Tag: ঈদ উপহার

  • সমাজসেবা অধিদপ্তরের সুবিধাবঞ্চিত ৩৫৪ শিশুর মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার

    সমাজসেবা অধিদপ্তরের সুবিধাবঞ্চিত ৩৫৪ শিশুর মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার

    সমাজসেবা অধিদফতরের আওতাধীন নগরীর রউফাবাদস্থ সুবিধাবঞ্চিত মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান সরকারী শিশু পরিবার (বালিকা) ও পটিয়াস্থ সরকারী শিশু পরিবারের (বালক) মোট ৩৫৪ জন শিশুর মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

    আজ ১৯ এপ্রিল বুধবার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান।

    সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, জেলা প্রশাসনের আরডিসি নু-এমং মারমা ও রউফাবাদ সরকারী শিশু পরিবারের (বালিক) উপ-তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন এসময় উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, ঈদের নতুন পোশাক পেয়ে এই সময় সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দে মেতে উঠে। ক্ষণিকের জন্য হলেও তারা পরিবার থেকে দূরে থাকার কষ্ট ভুলে যায়। কোন শিশু যেন খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করছে। সমাজসেবার আওতাধীন এই সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার বিতরণ। সুবিধাবঞ্চিত শিশুরা দ্বিগুণ উৎসাহে পড়াশোনা করে আগামী দিনে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

  • বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান : উপ-পরিচালক

    বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান : উপ-পরিচালক

    আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মহানগর ও জেলার ২’শ বীর মুক্তিযোদ্ধার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ ১৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড. মোঃ বদিউল আলম। উপহার সামগ্রীর মধ্যে ছিল-লুঙ্গি, চাউল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও হলুদের গুঁড়া।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু ও মহানগরীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ। বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ তৌহিদুল ইসলাম। চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড. মোঃ বদিউল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদেরকে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তাঁরা কোন কিছুর পাওয়ার লোভে যুদ্ধে যায়নি। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নসহ আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

  • বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

    বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের দোকানের শ্রমিক, ব্যবসায়ী ও মালিকদের জন্য ঈদ উপহার হিসেবে নয় কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

    মঙ্গলবার এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া।

    তিনি জানান, ক্ষতিগ্রস্তদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ কথা জানা গেছে।

    প্রসঙ্গত, দেশের অন্যতম প্রধান কাপড়ের মার্কেট বঙ্গবাজারে গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

     

  • সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: এডিসি

    সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: এডিসি

    নগরীর মোহাম্মদ নগর হিলভিউ আবাসিক এলাকার বি-ব্লকের ১নং রোডের ৪নং বাড়িতে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের ১’শ জন নিবাসীর মাঝে ঈদের পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ ৫ এপ্রিল বুধবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল মালেক।

    চট্টগ্রাম শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে ও প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা সংসদের কমান্ডার (ভারপ্রাপ্ত) একেএম সরোয়ার কামাল, জাতীয় সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক রনজিত কুমার শীল ও ঠিকাদার মোঃ আলমগীর।

    শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে একাডেমির লাইব্রেরিয়ান কুমকুম বড়ুয়া, ডাটা এন্ট্রি অপারেটর আবদুল খালেক, শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীগণ এসময় উপস্থিত ছিলেন।

    শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ নুরুল আসলাম।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসনের এডিসি (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল মালেক বলেন, সমাজের সুবিধাবঞ্চিত নিষ্পাপ শিশুদের মানবেতর জীবন-যাপন আমরা কখনো কামনা করি না। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ ও আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তারাই এ দেশকে ভালোবেসে একদিন যোগ্য নাগরিক হয়ে স্মাট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। এজন্য সুবিধাবঞ্চিত শিশুদেরকে দেশের বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদেরকে আনন্দ-বিনোদনে উৎসাহিত করতে হবে। তিনি জেলা প্রশাসকের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ‘ট্যাবলেট’ প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন।

    বিশেষ অতিথিবৃন্দরা বলেন, ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয় বরং সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার মধ্য দিয়েই পূর্ণতা আসে। সুবিধাবঞ্চিত শিশুরা যাতে অবহেলা ও বঞ্চনার শিকার না হয় সে ব্যাপারে সবাইকে আন্তরিক হতে হবে। সরকার ও সমাজের বিত্তবানদের সুদৃষ্টিই তাদেরকে আনন্দ দিতে পারে। অসহায় মানুষের সাহায্যার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

  • শিশিরকে সাকিবের মার্সিডিজ বেঞ্চ ঈদ উপহার

    শিশিরকে সাকিবের মার্সিডিজ বেঞ্চ ঈদ উপহার

    এবার ভিন্ন এক আবহে এসেছে ঈদ আনন্দ। করোনা অবশ্য দমিয়ে দিতে পারেনি কুরবানির ঈদ উৎসব। প্রিয়জনকে নিয়ে সবাই মেতে আছেন ঈদ-উল-আযহার এই দিনে। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এই আনন্দের দিনে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই স্ত্রী-সন্তানদের নিয়ে কাটছে সময়।

    করোনা মহামারী ছড়িয়ে পড়ার আগেই মার্কিন মুল্লুকে চলে যান সাকিব। তারপর সেখানেই রয়েছেন তিনি। এরমধ্যে ঘরে এসেছে দ্বিতীয় কন্যা সন্তান। এই ঈদটাও তাই অন্যরকম বিশ্বসেরা এই অলরাউন্ডারের কাছে।

    আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এই তারকা ঈদে চমকে দিলেন তার স্ত্রীকে। স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে একটি মার্সিডিজ বেঞ্জ উপহার দিলেন তিনি। সাকিবের স্ত্রী তার ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে গাড়ির ছবি দিয়ে এ খবর জানালেন ভক্তদের।

    জানালেন ‘ঈদি’ হিসেবে এবার স্বামী সাকিবের কাছ থেকে পেলেন এই গাড়িটি। শনিবার পোস্ট দেখেই ভক্তরা লাইক, কমেন্টস আর শেয়ারে শুভেচ্ছা জানাচ্ছেন। রীতিমতো ভাইরাল হয়ে গেছে শিশিরের পোস্ট।

    মা-বাবা অবশ্য আছেন দেশেই। তিনি নিউইয়র্কে পালন করছেন ঈদ। ফিক্সিংয়ের প্রস্তাব আকসুকে না জানিয়ে এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি চলছে বাংলাদেশের এই ক্রিকেটারের। এ বছরের ২৯ অক্টোবর শেষ হবে শাস্তি।

    তার আগে ফেরার লড়াই শুরু করবেন এই আগস্টেই। প্রথমে লন্ডনে করবেন অনুশীলন। তারপর দেশে ফিরে কোচ সালাউদ্দিনের সঙ্গে সময় কাটাবেন সাকিব।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আকবরশাহ থানা অনলাইন সোসাইটি কতৃক ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

    আকবরশাহ থানা অনলাইন সোসাইটি কতৃক ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

    মহামারি করোনা ভাইরাসে যখন গোটা পৃথিবী থমকে গেছে ঠিক এই সময়েও থেমে নেয় অনলাইন তরুনদের সেবামুলক কার্যক্রম। মাত্র একমাসে চট্টগ্রামের আকবরশাহ থানাধীন স্বেচ্ছাসেবী সংগঠন ও ফেসবুক গ্রুপ “আকবরশাহ থানা অনলাইন সোসাইটি” নামে যাত্রা শুরু করে।

    খুব অল্প সময়ে এই গ্রুপের সদস্যা সংখ্যা প্রায় আড়াই হাজারের উপরে উপনীত হয়। ইতিমধ্যে তাদের কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।

    যেখানে যুব সমাজ অনলাইনে খারাপ ও অনৈতিক কার্যকলাপে দাবিত হচ্ছে ঠিক এই সময়ে করোনার মহামারি কঠিন পরিস্থিতিতে “আকবরশাহ থানা অনলাইন সোসাইটির” কার্যক্রম ছিলো সম্পূর্ন ব্যাতিক্রম।

    অনলাইন প্রুপের প্রতিষ্ঠাতা জাফর ইকবাল জনি ও তার সহযোগী এডমিন সকলে এগিয়ে আসে এই অনলাইন গ্রুপে বিভিন্ন সেবামুলক কাজ ও মানবতার বন্ধনে।

    মাত্র একমাসের মাথায় ৫০ টি পরিবারের গরীব অসহায় ও দিনমজুর মানুষের মাঝে ঈদ উপহার ও খাবার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়।

    উপহার সামগ্রীর মধ্যে ছিল: চাল, ডাল, তেল পেয়াজ, চিনি ও সেমাই।

    গ্রুপের অন্যান্যা সদস্য এইস.আর.রোবেল, ইমরান, সাইফুল ইসলাম, জিহাদ, শুভ, স্বাধীন, নেহাল, সাব্বির, তারেক, আসিফ, ফারহান, সায়মা, আখি, ও রবিন এর মানবিক এবং আর্থিক সহযোগীতায় এগিয়ে যাচ্ছে এই আকবরশাহ থানা অনলাইন সোসাইটি নামক স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপটি।

    আগামীতে তাদের সেবামুলক কার্যক্রম আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন গ্রুপের সকল এডমিন ও সদস্যবৃন্ধ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বারৈয়ারঢালা ইউনিয়ন আ.লীগ নেতা সাইদুলের ঈদ উপহার পেল এক হাজার পরিবার

    বারৈয়ারঢালা ইউনিয়ন আ.লীগ নেতা সাইদুলের ঈদ উপহার পেল এক হাজার পরিবার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব, অসাহায় এক হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

    আজ বুধবার বিকালে স্থানীয় নেতাকর্মী, ইউপি সদস্য ও এলাকাবাসীকে সাথে নিয়ে অফিস কার্যালয়ে তিনি এই উপহার বিতরণ করেন। তিনি এর আগেও করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ইউনিয়ন প্রত্যেক ওয়ার্ডে গরীব, অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

    এ ব্যাপারে সাইদুল ইসলাম বলেন, প্রতিবছরই আমি ঈদে আমার এলাকার মানুষকে উপহার দিয়ে থাকি। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার প্রায় দুই মাস ধরে লকডাউনের কারণে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। লকডাউনের শুরু থেকে আমি চেষ্টা করেছি এলাকাবাসীর পাশে থাকতে।

    সরকারী-বেসরকারীভাবে পাওয়া ত্রান সামগ্রী ছাড়াও এর আগেও ব্যক্তিগত উদ্দ্যোগে এক হাজার মানুষকে খাদ্য উপহার দিয়েছিলাম আমি। এখন আবার সামনে ঈদ। এসময় মানুষ যেন কষ্ট না করে সেই লক্ষে আমার ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে আবারো ব্যক্তিগত অর্থে এক হাজার পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেছি।

    যতদিন দেশে করোনা পরিস্থিতি চলতে থাকবে ততদিন আমি ত্রাণ সামগ্রী বিতরণ করার চেষ্টা করবো। ঈদ উপহার বিতরণ করা অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/ কামরুল ইসলাম দুলু/ আর এস পি

  • ইমাম মোয়াজ্জিন পেল ঈদ উপহার

    ইমাম মোয়াজ্জিন পেল ঈদ উপহার

    হিজড়া সম্প্রদায়ের পর এবার ইমাম মোয়াজ্জিন খাদেমদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

    সিএমপি দক্ষিণ বিভাগের ২৪০ জনের মাঝে আজ ঈদ উপহার বিতরণ করা হয়। আজ দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এসব উপহার বিতরণ করা হয়।

    এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত বিভিন্ন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে আজ কোতোয়ালী এলাকার ৬৩ টি মসজিদের ২৪০ জন ইমাম, মোয়াজ্জিন, খাদেমকে উপহার দেওয়া হয়।

    অনুষ্ঠানে ৫ টি মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের হাতে উপহার তুলে দেয়া হয় এবং অবশিষ্টদের মাঝে রাত্রিবেলা গাড়ীযোগে পৌঁছে দেয়া হবে।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে ৭’শ পরিবারকে ঈদ উপহার দিলেন চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর

    সীতাকুণ্ডে ৭’শ পরিবারকে ঈদ উপহার দিলেন চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর

    সীতাকুণ্ড প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীরের ব্যক্তিগত পক্ষ থেকে ৭’শ পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (১৯ মে) স্থানীয় নেতাকর্মী, ইউপি সদস্য ও এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি প্রত্যেকটি ওয়ার্ডে এই উপহার বিতরণ করেন।

    চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর বলেন, প্রতিবছরই আমি ঈদের আমার এলাকার মানুষকে উপহার দিয়ে থাকি। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার প্রায় দুই মাস ধরে লকডাউনের কারণে সাধারণ মানুষ কষ্টে আছে।

    তিনি বলেন,লকডাউনের শুরু থেকে আমি চেষ্টা করেছি এলাকাবাসীর পাশে থাকতে। সরকারী-বেসরকারীভাবে পাওয়া ত্রান সামগ্রী ছাড়াও ব্যক্তিগত উদ্দ্যোগে এক হাজার মানুষকে খাদ্য উপহার দিয়েছিলাম আমি। এখন আবার সামনে ঈদ। এসময় মানুষ যেন কষ্ট না করে সেই লক্ষে আমি আবারো ব্যক্তিগত অর্থে ৭’শ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেছি।

    ঈদ উপহার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন টিটু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল আলম, সাধারণ সম্পাদক আদিল চৌধুরী, ইউপি সদস্য শফিউল আলম, রাশেদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লকডাউনে থাকা পরিবারদের ইফতার ও ঈদ উপহার পৌঁছে দিলেন যুবদল নেতা ইকবাল

    লকডাউনে থাকা পরিবারদের ইফতার ও ঈদ উপহার পৌঁছে দিলেন যুবদল নেতা ইকবাল

    করোনা ভাইরাসের সংক্রমণের কারণে নগরীর পতেঙ্গায় এলাকায় লকডাউন হওয়া দুইটি বাড়ীর অসহায় ২৩ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

    আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

    এসময় আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, ওর্য়াড় বিএনপি নেতা মোঃ হোসেন, মোঃ ইউছুপ, পতেঙ্গা থানা যুবদল নেতা মুশফিকুর রহমান নয়ন, সাঈদ আনোয়ার, ইব্রাহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ১০ম শান্তিনীড় ত্রাণ বিতরণ: ৩৫০ ঘরে শান্তিনীড়ের ঈদ উপহার

    ১০ম শান্তিনীড় ত্রাণ বিতরণ: ৩৫০ ঘরে শান্তিনীড়ের ঈদ উপহার

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের আনন্দ যাদের ছুঁতে পারেনা এমন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বরাবরের মত ত্রাণ বিতরণ করল মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়।

    গত শুক্রবার (১৫ মে) থেকে শুরু হওয়া ১০ম শান্তিনীড় ত্রাণ বিতরণ কার্যক্রমে (রবিবার) পর্যন্ত ১ম ধাপে ৩৫০ পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দেয় সংস্থার স্বেচ্ছাসেবীরা।

    শান্তিনীড়ের সদস্যবৃন্দ কর্তৃক তালিকাকৃত মধ্যবিত্ত, নিন্মবিত্ত, কর্মহীন ও অসহায়দের ঘরে ঘরে এ খাবার পৌঁছে দেয়া হয়।

    সংস্থার সভাপতি আশরাফ উদ্দিন সোহেল জানান, শান্তিনীড়’র নিয়মিত কার্যক্রমের একটা অংশ সমাজের দুস্থ মানুষের মাঝে ঈদের পূর্বে ত্রাণ বিতরণ কার্যক্রম যা বিগত ১০ বছর যাবত চলমান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছরের কার্যক্রম অতীব গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও ইনশাল্লাহ আমরা দুস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি।

    এতে শান্তিনীড়ের সদস্য, উপদেষ্টামন্ডলী, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য এবং শুভানুধ্যায়ীদের মাধ্যমে ফাণ্ড সংগ্রহ করা হয়েছে।

    তিনি আরো জানান, ২য় ধাপে আমরা প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের সকলের সার্বিক সহযোগিতাই পারে সমাজের দুস্থ পরিবারগুলোর এ দুর্দিনে কষ্ট লাঘব করা। আমরা রাঙিয়ে দিতে চাই দুস্থ কিছু পরিবারের ঈদ। সবাইকে নিয়ে হোক করোনা পরবর্তী সুন্দর আগামী। আসুন আমরা শান্তিনীড় পরিবারের সবাই যার যার সামর্থ অনুযায়ী অংশগ্রহণ করে কিছু দুস্থ পরিবারের কষ্ট লাঘবে এগিয়ে আসি।

    সংগঠনের সদস্যদের নিজস্ব ব্যস্থাপনায় খাদ্য সামগ্রী প্যাকেজিং ও বিতরণ কার্যক্রমে যুক্ত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ সবুজ সেন, সদস্য মো: আজিম উদ্দিন, মোহাম্মদ আরিফ, ইয়াছিন শরীফ, ইসমাইল হোসেন খোকন, আবু সাইদ, শায়েস্তা খান পিয়ান, মুসাফির হামিদ, মাহবুব রাব্বি, জাহেদ রাহেন, সাগর, আজিজ, নোমান, অনিক, তোফাজ্জল, আলী প্রমুখ।

    উল্লেখ্য, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই শান্তিনীড় কর্তৃক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ২৫ মার্চ থেকে ক্লিফটন গ্রুপের সৌজন্যে নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিনামূল্যে মাস্ক বিতরণ করে। জনসাধারণকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পাড়া মহল্লায় সচেতনতামূলক লিপলেট বিতরণ করে। পরবর্তীতে ৯এপ্রিল ও ১৯ এপ্রিল শান্তিনীড় ও লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের উদ্যোগে ডাক্তার, সাংবাদিক, পুলিশ, হাসপাতাল ও পল্লী চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করে।

    ২৪ ঘণ্টা/এম আর/আশরাফ