Tag: উপজেলা চেয়ারম্যান

  • উপজেলা চেয়ারম্যানদের অনুপস্থিতিতে ইউএনওকে দায়িত্ব

    উপজেলা চেয়ারম্যানদের অনুপস্থিতিতে ইউএনওকে দায়িত্ব

    যেসব উপজেলা পরিষদে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেসব উপজেলায় জনসেবা নির্বিঘ্ন রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।

    বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে। ১৪ আগস্ট থেকেই এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

    আদেশে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদে অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায়।

    উপজেলা পরিষদের অনেক প্যানেল চেয়ারম্যানও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলেও অফিস আদেশে জানানো হয়েছে।

    এজন্য উপজেলা পরিষদগুলোর অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে বলে আদেশে আরও জানানো হয়।

    যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন সেসব উপজেলা পরিষদে সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলু রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

    গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

    এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা বেশিরভাগই পালিয়ে বেড়াচ্ছেন। বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের নেতারা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

  • উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা তরুণীকে অপহরণ

    উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা তরুণীকে অপহরণ

    খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী।

    গতকার শনিবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন তিনি। তবে রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে হাসপাতাল থেকে ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

    ওসিসির কো-অর্ডিনেটর ডা. সুমন রায় জানান, ডুমুরিয়ার ২৮ বছরের এক তরুণী শনিবার রাত সোয়া ১১টার দিকে খুমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। পরে তাকে ওসিসিতে রেফার্ড করা হয়। তাকে ধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

    ওই তরুণী বলেন, ‘মধুগ্রাম কলেজে পড়ার সময় উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে সে দীর্ঘদিন আমার সঙ্গে অনৈতিক ব্যবহার করেছে। কিন্তু পরে বিয়ের কথা বললেই সে টালবাহানা করছে। আজও সে (শনিবার রাতে) আমার সঙ্গে অনৈতিক ব্যবহার করেছে।

    ওই তরুণীর ভাই অভিযোগ করে বলেন, উপজেলা চেয়ারম্যান শনিবার রাতে মোবাইল করে তার বোনকে শাহপুর এলাকায় চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিয়ের প্রলোভন দেখিয়ে অনেকদিন ধরে তার বোনকে ধর্ষণ করেছেন উপজেলা চেয়ারম্যান। ওই দিন তার বোন চেয়ারম্যানকে বিয়ে করার জন্য চাপ দিলে তিনি তাকে তাড়িয়ে দেন। তিনি ডুমুরিয়া থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

    তবে সাংবাদিকদের কছে অভিযোগ অস্বীকার করে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি।

    ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। ফলে সত্যমিথ্যা কিছুই বলতে পারছি না। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

    তবে বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, রবিবার বিকেলে ধর্ষণের অভিযুক্ত তরুণীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান—স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে। এসময় ডুমুরিয়ার ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে আটক করে জনতা। ওই চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদেও চাচাতো ভাই।

    তুলে নিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনা জানার সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

     

  • সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

    সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

    কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে জাতীয় পাটির প্রার্থী দিদারুল কবির দিদার।

    রোববার সহকারী রিটার্নিং অফিসার এর কাছে লিখিতভাবে তিনি এ অভিযোগ দেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, জয়নব বিবি জলি সরকারি গাড়িতে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন এর নৌকা মার্কার পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এদিকে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার। এতে জলিকে ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে রিটার্নিং কার্যালয়ে স্বশরীলে উপস্থিত হয়ে ব্যাখা দেওয়া জন্য বলা হয়েছে।

    এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, আমি গণসংযোগে অংশ না নেওয়ায় আমার বিরুদ্ধে নিউজ হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইন মেনেই চলবো।

    উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারী গাড়ি ব্যবহার করে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারেন না। এক প্রার্থীর লিখিত অভিযোগে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

  • উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ চেয়ে এস এম আল মামুনের চিঠি

    উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ চেয়ে এস এম আল মামুনের চিঠি

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার নিন্মিত্তে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

    রোববার (৩০ অক্টোবর) সকালে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার বিকালে এস এম আল মামুন উপজেলা পরিষদ কার্যালয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করে পদত্যাগের ঘোষণা দেন। তিনি টানা দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • নামাজ পড়ে বাড়ি ফেরার পথে উপজেলা চেয়ারম্যানকে গুলি

    নামাজ পড়ে বাড়ি ফেরার পথে উপজেলা চেয়ারম্যানকে গুলি

    নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

    শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    এদিকে প্রবীণ এই রাজনীতিবিদের ওপর সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সুশীল সমাজের লোকজন। এ ঘটনার পর উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

    পুলিশ জানায়, শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান।সেখান থেকে নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেইটে পৌঁছলে মোটরসাইকেলে আগত মুখোশধারী ৩ সন্ত্রাসী পেছন থেকে তাকে লক্ষ্য করে পর পর ৩টি গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল বলেন, এটি রাজনৈতিক কারণে হামলা না কি অন্য কোন কারণে তা প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে খোঁজে বের করার জন্য আহ্বান জানিয়েছি। এই হামলার সঙ্গে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনতে হবে। আর চেয়ারম্যান সাহেব যেনো সুস্থ হয়ে উঠে তার জন্য সবার কাছে দোয়া চাই।

    বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মুখোশধারী ৩ দুর্বৃত্ত চেয়ারম্যান সাহেবকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

  • বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম আর নেই

    বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম আর নেই

    বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল আলম (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল পৌণে ৪টার সময় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    তিনি শ্বাসকষ্ট জনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে তাঁর অবস্থার আরো অবনতি ঘটেছে জানায় চিকিৎসকরা। তাঁর পরিবারের সম্মতিতে মঙ্গলবার সকালে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে চট্টগ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

    সদালাপী প্রবীণ রাজনীতিবিদ মো. নুরুল আলম বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের মরহুম হাজী ছবুর আহম্মদের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে আত্মীয় স্বজনসহ অনেকগুণগ্রাহী রেখে গেছেন।
    ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতিতে জড়িত ছিলেন নুরুল আলম। তিনি ১৯৯৮ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০১৯ সালের ২৪ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

  • উপজেলা চেয়ারম্যানের মারধরে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

    উপজেলা চেয়ারম্যানের মারধরে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

    নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মারধরে আহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন (২০) মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি মারা যান। আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, জীবনের মাথায় গুরুতর জখম ছিল। মাথার ভেতরে রক্ত জমে ছিল। জীবন এতটাই সংকটাপন্ন অবস্থায় ছিলেন যে অস্ত্রোপচার করে রক্ত বের করার কোনো উপায় ছিল না। লাইফ সাপোর্টে রেখে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য অপেক্ষা করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি, ধীরে ধীরে আরো অবনতি হয়েছে। দুপুরে তিনি মারা গেছেন।

    মৃত্যুর পর জীবনের মরদেহ আইসিইউ থেকে বের করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখান থেকে মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

    এদিকে নগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    নিহত জীবন নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক। নলডাঙ্গার রামশার কাজীপুর শাহপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম ফরহাদ হোসেন শাহ। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামশার কাজীপুর আমতলী বাজার সংলগ্ন চারমাথা মোড়ে তাকে মারধরের ঘটনা ঘটে।

    জানা গেছে, মারধরের শিকার হওয়ার দুই দিন আগে রামশার কাজীপুর আমতলী বাজার জামে মসজিদের মাইকের যন্ত্রাংশ চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ওই গ্রামের কয়েকজনকে সন্দেহ করেন। এ নিয়ে সালিস-বৈঠক বসিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। চেয়ারম্যান তার প্রতিবেশী চাচাতো ভাই জীবনকেও জোরপূর্বক দোষি সাব্যস্ত করেন। পরে জীবন নিজেকে নির্দোষ দাবি করেন এবং উপজেলা চেয়ারম্যান আসাদকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।

    এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আসাদ। উপজেলা চেয়ারম্যান তাকে ডেকে পাঠান। জীবন সেখানে গেলে মারধর করা হয় তাকে। খবর পেয়ে জীবনের বাবা ফরহাদ হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। ২০ সেপ্টেম্বর দুপুর থেকেই আইসিইউতে ছিলেন জীবন।

    সেদিনই সন্ধ্যায় এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে জীবন মারা গেছেন। উপজেলা ছাত্রলীগ শোকবার্তাও দেয়। এতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। উপজেলা চেয়ারম্যানসহ হামলাকারীদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডও চাওয়া হয়। এ ছাড়া আওয়ামী লীগ-ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারের দাবি করেন। পরিস্থিতি বেগতিক দেখে আত্মগোপনে চলে যান উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান আসাদ। এখনো তিনি আত্মগোপনে।

    জীবন ও তার বাবার ওপর হামলার ঘটনায় নলডাঙ্গা থানায় আগেই একটি মামলা হয়েছে। জীবনের মা জাহানারা বেগমের দায়ের করা এ মামলায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে (৪৫) প্রধান আসামি করা হয়েছে। অন্য দুই আসামি হলেন উপজেলা চেয়ারম্যানের বড় ভাই ফয়সাল শাহ ফটিক (৫৩) এবং ছোট ভাই আলিম-আল রাজি শাহ (৩৭)। তাদের মধ্যে আলিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    শুক্রবার জীবনের মৃত্যুর খবর পৌঁছলে এলাকায় আবার উত্তেজনা দেখা দিয়েছে। সতর্কতা হিসেবে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক আছি। অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

    ওসি জানান, জীবন ও তার বাবার ওপর হামলার ঘটনায় করা মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তারা।

    ২৪ঘণ্টা/জেআর

  • ফটিকছড়িতে উপজেলা চেয়ারম্যানকে দিয়ে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু

    ফটিকছড়িতে উপজেলা চেয়ারম্যানকে দিয়ে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়বের টিকা গ্রহণের মধ্য দিয়ে ফটিকছড়িতে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

    রোববার (৭ ফেব্রুয়ারী) সকালে ফটিকছড়ি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা নাবিল চৌধুরী, ভাই চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ আলী করোনার টিকা গ্রহণ করেন।

    ফটিকছড়িতে প্রাথমিক পর্যায়ে মোট ৩১ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • জীবনের নিরাপত্তা দাবিতে মণিরামপুর উপজেলা চেয়ারম্যান’র সাংবাদিক সম্মেলন

    জীবনের নিরাপত্তা দাবিতে মণিরামপুর উপজেলা চেয়ারম্যান’র সাংবাদিক সম্মেলন

    নিলয় ধর, যশোর প্রতিনিধি:- যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বুধবার যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। মণিরামপুরের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলাম নিয়ে হামলার প্রতিবাদে তিনি ওই সংবাদ সম্মেলন করেছেন।

    সকাল ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, সন্ত্রাসীদের ক্রমাগত হুমকির কারণে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

    লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের কিছু গাছ বিক্রির জন্যে মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে প্রকাশ্যে নিলাম আহ্বান করেন উপজেলা নির্বাহী অফিসার। নিলামে অংশ গ্রহণ করতে গেলে উপজেলা চেয়ারম্যানের প্রতিবেশী হাবিবুর রহমান হাবিব ও সবুজ করের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। একইসাথে তাদের একটি ঘরে আটকে রেখে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া, নিলামে অন্য কেউ অংশ গ্রহণ করলে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা।

    বিষয়টি মোবাইলফোনের মাধ্যমে জানতে পেরে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছান তিনি। গাড়ি থেকে নামার সাথেই সন্ত্রাসীরা তার ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলাম নয়ন ও মণিরামপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সন্দীপ ঘোষকে চাইনিজ কুড়াল ও রডের পাইপ দিয়ে মারাত্মক জখম করেন। এইসময় তার ওপরও সন্ত্রাসীরা হামলা চালায় এবং তাকে লাঞ্ছিত করেন।

    তিনি অভিযোগ করেছেন, ওই হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে এজাহার দাখিল করতে গেলে অজ্ঞাত কারণে নথিভুক্ত করেনি পুলিশ।

    তিনি আরও অভিযোগ করেছেন, উপজেলা চেয়ারম্যান হওয়ার পরই একটি পক্ষ বিভিন্ন সময় তাকে জীবননাশের হুমকি, শারীরিবভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে আঘাত করছে। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছে বলে দাবি করেন। তিনি তার ভাষায় স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

    হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চার জন নিহত হয়েছেন।

    সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংষর্ঘ হয়।

    এতে জিপে থাকা চার জনের মধ্যে ২জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দু’জন।

    তিনি আরও জানান, নিহতদের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, একই উপজেলার রাসেল আহমেদ, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০) এবং উপজেলা চেয়ারম্যানের ব্যবসা ম্যানেজার রয়েছেন।

    পুলিশ সূত্র জানায়, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল পাথরের ব্যবসা করেন।

    সিলেটে পাথর ক্রয় করার জন্য রাসেল আহমেদসহ তার সফর সঙ্গী হিসেবে ৪জনকে সাথে নিয়ে রবিবার সিলেটের জাফলংয়ে গিয়েছিলেন। সেখান থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে মাধবপুরের নোয়াপড়া এলাকায় পৌঁছালেই তার গাড়িটির সাথে ট্রাকের সংঘর্ষ হয়।

    সংঘর্ষে ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান কাজল, রাসেল ঘটনাস্থলে মারা যান। আঁখি ও কাজলের ম্যানেজার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ জানান, গাড়িটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজলসহ চারজন ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হাটহাজারী উপজেলা চেয়ারম্যান

    দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হাটহাজারী উপজেলা চেয়ারম্যান

    মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বারা আবারও আক্রান্ত হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম। এই নিয়ে দ্বিতীয় বারেরমতো করোনা আক্রান্ত হলেন তিনি।

    হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান দ্বিতীয় বার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর ব্যক্তিগত সহকারী মো. রাশেদুল ইসলাম বলেন, চেয়ারম্যান সাহেবের বেশ কয়েকদিন ধরে জ্বর,সর্দিকাশি ও শ্বাস কষ্ট দেখা দিলে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করোনা টেস্টের জন্য নমুনা দেন। বুধবার (২রা সেপ্টেম্বর) সেই নমুনার ফলাফলে তার করোনা পজেটিভ আসে।

    এসময় তিনি আরও জানান, চেয়ারম্যান সাহেব সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

    উল্লেখ্য চলতি বছরের ১৩ জুলাই উপজেলা চেয়ারম্যানের প্রথম করোনা শনাক্ত হয়েছিল।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় মারা গেলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গণি

    করোনায় মারা গেলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গণি

    করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি (৭০)।

    শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    মৃত্যুর আগে নমুনা পরীক্ষায় আব্দুল গণি’র শরীরে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুর রাজ্জাক রনি।

    তিনি আরও বলেন, কিছুদিন যাবৎ জ্বরসহ করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে সোমবার (৩ আগস্ট) উন্নত চিকিৎসার জন্য আব্দুল গণিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। ওদিনই করোনা পরীক্ষার জন্য আব্দুল গণি’র নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহের তিনদিন পর বৃহষ্পতিবার রিপোর্টে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকলেও, ক্রমশ শারিরীক অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন তিনি।

    ইতোমধ্যেই আব্দুল গণি’র মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা রাজধানী থেকে গ্রামের বাড়ী দেবহাটা উপজেলার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বাদ মাগরিব জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।

    প্রসঙ্গত, আব্দুল গণি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একই সাথে তিনি দীর্ঘদিন ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে দায়িত্বরত বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা। পরপর টানা দু’বার তিনি নির্বাচিত হন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

    এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

    ২৪ ঘণ্টা/এম আর