Tag: উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • সীতাকুণ্ডে ইউএনও মিল্টন রায়সহ করোনায় আক্রান্ত ৫

    সীতাকুণ্ডে ইউএনও মিল্টন রায়সহ করোনায় আক্রান্ত ৫

    সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়।

    মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো.নুর উদ্দিন রাশেদ।

    কয়েকদিন ধরে হালকা কাশি ও জ্বর থাকায় মঙ্গলবার সকালে চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা টেস্ট করালে সন্ধ্যার দিকে উনার করোনা পজেটিভ আসে। তবে উনি শারীরিকভাবে হালকা গায়ে জ্বর ও কাশি থাকলেও সুস্থ রয়েছেন।

    বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায় বলেন, “সম্প্রতি সমাপ্তি হওয়া পৌরসভা নির্বাচন ও কর্তব্য কাজে বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়। আর এসব মিটিংয়ে সদ্য সুস্থ হওয়া করোনা পজেটিভ লোকজন অতিথি ও দর্শক থাকেন। গত ২/৩ দিন ধরে হালকা কাশি অনুভব হলে স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা করোনা টেস্ট করান। সন্ধ্যায় জানতে পারি করোনা পজেটিভ।”

    এদিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় ছাড়াও করোনা পজেটিভ হয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম. ম দিলসাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম বাচ্চু,বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, সাবেক এমপি মরহুম এ বি এম আবুল কাশেম মাস্টারের ছোট পুত্র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন এর ছোট ভাই এস এম আল নোমান। করোনায় আক্রান্ত সকলেই সীতাকুণ্ডবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

    ২৪ ঘণ্টা/দুলু

  • আনোয়ারার ইউএনও জুবায়ের করোনায় আক্রান্ত

    আনোয়ারার ইউএনও জুবায়ের করোনায় আক্রান্ত

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    মঙ্গলবার (৩০ জুন) রাতে তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।

    ইউএনও নিজেই তার উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা ফেইসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ফেসবুকে পোস্টে তিনি জানান, ‘কিছু উপসর্গ পরিলক্ষিত হওয়াতে গত ২৪ জুন করোনা টেস্টের জন্য স্যাম্পল প্রদান করি। আজকে রিপোর্ট পেয়েছি, আমি করোনা পজিটিভ। গায়ে হালকা জ্বর বাদে আর কোনো উপসর্গ নেই। সকলের কাছে দোয়া প্রার্থনা করি। সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরতে চাই।’

    এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ বলেন, ‘নমুনার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা এখনও ভালো আইসোলেশনে থাকার মাধ্যমে ঘরোয় চিকিৎসা নিচ্ছি।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা আক্রান্ত বোয়ালখালীর ইউএনও আছিয়া খাতুন

    করোনা আক্রান্ত বোয়ালখালীর ইউএনও আছিয়া খাতুন

    বোয়ালখালী প্রতিনিধি:বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুনের নমুনা পরীক্ষায় করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

    মঙ্গলবার (৯ জুন) সিভাসুতে নমুনার পরীক্ষা ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসন।

    জানা যায়, তিনি গত এক সপ্তাহ ধরে হোম আইসোলেশনে থেকে ৬ জুন নমুনা দিয়েছিলেন এবং আজ (৯জুন) সিভাসুতে নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।

    প্রসঙ্গত বোয়ালখালী উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কাজ করছিলেন ইউএনও আছিয়া খাতুন। এছাড়া সরকারি নিদের্শনা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • রাউজানে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই ঈদের জামাত মসজিদে আদায় করতে হবে:ইউএনও

    রাউজানে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই ঈদের জামাত মসজিদে আদায় করতে হবে:ইউএনও

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা এবং রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পরামর্শক্রমে সারাদেশের ন্যায় রাউজানেও ঈদের নামাজ মসজিদে আদায় করতে হবে। কোনো অবস্থায় উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায় করা যাবেনা। ধর্ম মন্ত্রনালয়ের নির্দেশনা সবাইকে মেনে চলার অনুরোধ জানিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    শনিবার (২৩ মে) রাউজানে কর্মরত সাংবাদিকদের সাথে আলাপকালে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন প্রকার দিকনির্দেশনা দেন।

    তিনি বলেন, ঈদের নামাজ আদায়ের জন্য প্রত্যেক মুসল্লি বাড়ি থেকে ওজু করে আসবে, জায়নামাজ বাড়ি থেকে নিয়ে আসবে এবং মসজিদে প্রবেশের পূর্বে নামাজের স্থান জীবানুমুক্ত করতে হবে। মসজিদের নিজস্ব কোনো কার্পেট বিছানো যাবেনা। মসজিদের পক্ষ থেকে জীবানুনাশক স্প্রে রাখতে হবে। মুসল্লিগণ মসজিদে প্রবেশের পূর্বে তাদের স্প্রে করে নিতে হবে। একজন আরেকজন থেকে কমপক্ষে তিনফুট দুরত্ব রেখে দাঁড়াতে হবে। এক কাতার দাঁড়ানোর পর আরেক কাতার গ্যাপ রেখে দাঁড়াতে হবে, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ মসজিদে আদায় করতে হবে। এটা সারা দেশের জন্য প্রযোজ্য।

    নামাজ আদায় করতে গিয়ে যদি মুসল্লির সংখ্যা অনুমান করে একাধিক জামাতের প্রয়োজন হয় তাহলে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে এবং নির্দিষ্ট সময় বিরতি দিয়ে একাধিক জামাত আদায়ের ব্যাবস্থা করতে হবে। 

    ধর্ম মন্ত্রণালয়ের এই নির্দেশনার প্রেক্ষিতে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পরামর্শক্রমে রাউজানের সকল জনপ্রতিনিধিদের এই নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এই বার্তা সকল মসজিদে পৌঁছে দেওয় হয়েছে।

    ইউএনও জোনায়েদ কবির সোহাগ ঈদ জামাত আদায় করতে সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্য বিধি যাতে কোনো অবস্থাতেই বিঘ্নিত না হয় সেই লক্ষ্যে নির্দেশনাগুলো মেনে চলার জন্য রাউজানবাসীর প্রতি অনুরোধ জানান।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • বাচ্চা মেয়েটির লাশ রাখার জন্য পাওয়া যায়নি খাটিয়া

    বাচ্চা মেয়েটির লাশ রাখার জন্য পাওয়া যায়নি খাটিয়া

    ২৪ ঘণ্টা ডট নিউজ::: করোনা প্রতিরোধে কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা দিন রাত ছুটে চলেছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। সাধারণ মানুষকে সচেতন করতে নিররস পরিশ্রম করছেন এই নারী কর্মকর্তা।

    তাঁর উপজেলাতে করোনায় মৃত্যুবরণ করা এক শিশুর জানাজা এবং দাফন নিয়ে ফেসবুকে এক হৃদয় বিদারক স্ট্যাটাস দিয়েছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

    আমাদের পাঠকদের জন্য তাঁর স্ট্যাটাস টি হুবহু তুলে ধরা হলে:

    প্রিয় হোমনাবাসী
    আজ সকালটাই শুরু হয়েছে খারাপ খবর দিয়ে। তাই মনটা সারাদিন ভারাক্রান্ত ছিল।ছোট্ট অথৈ এর মায়াভরা মুখ বার বার চোখে ভাসছে, আর নিজের সন্তানের সুরক্ষা নিয়ে উৎকন্ঠা বোধ করছি।কর্মজীবী মা হিসেবে নিজের ২ বছরের বাচ্চাকে রেখে সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়।কিন্তু দিন শেষে অন্য সব নারীর মতো আমিও একজন মা এবং মায়ের দায়িত্ব শুধু মাই বোঝে। তাই দিনশেষে সন্তানকে আদর করতে গেলেও এক অজানা আতংক মাথায় ভর করে।আমার দ্বারা সে আক্রান্ত হবে না তো??

    যে কথাটা না বললেই নয়, আজ যে বাচ্চাটি মারা গেছে তার জানাজা পড়াতে রাজি হননি স্থানীয় ইমামরা। পাড়া প্রতিবেশীরাও আসেনি জানাজাতে। এমনকি লাশ রাখার জন্য কোন খাটিয়া পাওয়া যায়নি। এটা খুবই দুঃখজনক।সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত স্থানীয়রা এগিয়ে না আসায় চেয়ারম্যান , ইমাম, ডাক্তার, হাসপাতাল সবখানে যোগাযোগ করার পর প্রশাসনের উদ্যোগে দাফন কমিটিকে ঘটনাস্থলে পাঠানো হয়। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে, তার সর্বাত্মক সহযোগিতায় দাফন কাজ সম্পন্ন হয়।ধন্যবাদ জানাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক ড. শহিদুল্লাহসহ রাতে ডিউটিরত সকল ডাক্তারকে যারা অথৈকে বাচানোর সর্বাত্মক চেষ্টা করেছেন।

    আজকে যারা এগিয়ে আসেননি তাদের উদ্দেশ্যে বলবো….. আপনাদের কি মৃত্যু হবে না? আপনার প্রিয়জন কি মারা যাবে না? নাকি আপনারা অমর?

    সামনে ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হতে পারে। তাই কিছু প্রস্তাব রাখলাম…..

    ১.চেয়ারম্যান এর তত্বাবধানে প্রত্যেক ইউনিয়ন এ অন্তত ১ টি খাটিয়া প্রস্তুত রাখতে হবে।
    ২.প্রত্যেক ইউনিয়ন এর চেয়ারম্যানবৃন্দ এলাকাবাসীর সাথে আলোচনাক্রমে একটি কমন কবরস্থান নির্বাচন করে রাখুন।
    ৩. ইতোমধ্যে দাফন ও সৎকার কমিটি করা হয়েছে, কিন্তু কেউ যদি সেচ্ছাসেবী হিসেবে মৃতদেহ গোসল এবং দাফন/ সৎকারে উৎসাহিত হলে তাদের নাম,ফোন নাম্বার দিন।(হিন্দু + মুসলিম) ইউনিয়নভিত্তিক।
    ৪.দাফন/সৎকার কমিটির জন্য পিপিই র ব্যবস্থা। (ধনাঢ্য ব্যক্তিদের প্রতি আহবান)
    ৫. এম্বুল্যান্স এর ব্যবস্থা।

    যদি আর কারো প্রস্তাবনা থাকে, সেটাও তুলে ধরতে পারেন।

    সকলেই সুস্থ থাকুন, মানবতার জয় হোক।

    তাপ্তি চাকমা
    উপজেলা নির্বাহী অফিসার
    হোমনা, কুমিল্লা।

  • পটিয়ায় ইউএনও’র মহৎ উদ্যোগ রাত জেগে বাইপাসে অভিযান

    পটিয়ায় ইউএনও’র মহৎ উদ্যোগ রাত জেগে বাইপাসে অভিযান

    সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার ইউএনওর মহৎ উদ্যেগে পটিয়া বাইপাসে দূর্ঘটনা রোধে রাত জেগে অভিযান পরিচালনা।

    শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১ টায় পটিয়া বাইপাস রোডের বৈলতলি রোডের মাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোড়ে রং সাইডে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে এস আই এন্টারপ্রাইজ বাসের ড্রাইভার মোঃ রবিউল ইসলামকে ১০,০০০ টাকা ও মাইক্রো বাসের ড্রাইভার মিলন মিয়াকে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।

    তিনি ২৪ ঘন্টা নিউজকে বলেন, দূর্ঘটনা রোধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দূর্ঘটনা রোধে এ অভিযান ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।

    উল্লেখ্য, বাইপাসটি নির্মিত হওয়ার পর থেকে আজ পযর্ন্ত অন্তত ৮ জন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী এবং পথচারী। ইতিমধ্যে বিভিন্ন সংঘঠন জনগণ মারা যাওয়ার উৎকন্ঠা বাড়ার কারণে মানববন্ধন করেছে এই বাইপাস নিয়ে।
    পরে প্রসাশনের উদ্যেগে বসানো হয়েছে স্প্রীড বেকার। তবু কিছু গাড়ী প্রতিনিয়ত বেপোরেয়া ভাবে চলার দায়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

  • লবণ : শুনেছি দাম বাড়ছে তাই আমিও বাড়াই দিছি!

    লবণ : শুনেছি দাম বাড়ছে তাই আমিও বাড়াই দিছি!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পৌরসদরে বিশেষ অভিযান চালিয়ে দুই মুদি দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

    গুজবে কান দিয়ে লবনের প্যাকেটের গায়ে লেখা দামের তুলনায় অধিক মুল্য নেয়ার অপরাধে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে নির্বার্হী ম্যাজিস্ট্রেট।

    মঙ্গলবার রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

    জরিমানা আদায়ের পর রুহুল আমিন দোকানিকে হঠাৎ করে লবণের দাম বাড়তি নেওয়ার কারণ জানতে চাইলে দোকানি সহজ সরল উত্তর দেন, ‘শুনছি দাম বাড়ছে তাই আমিও দাম বাড়াই দিছি’।

    রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, হঠাৎ করে সারাদেশে লবণ সংকট ও লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ার আগেই সাধারণ ব্যবসায়িদের সতর্ক করতে মঙ্গলবার রাতেই উপজেলা পৌরসদরের বিভিন্ন মুদি দোকানে অভিযান চালায়।

    এসময় ক্রেতাদের কাছ থেকে লবণের প্যাকেটের গায়ে লেখার চাইতেও বেশি দাম নেওয়ার অপরাধে পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করা হয়।

    প্রথম দিনের অভিযানে মেসার্স মেঝবাহ স্টোরকে ৫শ এবং মেসার্স খোরশেদ স্টোরকে ৫শ টাকা জরিমানা করে সকল ব্যবসায়িকে প্রথমবারের মত সতর্ক করে দেওয়া হয়।

    তবে ভবিষ্যতে একই অপরাধ ধরা পড়লে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি সকল ব্যবসায়িদের হুশিয়ার করে দেন।

  • রেলওয়ের গেটম্যানকে ইউএনওর মারধর, থানায় অভিযোগ

    রেলওয়ের গেটম্যানকে ইউএনওর মারধর, থানায় অভিযোগ

    পেশাগত দায়িত্ব পালনের সময় রেলওয়ের গেটম্যানকে মারধরের অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আজিজের বিরুদ্ধে জিআরপি থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ মামলার এজাহার গ্রহণ করে এফআইআর করতে আদালতের অনুমতি চেয়েছে।

    অভিযোগে জানা গেছে, গত ৮ নভেম্বর দুপুর ১টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় (গেট নং টি/১০, কি.মি ২৪৭/৫-৬) দায়িত্ব পালন করছিলেন রেলওয়ের অস্থায়ী গেটকিপার মো. সিপরাত হোসেন। এ সময় বিজয় এক্সপ্রেস ট্রেন আসার সংকেত পেয়ে দুর্ঘটনা এড়াতে ছয়সূতি-কুলিয়ারচরের মধ্যবর্তী গেটে ব্যারিয়ার ফেলেন তিনি। এতে সড়কে সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

    আটকা পড়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী গাড়িটিও। এ সময় গাড়িচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গেটকিপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ গাড়ি থেকে নেমে গেটকিপারকে গালিগালাজ ও বেধড়ক মারধর করেন।

    বিষয়টি ওই দিনই গেটকিপার মো. সিফরাত হোসেন রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীকে জানান। পরদিন কিশোরগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আনিসুজ্জামান ভৈরব রেলওয়ে থানা পুলিশকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য একটি লিখিত অভিযোগ দেন।

    এ দিকে গত ১১ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় বিভাগীয় প্রকৌশলী/২ মো. সুলতান আলী ভৈরব জিআরপি থানায় একটি মামলার অভিযোগ দাখিল করেন। এতে ‘রেলওয়ে অ্যাক্ট ১৮৮০ অনুসারে জননিরাপত্তার সঙ্গে জড়িত সরকারি কর্মচারীকে মারধরের ঘটনা গুরুতর অপরাধ’ উল্লেখ করে মামলা গ্রহণপূর্বক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।

    বাংলাদেশ রেলওয়ের ভৈরব অফিসের সহকারী নির্বাহী প্রকৌশলী জিসান দত্ত জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে তিনি গেটম্যানকে গালিগালাজ ও মারধর করতে পারেন না। ঘটনার দিন ইউএনও যাওয়ার জন্য গেটটি খুললে যদি ট্রেন দুর্ঘটনা হতো তবে এর দায়িত্ব তিনি নিতেন না। ঘটনাটি অবহিত হওয়ার পর আমি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরে সিদ্ধান্ত অনুযায়ী রেলওয়ে থানায় অভিযোগ দেয়া হয়।

    ভৈরব রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস মামলার এজাহার পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি যেহেতু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, তাই মামলা এফআইআর করার জন্য কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজেএম) কাছে অনুমতি চাওয়া হয়েছে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ বলেন, ট্রেন তখনও অনেক দূরে ছিল। তাই গেট খুলে দেয়ার কথা বললে গেটকিপার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। তবে গেটম্যানকে মারধর ও গালিগালাজের অভিযোগ অস্বীকার করেন তিনি।

  • স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, রাউজানে এক ব্যক্তির কারাদণ্ড

    স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, রাউজানে এক ব্যক্তির কারাদণ্ড

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফজল আহমদ (৫০) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

    আজ ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্বাক্ষী-প্রমাণের ভিত্তিতে তাকে দণ্ড দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। দণ্ডপ্রাপ্ত ফজল আহমদ উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের মাইজপাড়া এলাকার মৃত সৈয়্যদ আহমেদের পুত্র। সে একই উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের এনায়েত ফকির বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতো।

    ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দিদারুল আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ১২ নভেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটার ফজল আহমেদের শ্বশুরবাড়ির লোকজন বেড়াতে যাওয়ার সুযোগে স্থানীয় ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ডেকে কক্ষের দরজা বন্ধ করলে মেয়েটি কৌশলে দরজা খুলে পালিয়ে যায়।

    পরে দৌঁড়ে ছুটে এসে বিষয়টি সবাইকে জানালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং বিস্তারিত জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে স্বাক্ষীসহ উপজেলায় যাওয়ার প্রস্তুতিকালে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    এ সময় আমি মোটর বাইক নিয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে একমাসের কারাদণ্ড প্রদান করেন।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফজল আহমদ নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

  • ফুলকলির দুই কেজি মিষ্টির প্যাকেটের মূল্য ২১ টাকা!

    ফুলকলির দুই কেজি মিষ্টির প্যাকেটের মূল্য ২১ টাকা!

    ফুলকলির মিস্টির একটি শোরুমে রসমালাইর গায়ে কোনো উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ নাই। আবার কোনো কোনো মিষ্টি গতকাল শো রুমে এসে পৌছলেও পরেরদিন পর্যন্ত উৎপাদন এবং মেয়াদের স্টিকার লাগাতে ভুলে গেছে কর্তৃপক্ষ।

    এছাড়াও শো রুমে গণনা করে ৩৩ বক্স রসমালাই দেখা গেলেও মেলেনি সে পরিমাণ মেয়াদের স্টিকার। এমনকি দুই কেজি ওজনের প্যাকেটের মূল্য রাখা হচ্ছে ২১ টাকা।

    চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার বিভিন্ন মিস্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ফুলকলির একটি শো রুমে বিষয়গুলো ধরা পড়ে। আজ রবিবার বেলা সাড়ে ১২টা থেকে পৌণে দুইটা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

    অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অভিযানের সময় ফুলকলির শো রুম কর্তৃপক্ষকে মিস্টি ও রসমালাইয়ের গায়ে মেয়াদের স্টিকার নেই কেন জানতে চাইলে কর্তপক্ষ সরল উত্তর দেন তারা স্টিকার লাগাতে ভুলে গেছেন।

    এছাড়া অভিযানের সময় যতগুলো রসমালাই বক্স পাওয়া গেছে সে পরিমাণ স্টিকার তারা দেখাতে পারেনি। অন্যদিকে প্রতিষ্ঠানটিতে দুই কেজি মিস্টির প্যাকেটের মূল্য রাখা হচ্ছে ২১ টাকা।

    নানা অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

  • পেঁয়াজ এখন রড সিমেন্টের দোকানে! অভিযানে ৫টন জব্দ

    পেঁয়াজ এখন রড সিমেন্টের দোকানে! অভিযানে ৫টন জব্দ

    কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির আশায় কমদামে পেঁয়াজ নিয়ে কিনে মজুদ করে রেখেছে এক ব্যবসায়ি। এমন অভিযোগ পেয়ে হাটহাজারী পৌরসভার পুড়াহাট এলাকায় আমির হোসেনের মালিকানাধীন একটি রড সিমেন্টের গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

    ২ অক্টোবর বুধবার দুপুরে হাটহাজারী থানার দক্ষিণ পাশের একটি রড সিমেন্টের গোডাউনে অভিযান চালিয়ে মিলে বিপুল পরিমাণ পেঁয়াজ। খোঁজ নিয়ে জানা যায় রড সিমেন্টের ব্যবসার আড়ালে এ পেঁয়াজের আড়তের জন্ম হয় মাত্র ৪ থেকে ৫ দিন আগেই। ১৪ টন পেঁয়াজ মজুদ করা হয় এ গোডাউনে।

    এ আড়ৎ থেকে স্থানীয় বাজারে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করার তথ্য নিশ্চিত করলেও পাইকারী বাজার থেকে কত করে পেঁয়াজ ক্রয় করেছে তার সঠিক কোন হিসেবে বা নথিপত্র দেখাতে পারেনি আড়তদার। তিনি একবার ৬০ টাকা আবার ৬৫ কিছুক্ষন পর ৬৮ টাকা কেজি দরে পেঁয়াজগুলো ক্রয় করেছেন বলে ভ্রাম্যমান আদালতকে তথ্য দিয়েছেন।

    ফলে রড সিমেন্টের এ গোডাউন থেকে প্রায় ১শত বস্তা ৫টন পেঁয়াজ জব্দ করে ভ্রাম্যমান আদালত। বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ করায় পেঁয়াজের পাইকারী ব্যবসায়ী আমির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

    আড়তদারের সাথে কথা হলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তিনি ৬৮ টাকা কেজি ধরে ১৪ টন পেঁয়াজ কিনেছেন তবে তাকে কোন ধরনের রশিদ দেয়া হয়নি। তিনি বলছেন পেঁয়াজ যিনি আমদানি করেছে এবং এলসি’র মাধ্যমে এসব পেঁয়াজের চালান যার মাধ্যমে কাটা হয়েছে তারা একটি দর ধরে শুধুমাত্র স্কেলে ওজন মেপে মৌখিকভাবে তাদের কাছে পেঁয়াজগুলো হস্তান্তর করেছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পেঁয়াজের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে পেঁয়াজ বিক্রির উদ্দ্যেশে মজুদ করেছেন ব্যবসায়ি আমির হোসেন। মনিটরিংয়ে এসে তার কাছ থেকে পাওয়া বক্তব্য মোটেও বিশ্বাসযোগ্য হচ্ছে না। কোন ধরনের কাগজ পত্র দেখাতে না পারায় ৫টন পেঁয়াজ জব্দ করা হয়েছে।

    হাটহাজারীতে এ ধরনের অসংখ্য গুদামে পেঁয়াজ মজুদ রাখা আছে জানিয়ে রুহুল আমিন বলেন, যারা মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার মত অসাধু পথ অবলম্বন করবেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অভিয়ান অব্যাহত রেখে প্রত্যেক অসাধু ব্যবসায়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

    পেঁয়াজের আমদানি অব্যাহত এবং বাজারেও যথেষ্ট পেঁয়াজ আছে জানিয়ে এ নির্বাহী কর্মকর্তা বলেন, পেঁয়াজ নিয়ে হাটহাজারীবাসির বিভ্রান্তিতে পড়ার কোন সুযোগ নেই।

    জব্দকৃত পেঁয়াজগুলো কি করা হবে এমন প্রশ্নে রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এ গোডাউন থেকে একশ বস্তা প্রায ৫টন পেঁয়াজ জব্দ করা হয়েছে। আড়তদার যদি তার পেঁয়াজ ক্রয়ের সঠিক কাগজপত্র দেখাতে পারে এবং তা সুলভ মূল্যে বিক্রি করার অঙ্গিকারনামা দিলে জব্দকৃত পেঁয়াজগুলো তাকে পুনরায় ফেরত দেওয়া হবে।