Tag: ইয়াবা-গাজাসহ

  • ফটিকছড়িতে ইয়াবা-গাজাসহ গ্রেফতার-৫

    ফটিকছড়িতে ইয়াবা-গাজাসহ গ্রেফতার-৫

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ইয়াবা-গাজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারী রাতে ফটিকছড়ি থানা পুলিশ ফটিকছড়ি পৌরসভার ডাক বাংলোর পাশে এসএম আবু শোয়াইব মুনিরীর ৪তলা ভবনের নিচ তলায় অভিযান পরিচালনা করেন।

    এ সময় এসএম আবু শোয়াইব (৪০), মনির উদ্দিন আহমেদ (৪৩), মোহাম্মদ নূরুল ইসলাম(৪১) ও মোহাম্মদ আবদুল ওয়াজেদ (৪২) কে গ্রেফতার করেছে। তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইল সেট এবং মাদক বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করে।

    এসএম আবু শোয়াইব ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের কাজ্বী আবু জাফর মুনিরীর পুত্র, মনির উদ্দিন আহমেদ উপজেলার নানুপুর ইউনিয়নের নানুপুর গ্রামের আজগর আলী পন্ডিত বাড়ীর মৃত মাঈন উদ্দিনের পুত্র, মোঃ নজরুল ইসলাম পাইন্দং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বেড়াজালী গ্রামের আব্দুল জলিল মিয়া বাড়ীর মজিবুল আলম চৌধুরীর পুত্র, আব্দুল ওয়াজেদ জাফতনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের আবিদ উল্লাহ উকিল বাড়ীর মৃত আব্দুল মোনাফের পুত্র।

    অন্য দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামেন বাকর আলী মিয়াজীর বাড়ীর পলাতক আসামী দৌলত খানে বসত ঘরে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ১ শত গ্রাম গাঁজাসহ মো: হারুন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

    এ বিষয়ে ফটিকছড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ১৫- তাং ১৭/০২/২০২০ইং,১৪- তাং ১৬/০২/২০২০ইং।

    এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৫০ ইয়াবাসহ ৪ জন, ১ কেজি ১ শত গ্রাম গাঁজাসহ ১ জন মোট ৫ যুবককে গ্রেফতার করে।

    এ সময় তাদের কাছ থেকে ৬ টি মোবাইল এবং ইয়াবা বিক্রির নগত দেড়লাখ টাকা উদ্ধার করে। তাদের আইনের প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।