Tag: ইয়াবাসহ গ্রেফতার

  • কক্সবাজারে সস্ত্রীক ‘এপিবিএন কর্মকর্তা’ আটক, ২০ হাজার ইয়াবা জব্দ

    কক্সবাজারে সস্ত্রীক ‘এপিবিএন কর্মকর্তা’ আটক, ২০ হাজার ইয়াবা জব্দ

    কক্সবাজার শহরে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের’ এক কর্মকর্তা স্ত্রীসহ আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের এসআই তুন্তু মনি চাকমা জানান, শুক্রবার রাত সোয়া ১০টায় শহরের কলাতলী মোড়ে একটি পরিবহনের কাউন্টারে অভিযান চালানো হয়।

    আটকরা হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর মন্ডলবাড়ী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে রেজাউল করিম (৪৭) এবং তার স্ত্রী মলিনা পাশা (৪৪)।

    রেজাউল করিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পে এসআই পদে কর্মরত বলে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এক এপিবিএন কর্মকর্তা জানিয়েছেন।

    এসআই তুন্তু মনি বলেন, শুক্রবার রাতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য মাদকের একটি চালান নিয়ে পরিবহনযোগে ঢাকা রওনা দেওয়ার খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল সন্দেহজনক এপিবিএন পুলিশ সদস্যের গতিবিধি নজরদারি অব্যাহত রাখে বলে জানান তিনি।

    “এক পর্যায়ে রাত সোয়া ১০টায় শহরের কলাতলী মোড়ে গ্রীণ লাইন পরিবহন সার্ভিসের কাউন্টারে রেজাউলের সস্ত্রীক অবস্থানের খবর পায়। পরে অভিযান চালিয়ে বাস কাউন্টার থেকে দুইজনকে আটক করা হয়।

    “তাদের সঙ্গে রাখা তালাবদ্ধ ব্যাগ খুলে ২০ হাজার ইয়াবা ও একটি ওয়াকিটকি পাওয়া যায়।”

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, “আটক ব্যক্তি এপিবিএন পুলিশের সদস্য কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ব্যাপারে এপিবিএন পুলিশের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।”

    এ ব্যাপারে ১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) হাসান বারী নুরের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া দেননি।

    তবে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ ক্যাম্পের এক উপ-পরিদর্শক (এসআই) নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “ইয়াবাসহ সস্ত্রীক আটক ব্যক্তি এপিবিএনের সদস্য।”

    আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই তুন্তু মনি চাকমা।

  • বোয়ালখালীতে ১ হাজার  ৬‘শ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

    বোয়ালখালীতে ১ হাজার ৬‘শ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

    চট্টগ্রামের বোয়ালখালীতে ১ হাজার ৬‘শ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।

    আজ ১৭ ডিসেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার আরকান সড়কের এন.মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির সামনে থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, শরণার্থী মৃত সোনা মিয়ার ছেলে সৈয়দ আলম (২১) ও নুর মোহাম্মদের ছেলে নুর আলম (১৯)। তারা কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

    থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা সৈয়দ আলম ও নুর আলমকে আটক করে তাদের শরীর তল্লাশিতে পকেটে পলিথিন মোড়ানো ১৬০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    আটককৃত সৈয়দ আলমের বিরুদ্ধে গত বছরে ১ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বাকলিয়া থানায় একটি মামলা রয়েছে জানা গেছে।

    বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • বোয়ালখালীতে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

    বোয়ালখালীতে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

    বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ৫১০ পিস ইয়াবাসহ আইয়ুব আলী (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

    আইয়ুব আলী কুষ্টিয়া পৌরসভার উদিবাড়ি কলোনির আনসার আলী ছেলে। তিনি টেকনাফ শীলবুনিয়া থেকে ইয়াবার চালান নিয়ে বোয়ালখালীতে এসেছিলেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

    ওসি বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আসামীকে আজ বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • বোয়ালখালীতে ১২শ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

    বোয়ালখালীতে ১২শ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ১২০৫ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৪মার্চ) আদালতে সোর্পদ করা হয়েছে।

    গত বুধবার পৃথক অভিযান চালিয়ে ৩ ইয়াবা ব্যবসায়ীতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

    তিনি জানান উপজেলার শাকপুরা বড়ুয়া টেক এলাকায় পুলিশে চেক পোস্ট দেখে ২ যাত্রী অটোরিক্সা থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১শ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বাটাখালী মাতব্বর বাড়ী এলাকার নজির আহমদের ছেলে মো.গণি মোক্তাদীর (৪০) ও একই এলাকার হোসাইন উল্লাহর ছেলে মার্শাল ইবনে হোসাইন (৩০)।

    এছাড়া উপজেলার পোপাদিয়া চান্দাঁর হাট এলাকায় পুলিশ দেখে পালানোর সময় চরণদ্বীপ ৬নং ওয়ার্ডের সৈয়দ নগর নুর বক্স মুন্সীর বাড়ীর মৃত শাহ আলমের ছেলে জাবেদুল আলমকে (৩৫) আটক করা হয় । এ সময় তার কাছে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দেড় হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দেড় হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ভাটিয়ারী থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ মোঃ ফিরোজ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার রাত ৭টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের পশ্চিম পার্শ্বে বাস ষ্ট্যান্ডের বাধন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে মডেল থানার এসআই মোঃ আশরাফ ছিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। তার শরীরে তল্লাশী চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত ফিরোজ কক্সবাজারের উখিয়া থানার দক্ষিণ রহমতের বিল গ্রামের জাফর আলমের পুত্র।

    এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, গ্রেফতারকৃত ফিরোজের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি ইয়াবাসহ গ্রেফতার

    বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি ইয়াবাসহ গ্রেফতার

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। আটক মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে।

    হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শেখ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াচং বড় বাজারের একটি ফার্নিচারের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে মামুনকে ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।

    তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বোয়ালখালীতে ৭ মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

    বোয়ালখালীতে ৭ মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ৭টি বিচারাধীন মামলার আসামী আমেনা খাতুনকে (৫২) ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

    সোমবার (৪ মে) সকালে গ্রেফতারকৃত আমেনাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    আমেনা খাতুন উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।

    গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে আমেনা খাতুনকে বাড়ি থেকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৫২টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী বলেন, মাদক ব্যবসায়ী আমেনা বিরুদ্ধে ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

    ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়া তার বিরুদ্ধে আরো একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন