Tag: ইয়াবা সহ কাভার্ডভ্যান আটক

  • বিশ্বকাপের পর সরে যাচ্ছেন শাস্ত্রীও

    বিশ্বকাপের পর সরে যাচ্ছেন শাস্ত্রীও

    আসন্ন বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। রবি শাস্ত্রীও বিশ্বকাপের পর ছাড়ছেন ভারতীয় দলের প্রধান কোচের পদ। এমন সিদ্ধান্ত নিজেই জানিয়েছেন শাস্ত্রী।

    ভারতের সংবাদমাধ্যমকে শাস্ত্রী বলেন, ‘মনে হয়, ভারতের কোচ হিসেবে আমার সব পাওয়া হয়ে গেছে। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ হিসেবে থাকছি।’

    ভারতের কোচ হিসেবে তৃপ্ত শাস্ত্রী। কোচ হিসেবে নিজের সাফল্যগুলো তুলে ধরে শাস্ত্রী বলেন, ‘পাঁচ বছর টেস্ট ক্রিকেটে এক নম্বর দল ছিলো ভারত। অস্ট্রেলিয়াতে দু’বার সিরিজ জয়। ইংল্যান্ডের লর্ডস এবং ওভালে টেস্ট জয়। আমার কাছে এগুলোই সব। আমি তৃপ্ত।’

    ২০১৪ সালের অগাস্টে ভারতের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান শাস্ত্রী। তিন বছর পর ২০১৭ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে ভারতের কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৯ বিশ্বকাপের সময় সাময়িকভাবে তার মেয়াদ বাড়ানো হয় দেড় মাস। ঐ বছরের আগাস্টে আবারও দুই বছরের জন্য নতুন চুক্তি করেন তিনি। যার মেয়াদ এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

    শাস্ত্রীর অধীনে সাফল্য চোখে পড়ার মত হলেও, আইসিসির ইভেন্টগুলোতে ভারতের সাফল্য শুন্য। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতকে। নিউজিল্যান্ডের কাছে হেরেছিলো তারা। আর গত জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই নিউজিল্যান্ডের কাছেই হারে ভারত। তবে সীমিত ওভারের ক্রিকেটে নিজের সময়কে দারুণ সফল বলেই মনে করেন শাস্ত্রী। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই শেষ করতে চান তিনি।

    শাস্ত্রী বলেন, ‘সাদা বলের ক্রিকেটে সব দেশকে আমরা তাদের মাঠে গিয়ে হারিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে সেটা আরও আনন্দের হবে। আর কিছু চাই না। আমার মনে হয়, কখনও এক জায়গায় বেশি দিন থাকা উচিত নয়। দলের থেকে যা চেয়েছি সেটাই পেয়েছি। যা চেয়েছি তার থেকে অনেক বেশিই পেয়েছি।’

    শাস্ত্রীর মতে, ক্রিকেটে ভারতকে কোচিং করা, ফুটবলে ব্রাজিল বা ইংল্যান্ডকে কোচিং করানোর মতো। সব সময় জয়ের জন্য একটা বাড়তি চাপ থাকে। তিনি বলেন, ‘করোনা আছে না নেই, সেটা নিয়ে দল ভাবেনি। তারা জিততে চেয়েছে, রান করতে চেয়েছে। মনে হয়েছে, ব্রাজিল বা ইংল্যান্ডের ফুটবল দলকে কোচিং করাচ্ছি। সব সময় আমার দিকে কটা বন্দুক তাক করা ছিলো। টানা ছ’মাস ভালো খেলার পর একটা ইনিংসে ৩৬ রানে অলআউট। সাথে-সাথে গুলি করে দিলো। সাথে-সাথে পরের ম্যাচ জিততে হবে। না হলে আমাকে আরও চাপে পড়তে হবে।’

    তাইতো অনাকাঙ্খিত কিছু ঘটে যাবার আগেই দায়িত্ব ছাড়তে চান শাস্ত্রী। দুর্দান্ত এই ধারাভাষ্যকার বলেন, ‘আমি বিশ্বাস করি, অনাকাঙ্খিত কিছু ঘটার আগেই সরে যাওয়া উচিত। সঙ্গে যুক্ত করতে চাই, এই দলকে নিয়ে আমি যা করতে চেয়েছি সব পেরেছি। ফলে নিজেকে সফল হিসেবে দাবি করতেই পারি।’

    এন-কে

  • জোরারগঞ্জ থানায় ইয়াবা সহ কাভার্ডভ্যান আটক

    জোরারগঞ্জ থানায় ইয়াবা সহ কাভার্ডভ্যান আটক

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। মাদক সরবরাহের সাথে জড়িত থাকার অপরাধে উক্ত গাড়ির চালক ও সহযোগীকে আটক করে মাদক মামলায় চালান করা হয়েছে সাথে জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যনটি। এসময় আসামীদের দেহ তল্লাশি করে ইয়াবা বিক্রয়ের নগদ ১০হাজার টাকাও উদ্ধার করা হয়।

    শনিবার (২৭ জুন) বিকালে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় জেরু মিয়া বাইপাস সড়কের মাথায় এই অভিযান পরিচালনা করে পুলিশ জোরারগঞ্জ থানা পুলিশ।

    জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান, গোপন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, মিরসরাই সার্কেল, চট্টগ্রাম এর নেতৃত্বে এসআই সিরাজুল ইসলাম, এএসআই মোঃমহিউদ্দিন, এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড় জেরু মিয়া বাইপাস সড়কের মাথায় ঢাকামুখী কাভার্ডভ্যান নং ঢাকামেট্রো-ট-২০-৯৭১২ তল্লাশী করে আটক কৃত আসামী ১) মোঃ আরিফ(২২), পিতা-মোঃ আনোয়ার হোসেন, ২). মোঃ আনোয়ার হোসেন(৪৩), পিতা- মোহাম্মদ আলী প্রঃ আলী আহাম্মদ,উভয় সাং- মুলাইপত্তন(চাঁন গাজীর বাড়ি), থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে-রাত্তারপুল, মিয়ার গলি, নূরুল বক্স হাজী বাড়ির পার্শ্বে টিনশেড সেমি পাকা ঘরে ভাড়াটিয়া, থানা-বাকলিয়া, সিএমপি, চট্টগ্রাম’দের জিজ্ঞাসাবাদের তাদের স্বীকারোক্তি মোতাবেক উক্ত কাভার্ডভ্যানের টুলস্ বক্সের পাশে থাকা একটি বিস্কিটের টিনের বড় কৌটার ভিতরে পলিথিন মোড়ানো অবস্থায় মোট ২১ হাজার ৮৫০ পিচ এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় আসামীদের দেহ তল্লাশি করে ইয়াবা বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। মাদক বহন ও বিক্রয়ের অপরাধে আটককৃত আসামি ও জব্দকৃত গাড়ির বিরুদ্ধে জোরারগঞ্জ থানার মামলা নং (০৭) ২৭/০৬/২০২০ ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)এর ১০(গ)/৩৮ রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আশরাফ