Tag: উইজডেন

  • উইজডেনের বর্ষষেরা স্টোকস-মুনি, টি-টোয়েন্টির সেরা সূর্যকুমার

    উইজডেনের বর্ষষেরা স্টোকস-মুনি, টি-টোয়েন্টির সেরা সূর্যকুমার

    কিছুদিন আগেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এবার পেলেন আরও এক বড় সম্মান। উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতে নিলেন স্টোকস। এছাড়া, উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারেরে পুরষ্কার জিতেছেনে ভারতের হার্ড হিটার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

    বাইশ গজে গত বছরটা দুর্দান্ত পার করেছেন ইংলিশ অধিনায়ক। স্টোকস ও তার গুরু ব্রেন্ডন ম্যাককালামের হাত ধরে বদলে গেছে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট। লাল বলের খেলাতেও আক্রমণাত্মক মেজাজে তারা তৈরি করেছেন বাড়তি উত্তেজনা। স্টোকসের নেতৃত্বে গত বছর ১০ টেস্টের ৯টিতেই জিতেছে ইংল্যান্ড।

    অধিনায়কত্ব বাদে ব্যক্তিগত পারফরম্যান্সেও বছরটা দারুণ পারফ করেছেন স্টোকস। গত বছর ১৫ টেস্টে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে ৮৭০ রান তুলেছেন ইংলিশ অধিনায়ক। আর ৩১.১৯ গড়ে উইকেট নিয়েছেন ২৬টি।

    এদিকে, উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতেছেন সূর্যকুমার যাদব। গত বছর ৩১ টি-টোয়েন্টিতে ১১৬৪ রান করেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যা এক বছরে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে রান তোলার পথে ৬৮টি ছক্কাও হাঁকিয়েছেন সূর্যকুমার, যা টি-টোয়েন্টির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ছয়ের কীর্তি।

    এদিকে, দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৭ম শিরোপা জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন মুনি। ওয়ানডে ফরম্যাটে গত বছর মুনি ব্যাট করেছেন ১০০ গড়ে।

    এছাড়া, এবারের উইজডেনে বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় আরও জায়গা পেয়েছেন ইংলিশ ব্যাটার বেন ফোকস ও ম্যাথু পটস, নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেল এবং ভারতের নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর। আর এজবাস্টন টেস্টে ইন্ডিয়ার বিপক্ষে দুই ইনিংসের জোড়া সেঞ্চুরিতে ‘উইজডেন ট্রফি উইনার’ হয়েছেন জনি বেয়ারস্টো।

  • উইজডেনের বর্ষসেরা একাদশে মিরাজ

    উইজডেনের বর্ষসেরা একাদশে মিরাজ

    ওয়ানডে ফরম্যাটে স্বপ্নের মতো বছর কাটিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ভারত বধ, ক্রিকেটের সব পরাশক্তিদেরই নিজেদের জাত চিনিয়েছে তামিম ইকবালের দল। টাইগার ক্রিকেটের সাফল্য গাঁথার অধিকাংশই দেশের মাটিতে মঞ্চায়িত হয়েছে। তবে এবার ২০২২ সালে ওয়ানডেতে বিদেশের মাটিতে দাপট দেখিয়েছে সাকিব আল হাসানরা। পুরো বছর জুড়ে অলরাউন্ড নৈপুণ্যে উইসডেনের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

    এ বছর লাল-সবুজদের হয়ে দারুণ বছর কাটিয়েছেন এ টাইগার অলরাউন্ডার। ১৫টি ওয়ানডেতে ৬৬ গড়ে ৩৩০ রান এবং বল হাতে ২৪টি উইকেট শিকার করেছেন মিরাজ। অসাধারণ এই পারফরম্যান্সে তিনি উইসডেনের বর্ষসেরা একাদশে স্থান পেয়েছেন।

    এই একাদশে মিরাজই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। অপরদিকে একাদশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতের দুই জন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের রয়েছে একজন।

    ২০২২ সালের জানুয়ারি ১ থেকে ডিসেম্বর ৩০ পর্যন্ত আয়োজিত সব আন্তর্জাতিক একদিনের ম্যাচের পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে এই দল নির্বাচন করা হয়েছে। এই দলে জায়গা পাননি ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তানের কোন ক্রিকেটার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

    উইসডেনের বর্ষসেরা একাদশ:

    ট্রেভিস হেড, ইমাম উল হক, বাবর আজম, শ্রেয়াস আয়ার, রুসি ফন ডার ডুসেন, টম লাথাম, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট।