Tag: উপজেলা প্রশাসন

  • রাউজানে সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও সন্মাননা প্রদান

    রাউজানে সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও সন্মাননা প্রদান

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”।

    শনিবার সকালে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লা আল মাহমুদ ভুঁইয়া, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা কো-অপারেটিভ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টাজমির উদ্দিন পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, এ্যাডভোকেট শফিউল আজম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান। অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তা সমবায়ীর পুরষ্কার লাভ করেন উপজেলা কো-অপারেটিভ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ।

    এছাড়া সমবায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ দি বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি শাসনরক্ষিত ভিক্ষু, গুজরা অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ, দি বাগোয়ান কোয়েপাড়া কো-অপারেটিভ সোসাইটি, মুন্সিরঘাটা হযরত শাহ লতিফ অটোরিক্সা চালক সমবায় সমিতির সম্পাদক মুবিন উদ্দিন, অদুদিয়া সড়ক অটোরিক্সা ও অটোটেম্পো চালক সমবায় সমিতির সভাপতি হারুনুর রশিদকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

  • হাটহাজারীতে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

    হাটহাজারীতে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

    মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে যানজট নিরসনে সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে মাঠে নেমেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

    সোমবার (১০ আগস্ট) হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডে অবৈধভাবে দখল হওয়া সরকারি জায়গা উদ্ধার অভিযান শুরু করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।

    সূত্র জানায়, হাটহাজারী বাসস্ট্যান্ড মালিক সমিতির মালিকানাধীন ১.২৭ একর জমি থাকলেও তারা এর বাইরে আশেপাশের সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে। যার ফলশ্রুতিতে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় প্রতিনিয়ত মারাত্মক যানজটের সৃষ্টি হয়।

    এই যানজট নিরসনে উপজেলা প্রশাসন চলতি বছরের জানুয়ারি মাসে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখল হওয়া প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের ১৩ শতক সরকারি জায়গা উদ্ধার করে।

    পরে হাটহাজারী বাসস্ট্যান্ড মালিক সমিতি উপজেলা প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করলে উচ্ছেদ অভিযান কিছু দিন বন্ধ থাকে। মালিক সমিতির মামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসের ৬ তারিখ মহামান্য আদালত হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষে রায় দেন। ফলশ্রুতিতে হাটহাজারী উপজেলার প্রশাসন পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করেন।

    অবৈধভাবে দখল হওয়া সরকারি জায়গা উদ্ধারে সবার সহযোগীতা কামনা করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন বলেন, মহামান্য আদালতের রায় পেয়ে হাটহাজারী বাসস্ট্যান্ডে আমরা পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করেছি। এই উচ্ছেদ অভিযান শেষে অবৈধভাবে দখল হওয়া আরও ৬ শতক সরকারি জায়গা অবৈধ দখল মুক্ত হবে বলে জানান তিনি।
    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে সকল মার্কেট ও শপিং মল বন্ধ ঘোষণা প্রশাসনের

    সীতাকুণ্ডে সকল মার্কেট ও শপিং মল বন্ধ ঘোষণা প্রশাসনের

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপকহারে বিস্তার করায় ঈদুল ফিতর পর্যন্ত সীতাকুণ্ড বাজারস্থ পৌরসদরের মার্কেট, শপিংমলসহ সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবসায়ী দোকান মালিক সমিতির আহবায়ক কমিটি।

    গত ৯ মে এক মতবিনিময় সভার মাধ্যমে উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সমিতির উক্ত সিদ্ধান্তকে ব্যবসায়ীরা বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে অতিলোভে মার্কেটের সব দোকান খোলা রেখে ব্যাপক জনসমাগম ঘটিয়ে বেচাকেনা করছে।

    এদিকে প্রতিদিনই হুহু করে সীতাকুণ্ডে বাড়ছে করোনা আক্রান্ত রোগী। লকডাউন না মেনে শত শত মানুষ ভিড় করছে বাজারে।

    এঅবস্থায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কাল বুধবার থেকে উপজেলার পৌরসদর, বড়দারোগারহাট, কুমিরা, জোড়ামতল ও ভাটিয়ারি বাজারের সকল মার্কেট ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এর সাক্ষরিত এক বিজ্ঞাপ্ততি এ কথা জানানো হয়। ওষুধের দোকান,
    মুদি দোকান এবং কাচা বাজার, সারের দোকান সরকারী নিয়মঅনুযায়ী খোলা থাকবে।

    উল্লেখ্য যে, একদিন সীতাকুণ্ডে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত ৪০।

    ২৪ ঘণ্টা/এম আর

  • খাগড়াছড়িতে জেলা প্রশাসনের ত্রাণ পেল লক্ষাধিক পরিবার

    খাগড়াছড়িতে জেলা প্রশাসনের ত্রাণ পেল লক্ষাধিক পরিবার

    খাগড়াছড়ি প্রতিনিধি::খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ ৮ হাজার ৬শ ৮৬ পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

    নয় উপজেলা ও ৩টি পৌরসভায় এসব ত্রাণ বিতরণ অব্যাহত আছে।

    এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগকে এগিয়ে নিয়েছে বিতরণ করা হচ্ছে নগদ অর্থ। এর মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ১ হাজার ৪শ ৬৪ মেট্রিক টনের মধ্যে বিতরণ হয়েছে ১ হাজার ৮৭ মেট্রিক টনের বেশি চাল । বিতরণের প্রক্রিয়ায় রয়েছে আরো ৩’শ ৭৭ মেট্রিক টন চাল। চাল ছাড়াও তেল, লবণ, আলু, ডালও বিতরণ করা হচ্ছে।

    ওএমএস এর বরাদ্দকৃত ৪৮ মেট্রিক টনের মধ্যে ৪৫ মেট্রিক টন বিতরণ করা হয়েছে।

    এছাড়া খাদ্য বান্ধব কর্মসূচির ৪শ ৬৩ মেট্রিক টনের মধ্যে বিতরণ করা হয়েছে ৩’শ ৮৯ মেট্রিক টন। বিতরণের প্রক্রিয়ায় রয়েছে ৭৩ মেট্রিক টন।

    খাগড়াছড়ি জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

    ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-খাগড়াছড়ি কমিটির সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান বলেন, জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রমে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করা হয়েছে। বিভিন্ন সংগঠনকে ত্রাণ বিতরণের জন্য অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। ত্রাণ বিতরণে বিভিন্ন সংগঠনকে যুক্ত করা একটি ইতিবাচক উদ্যোগ।

    এছাড়া বিভিন্ন করোনা বেকার হয়ে পড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

    জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, বিতরণ করা হচ্ছে ১৫ লক্ষ টাকার শিশু খাদ্যও।

    মহালছড়ি উপজেরা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত জানান,‘ আমরা উপজেলার অন্তত ৭শ ৫০ পরিবারের মধ্যে শিশু খাদ্য পৌঁছে দিয়েছি। শিশুদের জন্য গুড়ো দুধ, প্রাটিন সমৃদ্ধ বিস্কুট, সুজি ও চিনি বিতরণ করা হয়।

    পর্যায়ক্রমে প্রায় ৬ হাজার পরিবারকে শিশু খাদ্য বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক ।

    খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান,‘ প্রশাসন ও স্থানীয় জনগণের সহায়তায় খাগড়াছড়ি এখনো করোনামুক্ত। এই দুর্যোগ মোকাবেলায় সামাজিক দুরত্ব মেনে চলার জন্য জনগণকে সচেতন করেছি। একই সাথে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে স্বচ্ছতার সাথে ত্রাণ সহায়তা পৌছে দেয়া হচ্ছে। তারপরও যদি কেউ ত্রাণ সহায়তায় বাইরে থাকে সংশ্লিষ্ট ইউএনওদের অবগত করলে ত্রাণ পৌছানোর ব্যবস্থা করা হবে। এছাড়া ত্রাণ কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠনকে নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।’

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • সরকারি নির্দেশ অমান্য| হাটহাজারীতে চালু কারখানা বন্ধ করল প্রশাসন সাথে জরিমানা

    সরকারি নির্দেশ অমান্য| হাটহাজারীতে চালু কারখানা বন্ধ করল প্রশাসন সাথে জরিমানা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি || করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দূর্যোগে দেশ যখন এক ক্রান্তিময় সময় পার করছে ঠিক এমনি সময়ে সরকারি আদেশ অমান্য করে কারখানা খোলা রেখে মোমবাতি তৈরি করা হচ্ছে।

    গোপনে খবর পেয়ে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়াডের্র আলীপুর মোমবাতি কারখানাটি অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে চালু কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

    আজ ১৩ এপ্রিল (সোমবার) পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মান রুহুল আমিন। এসময় কারখানাটিতে কর্মরত ২০ জন শ্রমিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১০ দিনের ত্রাণ ভর্তি ভালবাসার থলে প্রদান করা হয়।

    এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, সরকারি আদেশ অমান্য করে কারখানা খোলা রাখা এবং সামাজিক দুরুত্ব নিশ্চিত না কারায় কারখানা মালিককে ৫০০০ টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

    ২৪ঘণ্টা/ পারভেজ/ আর এস পি

  • ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

    ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচিত স্থানীয় সাংসদ সদস্য ও ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জান চৌধুরী জাবেদ।

    ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে যথাসম্ভব শান্ত থাকা, গুজবে কান না দেওয়া ও গুজব না রটিয়ে দূর্যোগের সময় নিয়োমিত রেডিও শুনা, বিপদ সংকেত ঘোষণার সাথে সাথে সবার আগে উপকুল এলাকার আশ্রয় কেন্দ্রর গিয়ে নিরাপদে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

    তিনি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহবান জানান। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী এলাকাবাসীর উদ্দ্যেশে পৃথক এক বাতায় জানিয়েছেন দুর্যোগের সময় গর্ভবর্তী মা-নারী-শিশুদের আগে আশ্রয়কেন্দ্র নিয়ে যাওয়া জন্য স্বেচ্ছাসেবকদের সহযোগীতা করার কথা বলেছেন।

    তিনি বলেন, গবাদি পশুর দড়ি খুলে নিরাপদ স্থানে নেওয়া। আশ্রয় কেন্দ্রর যাওয়া সময় শুকনো খাবার ও জরুরী প্রয়োজনীয় জিনিসপত্র মাটিতে সুরক্ষিতভাবে পুতে রাখা, জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখা, লোকের মুখের কথা না শুনে শুধু সরকারি বার্তায় বিশ্বাস রাখা, মোবাইল ফোন আগেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা এবং ঝড় শুরু হলে পরিস্থিতি বুঝে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার জন্য এলাকাবাসির দৃষ্টি আকর্ষণ করেছেন।

    আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের আহমেদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকারি বেতারে সংবাদ ঘোষনা করা হয়। চট্টগ্রামের ৯ নং মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। আমরা উপজেলা প্রশাসন কর্মকর্তা প্রকৃতির দূর্যোগ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি।

    তিনিও ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছ। আনোয়ারায় আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করা হয়েছে। একটা সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছেন। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছেন।

    আনোয়ারা উপকূলীয় অঞ্চলগুলো নিরাপত্তার জন্য নিকটতম সাগর এবং নদীতে পরিবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মাছ ধরা সকল নৌযান চালাচল বন্ধ ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন।