Tag: উদ্ধার

  • মাদক বিক্রির কোটি টাকা মিলল রোহিঙ্গা দম্পতির ঘরে, ইয়াবা উদ্ধার

    মাদক বিক্রির কোটি টাকা মিলল রোহিঙ্গা দম্পতির ঘরে, ইয়াবা উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ কোটি ১৭ লাখ এক হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

    গতকাল রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় তাদের আটক করা হলেও আজ সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশ করে র‌্যাব।

    আটক রোহিঙ্গা দম্পতি হলেন স্বামী মো. শওকত ইসলাম (৩২) ও স্ত্রী মোরজিনা (২৮)। ইয়াবা ও নগদ টাকাসহ রোহিঙ্গা দম্পতি আটকের তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

    তিনি বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় কয়েকজন মাদক ব্যবসায়ি ইয়াবা বিকিকিনির জন্য অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় র‌্যাবের আভিযানিক টিম। এসময় ৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়।

    র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দম্পতি তাদের হেফাজতে থাকা মাদক বিক্রির নগদ টাকা ঘরের জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে টাকা গুলো উদ্ধার করে গণনা করা হলে সেখানে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫শ টাকা পাওয়া যায়।

    আটক দুজনই মায়ানমারের নাগরিক জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, স্বামী-স্ত্রী দুজনে মিলে দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে বিক্রি করে আসছিল।

    আটক দুজনের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারায় পৃথক অভিযানে আটক ২, চার হাজার পিস ইয়াবা উদ্ধার

    আনোয়ারায় পৃথক অভিযানে আটক ২, চার হাজার পিস ইয়াবা উদ্ধার

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

    আজ রবিবার (১৮ অক্টোবর) উপজেলার কালা বিবির দীঘির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দুজনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

    আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া এলাকার শেখ জুলফিকার আলীর ছেলে মারুফ শেখ ২১) ও কক্সবাজার জেলার উখিয়া বটতলী গ্রামের রশিদ আহমদের ছেলে আব্দুল আজিজ (২৮)।

    দুই ইয়াবা কারবারিকে আটকের তথ্যটি নিশ্চিত করেন আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শামসুজ্জামান। তিনি বলেন, গোপনে সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের একটি প্রতিনিধি দল পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।

    পরে দুজনের বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে থানায় পৃথক দু’টি মামলা করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযান : অস্ত্রধারী ৫ ডাকাত আটক, উদ্ধার ৭ জেলে

    বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযান : অস্ত্রধারী ৫ ডাকাত আটক, উদ্ধার ৭ জেলে

    চট্টগ্রাম ডেস্ক : বঙ্গোপসাগরের টেকনাফের মোহনায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

    সোমবার (১২ অক্টোবর) গভীর রাত ৩টার সময় টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া হতে ১২ নটিক্যাল মাইল দূরে সমুদ্র থেকে তাদেরকে আটক করা হয়।

    এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় ২টি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, ১০ টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র।

    তাছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয় এবং ওই নৌকায় ডাকাতদের হাতে জিম্মি থাকা ৭ বাংলাদেশী জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলেরা সকলেই টেকনাফের নোয়াখালীপাড়ার বাসিন্দা।

    আটক ডাকাতরা হলেন, মো. বাকগুল্লা (২২), মো. শুকুর (২০), রবি আলম (২২), নুরুল আমিন (৩০) ও শফি আলম (২০)। এরা সবাই মায়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা।

    বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, বঙ্গোপসাগরের টেকনাফ থানা এলাকায় জেলেদের জিম্মি করে ডাকাতি হচ্ছে এমন খবরে অভিযানে নামে কোস্টগার্ড পূর্ব জোন টেকনাফ বিজিসি স্টেশনের একটি টিম।

    গভীর রাত ৩টার সময় সমুদ্রে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকার গতিরোধ করে ৫ জন অস্ত্রধারী ডাকাতকে আটক করা হয় এবং একই নৌকা থেকে ৭ জেলেকে উদ্ধার করা হয়।

    তাছাড়া উদ্ধারকৃত বাংলাদেশী জেলেদের ডুবে যাওয়া একটি নৌকা উদ্ধার করার কথা জানিয়েছে কোস্টগার্ডের এ কর্মকর্তা।

    তিনি বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধার জেলে এবং জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা,রাজীব

  • হাটহাজারীতে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

    হাটহাজারীতে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে একটি পরিত্যক্ত অকেজো দেশীয় এলজি সহ ২রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

    সোমবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার আলীপুর এলাকার সরকারী ডেইরী ফার্ম সড়কে সুন্দরী ছড়া সংলগ্ন একটি পরিত্যক্ত দোকান থেকে অবৈধ অকেজো অস্ত্র সহ কার্তুজ উদ্ধার করা হয়। তবে কাউকে ঘটনাস্থল থেকে আটক করা যায় নি।

    এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত টিনসেট দোকান থেকে কাপড় মোড়ানো অবস্থায় দেশীয় অকেজো এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

    অস্ত্রগুলো কার সে সম্পর্কে জানা না গেলেও তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব

  • আমানবাজারে র‌্যাবের অভিযান : অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী লিটন গ্রেফতার

    আমানবাজারে র‌্যাবের অভিযান : অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী লিটন গ্রেফতার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী থানার আমানবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সরোয়ার কামাল প্রকাশ লিটন (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

    এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গতকাল ২১ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া ৯ টার সময় আমান বাজারস্থ হাটহাজারী রোড, রহমান মার্কেটের ২য় তলায় অভিযান চালিয়ে এ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সরোয়ার হাটহাজারী থানা এলাকা উত্তর ফতেয়াবাদ গ্রামের মো. আবদুর রহিমের ছেলে।আমানবাজারে সন্ত্রাসী গ্রেফতার

    গ্রেফতারের তথ্যটি ২৪ ঘণ্টা ডট নিউজকে নিশ্চিত করেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে এর আগেও হাটহাজারী থানায় ৪টি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে এবং সে মাদক ব্যবসার সাথেও জড়িত।

    উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামী সরোয়ারকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • বোয়ালখালীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

    বোয়ালখালীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযানে ১৬০লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    আজ রবিবার (২২ মার্চ) ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা ও পশ্চিম শাকপুরা এলাকায় মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ মদ ও ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা সূর্যব্রত বিল এলাকায় অভিযান চালিয়ে সুধীর দের ছেলে কাজল দে (৩৪) ও কড়লডেঙ্গা নতুন বাজার এলাকার শামসুল আলমের ছেলে সাবের আহমেদকে (৫০) মদ পাচারের সময় গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৬০ লিটার পরিমাণ চোলাই মদ জব্দ করে পুলিশ।

    এছাড়া পৃথক অভিযানে পশ্চিম শাকপুরার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আহমদ সৈয়দের ছেলে নুরুল আমিনকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে ১০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

    ২৪ ঘন্টা/পূজন সেন/ আর এস পি

  • পটিয়ায় চেম্বার থেকে হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

    পটিয়ায় চেম্বার থেকে হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। সঞ্জয়, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া আদালত রোড এলাকার নিজ চেম্বার থেকে ঝুলন্ত অবস্থায় এক হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত হোমিও চিকিৎসকের নাম সজল খাস্তগীর (৫)। তিনি পৌরসদরের ২নং ওয়ার্ড এলাকার খাস্তগীর পাড়ার মৃত প্রভাত খাস্তগীরের ছেলে বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করেছে পটিয়া থানার এস.আই. মোক্তার। তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল দেখে তিনি আত্মহত্যা করেছেন বলেই ধারণা করছি। এরপরও কারণ অনুসন্ধান করে দেখছি।

    এদিকে লাশ ময়নাতদন্ত ছাড়া দাহ করার জন্য পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন পটিয়া থানার এস আই মোক্তার।

  • সেন্টমার্টিনে ট্রলার ডুবি : আরো দুই রোহিঙ্গার লাশ উদ্ধার

    সেন্টমার্টিনে ট্রলার ডুবি : আরো দুই রোহিঙ্গার লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় ছেঁড়াদ্বীপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিনের ছেঁডা দ্বীপের পশ্চিমাংশ থেকে ভাসমান মরদেহ দুটি উদ্ধার করা হয়। মরদেহ দুটি মধ্য বয়সী পুরুষের। ধারণা করা হচ্ছে- গত ১১ ফেব্রুয়ারি ট্রলারডুবির ঘটনায় তারা নিখোঁজদের মধ্যে ছিলেন। কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক এই তথ্য জানান।

    নাঈম উল হক জানান, সেন্টমার্টিন কোস্টগার্ডের সদস্যরা টহল দেয়ার সময় দ্বীপের দক্ষিণ-পশ্চিম পাশে সকাল সাড়ে ৯টার দিকে সাগরে ভাসমান দুটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সোমবার বেলা ১১টার দিকে কাঠের বোটে করে মরদেহ দুটি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের জন্য নেয়া হয়েছে।

    উল্লেখ্য, নৌপথে মালয়েশিয়া যাওয়ার আশায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে গত ১০ ফেব্রুয়ারি (সোমবার) রাতে টেকনাফের মহেশখালীয়াপাড়া এলাকা দিয়ে ট্রলারে ওঠে শতাধিক রোহিঙ্গা। সেন্টমার্টিন উপকূলে গিয়ে ডুবে যায় ট্রলারটি।

    মালয়েশিয়াগামীদের মধ্যে বেশির ভাগই নারী। দালালদের মাধ্যমে সেন্টমার্টিন উপকূল পাড়ি দিতে গিয়ে ট্রলারটি ডুবে গেলে ভাসমান অবস্থায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনী। একই সঙ্গে আরও ৭৩ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়াদের মতে- ট্রলারে আরও অন্তত ৫০ রোহিঙ্গা ছিল। তাদের খোঁজে টানা অনুসন্ধান চালালেও শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। কিন্তু ওইদিন সন্ধ্যায় এক নারীর, শনিবার সকালে এক নারীর ও রাতে এক পুরুষের মরদেহ পাওয়া যায়। এর দুদিন পর সোমবার আরও দুজনের মরদেহ পাওয়া গেল।

  • চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলেন পুলিশ

    চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলেন পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : কক্সবাজারের লালদিঘীর পাড়ের একটি ব্যাচেলর বাসা থেকে চুরি হওয়া (apple macbook laptop) ল্যাপটপ উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

    পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি কক্সবাজার সদর থানায় একটি চুরির অভিযোগ দায়েরের পর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শহরের টেকপাড়া এলাকার হাসানের বাড়ি থেকে চোরাই করা ল্যাপটপটি উদ্ধার করা হয়।

    উদ্ধারের পর আদালতের সকল প্রক্রিয়া শেষ করে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ল্যাপটপের মালিক মো. শরীফের হাতে হস্তান্তর করেছে সদর থানার এসআই রাজিব পোদ্দার।

    এসআই রাজিব জানান, চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা শফিউল আজমের ছেলে মো. শরীফগেত ২ ফেব্রুয়ারি সদর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন কক্সবাজারের একটি মোবাইল কোম্পানীতে চাকুরীর সুবাধে জেলা সদরের লালদিঘী পাড় এলাকায় ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

    তিনি অভিযোগে বলেন, গত ১ ফেব্রুয়ারি ওই ব্যাচেলর বাসা থেকে তার গুরুত্বপূর্ণ ল্যাপটপটি চুরি হয়। অভিযোগ পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) আদিবুল ইসলাম ও অফিসার ইনচার্জ শাহজানান কবিরের পরামর্শে ওই এলাকার বেশ কিছু সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করা হয়। একটি ফুটেজে চুরির বিষয়টি ধরা পড়ে।

    পরে বুরিং নামে একজনকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যমতে টেকপাড়ার জনৈক হাসানের বাড়িতে অভিযান চালিয়ে চোরাইকৃত ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতার আসামির আদালতে জবানবন্দি নিয়ে এবং সকল আইনি প্রক্রিয়া শেষ করে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে প্রকৃত মালিক মো. শরীফকে ল্যাপটপ বুঝিয়ে দেয়া হয়েছে।

  • চট্টগ্রামের বায়েজিদে ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক উদ্ধার করল পুলিশ

    চট্টগ্রামের বায়েজিদে ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক উদ্ধার করল পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা শহীদনগর এলাকার ওয়েল মিলস্ জি.সি. ফ্যাক্টরীর পাশের ময়লার স্তুপে মিলল জীবিত নবজাতক কন্যা।

    স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকাল পৌণে ১১টার সময় ময়লার স্তুপ থেকে নবজাতক কন্যাটিকে উদ্ধার করে বায়েজিদ থানা পুলিশ। ডাস্টবিনে মিরল জীবিত নবজাতক

    পরে স্থানীয়দের সহযোগীতায় নবজাতক শিশুটিকে স্থানীয় অক্সিজেন মোড়স্থ প্লাজমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নবজাতক মেয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।ডাস্টবিনে মিরল জীবিত নবজাতক

    তথ্যটি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, ময়লার স্তুপে নবজাতক কন্যাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বিষয়টি উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাককে অবহিত করলে তার নির্দেশে বায়েজিদ থানা পুলিশের একটি টিম নবজাতক শিশুটিকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি করান। ডাস্টবিনে মিরল জীবিত নবজাতক

    পরে চমেক হাসপাতালে নিয়ে চিকিৎসক শিশুটির শারিরিক অবস্থা ভালো উল্লেখ করে চিকিৎসক সনদ প্রদান করলে শিশুটিকে পরিচর্যার জন্য চমেক হাসপাতাল সমাজসেবা পরিচালকের কার্যালয়ের মাধ্যমে রৌফাবাদ ছোট মণি নিবাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

    ওসি বলেন, বর্তমানে অভিভাবকহীন নবজাতক শিশুটি বায়েজিদের রৌফাবাদ এলাকার ছোট মণি নিবাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছেন।

  • হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী মো. এমদাদ উল্লাহ ওরফে হাসান সিকদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড মিরেরখিল এলাকার ‘মায়ের আঁচল’ নামে একটি ভবন থেকে পুলিশ লাশটি উদ্ধার করা হয়।

    মো. এমদাদ উল্লাহ ওই এলাকার আবদুল মালেক সিকদার বাড়ির মৃত মো. রফিক সিকদারের ছেলে। সে এশিয়ান ইউনির্ভাসিটির বিএ (সম্মান) ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের ছাত্র এবং ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    তিনি বলেন, সুরতহাল রিপোর্টের প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে এমদাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

    এদিকে পরিবারের বরাত দিয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মো. ইউনুস মিয়া জানান, এইচএসসি পরীক্ষায় পাসের পর হাসান ঢাকায় এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশে (এইউবি) ভর্তি হন। এরপর পড়াশোনার পাশাপাশি বেসরকারি বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডের চাকরি নেন।

    গত রবিবার কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি মিরেরখিলে যান হাসান। সেখানে বড়বোন লাকি আক্তারের কাছে চাবি নিয়ে পর দিন সোমবার তিনি উপজেলার পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ড মিরেরখিল এলাকার গ্রামের বাড়িতে ওঠেন।

    দুপুরে খোঁজ নিতে বোন লাকি কয়েকবার হাসানের মোবাইল ফোনে কল করেন। কিন্তু হাসান রিসিভ করছিলেন না। পরে রাতে বোন বাড়ি গিয়ে দেখেন ঘরের দরজার ভেতর থেকে আটকানো।

    এতে সন্দেহ হলে স্থানীয় জনতার সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাসানের নিথর দেহ সিলিংফ্যানের সাথে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি উদ্ধার করে।

  • মিরসরাইতে ভারতীয় নাগরিকের অভিযোগে গ্রেফতার ২ ডাকাত : লুন্ঠিত মালামাল উদ্ধার

    মিরসরাইতে ভারতীয় নাগরিকের অভিযোগে গ্রেফতার ২ ডাকাত : লুন্ঠিত মালামাল উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। আশরাফ উদ্দিন, মিরসরাই : ভারতীয় নাগরিকের অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বিভিন্ন অংশে গাড়ি ডাকাতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতের দেয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় নাগরিকের লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে খইয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের মাসুদ উদ্দিন ও মো.আরাফাতের ঘর থেকে মালামাল গুলো উদ্ধার করা হয়। মালামাল গুলোর মধ্যে রয়েছে একটি ভারতীয় ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইন্সেস, ১২শ ভারতীয় রুপি, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, উক্ত নাগরিকের কর্মক্ষেত্রের আইড়ি কার্ড ও ব্যবহৃত একটি ব্যাগ।

    জানা গেছে, গত ২৩ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কলঘর এলাকায় কৌশিক ভট্টাচার্য ও আকিব জাফর নামে দুই ভারতীয় নাগরিককে বহনকারী একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।

    এসময় ডাকাতদল তাদের কাছ থেকে ল্যাপটপ, থিংক প্যাড, হার্ডডিক্স, ভারতীয় ব্যাংকের একাধিক ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল সেট, ইবা সফটওয়ারের লাইন্সেস, একটি ভারতীয় পাসপোর্ট, ছয় হাজার ভারতীয় রুপিসহ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।

    এ ঘটনায় কৌশিক ভট্টাচার্য বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ গত ২৮ নভেম্বর রাতে খইয়াছড়া ইউনিয়নের পূর্বপোলমোগরা গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে মো.মাসুদকে গ্রেফতার করে। পরে তাকে গত ১০ ডিসেম্বর ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।

    রিমান্ডের প্রথম দিনে সে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার ঘরসহ মো.আরাফাত নামে আরেক জনের ঘর থেকে ভারতীয় নাগরিকদের কাছ থেকে লুট করে নেয়া বেশকিছু মালামাল উদ্ধার করা হয়।

    মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ডাকাত দলের সর্দার মো.আরাফাতের নেতৃত্বে ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে ভারতীয় নাগরিকদের গাড়িটি ডাকাতির কথা পুলিশের কাছে স্বীকার করে মাসুদ।

    তার দেয়া তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিপুল দেবনাথ।