Tag: উপজেলা

  • চট্টগ্রামে তিন উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামে তিন উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া উপজেলাকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এদিন প্রধানমন্ত্রী চট্টগ্রামের ৯টি প্রতিষ্ঠানের ১৫টি প্রকল্পের উদ্বোধন করবেন।

    ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করবেন।
    ৪র্থ পর্যায়ে রাঙ্গুনিয়া উপজেলায় ৮৬টি, ৫ম পর্যায়ে চন্দনাইশে ৩৫টি, বাঁশখালীতে ৪৬টি ও চন্দনাইশ উপজেলায় জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে ১০০টি পরিবারসহ মোট ২৬৭টি পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।

    এর আগে চট্টগ্রাম জেলায় ৮টি উপজেলা পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা এবং হাটহাজারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, সীতাকুন্ড, মীরসরাই এবং চন্দনাইশ উপজেলা ছাড়া বাকি ১১টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে।

    ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১ম পর্যায়ে ১ হাজার ৪৪৪টি, ২য় পর্যায়ে ৬৪৯টি, ৩য় পর্যায়ে ১৬২টি, ৪র্থ পর্যায়ে ১ হাজার ১৩৭টি, ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ৮৬টি, ৫ম পর্যায়ে ৮১টি ও জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ ১০০টি পরিবারসহ মোট ৫ হাজার ৪৫৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়।

  • হাতিয়ায় গোলাগুলির পর ‘ডাকাত’ আটক, ‘অস্ত্র’ উদ্ধার

    হাতিয়ায় গোলাগুলির পর ‘ডাকাত’ আটক, ‘অস্ত্র’ উদ্ধার

    নোয়াখালীর হাতিয়া উপজেলায় ডাকাতদলের সঙ্গে গোলাগুলির পর হাসান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দাবি করছে কোস্টগার্ড। উপজেলার নিঝুম দ্বীপের কাছাকাছি মেঘনা নদীতে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কোস্টগার্ড বলছে, আটক হাসান নদী এলাকার একজন কুখ্যাত ডাকাত। তাঁর বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক অভিযোগে মামলা রয়েছে।

    এদিকে, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত কয়েকটি দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি কোস্টগার্ডের।

    কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীসংলগ্ন নিঝুম দ্বীপের সিডিএসপি বাজার এলাকায় গতকাল রাতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ডাকাতদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কয়েকটি গুলি ছোড়ে। পরে কোস্টগার্ড পাঁচটি গুলি ছোড়ে এবং ডাকাতদলটিকে ধাওয়া করে।

    লুৎফর রহমানের দাবি, গোলাগুলির সময় কোনো হতাহতের ঘটনা না হলেও ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় হাসান নামের এক ডাকাতকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক অভিযোগে মামলা রয়েছে। পরে অস্ত্র ও আটক হাসানকে হাতিয়া থানায় পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

    এন-কে

  • দেশে আরও তিন উপজেলা

    দেশে আরও তিন উপজেলা

    দেশে আরও তিনটি নতুন উপজেলা অনুমোদন দিয়েছে সরকার। নতুন তিনটিসহ মোট উপজেলা হল ৪৯৫টি।

    সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন তিন উপজেলাগুলো অনুমোদন দেওয়া হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।

    বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সোমবারের বৈঠকে কক্সবাজারের সদরের ঈদগাঁও, মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার এবং সুনামগঞ্জের ধর্মপাশার উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

    “এছাড়া এলাকবাসীর দাবিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে শান্তিগঞ্জ নামকরণ করা হয়েছে।”

    নতুন তিনটি নিয়ে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টিতে দাঁড়িয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এলাকার লোকজনের অসুবিধা হচ্ছিল মূল উপজেলা থেকে দুর্গম এলাকায় এসব থানা হওয়াতে। এসব থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।”

    “এই তিনটি আগে থেকে থানা ছিল। উপজেলা হতে যে ক্রাইটেরিয়া রয়েছে এগুলো তা পুরোপুরি পূরণ করে না, কিন্তু তিনটিই রিমোট এরিয়া, এজন্য নিকার এগ্রি করেছে। একই সঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে যাতে প্রস্তাব না আনা হয়।”

  • চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনসহ ১৫ উপজেলায় ভাঙনরোধে কাজ চলছে- পানি সম্পদ উপমন্ত্রী

    চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনসহ ১৫ উপজেলায় ভাঙনরোধে কাজ চলছে- পানি সম্পদ উপমন্ত্রী

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন প্রতিরোধে সাত কিলোমিটার প্রতিরক্ষা বাধ নির্মাণে প্রকল্প গ্রহণ করা হবে। আগামী বর্ষার আগে এই কাজ শুরু হবে। এটি নির্মাণ হলে ১৫ কিলোমিটার এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে।

    তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৭ শ’ কোটি টাকা ব্যয়ে আরো একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী এ কাজ বাস্তবায়ন করছে।

    এছাড়া চট্টগ্রামর ১৫ উপজেলায় পানি উন্নয়নের বোর্ডের অধীনে নদী-খাল ভাঙন প্রতিরোধে প্রকল্পের কাজ চলমান রয়েছে।

    তিনি আজ রবিবার (২৯ নভেম্বর) কণর্ফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ কথা বলেন।

    এ সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরে উপমন্ত্রী বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের একটি জনসভায় বক্তব্য রাখেন। স্থানীয় চৌধুরী হাটে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, আওয়ামী লীগ নেতা শফিউল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/পূজন

  • হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান : ৩ হাজার মিটার জাল জব্দ

    হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান : ৩ হাজার মিটার জাল জব্দ

    চট্টগ্রাম ডেস্ক : দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর হাটহাজারী উপজেলার বিভিন্ন অংশে অভিযান চালিয়েছে প্রশাসন।

    এসময় মাছ শিকারের জন্য নদীর বিভিন্ন অংশে বসানো ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে হালদা নদীর গড়দুয়ারা, নাঙলমোড়া এবং গুমানমর্দন ইউনিয়নের অংশে অভিযানটি পরিচালিত হয়।

    অভিযানের নের্তৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

    তিনি জানান, অবৈধভাবে কতিপয় ব্যাক্তি মধ্যরাতে হালদা নদীতে মাছ শিকার করছে এমন তথ্য পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সহায়তায় মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান চালানো হয়।

    এসময় হাটহাজারী উপজেলার আওতাধীন হালদা নদীর গড়দুয়ারা, নাঙলমোড়া এবং গুমানমর্দন ইউনিয়নের অংশ থেকে ৩ হাজার মিটার জাল জব্দকরা হয়। জব্দকৃত জালগুলো ধ্বংস করা হবে জানিয়ে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি বললেন রুহুল আমিন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • উপজেলা পরিষদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতিকে সানপ্লাস গ্রুপের শুভেচ্ছা

    উপজেলা পরিষদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতিকে সানপ্লাস গ্রুপের শুভেচ্ছা

    ডেস্ক নিউজ : উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে চ্যানেল জি ২৪ টিভি ও সানপ্লাস গ্রুপ।

    আজ মঙ্গলবার (১০ নভেম্বর) লাল গোলাপের একটি ফুলেল তোড়া দিয়ে নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান চ্যানেল জি ২৪ এর এম ডি ও সানপ্লাস গ্রুপের ব্যবস্তাপনা পরিচালক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ফেডারেশন অব বোড মেম্বার নূর মোহাম্মদ মধু।

    তিনি শিক্ষা অনুরাগী সমাজসেবক ও দরিদ্র মানুষের প্রিয় ব্যাক্ত্বি এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা তৌহিদুল হক চৌধুরীকে উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট নির্বাচকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উল্লেখ্য : সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা থেকে বিনাপ্রতিদ্বদ্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদুল হক চৌধুরী। এর আগেও তিনি একই উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

    গত শনিবার (৭নভেম্বর ) বিকালে নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে চট্টগ্রাম জেলার সকল উপজেলা চেয়ারম্যানের সম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত হন তৌহিদুল হক চৌধুরী।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • আ.লীগ প্রার্থী স্বজন তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

    আ.লীগ প্রার্থী স্বজন তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

    চট্টগ্রাম ডেস্ক : রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বজন কুমার তালুকদার।

    গতকাল রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার (৩ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।

    এ পদে স্বজন কুমার তালুকদার একক প্রার্থী হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    এর আগে গত ২৩ জুলাই উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী মারা গেলে পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে এ পদে উপ নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ সময় নির্ধারণ ছিল ২৩ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষ এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩ অক্টোবর নির্ধারণ করে আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য্য ছিলো।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ নতুন ভবন উদ্বোধন

    সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ নতুন ভবন উদ্বোধন

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ নতুন ভবন ও মিলানায়তন উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভবন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আল মামুন।

    জানা যায়, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৪০৫ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবন ও উপজেলা পরিষদ মিলনায়তনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

    উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী’র সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ, ইউনিয় পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী, মোরশেদ হোসেন চৌধুরী, নাজীম উদ্দিন, সালাউদ্দিন আজিজ, উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.নুরুউদ্দিন রাশেদ, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার,উপজেলা যুবলীগ সভাপতি মোঃ শাহাজাহান, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাঃসম্পাদক বদিউল আলম জসিম, সাবেক শ্রম সম্পাদক আজম খান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবদু সামাদসহ বিভিন্ন ইউনিয়নের পরিষদের সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • লক্ষ্মীপুরে পরিবহন চাঁদাবাজি থামছেই না; উপজেলায় মাসে অর্ধ-কোটি টাকা উত্তোলন

    লক্ষ্মীপুরে পরিবহন চাঁদাবাজি থামছেই না; উপজেলায় মাসে অর্ধ-কোটি টাকা উত্তোলন

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে-রায়পুরে পরিবহন খাতে প্রতি মাসে অর্ধ-কোটি টাকা চাঁদা (জিপি) উত্তোলন করা হচ্ছে। বাস, ট্রাক, টেম্পো, মাইক্রো বাস, সিএনজি ও অটোরিকশা ও ট্রলির ৫টি স্ট্যান্ড থেকে প্রতিদিন এ চাঁদা আদায় করা হচ্ছে। আওয়ামী লীগসহ তাদের সংগঠনের একদল নেতার হাতে জিম্মি এসব স্ট্যান্ড। চাঁদার ভাগ যায় বড় নেতা, পাতিনেতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ ধরপাকর হলেও আবারও শুরু হয় জিপির নামে চাঁদা উত্তোলন। পরিবহন মালিক ও চালকদের অভিযোগ, প্রতিটি বাস ও সিএনজি স্ট্যান্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে মালিক সমিতি ও শ্রমিক সমিতির নামে বিভিন্ন সংগঠন।

    সিএনজি ও বাস মালিকরা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি স্ট্যান্ডকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগসহ নামধারীরা স্বঘোষিত মালিক ও শ্রমিক নেতা সেজে কমিটি গঠন করে রেখেছেন। প্রতিটি স্ট্যান্ডে রয়েছে তাদের লাইনম্যান। এরা নির্ধারিত হারে বাস,ট্রাক, মাইক্রো, ট্রলি, সিএনজি ও অটোরিকশা থেকে চাঁদা আদায় করে থাকেন। চাঁদা পরিশোধ না করে কারও পক্ষে স্ট্যান্ড ব্যবহার করা সম্ভব হয় না। চাঁদা পরিশোধ করা না হলে চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত ঈদের দুদিন পর মজুচৌধুরী ঘাট এলাকায় ৪টি মাইক্রো গাড়ি আটক করে মালিকের কাছ থেকে পুলিশের নামে ২০ হাজার টাকা আদায় করা হয়েছে।

    রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক হাজী ইসমাইল খোকনের সঙ্গে এ ব্যাপারে কথা বললে বৈধ ইজারার মাধ্যমে তিন স্ট্যান্ড থেকে টাকা তোলা হচ্ছে বলে জানান। এ টাকা পৌরসভার উন্নয়নে খরচ করা হয়। চলতি জুন-২০ইং মাসে নতুন করে ইজারার আহব্বানের কথা ছিলো। কিন্তু করোনার কারনে বন্ধ রয়েছে।

    রায়পুর পরিবহন সেক্টরের খোঁজ-খবর রাখেন এমন লোকজন জানান, বর্তমানে প্রায় ৮ হাজার সিএনজি অটোরিকশা রয়েছে। পরিবহন চাঁদাবাজির সবচেয়ে বড় খাত হিসেবে দেখা দিয়েছে সিএনজি অটোরিকশা। রায়পুর থেকে চাঁদপুর, লক্ষ্মীপুর ও চৌমুহনী সড়কের বিভিন্ন জায়গায় ৮২ টি আনন্দ পরিবহন প্রতিদিন জনপ্রতি গাড়ী রায়পুরে ১১৫ টাকাসহ ৬৩৫ টাকা করে চাঁদা দিতে হয়। রায়পুর থেকে চট্রগ্রাম সড়কে ৪৭টি ও ঢাকা সড়কে ৪০ জোনাকি পরিবহন এবং ৫০টি শাহী পরিবহন জনপ্রতি গাড়ী ২০ টাকা ও ৫০ টাকা করে চাঁদা দিতে হয়। রায়পুর থেকে ঢাকা সড়কে চলাচলকারি ৩০টি ঢাকা এক্সপ্রেস বাস থেকে ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে। রায়পুর থেকে কুমিল্লা সড়কে ১০টি বোগদাদ পরিবহনকে জনপ্রতি ৯০ টাকা করে দিতে হয়। প্রায় ১২০টি মাইক্রো গাড়ীকে জনপ্রতি চাঁদপুরে ৮০০ ও লক্ষ্মীপুরে ট্রাফিক বিভাগকে ৩০০ টাকা করে চাঁদা দিতে হয়। রায়পুর ট্রাক ষ্ট্যান্ড থেকে বিভিন্ন সড়কে চলাচলকারি প্রায় ২ শতাধিক পন্যবাহী ট্রাককে জনপ্রতি ৭০/১২০ টাকা হারে চাঁদা দিতে হয়। ছোট-বড় পন্যবাহী থেকে পৌরসভা কর্তৃক নির্ধারিত ১০/১৫ টাকা হারে নেয়ার নির্দেশনা থাকলেও ইজারাদার ওহীদ উল্লাহ তার ৬ জন লাইনম্যানের মাধ্যমে ৪০,৭০ ও ১২০ টাকা করে চাঁদা আদায় করছেন।

    লক্ষ্মীপুর বিআরটিএর সহকারী পরিচালক (ইন্জিন) অনুজ চন্দ বলেন, জেলায় সিএনজি আটোরিকশার লাইসেন্স আছে ৭ হাজার ২’শটি। হাজার-হাজার সিএনজি অটোরিকশা চলাচল করে থাকে স্ট্যান্ড কমিটিকে মোটা অঙ্কের চাঁদা দিয়ে। গত মে-২০ইং মাসে অভিযান হয়নি। তাছাড়া প্রতি মাসেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আদালত পরিচালনা হয়ে থাকে। কোন চালক বা লোককে লাইসেন্স পেতে হয়রানি করা হয় না বলে দাবি।

    রায়পুর-লক্ষ্মীপুর সড়কের সিএনজি স্ট্যান্ডে কথা হয় সিএনজি চালক রহমত ও নূর ইসলামের সঙ্গে। তারা দুঃখের সঙ্গে বলেন, রুটে চলাচল করতে তাদের ভর্তি হিসেবে তিন-চার হাজার টাকা চাঁদা দিতে হয়। গাড়ি চালাতে দিতে হয় প্রতিদিন ৩০ টাকা। চাঁদপুর রুটের তারেক হোসেন ও মনোয়ার জানান, তারা লাইসেন্সের জন্য দরখাস্ত করে রেখেছেন। কিন্তু বিআরটিএ লাইসেন্স দেওয়া বন্ধ করে রেখেছে। এখন প্রতি মাসে ৩০০ টাকা পরিশোধ করে স্ট্যান্ড থেকে টোকেন নিতে হয়। রাস্তায় পুলিশকে স্ট্যান্ডের টোকেন দেখিয়ে চলাচল করতে হয়। টোকেন দেখাতে না পারলে গাড়ি আটক হয়ে যায়। মামলা করা হয়।

    রায়পুর সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে, প্রতিদিন শহরের থানার কর্নারে, বাসটার্মিনাল, সাবেক শহীদ মিনারের সামনে,মধ্যবাজারের মোড়ে এসব বাস, সিএনজি,অটো, ট্রাক ও মাইক্রোবাস স্ট্যান্ডে কমপক্ষে ২ লাখ টাকা চাঁদা ওঠে। তবে করোনায় কয়েকটি স্পটে ১০, ৭০, ১২০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে। এছাড়াও ১০টি ইউনিয়নের গুরুত্বপুর্ণ স্থানে এসব ষ্টান্ড রয়েছে।

    পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলার অন্যতম ব্যাস্ত রায়পুর-চাঁদপুর-কুমিল্লা, নোয়াখালি, রামগন্জ সড়কের রায়পুর বাসস্ট্যান্ড। এসব স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, মেয়র ইসমাইল খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহব্বায়ক তানভির হায়দার চৌধুরী রিংকু, সাবেক যুবলীগ সম্পাদক শফিক খান, আ’লীগ কর্মী মোঃ ডালিম, বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন, আবুল কাশেম দেওয়ান, মোঃ বাবুল প্রমুখ। প্রায় ৫ বছর আগে ট্রাক মালিক ও শ্রমিকের নামে ৫০ টাকা করে চাঁদা উত্তোলন করা হতো। গ্রুপিংয়ের কারনে তা বন্ধ হয়ে যায়।

    উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ দেশে করোনার আগে বিভিন্ন স্ট্যান্ডে ব্যাপক হারে চাঁদাবাজি হয়েছে বলে স্বীকার করেন। তবে করোনায় সময়ে তা বন্ধ রয়েছে। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা না হলে চাঁদাবাজি বন্ধ হবে না। বরং পরবর্তী সরকারের আমলে আরও বৃদ্ধি পাবে।

    সহকারি পুলিশ সুপার (রায়পুর ও রামগন্জ সার্কেল) স্পীনা রানী প্রামানিক জানান, গত ৮দিন আগে সড়কে পরিবহন থেকে চাঁদা উত্তোলনের বিষয়ে পুলিশ সুপার স্যার সংশ্লিষ্ট সবাইকে ডেকে সতর্ক করেছিলেন। পরিবহন মালিকরা অভিযোগ করলে পুলিশ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন।

    উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী বলেন, স্ট্যান্ডে কোন চাঁদাবাজি হয় না। রায়পুর পৌরসভা থেকে গত জুন মাসে ২২ লাখ টাকায় ইজারা নিয়ে ১০ ও ২০ টাকা করে জিপি উত্তোলন করছি। রায়পুর-হায়দরগন্জ ও আলোনিয়া সড়ক নিয়ন্ত্রনকারি সাবেক যুবলীগ নেতা শফিক খান বলেন, ৩ লাখ টাকায় ইজারা নিয়ে ১০ টাকা করে উত্তোলন করছি। রায়পুর-চাঁদপুর- রামগন্জ-মীরগন্জ ও গাজিনগর সড়ক নিয়ন্ত্রকারি মোঃ ডালিম একই বক্তব্য দিয়েছেন।

    রায়পুর আনন্দ পরিবহনের মালিকদের সমন্বয়কারী শিপন ভুঁইয়া মোবাইলে বলেন, ৮২টির মধ্যে ৭০ পরিবহন চাঁদপুর-রায়পুর-লক্ষ্মীপুর ও চৌমহনী সড়কে চলাচল করছে। প্রায় ৮ মাস আগে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ অভিযানে কয়েকজন লাইনম্যানকে আটক করে জেলে পাঠানো হয়েছে। অনিয়মতান্ত্রীকভাবে দায়িত্ব নেয়া শ্রমিকলীগ নেতা ভুট্রু ও খোকন তাদের দ্বায়ীত্ব ছেড়ে দিয়েছেন। এ চাঁদার টাকা রায়পুর পৌরসভা, মসজিদের চাঁদা, শ্রমিকদের মেয়েদের বিয়ে ও সংগঠনের নামে মামলার খরচে ব্যায় করা হচ্ছে। তাছাড়া এ পরিবহনের সকল কিছুই লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের ও আ’লীগ নেতা শাহজাহান হাজী পরিচালনা করছেন।

    লক্ষ্মীপুর পরিবহন শ্রমিক নেতা শাহজাহান হাজি মোবাইল ফোনে জানান,মহামারি করোনার সময় প্রায় পরিবহন বন্ধ রয়েছে। আনন্দ পরিবহন থেকে যে জিপির টাকা তোলা হয়, তা বিভিন্ন খাতেই ব্যায় হয়। অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ নাই। সংগঠনের সভাপতি সদর পৌরসভার মেয়র পরিবহনের কোন টাকারই খোঁজ খবর নেন না।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ইয়াবা সেবনের অপরাধে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে

    ইয়াবা সেবনের অপরাধে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সামনে থেকে আটক করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিম (২৪)।

    ইয়াবা সেবনের অপরাধে সরঞ্জামাদিসহ রবিবার বিকেলে তাকে আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা অভিযুক্তকে ৩ মাসের সাজা প্রদান করেন।

    উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম একই উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

    ওয়াসিমের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি) সুপ্রভাত চাকমা। এদিকে এ অপরাধের দায় ছাত্রলীগ নেবে না উল্লেখ করে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, তার (সাজাপ্রাপ্ত ওয়াসিম) অপরাধের দায় সে নিজেই বহন করবে।

    ২৪ ঘণ্টা/আর এস

  • সীতাকুণ্ডে একদিনে আক্রান্ত ১৫/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

    সীতাকুণ্ডে একদিনে আক্রান্ত ১৫/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বনির্ধারিত ১০ বেডের আইসোলেশন সেন্টারে আজ বৃহস্পতিবার (১১জুন) থেকে রোগী ভর্তি শুরু হয়েছে।

    করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সীতাকুণ্ডে ১০ শয্যার আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। বর্তমানে সীতাকুণ্ড উপজেলার কোভিড ১৯ সংক্রমণ হওয়া ৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।সীতাকুণ্ডে উপজেলা আইসোলেশন সেন্টারে ভর্তি শুরু

    এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সীতাকুণ্ডে ক্রমেই বাড়ছে। গতকাল একদিনে সীতাকুণ্ড থানার ৭ পুলিশ সদস্যসহ উপজেলায় এক দিনে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে থানার ১ জন ইন্সপেক্টর, ১ জন এসআই ও ৮ জন পুলিশ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যানুযায়ী, উপজেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ৬০ জন।

    সীতাকুণ্ড থানা সূত্র মতে, করোনার লক্ষণ নিয়ে ৬ জুন একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। পরবর্তীতে সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর একই দিন ২৪ জন ও পরদিন আরো ১০ জনসহ মোট ৩৪ জনের নমুনা দেওয়া হয়।

    এর মধ্যে যে ৭ জনের ফলাফল পাওয়া গেছে সবার করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত ইন্সপেক্টর ও এক সদস্য ইতিপূর্বে চট্টগ্রামের হালিশহরস্থ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুর উদ্দিন বলেন, রোগীদের অবস্থা স্থিতিশীল। অন্যান্য রোগীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সাধারণ সমস্যার জন্য হাসপাতালের নাম্বার এ যোগাযোগ করুন, খুব জরুরী প্রয়োজন না হলে হাসপাতালে না আসার পরামর্শ।

    যারা সর্দি, কাশি, জ্বরে ভুগেছেন তারা ফোনে যোগাযোগ করে এবং ফ্লু কর্নারে যোগাযোগ করবেন, চিকিৎসা নিবেন। তাদের পরামর্শ অনুযায়ী পরীক্ষার জন্য নমুনা দিবেন।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জিল্লুর রহমান করোনা আক্রান্ত

    বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জিল্লুর রহমান করোনা আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা.মোহাম্মদ জিল্লুর রহমান করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

    গতকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষার ফলাফলে এ কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ফজলে রাব্বি। ডা. জিল্লুর রহমান বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

    প্রসঙ্গত ডা. জিল্লুর রহমান বোয়ালখালীতে ‘করোনা’ দূর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টি, হোমকোয়ারেন্টিনে থাকাদের স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আলাদা আইসোলেশন সেন্টার রেডি করা ও কোভিড-ননকোভিড রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করায় কাজ করছিলেন।

    এরই মাঝে পুষ্টি সপ্তাহে অসহায়দের খাদ্য সহায়তা প্রদান করেন মানবিক এ চিকিৎসক।

    ২৪ ঘণ্টা/পূজন সেন/ আর এস পি