Tag: ইয়াবা পাচারকারী

  • সীতাকুণ্ডে সাড়ে ২৮ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ২, মাইক্রোবাস জব্দ

    সীতাকুণ্ডে সাড়ে ২৮ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ২, মাইক্রোবাস জব্দ

    কামরুল ইসলাম দুলু : কঠোর বিধিনিষেধের মধ্যেও থেমে নেই ইয়াবা পাচার। সীতাকুণ্ড ৯ হাজার ৫শত পিস ইয়াবাসহ আটক করা হয়েছে পাভেল (২০) ও হৃদয় (২০) নামের দুইজনকে। এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস বাসও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল ২৮ লাখ ৫০ হাজার টাকা।

    আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ বাঁশবাড়িয়া এলাকায় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ঢাকামূখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৩৮৮৩) আটক করে তল্লাশী করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মাইক্রোবাসের চালক পাভেল (২০) কুমিল্লা জেলার বুড়িচং থানার কামারখারা ইউনিয়নের সরাফত আলীর পুত্র এবং হেলপার হৃদয় একই জেলার দাউদকান্দি থানার খুশিয়ারী ইউনিয়নের মৃত মসলেম হোসেনের পুত্র।

    এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, সকাল থেকে মহাসড়কে লকডাউনের চেক পোষ্টে ডিউটিকালে গোপন সংবাদে খবর পেয়ে ঢাকামূখী একটি মাইক্রোবাস আটক করে চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তিমূলক গাড়িতে রাখা ৯হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটক দুইজনসহ ইয়াবা ও মাইক্রোবাস সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • লোহাগাড়ায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারী কারাগারে

    লোহাগাড়ায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারী কারাগারে

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ সুমন বড়ুয়া (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।

    রবিবার (৫ মে) সকালে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সে কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বজেন্দ্র বড়ুয়ার ছেলে।

    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা নিয়ে গাড়িতে থাকা সুমন বড়ুয়াকে আটক করা হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাদার মাদক কারবারী বলে স্বীকার করে। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • মিনি ট্রাক ও পিক-আপে ইয়াবা পাচার : লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫ পাচারকারী কারাগারে

    মিনি ট্রাক ও পিক-আপে ইয়াবা পাচার : লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫ পাচারকারী কারাগারে

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মিনি ট্রাক ও পিক-আপে করে ইয়াবা পাচারকালে ৭ হাজার পিস ইয়াবা নিয়ে গ্রেফতার এক মহিলাসহ ৫ মাদক পাচারকারীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

    আজ ৯ জুলাই (বৃহষ্পতিবার) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।

    এর আগের দিন বুধবার রাতে লোহাগাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

    অভিযানে গ্রেফতারকৃতরা হল-কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কোরবানিয়া ঘোনার আক্তার হোসেনের ছেলে মঈনুদ্দিন (২৭), চকরিয়া উপজেলার ফাঁসিয়া খালীর মৃত আলী আহমদের ছেলে মো : শফি (৩৫), টেকনাফ উপজেলার লম্বরী জাফরান বাড়ির নুর আলমের স্ত্রী আয়েশা খাতুন (২৫), কক্সবাজার পৌরসভার মহাজর পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে নুরুল বশর (৩৪) ও কক্সবাজারের টেকনাফ ওয়াইক্যং বালু খালীর মৃত সৈয়দ কবিরের ছেলে মুসা আকবর রুবেল (২৫)।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

    লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মিনি ট্টাকে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মাদ মুসা আকবর রুবেলকে আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহার করা মিটি ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। একই স্থানে অপর একটি অভিযানে চট্টগ্রাম অভিমুখী পিক-আপে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আয়েশা খাতুন, মাঈনুদ্দিন, মো : শফি, ও নুরুল বশরকে আটক করে। এসময় পাচারকাজে ব্যবহার করা পিক-আপটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার ইয়াবা পাচারকারী বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আজ ৯ জুলাই দুপুরে চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় প্রাইভেট কারে ইয়াবা পাচার : দু’ পাচারকারী কারাগারে

    লোহাগাড়ায় প্রাইভেট কারে ইয়াবা পাচার : দু’ পাচারকারী কারাগারে

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রাইভেট কারে ইয়াবা পাচারকালে
    চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে ১ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই পাচারকারীকে আদালত কারাগারে প্রেরণ করেছে।

    গ্রেফতারের পর ৫ জুলাই (রবিবার) দুপুরে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

    আজ রবিবার সকাল সাড়ে ৭টায় দেড় হাজার ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করেন লোহাগাড়া থানা পুলিশ।

    এসময় পাচার কাজে ব্যবহার করা প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

    লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

    অভিযানে গ্রেফতারকৃতরা হল- কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরের নাছিরা পাড়ার মৃত শফিউল আলমের ছেলে মো. ইরফান আকবর চৌধুরী (৪০) ও কক্সবাজারের ঈদগাঁও উত্তর মাইজ্জা পাড়ার মো : কালা মিয়ার ছেলে মো. সিরাজুল হক (৪৫)।

    লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে উপ-পরিদর্শক গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

    লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, বর্তমানে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। প্রায় প্রতিদিনই ইয়াবাসহ পাচারকারী ও বিক্রেতাকে আটক করছে পুলিশ। অভিযানে হাজার হাজার মাদকও উদ্ধার হচ্ছে। আজ রবিবার সকালেও বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ ১ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে। এসময় পাচারকাজে ব্যবহার করা প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর রবিবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • গোয়েন্দা পুলিশের অভিযানে তরিকত নেতাসহ ৪ ইয়াবা পাচারকারী গ্রেফতার

    গোয়েন্দা পুলিশের অভিযানে তরিকত নেতাসহ ৪ ইয়াবা পাচারকারী গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৩৬ হাজার পিস ইয়াবা। অভিযানে ইয়াবার চালানে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশাসহ ৪ জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

    গত (৯ মার্চ) সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকা ও ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

    মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি’র নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মো. আইয়ুব (৫৫), মো. দিদার হোসেন (২৮), তাপস চন্দ্র বাবু (৪৮) ও তাপস সরকার (২২)।

    মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ইয়াবা পাচার দলের সক্রিয় সদস্য। তারা টেকনাফ এলাকা হতে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে কম মূল্যে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল।

    গোপন তথ্যে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে চারজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা রুজু করা হয়েছে।

    ভুজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহও ঘটনার সত্যতা স্বীকার করেন।

    উল্লেখ্য, তাপস চন্দ্র বাবু ভুজপুর ইউনিয়ন পরিষদের গেল নির্বাচনে তরিকত ফেডারেশনের সমর্থন নিয়ে ফুলের মালা মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন।