Tag: উন্নয়ন কাজের উদ্বোধন

  • বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন

    বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

    রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে লাইন স্থাপন কাজের ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন তিনি।

    বৈশ্বিক করোনা মহামারীতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রদান করেন ডা: হারুন- হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইপস্ পরিবার)।

    এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো, এমরান, সহকারি কমিশনার ( ভুমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ডা: ফারজানা আকতার, থানা অফিসার ইনচার্জ মো, আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আবু শাহদাত, ইবস্ পরিবারের সদস্য মো: শোয়েব, পৌরসভা প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান।

    এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এস এম জসিম, কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, হামিদুল হক মন্নান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, শফিউল আলম, যুবলীগ নেতা আব্দুল মান্নান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান, সাংবাদিক আবুল ফজল বাবুল, রাজু দে, মো. সেকান্দর আলম বাবর, দেবাশীষ বড়ুয়া রাজু উপস্থিত ছিলেন।

    সভায় সাংসদ মোছলেম উদ্দিন আহমদের উদ্যোগে করোনা আক্রান্ত মৃতব্যক্তিদের সৎকারে সহযোগীতাকারী উপজেলা গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিমকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া এন মোহাম্মদ প্লাস্টিকের সৌজন্যে করোনায় আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

     

  • ডোমারে ৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

    ডোমারে ৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

    নীলফামারীর ডোমার উপজেলায় প্রায় ৫কোটি টাকা ব্যয়ে ৪টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

    সোমবার(২১অক্টোবর)এসব কাজের উদ্বোধন করেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

    কাজ গুলোর মধ্যে রয়েছে এলজিইডির অর্থায়নে ১কোটি ৭৮লাখ টাকা ব্যয়ে গোমনাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় হতে মৌজা গোমনাতী পর্যন্ত রাস্তা পাকাকরন, ৮২লাখ ৬১হাজার টাকা ব্যায়ে জোড়াবাড়ী ইউনিয়নে জোড়াবাড়ী পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, ১কোটি ৩লাখ টাকা ব্যয়ে ডোমার সদর ইউনিয়নের চিলাই পাগলা বাজার হতে দেবীর ডাঙ্গা পর্যন্ত রাস্তা পাকাকরন ও ১কোটি ২০লাখ টাকা ব্যয়ে ডোমার বন বিভাগ হতে বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা পাকাকরন।

    উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা,থানার ওসি মোস্তাফিজার রহমান,উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সর্দার,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন,ইউপি চেয়ারম্যান মোছাব্বের হোসেন মানু,আব্দুল হামিদ,আবুল হাচান,আমিনুল ইসলাম রিমুন,আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাসুম আহমেদ প্রমূখ।