কামরুল ইসলাম দুলু : কঠোর বিধিনিষেধের মধ্যেও থেমে নেই ইয়াবা পাচার। সীতাকুণ্ড ৯ হাজার ৫শত পিস ইয়াবাসহ আটক করা হয়েছে পাভেল (২০) ও হৃদয় (২০) নামের দুইজনকে। এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস বাসও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল ২৮ লাখ ৫০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ বাঁশবাড়িয়া এলাকায় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ঢাকামূখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৩৮৮৩) আটক করে তল্লাশী করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মাইক্রোবাসের চালক পাভেল (২০) কুমিল্লা জেলার বুড়িচং থানার কামারখারা ইউনিয়নের সরাফত আলীর পুত্র এবং হেলপার হৃদয় একই জেলার দাউদকান্দি থানার খুশিয়ারী ইউনিয়নের মৃত মসলেম হোসেনের পুত্র।
এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, সকাল থেকে মহাসড়কে লকডাউনের চেক পোষ্টে ডিউটিকালে গোপন সংবাদে খবর পেয়ে ঢাকামূখী একটি মাইক্রোবাস আটক করে চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তিমূলক গাড়িতে রাখা ৯হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটক দুইজনসহ ইয়াবা ও মাইক্রোবাস সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।