Tag: ইয়াবা সহ মহিলা যাত্রী গ্রেফতার

  • মিরসরাইতে ৭৪০ পিস ইয়াবাসহ মহিলা যাত্রী গ্রেফতার

    মিরসরাইতে ৭৪০ পিস ইয়াবাসহ মহিলা যাত্রী গ্রেফতার

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৭৪০ পিস ইয়াবাসহ এক মহিলা যাত্রীকে গ্রেফতার করেছে।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ইউনিক পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মহিলা যাত্রীর ভ্যানিটি ব্যাগের মধ্যে ইয়াবা গুলো পাওয়া যায়।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আমিরুল মুজাহিদদের নেতৃত্বে একটি পুলিশ টিম ইউনিকের গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালায় মিরসরাই থানা পুলিশ। তল্লাশির এক পর্যায়ে একজন মহিলা যাত্রীর ব্যাক্তিগত ভ্যানিটি ব্যাগে ইয়াবা গুলো পাওয়া যায়। ওই মহিলা যাত্রীর নাম লিপি দাস (লতা) (৩২), সে কুমিল্লা জেলার হোমনা থানার জগতপুর গ্রামের অনাথ চন্দ্র দাসের কন্যা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ের সাথে জড়িত কথা স্বীকার করেছে লতা।

    মিরসরাই থানায় আটককৃতের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা নথি ভুক্ত করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আশরাফ