লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা নিয়ে আটক সাইফুল ইসলাম (৩৫) ও জাহেদ হোসেন(২৫) নামের দুই মাদক বিক্রেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এসময় পাচার কাজে ব্যবহার করা মালবাহী ট্টাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে আটককৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আগেরদিন শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চুনতিস্থ ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্য্যালয় সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন থানা পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সাইফুল ইসলাম লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের দাউদপুর পাঁচপাড়া (বেপাড়ী পাড়া) এলাকার নুরুল ইসলামের পুত্র এবং জাহেদ হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালু খালী এলাকার লাল মিয়ার পুত্র বলে জানা গেছে।
লোহাগাড়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে ৩২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহার করা মালবাহী ট্টাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার ইয়াবা বিক্রেতা বলে নিজেরা স্বীকার করেন। ২৭ জুন (শনিবার) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ