Tag: উপজেলা চেয়ারম্যান

  • রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানের ছেলের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

    রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানের ছেলের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

    শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান আওয়ামী রাজনীতিক খলিলুর রহমান চৌধুরীর তৃতীয় পুত্র মাহফুজুল ইসলাম চৌধুরী (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রোববার (২৮ জুন) দিবাগত রাত ১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    রাঙ্গুনিয়ার রোয়াজার হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট নেগেটিভ আসে।

    মাহফুজুল ইসলাম চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান মাহফুজুল ইসলাম চৌধুরী আওয়ামী রাজনীতির দুঃসময়ে দলের পাশে থেকে নিবৃত্তে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে রাঙ্গুনিয়াবাসী একজন প্রকৃত বঙ্গবন্ধুপ্রেমীকে হারিয়েছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তথ্যমন্ত্রী।

    সোমবার দুপুরে রাঙ্গুানিয়ার মুরাদনগর জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন করোনায় আক্রান্ত

    সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন করোনায় আক্রান্ত

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন করোনায় আক্রান্ত হয়েছেন।

    রবিবার (১৪ জুন) রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    বর্তমানে তিনি চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করে তার ছোট ভাই এস.এম আল নোমান বলেন, বড় ভাই চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আল্লাহর রহমতে তার শরীর সুস্থ আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • বাবুলের অনুরোধ রাখল বিএসএম গ্রুপ/হলিক্রিসেন্ট হাসপাতাল পেল ১৩ টি​ অক্সিজেন সিলিন্ডার

    বাবুলের অনুরোধ রাখল বিএসএম গ্রুপ/হলিক্রিসেন্ট হাসপাতাল পেল ১৩ টি​ অক্সিজেন সিলিন্ডার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা পরিস্থিতিতে​ রাউজান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এহসানুল হায়দর চৌধুরী বাবুলের​ অনুরোধে​  মুমূর্ষু​ রোগীদের​ জন্য​ নগরীর হলিক্রিসেন্ট হাসপাতালে ১৩ টি​ অক্সিজেন সিলিন্ডার অনুদান দিল ​বিএসএম গ্রুপ।

    গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ানের উদ্দ্যেগে আজ​ দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বীর কাছে এসব​ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন​ বিএসএম গ্রুপের ম্যানেজার এডমিন আলাউউদ্দিন।

    এতে, ভারচুয়াল ভিডিও কনফারেন্সে উপস্থিত​ ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এহসানুল হায়দর চৌধুরী​ বাবুল।

    অন্যান্যের মধ্যে​ উপস্থিত ছিলেন বিএসএম​ গ্রুপের​ সহকারী ম্যানেজার মোঃ. আয়ুব খান, হলিক্রিসেন্ট হাসপাতালের করোনা ইউনিট-২ এর সহকারী পরিচালক মনোয়ার হোসেন চৌধুরী ও রাউজান​ উপজেলা চেয়ারম্যান এর​ প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।

    অক্সিজেন সিলিণ্ডার হস্তান্তরকালে জেলা সিভিল​ সার্জন সেখ ফজলে রাব্বী​ বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সেবা​ কার্যক্রমে বিএসএম গ্রুপ ১৩ টি​ অক্সিজেন​ সিলিন্ডার হস্তান্তর করেছেন।​ তারা​ অতীতেও আমাদের​ কার্যক্রমে অনেক সহযোগিতা করেছেন। এজন্য বিএসএম​ গ্রুপকে​ তিনি ধন্যবাদ জানান।

    জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের শিল্প গ্রুপ গুলো​ যদি​ এভাবে​ এগিয়ে আসে চট্টগ্রামবাসীর​ স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত​ হবে। মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও​ সরকারি নিদের্শনা মানছে​ বলেই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা​ চট্টগ্রামে দিন দিন​ বাড়ছে।

    তিনি আরো বলেন, আগে​ চট্টগ্রামের​ বিআইটিআইডির​ একটি​ ল্যাবএ করোনা পরীক্ষা​ হতো এখন করোনা​ পরীক্ষার ল্যাব বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। ল্যাব ও বুথ বাডানোর কারনে নমূনা​ পরীক্ষা যেমন বেড়েছে করোনা পজিটিভ​ রোগীর সংখ্যা​ও বেড়েছে।

    জেলা সিভিল সার্জন বলেন, সরকার স্বাস্থ্য বিধি ও সরকারি​ বিভিন্ন​ নির্দেশনা জারি করে সীমিত পরিসরে অফিস আদালত কলকারখানা খুলে​ দিয়েছে। মানুষ ঘরের বাইরে বের হচ্ছে তবে অনেকেই স্বাস্থ্য বিধি ও সামাজিক​ দূরত্ব​ মানছেনা। ফলে করোনা​ পজিটিভ​ রোগীর​ সংখ্যা​ও বাড়ছে।

    তিনি​ আরো বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় যে​ সুযোগ সুবিধা আছে সেগুলো আরো​ কিভাবে​ বাড়ানো​ যাই সেই​ প্রচেষ্টা অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক করতে মানুষকে বুঝিয়ে ঘরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিশেষে তিনি সকলকে মুখে​ মাস্ক​ ব্যবহার করার অনুরোধ জানিয়ে সরকারি​ স্বাস্থ্য বিধি​ মেনে​ চলার আহ্বান জানান।

    উপজেলা​ চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী​ বাবুল বলেন, করোনা​ পরিস্থিতিতে সাধারণ​ মানুষ​ যাতে​ কষ্ট​ না পাই​ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে​ ​চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ সকলের​ ঐক্য প্রচেষ্টায় করোনা মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, বিএসএম গ্রুপকে অনুরোধ করেছিলাম​, করোনা আক্রান্ত রোগীর জন্য নগরীর হলিক্রিসেন্ট করোনা হাসপাতালে​ অক্সিজেন সিলিন্ডার দেওয়ার জন্য। তারা কথা রেখেছে। আজ​ ১৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান​ করা​ করেছে।

    তাছাড়া সাইফ পাওয়া টেক লিমিটেডের কর্ণধার তরফদার​ রুহুল​ আমিন​ চট্টগ্রামের​ করোনা​ রোগীদের জন্য​ ১০০টি​ অক্সিজেন সিলিন্ডার দেওয়ার আশ্বাস​ দিয়েছেন বলে তিনি জানান।

    তিনি​ আরো বলেন, অক্সিজেন সিলিন্ডার ও চিকিত্সার অভাবে চট্টগ্রামের মানুষকে মরতে​ দেওয়া​ যাবে না। তিনি চট্টগ্রামের সকল​ রাজনীতিবিদ, ব্যবসায়ী​ ও বৃক্তবানদের যার​ যার​ অবস্থান থেকে করোনা রোগীর সেবায়​ এগিয়ে​ আসার আহ্বান জানান।

    ২৪ ঘণ্টা/শারমিন সুমি/রাজীব প্রিন্স

  • রাউজানের উপজেলা চেয়ারম্যান বাবুল করোনায় আক্রান্ত

    রাউজানের উপজেলা চেয়ারম্যান বাবুল করোনায় আক্রান্ত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :করোনায় আক্রান্ত হলেন
    চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

    মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের ফৌজদারহাটসস্থ বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল এ্যান্ড ইনফেকশন ডিজিসেস (বিআইটিআইডি) এর প্রকাশিত রেজাল্টে রাউজান উপজেলা চেয়ারম্যানের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী।

    গত সোমবার (১৮ মে) রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর বাবুলের নমুনা সংগ্রহ করার একদিন পর প্রকাশিত রেজাল্টে তার নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।

    রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর বাবুল বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় সি. সহ সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় সভাপতি। তার বাড়ি রাউজানের ১ নং হলদিয়া ইউনিয়নে।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • কর্মহীন মানুষের পাশে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান জুয়েল

    কর্মহীন মানুষের পাশে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান জুয়েল

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের ব্যক্তিগত উদ্যোগ ও নিজ অর্থায়নে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ও অসহায়, দরিদ্র ৭১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  উপজেলার ৩টি ইউনিয়নের মোট ৭১০ টি পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।

    ধনতলা, চাড়োল, ভানোর এই তিনটি ইউনিয়ন পরিষদের ৭১০টি  পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, হাফ লিটার তেল, ১ কেজি টমেটো, ১ কেজি করলা ও ১টি করে লাউ বিতরণ করেন চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

    এসময় আরও উপস্থিত ছিলেন, বড়বাড়ি ইউপি আওয়ামীলীগের সহ সেক্রটারী ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের স্ত্রী লাভলী আসলামসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

    খাদ্য বিতরণ করার সময় আলী আসলাম জুয়েল সকলকে সরকারি নির্দেশ মেনে চলে ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে সচেতন হয়ে একে অন্যের পাশে থাকার অনুরোধ করেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • সীতাকুণ্ডে একশ’ পল্লী চিকিৎসককে উপজেলা চেয়ারম্যান মামুন’র পিপিই প্রদান

    সীতাকুণ্ডে একশ’ পল্লী চিকিৎসককে উপজেলা চেয়ারম্যান মামুন’র পিপিই প্রদান

    সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে একশটি পিপিই দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুন।

    উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার পল্লী চিকিৎসকদের মাঝে প্রথম পর্যায়ে ১০০ জনকে উক্ত পিপিই প্রদান করেন এস. এম. আল মামুন এর পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ। পরবর্তীতে বাকী চিকিৎসকদের মধ্যেও পিপিই দেওয়া হবে।

    পিপিই বিতরণ প্রসঙ্গে এস.এম আল মামুন বলেন, এই দর্যোগ পরিস্থিতিতে সমাজের গরীব, অসহায় মানুষদের পাশে দাড়াঁনো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এছাড়া মহামারী করোনা ভাইরাসে বড় ভুমিকা পালন করছে হাসপাতালের চিকিৎসকরা। তাদেরও নিরাপত্তার দরকার। বিষয়টি মাথায় রেখে আমরা তাদের জন্য সুরক্ষামূলক পিপিই দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমধাপে একশজনকে দেওয়া হবে পরিবর্তে বাকীদেরও দেওয়া হবে।

    তিনি দেশের এই দূর্যোগ পরিস্থিতে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার সকল পল্লী চিকিৎসকদেরকে মানুষের চিকিৎসা সেবা প্রদান করার জন্য আহবান জানান।

    দূর্যোগ মূহুর্তে মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে অনুরোধ করেন চিকিৎসকদের প্রতি।

  • সাতকানিয়ায় নতুন উপজেলা চেয়ারম্যান মোতালেব

    সাতকানিয়ায় নতুন উপজেলা চেয়ারম্যান মোতালেব

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম.এ মোতালেব। সোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে তিনি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়।

    নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এম.এ মোতালেব পেয়েছেন ৬৩৫৭৩ ভোট। তার প্রতিদ্বন্ধী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আবদুল গফফার চৌধুরী পেয়েছেন ৬৯৮৪ ভোট। এছাড়াও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোনায়েম মুন্না মটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১০২৪ ভোট।

    সাতকানিয়া উপজেলা পরিষদের রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। ফলাফল ঘোষণার আগে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে গণমাধ্যমে ঘোষণা দিয়ে ভোট বর্জন করেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফফার চৌধুরী। তিনি ভোট চলাকালে ভোটকেন্দ্রে বিভিন্ন কারচুপি ও অনিয়মের অভিযোগে ভোট বর্জন করার কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

    নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচনে মোট ১২৫ টি ভোট কেন্দ্রে সোমবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯৪ জন।

    ভোট কেন্দ্রে ১২৫ জন প্রিসাইডিং অফিসার, ৭০১ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৪০২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন।

    ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২৫টি কেন্দ্রে ৭০১টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দ্বারা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অন্যান্য কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। নির্বাচনে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, ‌র‌্যাবের ৪টি টহল টিম কাজ করেছে।