Tag: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের

  • টাকা ছাড়া মিলছেনা চিকিৎসা, নানা অনিয়মে চলছে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

    টাকা ছাড়া মিলছেনা চিকিৎসা, নানা অনিয়মে চলছে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : চিকিৎসা কার্যে অবহেলা, অর্থ আদায়,রোগী ও রোগীর অভিভাবকদের সাথে রূঢ় আচরণ করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। শুধু তাই নয়, রোগী বাণিজ্য করে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজি থেকে নানা উপঢৌকন গ্রহণ করছেন চিকিৎসক-নার্স ও কর্মচারীরা।

    এমনই নানা অনিয়ম আর রোগী বাণিজ্যের মধ্য দিয়ে ঢিমতালে চলছে লক্ষ্মীপুর রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তাকে জানিয়েও মিলছে না সুফল।

    উপজেলার প্রত্যন্ত অঞ্চল উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের থেকে চিকিৎসাসেবা প্রত্যাশী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন- ‘৫ ডিসেম্বর আমার স্ত্রী শারমিন আক্তারের প্রসব বেদনা উঠলে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করাই। যার রেজি নং ১১৯/১১৯ তাং ০৫/০১/২০২১. চেকআপ করা হবে বলে আমাকে হ্যান্ডসগ্লােভসের জন্য নিচে ওষুধের দোকানে পাঠানো হয়। আমি দ্রুত হ্যান্ডগ্লোভস নিয়ে আসার পরে জানতে পারি আমার স্ত্রীর চেকআপ হয়ে গেছে। এরপর আল্ট্রাসনোগ্রাফি করাতে হবে বলে জনসেবা প্রাইভেট হাসপাতালে পাঠান রোগীসহ আমাকে। রিপোর্ট নিয়ে আসার পরে ‘বাচ্চার অবস্থা আশঙ্কাজনক’ বলে আমাকে প্রাইভেট হাসপাতাল বা লক্ষ্মীপুরে অন্য কোনো হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন সিনিয়র নার্স আরজু। দুপুর একটার দিকে রোগী নিয়ে আসলেও প্রায় ৫ ঘন্টা পর বহু দেন-দরবার করায় ভর্তি নেয়ার জন্য বলেন একনার্সকে নির্দেশ দেন আরজু। এদিকে রোগী ‘ব্যাথায় চিৎকার চেচামেচি’ করলে ব্যথানাশক ইনজেকশন পুশ করতে হবে বলে তড়িঘড়ি করতে থাকেন ওই নার্স। প্রথমে ইনজেকশন নাই বলে সাফ জানিয়ে দেন হাসপাতালের এক কর্মচারী। পরে ১’শ টাকা হাতে গুঁজে দিলে ইঞ্জেকশন বের করে রোগীকে পুঁশ করেন।’

    ওই ভুক্তভোগী আরো বলেন-‘দুপুর একটার দিকে রোগীকে হাসপাতালে আনার পরে কোনো চিকিৎসক ছিল না। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রদত্ত রোগীর ‘হলুদ বই’ দেখানোর পরেও কোন চিকিৎসককে কল করা হয়নি।’

    দীর্ঘ পাঁচ ঘন্টা পরে উপায়ান্তর না পেয়ে ও নিরুপায় হয়ে ওই ভুক্তভোগী তার রোগীকে অন্যত্রে নিয়ে যান বলে এপ্রতিবেদকের কাছে কান্নাজড়িত কণ্ঠে জানান। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শামিমা নাসরিন নিজেই সিজার করেন।

    জানা গেছে, নার্স আরজু ও কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী মিলে চিকিৎসার নামে বেনামে সাধারণ অসহায় রোগীদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়। যারা টাকা পয়সা দেয় তাদের চিকিৎসা আছে। যারা টাকা পয়সা দেয় না, দিতে পারে না তাদের হাসপাতাল থেকে নানা অজুহাতে ছেড়ে দেয়া হয়।

    চিকিৎসা কাজে দায়িত্ব অবহেলার খবর এপ্রতিবেদকের কাছে আসার পর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার জাকির হোসেনকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি পরদিন সশরীরে হাসপাতাল গিয়েও তাকে দেখতে না পেয়ে আবারো একাধিকবার মোবাইল ফোন করেও পাওয়া যায়নি।

    এদিকে ঘটনার এক সপ্তাহ পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাকির হোসেনকে মোবাইল ফোনে পাওয়া যায়। বিস্তারিত শোনার পর তিনি বলেন-‘ কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

    তবে ঘটনার দিন হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তন্ময় পালকে পাওয়া যায়। তিনি অকপটে স্বীকার করেন যে তিনি ইমার্জেন্সির দায়িত্বরত ডাক্তার ছিলেন। তবে কোনো কথা বলতে হলে ‘কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে’এমনটি সাফ জানিয়ে দিলেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বাহারুল ইসলাম ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করছেন ও মোবাইল ফোনে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

  • পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মুখে গর্ত দুর্ঘটনা শঙ্কা

    পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মুখে গর্ত দুর্ঘটনা শঙ্কা

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে গত বছর ঢালাই উঠে সড়কে একটি বড় গর্তের সৃষ্টি হয়। এ গর্তের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

    মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে প্রায় ১৩ মাস ধরে একটি গর্ত সৃষ্টি হয়েছে। আর এই গর্তে বিপদ সঙ্কেত হিসাবে একটি বাঁশ দেওয়া হয়েছে।

    সংশ্লিষ্টরা জনান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথের রাস্তার এই অংশে গত বছর বৃষ্টির সময় গর্ত সৃষ্টি হয়েছিল। পরে বেশ কয়েকটা দুর্ঘটনা হওয়ার পর কর্তৃপক্ষ বিপদ সঙ্কেত হিসেবে একটি বাঁশের খুঁটি দেয়। স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই রয়েছে উপজেলা অফিস, পৌর ভবন, সড়ক ও জনপদ অফিস। তবুও এই গর্তটি মেরামত করা হচ্ছে না।

    হাসপাতালের আরএমও আব্দুল জব্বার জানান, আমি বিষয়টি উপজেলার মাসিক মিটিংয়ে নির্বাহী অফিসারকে জানালে তিনি পৌরসভার মেয়য়কে জানাতে বলেন। মেয়রকে জানালে তিনি বলেন, এখন কোন বরাদ্দ নেই। বরাদ্দ আসলে মেরামত করা হবে।

    এ ব্যাপারে পীরগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নুর মো: শাহজাহান শাহ্ বলেন, আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবো।

    ২৪ ঘণ্টা/রিহাম/গৌতম

  • বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন

    বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

    রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে লাইন স্থাপন কাজের ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন তিনি।

    বৈশ্বিক করোনা মহামারীতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রদান করেন ডা: হারুন- হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইপস্ পরিবার)।

    এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো, এমরান, সহকারি কমিশনার ( ভুমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ডা: ফারজানা আকতার, থানা অফিসার ইনচার্জ মো, আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আবু শাহদাত, ইবস্ পরিবারের সদস্য মো: শোয়েব, পৌরসভা প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান।

    এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এস এম জসিম, কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, হামিদুল হক মন্নান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, শফিউল আলম, যুবলীগ নেতা আব্দুল মান্নান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান, সাংবাদিক আবুল ফজল বাবুল, রাজু দে, মো. সেকান্দর আলম বাবর, দেবাশীষ বড়ুয়া রাজু উপস্থিত ছিলেন।

    সভায় সাংসদ মোছলেম উদ্দিন আহমদের উদ্যোগে করোনা আক্রান্ত মৃতব্যক্তিদের সৎকারে সহযোগীতাকারী উপজেলা গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিমকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া এন মোহাম্মদ প্লাস্টিকের সৌজন্যে করোনায় আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

     

  • সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আলট্রাসনোগ্রাম

    সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আলট্রাসনোগ্রাম

    কামরুল ইসলাম দুলু : প্রথমবারের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হলো আলট্রাসনোগ্রাম মেশিন।

    সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় এর অনুপ্রেরণা এবং সুপারিশে আজ রবিবার (২৮ জুন) সকালে এ আলট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম চালু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।

    প্রতিদিন (সরকারী ছুটির দিন বাদে) অফিস চলাকালীন সময়ে রোগীদের আলট্রাসনোগ্রাম করা যাবে। এজন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

    এছাড়াও স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির এবং সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা জয়ী ১২ রোগীকে ফুল দিয়ে বিদায়

    সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা জয়ী ১২ রোগীকে ফুল দিয়ে বিদায়

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২ জন রোগী।

    আজ শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে তাঁদের ছাড়পত্র ও ফুল দিয়ে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

    সুস্থ হওয়া ১২ জন রোগীর মধ্যে পুলিশ সদস্যও রয়েছে। তাদের মধ্যে কয়েকজন হচ্ছে আবদুল বাতেন, মাঈনউদ্দিন,মোবারক আলী, তৌহিদুল ইসলাম, নুরুল ইসলাম, টিবলু মজুমদার, মোঃ জাকির, আল আমিন, শাহাদাত প্রমুখ।

    ভালো হয়ে যাওয়া এই রোগীরা হাসপাতাল ছাড়ার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নার্স ও চিকিৎসকদের ভালো সেবা পেয়ে তাঁরা মুগ্ধ। দেশের অন্যান্য হাসপাতালে নার্স ও চিকিৎসকদের নিয়ে নানা কথা শোনা গেলেও এখানকার নার্সরা অত্যন্ত বিনয়ী, সেই সঙ্গে চিকিৎসকরাও। রোগীরা তাঁদের কাছে চিরকৃতজ্ঞের কথা জানান এ সময়।

    বিদায়ের মুহূর্তে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিনসহ অন্যান্য ডাক্তার ও নার্স বৃন্দ।

    এব্যাপারে ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, আমরা করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে সুস্থ্য করে বিদায় দিতে পেরে নিজেরাই গর্ববোধ করছি। এই জন্য ধন্যবাদ জানাই সকল চিকিৎসক, নার্স, সুইপার, ওয়ার্ড বয় এবং হাসপাতালের সকল কর্মচারীবৃন্দকে।

    এছাড়াও সর্বোপরি সীতাকুণ্ডের জনগনসহ প্রশাসন, সাংবাদিক এবং জনপ্রতিনিধি যাদের সহযোগিতায় আমাদের সফলতা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বেডের প্রয়োজনীয় সামগ্রী উপহার দিলেন চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর

    সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বেডের প্রয়োজনীয় সামগ্রী উপহার দিলেন চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ বেডের আইসোলেশন সেন্টারকে ২০ বেডে উন্নত করতে বেড এবং বেড সামগ্রী উপহার দিয়েছেন উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী জাহাঙ্গীর। একজন করোনা আক্রান্ত রোগীর জন্য যা যা প্রয়োজন ১০ বেডের সব সামগ্রী ব্যক্তিগত পক্ষ থেকে প্রদান করেন।

    আজ শনিবার (২০জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উক্ত সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুর উদ্দিন প্রমূখ।

    এবিষয়ে চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর বলেন, সীতাকুণ্ডে করোনা আক্রান্ত দিন দিন বেড়েই চলেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ বেডের যে আইসোলেশন সেন্টার রয়েছে তা অপতুুল্য। বিষয়টি চিন্তা করে আমি আরো ১০ বেডের সামগ্রী প্রদান করেছি। এভাবে যদি সকল বিত্তবানরা এই দূর্যোগকালীন মূহর্তে এগিয়ে আসে তাহলে তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লামা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে জীবানু নাশক টানেল স্থাপন

    লামা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে জীবানু নাশক টানেল স্থাপন

    ২৪ ঘণ্টা ডট নিউজ।লামা প্রতিনিধি:প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবানু নাশক টানেল স্থাপন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিংহাই রবিন বাহাদুর।

    স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে এ টানেল স্থাপন করা হয়।

    বুধবার (১৩ মে) দুপুরে স্থাপিত টানেলের উদ্ভোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

    এ সময় নিবার্হী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর ও ফাতেমা পারুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন, চিকিৎসক (রোগনিয়ন্ত্রণ) মনিরুজ্জামান মোহাম্মদ, ডেন্টাল সার্জন আরিফ বিন রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

    এর আগে মন্ত্রী পুত্র রবিন বাহাদুর এ স্বাস্থ্য কমপ্লেক্সে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস এবং মাক্সও প্রদান করেন।

    বৈশ্বিক এ মহামারিতে মানব কল্যানে কাজ করার জন্য রবিন বাহাদুরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, এই টানেলটির ভেতর দিয়ে হেঁটে গেলে অটোমেটিক লেজার সেন্সর এক্টিভ হয়ে ব্যক্তির উপর স্প্রে হবে। এ স্প্রের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতে অথবা বের হওয়ার সময় যে কেউ এর মাঝে দিয়ে হেটে গেলে তার শরীরে এবং জামা কাপড়ে লেগে থাকা জীবাণু সহজেই ধ্বংস হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/রফিক

     

  • ফটিকছড়িতে অজ্ঞাত মহিলার মৃত্যু

    ফটিকছড়িতে অজ্ঞাত মহিলার মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। আজ ২১ ডিসেম্বর বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা অজ্ঞাত এ মহিলাকে মৃত ঘোষণা করেন। 

    এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নেতৃত্বে কয়েকজন মিলে অজ্ঞাত এ মহিলাকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে উক্ত মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রয়েছেন বলে জানা গেছে।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রাস্তার পাশে এক অজ্ঞাত মহিলা পড়ে থাকার খবর পাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

    ভদ্রমহিলার কোন পরিচয় পাওয়া যায়নি, তাই উপজেলায় তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।