Tag: উদ্ধার

  • আনোয়ারায় জমি থেকে ২৩ বস্তা দেশিয় মদ উদ্ধার, কারবারি পলাতক

    আনোয়ারায় জমি থেকে ২৩ বস্তা দেশিয় মদ উদ্ধার, কারবারি পলাতক

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ২৩ বস্তা দেশিয় মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় এসব মদের কারবারি আলমগীর হোসেন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকেও গ্রেফতারে চেষ্টা চলছে বললেন পুলিশ।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ওই এলাকার জাকির হোসেনের জমি থেকে এসব মদ উদ্ধার করা হয়।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আনোয়ারায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও জুয়ার সাথে জড়িত রয়েছে উপজেলার বারশত ইউনিয়নের মৃত আমিন শরীফের ছেলে আলমগীর হোসেনের (৩৫)।

    মঙ্গলবার দেশিয় মদের একটি বড় চালান নিয়ে অবস্থান করছে সংবাদ পেয়ে অভিযানে যায় থানা পুলিশের একটি টিম। অভিযানের খবর আগে থেকে জানতে পেরে আলমগীর পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে প্রায় ১১শ লিটার দেশিয় মদ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

    তিনি বলেন, আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

  • কক্সবাজারে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার, ২ অপহরণকারী গ্রেফতার

    কক্সবাজারে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার, ২ অপহরণকারী গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : কক্সবাজার সদরের লেংগুট বাহার বাঁশজোগা মাস্টার বাড়ি থেকে অপহৃত হওয়া শিশু সংগ্রাম মজুমদারকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব।

    বুধবার শিশুর পিতার অভিযোগের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন ইসমাইলের কলোনী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের এক নারী সদস্যসহ ২ জনকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে র‌্যাব।

    গ্রেফতার অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত সৈয়দ আহম্মেদের ছেলে মো. সালেহ আহম্মদ (২৯) ও কক্সবাজার জেলা সদরের খুরুস্কুল ডেইলপাড়ার মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী মায়েশা বেগম (৩৫)।

    অপহৃত শিশুর পিতা সনেক মজুমদার র‌্যাবের কাছে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গত ২০ নভেম্বর তার কক্সবাজারের ভাড়া বাসা থেকে তার শিশুপুত্র সংগ্রামকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তার পুত্র চট্টগ্রামে আছে জানিয়ে ফোনে মুক্তিপণ বাবদ ৫ লক্ষ টাকা দাবী করে আসছে অপহরণকারীরা।

    র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে অপহরণকারীর অবস্থান চিহ্নিত হয়ে চান্দগাঁও থানা এলাকার ইসমাইলের কলোনীতে অভিযান পরিচালনা করে র‌্যাবের টিম। অভিযানে অপহরণকারী সে কাজের বুয়াসহ দুজনকে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিশু সংগ্রামকে উদ্ধার করা হয়।

    গ্রেফতার অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দুজনকে কক্সবাজার জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন উদ্ধারকৃত শিশুটিকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

  • মইজ্জ্যারটেকে গোয়েন্দা পুলিশের অভিযান : নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার ১

    মইজ্জ্যারটেকে গোয়েন্দা পুলিশের অভিযান : নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলি থানা মইজ্জ্যারটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. জমির উদ্দিন প্রকাশ মিজানুর রহমান (৩২) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।

    রবিবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

    তথ্যটি নিশ্চিত করেন নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতার মিজানুর রহমান কর্ণফুলি থানা চরলক্ষ্যা এলাকার মৃত হামিদুল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরো খবর : ঈদগাঁহ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার

  • মিরসরাইয়ে ধানি জমি থেকে লাশ উদ্ধার

    মিরসরাইয়ে ধানি জমি থেকে লাশ উদ্ধার

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : নিখোঁজ হওয়ার এক দিন পর মিরসরাইয়ের কল ঘর এলাকায় রাস্তার পূর্বপাশ্বে ধানি জমি থেকে ফয়জুল হক(৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

    আজ রবিবার সকালের দিকে ফয়জুলের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামের মীর মোহম্মদ কেরানী বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে। নিহতেরে লাশ বর্তমানে মিরসরাই থানা হেফাজতে রয়েছে।

    ফয়জুল হকের বড় ভাই রেজাউল কারিমের ভাষ্য, তার ভাই মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষের কাজ করতেন। প্রতিদিন রাতে যেতেন এবং সকালে কাজ শেষে বাড়ি ফিরতেন।

    গত শুক্রবার (২২ নভেম্বর) রাতে প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্য বের হলে ফয়জুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

    নিহতের বড় ভাই রেজাউল করিম ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আমার ভাইকে কিডনাপ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছি। তবে সন্দেহের তালিকায় কারো নাম এই মূহর্তে বলতে পারছেন না তিনি।

    এদিকে নিহত ফয়জুল একজন ডাকাত সদস্য জানিয়ে ডাকাত সদস্যদের অন্দঃকোন্দলের জেরে ফজু খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মিরসরাই থানার ওসি জাহেদুল কবির। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত ডাকাত সদস্য ফয়জুলের বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি মামলা রয়েছে। হত্যাকান্ডের কারণ ও ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

  • রাউজানে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, আটক ৫

    রাউজানে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, আটক ৫

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পৃথক দুটি অভিযানে পাঁচ জনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। এ সময় একটি দেশীয় তৈরী অস্ত্র, কার্তুজসহ ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনা (২৪), খলিলাবাদ মনু গোমস্তার বাড়ির বাবু শাহাদাতের ছেলে আবু তৈয়্যব (২৬), একই এলাকার খালেক সওদাগর বাড়ির লেদু মিয়ার ছেলে আবু সৈয়্যদ (২১), আমিনুর রহমান মেম্বারের বাড়ির মৃত দিল মোহাম্মদের ছেলে জানে আলম (৫০) প্রকাশ ননাইয়া ও কদলপুর পোস্ট মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে জানে আলম বাদল (২৫)।

    রাউজান থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথেরহাটের পূর্ব পার্শ্বে মিয়া মার্কেট সংলগ্ন গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে এমন সংবাদ পায় পুলিশ।

    এসময় রাউজান থানার উপ পরিদর্শক মৃদুল বড়ুয়া, সহকারি উপ পরিদর্শক আবু সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে গিয়ে শতপিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

    একই রাতে ভোর আনুমানিক ৪ টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের কর্তার দীঘির পাড়স্থ আবুল হাশেমের বাড়ির সামনে এক অস্ত্রধারী যুবক অবস্থান করছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে যুবকটিকে আটক করে।

    এ সময় তার হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের থলেতে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী বন্দুক, একটি কার্তুজ উদ্ধার করা হয়।

    রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাউজান থানায় মামলা রুজু হয়েছে।

  • আয়া নার্স ও ডায়গনস্টিক কর্মী হলেও এরা শিশু চোর,৫ মাস পর ধরা

    আয়া নার্স ও ডায়গনস্টিক কর্মী হলেও এরা শিশু চোর,৫ মাস পর ধরা

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা রেয়াজউদ্দিন বাজারের আমতল এলাকা থেকে গত ৫ মাস আগে চুরি হওয়া এক ভিক্ষুকের সাত মাস বয়সি শিশুপুত্রকে উদ্ধার করেছে পুলিশ। এসময় নবজাতক শিশু চোর চক্রের মূলহোতাসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

    শনিবার দিবাগত রাতে সংঘবদ্ধ এ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য মতে রোববার ভোর রাতে নগরীর দামপাড়া পল্টন রোডের এক দম্পতির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দুই মাস বয়স থাকতে শিশুটি চুরি করেছে চোরের দল।

    গ্রেফতার হওয়া শিশু চোর চক্রের তিন সদস্যদের মধ্যে মো. আফসার প্রকাশ জাফর সাদেক (৩৫) এ চোর চক্রের মূল হোতা। পারভীন আক্তার (৩৫) এবং নগরীর ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাবে কর্মরত রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট সুজিত কুমার নাথ (৪৫) আফসারের সহযোগী। বিভিন্ন হাসপাতালের আয়া,নার্স এবং ডায়াগনস্টিক কর্মী সেজে এরা হতদরিদ্র পরিবারের শিশু পুত্র চুরি করায় এদের মূল পেশা।

    রবিবার বিকেলে কোতোয়ালি থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

    তিনি বলেন, ওরা সংঘবদ্ধভাবে নবজাতক শিশু চুরি করে নিঃসন্তান দম্পত্তির কাছে চড়া মূল্যে বিক্রি করে আসছে। এই চোর চক্রের সাথে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের আয়া, নার্স, দারোয়ান ও বিভিন্ন কর্মচারীরা সম্পৃক্ত রয়েছে। এরা সাধারণত হতদরিদ্র পরিবারকে টার্গেট করে তাদের কাছ থেকে শিশু নবজাতক সন্তান চুরি করে। পরবর্তীতে তাদের কোন স্বজনের সন্তান দাবী করে সমাজের নিঃসন্তান পরিবারের হাতে বেশি টাকার বিনিময়ে বিক্রি করে দেন।

    তিনি বলেন, গত ২৬ মে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে ভিক্ষুক শেফালীর ২ মাস বয়সী শিশু সন্তান চুরির মামলা তদন্ত করতে গিয়ে কোতোয়ালি থানা পুলিশ এধরনের একটি চক্রের সন্ধান পায়। শনিবার রাতে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

    মেহেদী হাসান জানান, শেফালির শিশুপুত্রকে চুরি করে নিঃসন্তান পবন কান্তির কাছে ১০০ টাকার স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি করেছে। পুলিশ এ ধরনের চুক্তিপত্রের কপি ও ভুয়া মৃত্যু সনদও জব্দ করেছে বলে জানান তিনি।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ৫ মাস আগে গত ২৭ মে শেফালি বেগম নামে এক ভিক্ষুক তার শিশুপুত্র চুরির কথা উল্লেখ করে ২৮ মে কোতোয়ালি থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, চোর সিন্ডিকেটটি নগরীর কাজির দেউরি এলাকায় গিয়ে তার শিশুকে ভাল জামা কাপড় কিনে দেওয়ার নাম করে রেয়াজউদ্দিন বাজারে তাকে ও তার শিশুকে নিয়ে যায়। সেখান থেকে কৌশলে শিশুটি চুরি করে তারা পালিয়ে যায়। আরো খবর : নবজাতক শিশু চোর চক্রের মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

    ওই চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে শেফালি বেগমের শনাক্ত করা মার্কেটটিতে যায়। সেখানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরচক্রকে শনাক্ত করা হয়। এর মধ্যে পুলিশ ইপিজেড থানা এলাকা থেকে শিশু চুরির অভিযোগে ইকবাল নামে একজনকে গত মাসের মাঝামাঝি সময়ে গ্রেফতার করার পর তাকে ফুটেজ দেখালে সে শেফালির বাচ্চা চুরির বিষয়টি স্বীকার করে নেন। এ সম্পর্কে সে আদালতে জবানবন্দিও দেন।

    তার কাছ থেকে নবজাতক শিশু চোরের মূলহোতা আফসারের তথ্য পাওয়া যায়। শনিবার আফসারের অবস্থান নিশ্চিত হয়ে কক্সবাজারের কলাতলি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে সুজিত এবং নগরীর অক্সিজেন এলাকার সৈয়দপাড়ায় এক বাসা থেকে পারভীনকে গ্রেফতার করা হয়।

    তাদের দেওয়া তথ্যানুযায়ী নগরীর দামপাড়ায় পল্টন রোডে জনৈক পবন কান্তি নাথের বাসা থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।

    উদ্ধার করা শিশুকে আদালতের মাধ্যমে মার কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ার পাশাপাশি তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

  • বোয়ালখালীতে গ্রেফতার ৪, মদ-ইয়াবা উদ্ধার

    বোয়ালখালীতে গ্রেফতার ৪, মদ-ইয়াবা উদ্ধার

    চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ২শত ইয়াবা ট্যাবলেট ও ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

    সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার জ্যৈষ্ঠপুরা ও পৌর সদরে এ অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলমকে (৩০) আটক করা হয়।

    তার দেহ তল্লাশী করে কোমড়ে লুঙ্গির সাথে মোড়ানো গোলাপী রঙের ২শত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জাহাঙ্গীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ফতেয়ারখীল এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে।

    এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মো. আরিফুর রহমান সরকার বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করেছেন।

    এর আগে বিকেল ৫টার দিকে জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি সড়কের ৩নং ব্রীজ এলাকা থেকে মোটর সাইকেলে করে চোলাই মদ পরিবহণের সময় পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা চালায় ৩ আরোহী। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ মোটর সাইকেল আরোহী উপজেলার বিদ্রগ্রাম এলাকার বিশু মেম্বার বাড়ীর মৃত প্রিয়জিৎ মিত্রের ছেলে পাপ্পু মিত্র (২২) ও শিব মহাজনের ছেলে রনি মহাজনকে (২০) আটক করে ।

    তাদের সাথে থাকা ৫লিটার চোলাই মদ ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন থানার উপ-পরিদর্শক বাসু দেবনাথ।

    এছাড়া রাত ৯টার দিকে পৌর সদরের গোমদন্ডী ফুলতল এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

    এ সময় নোয়াখালী জেলার সুধারাম থানার দিনমনির হাট এলাকার আনোয়ার হোসেনর ছেলে আইয়ুব খানকে (২১) গ্রেফতার করা হয়। এব্যাপারে বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • টেকনাফে বিপুল বিয়ার ও হুইস্কিসহ আটক ১

    টেকনাফে বিপুল বিয়ার ও হুইস্কিসহ আটক ১

    কক্সবাজারের টেকনাফের চাইল্যাতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ও মদসহ এক যুবককেেআটক করেছে র‌্যাব-১৫।

    আজ রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম বর্ণিত স্থানে অভিযান চালিয়ে মোহাম্মদ সাদেক (১৯)কে আটক করতে সক্ষম হয়। আটক সাদেক টেকনাফ সদরের বরইতলী ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের ছেলে বলে জানা গেছে।

    র‌্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মীর্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-কক্সবাজার সড়কের চাইল্যাতলী ব্রিজ এলাকায় মাদক মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সাদেককে আটক করা সম্ভব হয়। এ সময় মজুদ করা ২৫৪ টি বিয়ার ও ২৪টি হুইস্কি জব্দ করা হয়েছে।

  • সীতাকুণ্ডে রেললাইন থেকে দ্বিখন্ডিত যুবকের লাশ উদ্ধার

    সীতাকুণ্ডে রেললাইন থেকে দ্বিখন্ডিত যুবকের লাশ উদ্ধার

    সীতাকুণ্ডে রেললাইন থেকে দ্বিখন্ডিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। তার আনুমানিক বয়স ৩০।

    আজ শনিবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলা বারৈয়ারঢালা কলাবাড়িয় নামক স্থানে রেললাইন দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে থানার এসআই মোঃ আরব আলী ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ভোরে উপজেলার কলাবাড়িয়া এলাকার রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া অবস্থায় একটি লাশ উদ্ধার করেছি। তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি।

    লাশটি আমরা চমেকের মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে, এই মামলা তদন্ত করেবেন এএসআই মোঃ হাসান।

  • কুমিরায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

    কুমিরায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

    সীতাকুণ্ডের কুমিরা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮ টার সময় কুমিরা ঘাটঘর এলাকার বাইপাশ সড়কের পাশ থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়।

    স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাতে নতুন ঘড়ি লাগানো। প্যান্ট,সার্টে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর রাতের কোন একসময়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।

    কুমিরা ইউপির স্থানীয় সদস্য আলাউদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সকালে এলাকার লোকজন একটি লাশের খবর জানালে বিষয়টি আমি থানায় অবহিত করি। এখানকার জায়গাটি একেবারে নির্জন, অন্য জায়গাতে হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে দিয়েছে ধারনা থেকে তিনি এধরণের ঘটনা আগেও ঘটেছে বলে জানান।

    খবর পেয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ চৌহান এর নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশে পরিচয় পাওয়া যায়নি।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কুমিরা মহাসড়কের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

    সুরতাল রির্পোটের পর লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে, পোষ্টমোটেমের পর জানা যাবে এটি হত্যা না দূর্ঘটনা।

  • ফটিকছড়িতে খালে ডুবে যাওয়া কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

    ফটিকছড়িতে খালে ডুবে যাওয়া কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

    ফটিকছড়িতে মাছ ধরতে গিয়ে খালে ডুবে প্রসেনজিৎ দাশ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    আজ ১৭ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে জাফতনগর ইউনিয়নের ২ ওয়ার্ডের বায়তুলহুদা মাদ্রাসার থেকে ৫ শত মিটার দক্ষিণে তেলপারইখালে এ ঘটনা ঘটে।

    জানা যায়, প্রসেনজিৎ বাবার সাথে তাদের বাড়ী থেকে উত্তরে ১ মিলোমিটার দূরে বায়তুলহুদা মাদ্রাসা এলাকায় তেলপরাই খালে মাছ ধরতে যান। সে তার বাবাকে নৌকায় করে মাছ ধরতে সহযোগিতা করেন।

    এক পর্যায়ে নৌকা থেকে খালের পানিতে পড়ে যায় প্রসেনজিৎ। সাথে সাথে তার বাবা পানিতে লাফ দিলেও ছেলেকে অনেক অনেক খুঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এলাকাবাসীকে খবর দিলে তারা এসে প্রায় ৪ ঘন্টা যাবৎ খুঁজে ব্যর্থ হয়ে ফিরে যান।

    পরে আবারও স্থানীয়রা খুঁজতে থাকলে নিখোঁজের প্রায় ৬ ঘন্টা পরে ঘটনাস্থল থেকে প্রায় ২ শ মিটার দক্ষিণে দুপুর আড়াইটার সময় এক ডুবুরি প্রসেনজিতের মৃতদেহ খুঁজে পায়।

    নিহত প্রসেনজিৎ দাশ জাফতনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যম দাশ পাড়ার বাচা জলদাশের পুত্র। তিনি রাউজান গহিরা কলেজ থেকে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

    আরো খবর : ফটিকছড়িতে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র

  • টাকার বিনিময়ে নিজ সন্তানকে বিক্রি করলো পিতা

    টাকার বিনিময়ে নিজ সন্তানকে বিক্রি করলো পিতা

    মাথার উপর ঋনের বোঝা। ঋণ পরিশোধের চাপের মাঝেই ৫২ হাজার টাকার লোভনীয় প্রস্তাব। তাই ঋণ থেকে মুক্তি পেতে নিজের বিবেক-বুদ্ধি হারিয়ে কিছু টাকার জন্য নিজের ঔরসজাত সন্তানকে বিক্রী করে দিয়ে জন্মদাতা পিতা।

    সন্তানকে বিক্রি করে ক্লান্ত হননি পিতা, কখনো কখনো অভিনয়ের ছলে সন্তানের জন্য ফেলেছেন চোখের পানিও। সামাজিকতা রক্ষায় সাজিয়েছেন ছেলে নিখোঁজের নাটক। কখনো সন্তানের জন্য নিজের বউকে পাঠিয়েছেন বৈদ্য বাড়িতে। ওঝার তাবিজ দোয়ায় সন্তানের খোঁজ মেলে এই আশাতেই মা দৌঁড়ঝাঁপ করেছেন এখান থেকে ওখানে। এভাবেই কেটে গেছে টানা তিনমাস। চাঞ্চল্যকর এই ঘটনার সমাপ্তি ঘটে তিনমাস পর পুলিশ ছেলেটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে।

    আজ ২ অক্টোবর বুধবার দুপুরে রাউজান থানা কার্যালয়ে সাত বছরের শিশু সন্তান রাব্বিকে যখন তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় তখন সেখানে আনন্দ অশ্রুতে ছলছল করে উঠে মায়ের চোখ। সিনেমার গল্পকেও হার মানানো এই ঘটনার সূত্রপাত ঘটে তিনমাস পূর্বে।

    শিশু রাব্বীর নিকট আত্মীয় রহিম বিন হোসেন জানান, শিশু রাব্বির পিতা কুমিল্লা নিবাসী আহসান উল্ল্যাহ পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। রাব্বির নানার বাড়ি মহেশখালী শাপলাপুর মিঠাখালী গ্রামে। সেখান থেকে পেশায় দিনমজুর আহসান উল্লাহর পরিচয় ঘটে রাউজানের কচুখাইন এলাকার জাকির হোসেন নামের এক ব্যক্তির সাথে।

    পরিচয়ের সূত্র ধরে জাকির হোসেন তার বউয়ের বড় বোন বাচু আকতারের জন্য একটি ছেলে সন্তান কেনার আগ্রহ দেখালে টাকার লোভে পড়ে আহসান উল্ল্যাহ নিজ সন্তানকে ৫২ হাজার টাকায় বিক্রী করেন। এর মাঝে পরিবারে আহসান উল্ল্যাহ তার মেয়ে নিখোঁজের কল্পকাহিনী সাজান। বাচু আকতারের সংসারে চারটি মেয়ে সন্তান রয়েছে।

    টানা তিনমাস সন্তানের জন্য হণ্যে হয়ে এখানে সেখানে ছুটে বেরিয়েছেন তার মা নাছিমা আকতার। দিনে দৌঁড়ঝাপ শেষে রাতে অশ্রুচোখে নিন্দ্রাহীন চোখে তাকিয়ে থাকতেন কখন কোলে ফিরে আসবে বুকের মানিকধন। এভাবে তিনমাস অতিক্রম হওয়ার পর জাকির হোসেন রাব্বির মায়ের কাছে তার সন্তানের খবর জানিয়ে সন্তান ফেরত নিলে ৯০ হাজার টাকা দাবী করেন।

    হত-দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নাসিমা আকতার উপায়ান্তর না দেখে অবশেষে পুলিশের শরণাপন্ন হন। নিজে স্বশরীরে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহর কার্যালয়ে গিয়ে ঘটনার আদোপ্যন্ত খুলে বললে ওসি বিষয়টি দেখার জন্য নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ জাভেদ মিয়াকে নির্দেশ দেন।

    ১ অক্টোবর মঙ্গলবার ফোর্স নিয়ে রাতে নগরীর দিদার মার্কেট এলাকা থেকে শিশুকে উদ্ধার করে রাউজান থানা কার্যালয়ে নাছিমা আকতারের হাতে তার সন্তানকে তুলে দেওয়া হয়। এ সময় পিতা আহসান উল্লাহ উপস্থিত ছিলেন। মায়ের কাছে সন্তান ফিরিয়ে দেওয়ার সময় থানা চত্বরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

    টাকার জন্য সন্তান বিক্রীর বিষয়ে পিতা আহসান উল্ল্যাহ বলেন, ঋণের দায়ে তিনি এই কাজটি করেছেন।

    রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ বলেন, শিশু রাব্বিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।