষ ৫৫ হাজার টাকার ইয়াবাসহ আটক ২

    সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে ৪৮ লক্ষ ৫৫ হাজার টাকার ইয়াবাসহ আটক ২

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে অভিযান চালিয়ে ৯,৭১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

    বুধবার রাত ১১টায় উপজেলার ভাটিয়ারীর দক্ষিন জাহানাবাদ বি.এন. সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনের থেকে উক্ত ট্রাকটি আটক করে র‌্যাব।

    বৃহস্পতিবার সকালে র‌্যাব-৭ উদ্ধারকৃত ইয়াবাসহ দুইজনকে এবং জব্দকৃত ট্রাকটি সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করে।

    জান যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে ট্রাকযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে করে গাড়ি তল্লাশী করে র‌্যাব।

    এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা চট্টগ্রাম হতে কুমিল্লাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি (যশোর ট-১১-৫০৩৪) চেক পোস্টের সামনে থামিয়ে দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আটক করে। এসময় মোঃ সজীব সরদার (২২), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- কালিসুরি (সরদার বাড়ী), থানা- বাউফল, জেলা- পটুয়াখালী এবং মোঃ ইব্রাহীম (৪০), পিতা- মৃত আজম্বর আলী মুন্সী, থানা- মহিপুর, জেলা- পটুয়াখালীকে আটক করা হয়।

    এসময় চালকের সিটের পিছনে বিশেষ কায়দায় রাখা ৯ হাজার ৭শত ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৮ লক্ষ ৫৫ হাজার টাকা।

    এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বনিক বলেন, র‌্যাব-৭ চট্টগ্রাম গ্রেফতারকৃত দুইজন আসামি ও উদ্ধারকৃত ইয়াবা থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • লোহাগাড়ার কথিত সাংবাদিক হেলাল কোটি টাকার ইয়াবাসহ চকরিয়ায় আটক

    লোহাগাড়ার কথিত সাংবাদিক হেলাল কোটি টাকার ইয়াবাসহ চকরিয়ায় আটক

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে লোহাগাড়ার কথিত সাংবাদিক নামধারী টাউট মো: হেলাল উদ্দিন (২৩) ও তার ছোট ভাই বেলাল উদ্দিন (২১) সহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৭ এর একটি টিম। এ সময় পাচার কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

    মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকার চৌধুরী নূর ফিলিং স্টেশনের সামনে তাদেরকে আটক করা হয়।

    অভিযানে আটককৃতরা হল- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর উত্তর হরিণা চৌধুরী পাড়ার আবুল কাশেম ওরফে মাইক কালুর ছেলে মো. হেলাল উদ্দিন (২৩), মো. বেলাল উদ্দিন (২১) ও চরম্বা এলাকার আব্দুল বারীর ছেলে নুরুল আমিন (৩৩)।

    ইয়াবাসহ আটক হেলাল দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক দাবী হরে আসছিল। সে কখনো অনলাইন টিভির প্রতিনিধি আবার কখনো ভুঁইফোড় পত্রিকার প্রতিনিধি পরিচয়ে এলাকায় খুব দাপটের সাথে চলতেন।

    জানা যায়, গত ১০ নভেম্বর বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হারবাং চৌধুরী নুর ফিলিং স্টেশনের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম অভিমুখী তিনটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে র‌্যাব সদস্যরা তাদের থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, আটককৃত ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতর ও নিজ হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় থাকা ২৪,৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২২ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা বলেও জানান তিনি।

    জিজ্ঞাসাবাদে আটককৃতরা আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। ইতোপূর্বে বেলাল ফেনী জেলা ডিবির হাতে ইয়াবাসহ আটক হয়ে দীর্ঘদিন কারাবাসের পর জামিনে বের হন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

  • সীতাকুণ্ডে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক ১

    সীতাকুণ্ডে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক ১

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে এক হাজার ৫শত পিচ ইয়াবাসহ ইলিয়াস (৩৫) নামে এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ।

    মঙ্গলবার দিবাগত রাতে পৌরসদর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত হাফেজ আহমদের পুত্র। উদ্ধারকৃত ইয়াবার মুল্য সাড়ে ৪ লক্ষ টাকা।

    মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • লোহাগাড়ায় মাইক্রোবাসের যাত্রীবেসে ইয়াবা পাচার : ১০ হাজার ইয়াবাসহ আটক ১

    লোহাগাড়ায় মাইক্রোবাসের যাত্রীবেসে ইয়াবা পাচার : ১০ হাজার ইয়াবাসহ আটক ১

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসের যাত্রীবেসে ইয়াবা পাচার কালে মোহাম্মাদ সোহেল (৪২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা পাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

    আটক মাদক বিক্রেতা মোহাম্মদ সোহেল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের রামপুর এলাকার হাজ্বী ফিরোজ আলমের পুত্র।
    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    লোহাগাড়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শূক্রবার রাত ১০টায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল নামের এক মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।

    আজ শনিবার সকালে আটক সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, মাদক বিক্রেতাদের কোন প্রকার ছাড় নেই। এ অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

  • লোহাগাড়ায় ১৭ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা মাদক ব্যবসায়ী

    লোহাগাড়ায় ১৭ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা মাদক ব্যবসায়ী

    লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় র‌্যাবের হাতে ধরা পড়েছে মো. জুয়েল রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ী।

    আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে লোহাগাড়া বাজারস্থ একটি হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। রানা পটুয়াখালী জেলার বাউফল থানার বাড়িপাশা গ্রামের আলী আকবরের ছেলে।

    র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটকের বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লোহাগাড়ার চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশী করলে ১৭ হাজার ২শ ৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা বহনের অপরাধে রানাকে আটক করে ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদের জুয়েল দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা সরবরাহ করতো বলে জানিয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক জুয়েল রানাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • সীতাকুণ্ডে চার হাজার দুইশত পিস ইয়াবাসহ আটক ৪

    সীতাকুণ্ডে চার হাজার দুইশত পিস ইয়াবাসহ আটক ৪

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চার হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪জনকে আটক করেছে পুলিশ।

    সোমবার দিবাগত রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    গোপন সংবাদের সুত্রে খবর পেয়ে পুলিশ ভাটিয়ারী এলাকা থেকে কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা (পানখালী,গোনাপাড়া) গ্রামের মোঃ আবছারের পুত্র আবু তাহেরের( ২১) কাছ থেকে একহাজার সাতশত পিস এবং একই জেলা ও থানার হ্নীলা (পানখালী, গোনাপাড়া) গ্রামের মোঃ আবছারের পুত্র জানে আলম (৩০) এর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    অন্যদিকে কর্ণফুলী থানার কোয়াছনগরস্থ আজিসপাড়া গ্রামের আবদুল হাকিমের পুত্র নুরুল কামাল(২৬) এর কাছ ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    অপরদিকে সীতাকুণ্ড পৌরসদর বাস ষ্ট্যান্ড থেকে ইয়াসিন (২১) নামের এক যুবককে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। সে কক্সবাজারের টেকনাফ থানার বৈধ্যাঘোনাস্থ সিরাজ মেম্বারের বাড়ির মৃত ফজল হকের পুত্র।

    উদ্ধারকৃত চার হাজার দুইশত পিস ইয়াবার মূল্য ১২ লক্ষ ৬০ হাজার টাকা।

    এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, আটককৃত চারজনের বিরুদ্ধে আলাদা আলাদা মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেকে মঙ্গলবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডে পৃথক পুলিশী অভিযানে ইয়াবাসহ আটক ৩

    সীতাকুণ্ডে পৃথক পুলিশী অভিযানে ইয়াবাসহ আটক ৩

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে এক হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতের বিভিন্ন সময়ে উপজেলার সীতাকুণ্ড সদর, ভাটিয়ারী এবং শীতলপুল এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদর বাস ষ্ট্যান্ড এলাকায় এস.আই হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে একহাজার ১০ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল (৩৩) নামের একজনকে আটক করা হয়। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার হাবিবা পাড়ার আলী আহম্মদের পুত্র।

    এছাড়া এস.আই ইলিয়াস হোসেনের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ভাটিয়ারী থেকে আকরাম হোসেন (২০) নামের এক কিশোরকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে বি-বাড়িয়া জেলার কসবা থানার গনকমুড়া গ্রামের মিশু মিয়ার পুত্র। এবং উপজেলার শীতলপুর বগুলা বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ কনক তালুকদার (৩২) নামের একজনকে আটক করে পুলিশ। কনক শীতলপুুুর মিস্ত্রি বাড়ির রবীন্দ্র তালুকদারের পুত্র। তিনটি অভিযানে উদ্ধার হওয়া একহাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য তিনলক্ষ ২৪ হাজার টাকা।

    এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, উপজেলার পৃথক স্থান থেকে ইয়াবাসহ আটক তিনজনের বিরুদ্ধে
    সীতাকুণ্ড মডেল থানায় তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে হাজতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • লোহাগাড়ায় ১৮ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪

    লোহাগাড়ায় ১৮ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ১৮ লক্ষ টাকা মূল্যমানের ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    ১০ জুলাই (শুক্রবার) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি পিক-আপে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে তাদেরকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    অভিযানে আটককৃতরা হল- ময়মনসিংহের মুক্তাগাছা লাঙ্গলবান্ধার মৃত মোহাম্মদ হামেদ আলীর পুত্র মোঃ রমজান বাবু (২০), টেকনাফের জাদিমরা বিদেশ পাড়ার নুর আহম্মদের পুত্র নাজিম উল্লাহ (২৬), লোহাগাড়ার উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ার মানিক ডাক্তারের বাড়ীর সুশীল শীলের পুত্র রাজেশ শীল (৪২), সাতকানিয়ার বাজালিয়া বাকের আলী বিল বৌদ্ধ পাড়া অানুরঘোনা এলাকার মৃত আলী আকবরের পুত্র মোঃ হাছান আলী (৩৫)।

    লোহাগাড়া থানা সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে চট্টগ্রাম শহরমুখী একটি পিক-আপে তল্লাশি চালিয়ে ১৮ লক্ষ টাকা মূল্যমানের ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত পিক-আপটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।
    লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, মাদকের ব্যাপারে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। প্রায় প্রতিদিন লোহাগাড়া থানা পুলিশ হাজার হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী ও বিক্রেতাকে গ্রেফতার করছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • হাটহাজারীতে ইয়াবাসহ আটক ২

    হাটহাজারীতে ইয়াবাসহ আটক ২

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:হাটহাজারীতে ১১০ পিস ইয়াবাসহ জিয়াউল হক জিয়া (২৭) এবং আবুল কালাম আবু (২৪) নামে দুই যুবককে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

    গোপন সংবাদের ভিত্তিতে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আজ শনিবার (৬ জুন) শিকারপুর ইউনিয়নের নেয়ামত আলী রোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।

    আটককৃত জিয়াউল হক জিয়া হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামের মিয়া টেন্ডলের পুত্র এবং
    আবু কালাম আবু জাহাজ সারা হাতিয়া থানার মৃত তছিল আহাম্মদ এর ছেলে বলে জানা গেছে।

    এ ব্যাপারে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা করা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • চবিতে ইয়াবাসহ আটক ৩

    চবিতে ইয়াবাসহ আটক ৩

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪৪ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ।

    সোমবার (৪ মে) বিকাল পৌঁনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের পিছন থেকে তাদের আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন,বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্মচারী হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের কর্মচারী মহিউদ্দিন ও দোকানদার নাছির।

    জানা যায়, বিগত এক মাস ধরে তারা দাপটের সঙ্গে ইয়াবা ব্যবসা করে আসছিল।

    বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাড়ির পরিদর্শক আব্দুর রহিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছি। এসময় ৪৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা করে থানায় পাঠানো হবে।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আমরা ইয়াবাসহ তিনজনকে আটক করেছি। আমাদের অভিযান এখনো চলমান।

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

  • সীতাকুণ্ডে ইয়াবাসহ আটক ১

    সীতাকুণ্ডে ইয়াবাসহ আটক ১

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড পৌরসভাস্থ এলাকা থেকে ১০২০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে আটককৃত ব্যাক্তিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে

    পুলিশ ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের নামার বাজার ব্রীজ এলাকার পাকা রাস্তার উপর থেকে মানিক মিয়া(৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

    এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জুলফিকার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১০২০ পিস ইয়াবাসহ মানিক নামের এক ইয়াবা কারবারিকে আটক করা হয়। শনিবার আটককৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে আটককৃতর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।