Tag: ইয়াবা

  • টেকনাফে ৮ লাখ ইয়াবা ও ৬টি অস্ত্র উদ্ধার, ৮ মাদককারবারি ও সন্ত্রাসী আটক

    টেকনাফে ৮ লাখ ইয়াবা ও ৬টি অস্ত্র উদ্ধার, ৮ মাদককারবারি ও সন্ত্রাসী আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের রঙ্গীখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ তালিকাভূক্ত ৮ জন মাদক কারবারী এবং সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

    ১৩ ডিসেম্বর (শুক্রবার) ভোরে র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়।

    স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা কারবারী ইয়ার মোহাম্মদের পুত্র নুর হাফেজ, দলিলুর রহমানের পুত্র ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোসেনের পুত্র ছৈয়দ নুর, সব্বির আহমদের পুত্র মোহাম্মদ সোহেলকে আটক করা হয়।

    পরে আটককৃতদের স্বীকারোক্তিতে তাদের আস্তানায় তল্লাশী চালিয়ে ৮ লাখ ১০হাজার পিস ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রমের উপর নজর রাখার পর শুক্রবার ভোররাতে তাদের এসব অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে।

    সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের লোকজন আটকের খবরে জনমনে স্বস্থি দেখা দিলেও ফেরারী হয়ে থাকা অপর অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী উঠেছে। পাশাপাশি আটককৃতদের মদতদাতা কতিপয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছে সাধারণ মানুষ।

    অপর দিকে ভোর রাতে র‌্যাব ১৫ এর একটি টহল টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিবছড়া গ্রামস্থ মেরিনড্রাইভ সড়কে ইয়াবা ক্রয় বিক্রয়কালে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মকতুল হোছেনের ছেলে কামাল হোসেন (২৯), আক্তার হোসেন (৩২), মো. নুর (২০), ও আবুল হোছেনের ছেলে আব্দুল মালেক (২৬)।

    র‌্যাবের সহকারী পরিচালক, পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • পায়ুপথে ইয়াবাসহ শাহজালালে যাত্রী আটক

    পায়ুপথে ইয়াবাসহ শাহজালালে যাত্রী আটক

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে ইয়াবা পাচারকালে আবুল কাশেম (৫৪) নামে একযাত্রীর থেকে ১৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    সোমবার বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার গাড়ি পার্কিং এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

    আটক যাত্রী কাশেম কক্সবাজারের টেকনাফ থানার পুরান পাল্লানপাড়ার (কুদ্দুস বাড়ী) মৃত আলি আকবরের ছেলে।

    বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, কাশেম বিকাল ৪টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন।

    সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করেন আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশি করা হয়। এসময় তার পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন কাশেম।

    পরে সেই ইয়াবা বের করা হয়। জব্দকৃত এই ইয়াবার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

    অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে কাশেম জানায়, বিকাল পৌনে ৪টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে কক্সবাজার থেকে তিনি ঢাকায় আসেন। তিনি নিজেই এই ইয়াবার বিনিয়োগকারী ও বাহক। ঢাকার ফকিরাপুলের ইয়াবা ব্যবসায়ীদের কাছে এই চালান পৌঁছে দেয়ার কথা ছিল কাশেমের।

    এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • দুই লাখ ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিক

    দুই লাখ ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিক

    কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে দুই লাখ পিস ইয়াবাসহ আবুল কালাম (২০) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

    আটককৃত আবুল কালাম মিয়ানমারের মংডু মাংগালাপাড়া এলাকার মৃত মো. ইউসুফের ছেলে।

    রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিয়ানমার থেকে আসার সময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

    বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিককে আটকের সত্যতা স্বীকার করে র‌্যাব-১৫, সিপিসি-১-এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব জানান, রবিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত দিয়ে ইয়াবার চালান আসার খবরে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ দল। এ সময় সীমান্ত অতিক্রম করে জাদিমুরা ডাটা সেন্টার পার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের পূবেই দুই লাখ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় আরও কয়েকজন পাচারকারী।

    উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা উল্লেখ করে তিনি বলেন, ইয়াবাসহ আটককৃত মিয়ানমারের নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • মইজ্জ্যারটেকে গোয়েন্দা পুলিশের অভিযান : নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার ১

    মইজ্জ্যারটেকে গোয়েন্দা পুলিশের অভিযান : নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলি থানা মইজ্জ্যারটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. জমির উদ্দিন প্রকাশ মিজানুর রহমান (৩২) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।

    রবিবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

    তথ্যটি নিশ্চিত করেন নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতার মিজানুর রহমান কর্ণফুলি থানা চরলক্ষ্যা এলাকার মৃত হামিদুল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরো খবর : ঈদগাঁহ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার

  • গ্রীণলাইন পরিবহনের বাসে ইয়াবা : চালক-হেলপার গ্রেফতার,বাস জব্দ

    গ্রীণলাইন পরিবহনের বাসে ইয়াবা : চালক-হেলপার গ্রেফতার,বাস জব্দ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রীণলাইন পরিবহণের একটি এসি বাস থেকে ৯ হাজার ৬শ ৬৮পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় বাসটি জব্দ করার পাশাপাশি ইয়াবা পরিবহণের দায়ে বাসটির চালক ও চালকের সহকারিকে গ্রেফতার করা হয়।

    ২১ নভেম্বর বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, বাসের চালক মো. মোফাজ্জল হক (৩৮) ও চালকের সহকারী মো. হাবিবুর রহমান (২৪)।

    র‌্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে গ্রীণলাইন পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছে এমন তথ্য পেয়ে দামপাড়ায় বিশেষ চেক পোস্ট বসায় র‌্যাবের অভিযানিক টিম।

    ভোরে দামপাড়াস্থ স্টার লাইন স্পেশাল লিমিটেড কাউন্টারের সামনে গাড়িটি তল্লাশীর জন্য সংকেত দিলে বাসের চালক গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে চালকসহ দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    ধাওয়া করে দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পরিহণের কথা স্বীকার করে এবং বাসের ভেতরে সুকৌশলে লুকানো ইয়াবাগুলো দেখিয়ে দেন। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার দেখিয়ে বাসটি (ঢাকা মেট্রো-ব- ১৪-১১০৮) জব্দ করা হয়।

    তথ্য নিশ্চিত করে র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, চালক ও চালকের সহকারী দুজনে মিলে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন অভিনব কায়দায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

    দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত বাসসহ নগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

  • পটিয়ায় ইয়াবাসহ নারী ও যুবক আটক

    পটিয়ায় ইয়াবাসহ নারী ও যুবক আটক

    পটিয়া প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল পটিয়া পৌরসদরের বাসষ্টেশন এলাকার আলীম চৌধুরী এন্ড সন্স ফিলিং স্টেশন এর সামনে থেকে আবদুর রাজ্জাক প্রকাশ এরশাদ(২৫) পিতাঃ মৃত শামসুল আলম ও আনোয়ারা বেগম(৪২) স্বামীঃ শাহাবুদ্দিন নামে দুই জন মাদক ব্যবসায়ীকে নয়’শ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

    মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

    আবদুর রাজ্জাক প্রকাশ এরশাদ চন্দনাইশ থানার নাজিরহাট ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ড এর হাছানদন্ডী (পোয়া ফকিরের বাড়ী) গ্রামের এবং আনোয়ারা বেগম সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের নতুন চর খাগরিয়া গ্রামের বাসিন্দা।

    তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান পটিয়া মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক একেএম আজাদউদ্দিন।

  • জিইসি মোড়ে প্রাইভেট কারে র‌্যাবের তল্লাশী, মিলল ইয়াবা গ্রেফতার ২ কারবারি

    জিইসি মোড়ে প্রাইভেট কারে র‌্যাবের তল্লাশী, মিলল ইয়াবা গ্রেফতার ২ কারবারি

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে চেকপোস্ট স্থাপন করে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে প্রায় সাড়ে ৩৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব। এসময় দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব জানিয়েছে একটি প্রাইভেট কারে ইয়াবার চালান নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ি চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছে এমন সংবাদ পায় র‌্যাব। এ খবরে নগরীর খুলশী থানা জিইসি মোড় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে জামান হোটেল’স এর সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

    ৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার সময় চেকপোস্টে একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করে চালক। পরে ধাওয়া করে গাড়িটি (ঢাকা-মেট্রো-গ-১৯-৮৩৫৪) আটক করা হয়। এসময় প্রাইভেট কারটিতে তল্লাশী চালিয়ে ড্রাইভিং সিটের বাম পাশের্^ ডেক্সবোর্ড এর ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ২ ইয়াবা কারবারিকে।

    গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা ওয়ারী থানা ৪১ নং ওয়ার্ড ১ নং জোরপুল লেনেরে মো. গাইদুল ইসলামের ছেলে মো. তুহিন ইসলাম (৩৯) ও ফরিদপুর জেলার বোয়ালমারি চরশেখর মোল্লা বাড়ির নুরনবীর ছেলে নুর জামাল (৩০)। জামাল জব্দকৃত প্রাইভেট কারটির চালক।

    এসব তথ্য নিশ্চিত করে র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গ্রেফতারের পর আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স¦ীকার করেন দীর্ঘদিন ধরে তারা পরস্পর সহায়তায় প্রাইভেটকারটির মাধ্যমে চট্টগ্রাম হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকায় নিয়ে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে খুচরা ও পাইকারী বিক্রি করে আসছে।

    তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নগরীর খুলশী থানায় জব্দকৃত মালামালসহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

  • গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ১, ইয়াবা উদ্ধার

    গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ১, ইয়াবা উদ্ধার

    মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স ঘোষণার বাস্তবায়নে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক হচ্ছে ইয়াবা কারবারি।

    সর্বশেষ শুক্রবার রাত সাড়ে ৯টার সময় নগরীর খুলশী থানাধীন কর্ণফূলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ মো. ফারুক দেওয়ান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

    গ্রেফতার ফারুক কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ হালগড়া এলাকার মৃত মনসুর আলী দেওয়ানের ছেলে।

    তথ্যটি নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কতিপয় যুবক বর্ণিত স্থানে বিক্রির উদ্দ্যেশে ইয়াবা নিয়ে অবস্থান করছে গোপন তথ্যে অভিযান চালানো হয়।

    এসময় ৭শ পিস ইয়াবাসহ ফারুককে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে খুলশী থানায় মাদক আইনে মামলা দাযের করার তথ্যও নিশ্চিত করেন এ পুলিশ কর্মকর্তা।

  • সম্রাটের অফিস থেকে অস্ত্র, মদ, ইয়াবা, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার

    সম্রাটের অফিস থেকে অস্ত্র, মদ, ইয়াবা, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার

    যুবলীগ থেকে সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের কাকরাইলের অফিসে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে অস্ত্র, বিদেশি মদ, ইয়াবাসহ হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়েছে।

    আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে সম্রাটকে সঙ্গে নিয়ে তার কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে অবস্থিত অফিসে অভিযান চালায় র‌্যাব।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে কাকরাইলে সম্রাটের কার্যালয়ে প্রবেশ করে র‌্যাব। এর কয়েক মিনিট পরে হেলমেট পরিয়ে সম্রাটকেও নেওয়া হয় তার কার্যালয়ে।

    প্রাথমিকভাবে জানা গেছে, এই অভিযানে এক হাজার ১৬০ পিস ইয়াবা, বেশ কিছু বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

  • ডোমারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

    ডোমারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

    নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদকের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলসহ ছাদেকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত ছাদেকুল ইসলাম ছাদেক উপজেলার চিকনমাটি পল্টন পাড়া গ্রামের আজগার আলীর ছেলে।

    বৃহষ্পতিবার (৩ অক্টোবর)দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

    জানা গেছে,বুধবার (২অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব খাটুরিয়া জাল্লির মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবক ছাদেককে চ্যালেঞ্জ করলে মটর সাইকেল রেখে পালানোর সময় পুলিশ তাকে আটক করে ।

    আটকের পর পুলিশ ছাদেকের দেহ তল্লাশি করে ১২৭পিস ইয়াবা ও মাদকের কাজে ব্যবহৃত একটি সিটি বাজাজ (রেজি: নীলফামারী-হ ১১-৫২২৫) মটর সাইকেল উদ্ধার করা হয়। পুলিশ রাতেই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।

    ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতকে মাদকের কাজে ব্যবহৃত মটর সাইকেলসহ পুলিশ গ্রেফতারের পর বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • ব্যবসায়ির বাড়িতে মিলল সোয়া কোটি টাকা ও ইয়াবা

    ব্যবসায়ির বাড়িতে মিলল সোয়া কোটি টাকা ও ইয়াবা

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকার ইউনুস মৃধার ছেলে জামাল হোসেন। মাস্টার কয়েল নামে একটি মশার কয়েল কারখানার মালিক। যার কোনো বৈধ কাগজপত্র নেই। তাছাড়া তার মালিকানাধিন রয়েছে গরুর খামার। কয়েল কারখানা এবং গরুর খামার দুটোরই নেই কোন পরিবেশের ছাড়পত্র।

    ছাড়পত্র ও বৈধ কাগজপত্র থাকার কথাও না কারণ এসব ব্যবসা ছিলো শুধুমাত্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে। তার আয়ের আসল উৎস মাদক। তার ভাই মোস্তফা কামাল এবং প্রতিবেশী মানিক মিয়ার সহযোগীতায় সে গড়ে তুলেছিলো মাদকের সাম্রাজ্য। এ তথ্য প্রশাসন জানতে পেরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জামালের বাস ভবনে হানা দেয় জেলা গোয়েন্দা পুলিশ।

    মাদক ব্যবসার বিষয়টি এতোদিন সকলের অগোচরে থাকলেও জামালকে তার দুই সহযোগীসহ গ্রেফতারের পর তা প্রকাশ পায়। অভিযানের সময় তার বাড়িতে ১ কোটি ২৫ লাখ টাকা ও ২ হাজার ইয়াবা বড়ি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, জামাল ও মোস্তফার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ধাসুরা এলাকায়। আট বছর আগে তাঁরা রসুলপুর এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। তাঁরা অবৈধ কয়েল কারখানা ও গরুর খামারের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার ইয়াবার বড় একটি চালান তার বাড়িতে আসছে গোপন তথ্য পেয়ে অভিযানে যায় পুলিশ।

    জেলা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে স্থানীয় কয়েল ব্যবসায়ী জামাল হোসেন মৃধার বাড়িতে এক লাখ পিছ ইয়াবা ট্যাবলেটের একটি চালান প্রবেশ করবে। এরপর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বিকেল থেকে ওই এলাকায় নজরদারি শুরু করে।

    মধ্য রাত থেকে জামাল হোসেন মৃধার চার তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে তল্লাশি চালায়। এ সময় একটি ট্রাংক থেকে নগদ এক কোটি টাকা এবং আমলমারির ভেতর থেকে আরো পঁচিশ লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে বাড়িটির নিচ তলায় জামাল হোসেনের ব্যক্তিগত অফিস থেকে দুই হাজার পিছ ইয়াবা উদ্ধার হয়।

    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় বাড়ির মালিক জামাল হোসেন, তাঁর সহযোগী মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়াকে আটক করে পুলিশ।

    পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আটক ব্যক্তিরা টাকার বৈধ উৎস জানাতে পারেননি। এত টাকা কোথা থেকে এসেছে, সে তথ্যও দিতে পারেননি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সব তথ্য বেরিয়ে আসবে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা হবে জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার।

    আরো:: ডোবায় মিলল নিখোঁজ হওয়া ২ বোনের লাশ

  • হাটহাজরীতে ইয়াবা ও ৫ রাউন্ড বুলেটসহ আটক ১

    হাটহাজরীতে ইয়াবা ও ৫ রাউন্ড বুলেটসহ আটক ১

    হাটহাজারীতে জাতীয় পার্টির নেতার পুত্র মামুন (৩০)কে বুলেট ও ইয়াবাসহ আটক করেছে হাটহাজরী থানা পুলিশ।

    মঙ্গলবার(১অক্টোবর) তার নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে থানা পুলিশ। আটক মামুন হাটহাজারী পৌর এলাকার পশ্চিম দেওয়ান নগর মৌলভী পাড়ার মোঃ মহিবুল হকের পুত্র। তার পিতা হাটহাজারী উপজেলা জাতীয় পার্টির নেতা।

    সূ্ত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে হাটহাজরী মডেল থানার এসআই আনিস আল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে ঐ এলাকার আবুল বাশার পোষ্ট মাষ্টার বাড়ির সামনে পাকা রাস্তার মাথা থেকে মামুনকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে পাঁচ ৫ রাউন্ড চায়না বুলেট ও পঞ্চাশ ৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

    এ ঘটনায় বাদি হয়ে পুলিশ তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা দায়ের করে। অভিযানে এসআই আবেদ আলি, এএসআই ইউনুছ ও এএসআই মহসিন উপস্থিত ছিলেন।

    এছাড়াও মামুনের বিরুদ্ধে আগেও তিনটি মাদকের মামলা আছে জানিয়ে হাটহাজরী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।