২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : গরীব দুঃখী শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে রাউজানের উত্তর হলদিয়া সমাজ কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক শোয়েব উদ্দিন সাবু।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ১নং হলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছলেহ এ উদ্দিন কায়সার, ইউপি সদস্য সবুজ বড়ুয়া, শহীদ মন্নান স্মৃতি সংস্থার সভাপতি সাদ্দাম হোসেন ও উত্তর হলদিয়া বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ করিম ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ তৌহিদুল আলম।
ভবিষ্যতেও গরীব দুঃখী মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অথিতিরা।
সংগঠনের সম্মানিত সভাপতি গিয়াস উদ্দিন রুবেলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর হলদিয়া সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আফাজুর রহমান রিমন, উপদেষ্টা শহিদুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি নাবিল হাসান, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নজরুল বশর চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, অর্থ সম্পাদক জামশেদুল আলম, সহ-ধর্মীয় সম্পাদক আজগর আলম ও সহ প্রচার সম্পাদক এরফান হোসেন সাকিব।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সুন্দর ও সফল করতে সর্বাত্মক সহযোগীতা করেছেন সংগঠনের সদস্য মোহাম্মদ তারেক, আবু ফয়েজ, আরশাদ, কায়সার, বাদশা, ফারুক, বাবলু, রোমান, শাহীন, সাগর, মানিক, নয়ন, আরিফ, ইমরান, বাবু, ফয়সাল ও এহেসান।