Tag: ইয়াবাসহ আটক

  • ভাটিয়ারীতে ইয়াবাসহ আটক ২

    ভাটিয়ারীতে ইয়াবাসহ আটক ২

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ৫শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৫মার্চ) দুপুর একটার সময় ভাটিয়ারী বাস কাউন্টার পাশ থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হচ্ছে ফরিদপুর জেলার, বোয়ালমারী থানার পশ্চিম ছরবর্ণি গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ ইমরান হোসেন (২৫) এবং মাগুরা জেলা ও থানার মোহাম্মদপুর গ্রামের আতিউর রহমানের পুত্র মোঃ আল ইমরান (২৮)।

    থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের সূত্রের সংবাদে দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাসী করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

  • ইয়াবাসহ স্কুলশিক্ষক আটক

    ইয়াবাসহ স্কুলশিক্ষক আটক

    কুড়িগ্রামের রাজিবপুরে ইয়াবাসহ মো. রফিকুল ইসলাম(৩৮) নামে এক শিক্ষককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

    আটক রফিক সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষার শিক্ষক।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পার্শ্ববর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া এলাকা থেকে সানন্দাবাড়ী ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। রাতে সেখান থেকে দেওয়ানগঞ্জ থানায় আনা হয় এবং শনিবার (৮ ফেব্রুয়ারি) তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম।

    তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাকুড়া এলাকার একটি ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতর থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

    মো. রফিকুল ইসলাম রাজিবপুর উপজেলার বালিয়ামারী ক্যাম্প পাড়ার আব্দুল বারীর ছেলে।

    বিগত ২০১৫ সালে শিক্ষক হিসেবে তিনি ওই বিদ্যালয়ে যোগদান করেছিলেন।

    এ প্রসঙ্গে রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক আজিম উদ্দিন জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মানিকছড়িতে ১শ পিস ইয়াবাসহ আটক ১

    মানিকছড়িতে ১শ পিস ইয়াবাসহ আটক ১

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আকাশীপুরীস্থ বিসমিল্লাহ ড্রাগ হাউজ ফার্মেসী দোকান থেকে ১০০ পিস ইয়াবাসহ ফার্মেসীর মালিকে আটক করেন পুলিশ।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১০০শত পিস ইয়াবাসহ ফার্মেসীর মালিক মোঃ হেলাল উদ্দিন(২৮) পিতা- মোঃ বিল্লাল হোসেনকে আটক করা হয়।

    মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।