রাউজানের উওর সর্তা সোনালী তালুকদার বাড়ি কর্তৃক আয়োজিত রাত্রীকালিন শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন।
ফাইনাল খেলায় সভাপতি হিসাবে উপস্হিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মাহবুব উল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর বাগমনিরাম ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুল ইসলাম মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা ও চট্টমেট্রো রেস্তোরার পরিচালক কে.এম জাহেদ, হলদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা জসিম।
অতিথি হিসাবে আরও উপস্হিত ছিলেন দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সাঃসম্পাদক জামাল,ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল সজীব, হলদিয়া ইয়াছিন শাহ কলেজ ছাত্রলীগ নেতা মুর্তজা হোসেন শান,ইয়াছিন শাহ কলেজ ছাত্রলীগ নেতা রিদোয়ান,ছাত্রলীগ নেতা জাগের,
ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন চট্টগ্রামস্থ হোটেল হিলটনের পরিচালক ও হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু সৈয়দ রিহান।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল হিসাবে বিজয়ী হয় দক্ষিন ধর্মপুর তরুণ সংঘ এবং রার্নাসআপ হয় বসুন্ধরা ক্লাব।
টুর্ণামেন্টের আয়োজক কমিটিতে ছিলেন-মোঃসাইফুউদ্দীন সাহাবু, মোঃফারহাদ, আল-আমিন, মোঃসাকিব, মোঃজোবায়েত, মোঃআবু ছৈয়দ, মোঃমিনহাজ, মোঃমাসুদ, মোঃসিজান, জানে আলম।