Tag: উপজেলা

  • বাইরে থেকে বন্ধ ভেতরে বাণিজ্য, ছদ্মবেশধারী ইউএনও’র হাতে ধরা ব্যবসায়ি

    বাইরে থেকে বন্ধ ভেতরে বাণিজ্য, ছদ্মবেশধারী ইউএনও’র হাতে ধরা ব্যবসায়ি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : করোনা মহামারির কারণে সরকারি বিধি নিষেধ থাকায় পটিয়া সদরে ব্যবসা করতে না পেরে গ্রামকেই বেচে নিয়েছে অনেক ব্যবসায়ি।

    আবার অনেকেই দিনের বেলার মতোই দোকানের বাইরে থেকে বন্ধ রেখে ভেতরে জমজমাট ভাবেই বেঁচা কেনা করছে। মানছে না সামাজিক দুরত্ব। নানাভাবে বুঝিয়েও প্রশাসনের কোন কথায় কর্ণপাত করছে না এসব ব্যবসায়িরা।   

    তবে করোনা মহামারিতে ব্যস্ত প্রশাসনের সাথে এমন লুকোচুরি করা অসাধূ ব্যবসায়িদের শায়েস্তা করার লক্ষ্যে ভিন্ন পন্থা অবলম্বন করছে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    তিনি গতকাল ভোর থেকে বুধবার বিকেল পর্যন্ত ছদ্মবেশ ধারণ করে ক্রেতা সেজে এরকম একাধিক ব্যবসায়িকে হাতেনাতে ধরেছেন। তবে সামান্য জরিমানা করে শেষবারের মত সকলকে সতর্ক ও সাবধান করে দেন।

    জানা যায়, চট্টগ্রামের পটিয়ার স্বাস্থ্য বিধি না মেনে প্রতিনিয়ত প্রসাশনের সাথে লুকোচুরি করে ব্যবসা করে যাচ্ছে পটিয়া কতিপয় কিছু ব্যবসায়ী। কেউ গভীর রাতে আবার কেউ ভোরে ক্রেতাদের সাথে ফোনে কন্ট্রাক করে দোকান খুলে ব্যবসা পরিচালনা করে আসছে।

    এদিকে পটিয়ার দোকান মালিক সমিতির প্রথমে দোকান বন্ধ রাখার ঘোষণা দিলেও নানা জটিলতায় আবারও দোকান চালু করেন একাধিক ব্যাবসায়ী। গত কিছুদিন ধরে পটিয়াতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে উপজেলা প্রসাশনের সাথে বৈঠক করে ব্যবসায়িরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

    কিন্তু আইনের তোয়াক্কা না করে প্রায় প্রতিদিন মাঝ রাতে কিংবা ভোরে ক্রেতাদের দোকানে ডেকে এনে ব্যবসা পরিচালনা করে আসছে অসাধু ব্যাবসায়ীরা। স্বাস্থ্য বিধি না মেনে জনসমাগম করে ব্যবসা করার অপরাধে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বিভিন্ন সময় অর্থদণ্ড প্রদান করলেও এসব লোভী ব্যবসায়িদের ঠেকানো যাচ্ছে না।

    এদিকে প্রশাসনের কড়াকড়িতে অনেক ব্যবসায়ী পটিয়া সদরে ব্যবসা করতে না পেরে এখন গ্রামকে বেছে নিয়েছেন এবং গ্রামে গ্রামে অস্থায়ী ভাবে দোকান খুলে স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করছে।

    আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী জনস্বার্থে অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    তিনি আজ উপজেলার ছনহরা, দক্ষিণ ছনহরা, মুরালীঘাট বাজার, দক্ষিন বাথুয়া, আশিয়া সহ বিভিন্ন এলাকায় ভাসমান দোকান বসিয়ে জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৪ দোকানের মালিককে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভাসমান দোকানগুলো বন্ধ করে দেন।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, জনগণের স্বার্থে এধরনের অভিযান অব্যহত থাকবে।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/ রাজীব প্রিন্স

  • করোনা জয় করে নিজের পেশায় ফিরলেন তরুণ চিকিৎসক আসিফ, ফের ব্যস্ত রোগীর সেবায়

    করোনা জয় করে নিজের পেশায় ফিরলেন তরুণ চিকিৎসক আসিফ, ফের ব্যস্ত রোগীর সেবায়

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা জয় করে নিজের পেশায় ফিরে রোগীদের সেবায় ফের ব্যস্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের তরুণ চিকিৎসক আসিফুল হক।

    হাসপাতালে এবং বাসায় দীর্ঘ প্রায় এক মাসের লড়াই শেষে করোনাকে কাবু করে গতকাল রোববার (১০ মে) তিনি ফিরলেন চিকিৎসা জীবনের নিজের প্রথম সরকারি কর্মস্থল বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

    হাসপাতালটির জরুরি বিভাগে যোগ দিয়ে গতকাল দিনভর তিনি হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। এসময় রোগী ও তাদের স্বজনদের শুনিয়েছেন করোনা জয়ের গল্প। পাশাপাশি করোনা সংক্রমণ থেকে বাঁচতে রোগীদের নানা ধরনের পরামর্শও দিচ্ছেন করোনা জয়ী এ চিকিৎসক।

    জানা যায়, হঠাৎ করে শরীরে জ্বর সর্দি কাশি অনুভব করলে চিকিৎসক আসিফুল হক নিজ উদ্দ্যেগেই চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন গত ১২ এপ্রিল।

    দুদিন পর তার নমুনায় করোনা ধরা পড়লে গত ১৪এপ্রিল তিনি চিকিৎসার জন্য ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে।

    সেখানে প্রায় ১০ দিন চিকিৎসা সেবা নেয়ার পর গত ২৪ এপ্রিল হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন এ চিকিৎসক। পরে নিজের বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে গতকাল রবিবার তিনি ফের যোগ দেন তার কর্মস্থলে।

    আসিফ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ৫২তম ব্যাচের ছাত্র ছিলেন।

    ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গত বছরের শেষের দিকে সরকারি চিকিৎসক হিসেবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। সরকারি চিকিৎসক হিসেবে এটাই তাঁর প্রথম কর্মস্থল।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রাম জেলার নতুন হটস্পট লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একদিনে আক্রান্ত ১২ স্বাস্থ্যকর্মী

    চট্টগ্রাম জেলার নতুন হটস্পট লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একদিনে আক্রান্ত ১২ স্বাস্থ্যকর্মী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত এক নার্সের স্বামীর প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে গত ১ মে।

    এরপর মাত্র ৯ দিনে পুরো লোহাগাড়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। 

    আজ ১০ মে রবিবার চট্টগ্রামে করোনা পরীক্ষার ২য় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয (সিভাসু) ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নতুন করে এ উপজেলার আরো ১৪ জন আক্রান্ত হয়েছে।

    এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী আছে ১২ জন। অন্য দুজনের মধ্যে এক জনের বাড়ি উপজেলার চুনতি ও অপরজনের বাড়ি আমিরাবাদ এলাকায়।

    আজ নতুন করে ১২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন নারী। এর আগেও একই স্বাস্থ্য কমপ্লেক্সের আরো দুজন করোনা আক্রান্ত হয়েছে।

    ফলে এ নিয়ে একই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, নতুন আক্রান্ত ১২জন স্বাস্থ্যকর্মীকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়া আজ নতুন করে এ উপজেলায় আরো ২ জন আক্রান্ত হয়।

    অন্য দুজনের মধ্যে এক জনের বাড়ি উপজেলার চুনতি ও অপরজনের বাড়ি আমিরাবাদ এলাকায়। তাদেরকেও স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশেন নিয়ে আসার প্রচেষ্টা চলছে।

    এর আগে গত ১ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স অনিতা দাশের স্বামী সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের স্বাস্থ্য পরিদর্শক উৎপল আচর্য্যের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই স্বাস্থ্যকর্মীর আগে থেকে শ্বাস কষ্ট (হাঁপানি) ছিল। তা ছাড়া তিনি মাঠ পর্যায়ে কাজ করেন। গত ৭ মে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও এক মেডিকেল টেকনেশিয়ান করোনা আক্রান্ত হয়।

    লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা যে ভবনগুলোতে বসবাস করেন ওই ভবনগুলো লকডাউন করা হচ্ছে।

    তাছাড়া ওই ভবনগুলোর বাসিন্দাদের পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্স ও এর পাশের লোকজনকে করোনাকালের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামের রাউজান উপজেলা লকডাউন ঘোষণা

    চট্টগ্রামের রাউজান উপজেলা লকডাউন ঘোষণা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুমতিক্রমে রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে রাউজান উপজেলা প্রশাসন।

    আজ ২৩ এপ্রিল এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি জোনায়েদ কবীর সোহাগ।

    গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লকডাউন চলাকালীন সময়ে ” সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮” এর ১১ (১) (২) (৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে রাউজান উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো।

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য উপজেলা বা জেলা হতে কোনো ব্যক্তি বা যানবাহন রাউজান উপজেলায় প্রবেশ করতে পারবেনা, সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে, এক এলাকা হতে অন্য এলাকার চলাচল কঠোরভাবে সীমিত করা হলো।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লকডাউন চলাকালীন সময়ে যে পরিসেবাসমূহ চালু থাকবে সেগুলো হলো, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ব্যাংকিং কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসা সরঞ্জামাদি, রোগী ও ঔষধ বহনকারী যানবাহন ও কর্মী।

    এছাড়াও জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী, খাদ্যদ্রব্য, শিল্পপণ্য, শিশুখাদ্য এবং পশুখাদ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, কৃষিজ পণ্য, সার, কীটনাশক ও জ্বালানি পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, ত্রাণ কার্য এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি জোনায়েদ কবীর সোহাগ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুমতিক্রমে রাউজান উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

    ২৪ ঘণ্টা/ নেজাম উদ্দিন রানা/আর এস পি

  • পটিয়ায় করোনা, আক্রান্ত রোগীটি প্রতিবন্ধি শিশু| লকডাউন অর্ধশত পরিবার

    পটিয়ায় করোনা, আক্রান্ত রোগীটি প্রতিবন্ধি শিশু| লকডাউন অর্ধশত পরিবার

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি || দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর উপজেলা পটিয়াতে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। সনাক্ত হওয়া রোগীটি ৬ বছরের প্রতিবন্দি শিশু বলে জানা গেছে।

    উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড ওসমান পাড়ার এক প্রবাসীর বাড়িতে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে।

    রবিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের ব্রিফিংএ পটিয়া উপজেলায় প্রথম কোবিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের খবরটি জানার পর থেকে পুরো পটিয়াবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীর নিজ এলাকাবাসীও উৎকন্ঠায় রয়েছেন।

    অবশেষে রাত সোয়া ১২টার দিকে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশের একটি টিম হাঈদগাঁও ইউনিয়নে আক্রান্ত রোগীর বাড়ি ও তার আশে পাশের অর্ধশত পরিবারকে লকডাউন ঘোষণা করেন।পটিয়ায় করোনা

    করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটির বাবা ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, গত ২ মাস আগে ওমান থেকে দেশে ফিরেছেন তার শালারা। কয়েকদিন আগে থেকর তার ছেলের বেশি অসুখ দেখা দিলে গত শনিবার দুপুর বারোটার সময় পটিয়া হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়।

    কর্তব্যরত চিকিৎসক করোনা অনুমান করে শিশুটির থেকে স্যাম্পল সংগ্রহ করে। রোববার সন্ধ্যার পরে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক করোনা পজেটিভ নিশ্চিত করেন এবং রাতে জেলা সিভিল সার্জনও তার নিয়মিত প্রেস ব্রিফে তা নিশ্চিত করে।

    পটিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, পটিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর চট্টগ্রাম থেকে রোববার রাত ১২টার সময় জরুরি ভিত্তিতে ১টি অ্যমবুলেন্স পাঠানো হয়।পটিয়া হাঈদগাঁও লকডাউন

    পটিয়া সহকারী কমিশনার ভুমি ইনামুল হক এর উপস্থিতিতে থানান এস আই নুরুল আমিনন, আক্কাস উদ্দিনসহ একদল পুলিশের সহায়তায় আক্রান্ত শিশুটিকে চট্টগ্রামে নিদ্দিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়।

    রোগীর দাদী প্রতিবেদককে জানান রোববার বিকেল থেকে তাদের নাতীর অবস্থা ভালো ছিলো না।

    পটিয়া সহকারী কমিশনার ভুমি ইনামুল হক জানান, থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন উপজেলার হাঈদগাঁও ইউনিয়ন করোনা আক্রান্ত এলাকার অর্ধশত পরিবারকে লকডাউন ঘোষণা করেন।

    এসময় প্রসাশনের পাশাপাশি উপজেলা আ,লীগ নেতা বিএম জসীম এবং উপজেলা যুবলীগ নেতা আবুল হাসনাত ফয়সাল, দঃ জেলা ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম অভি উপস্থিত ছিলেন।

    চট্টগ্রামে গতকাল ১২ এপ্রিল রবিবার পর্যন্ত মোট ১৪ জন করোনায় আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক। এরমধ্যে একজনের মৃত্যু হয়।

    ২৪ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • সাড়ে সাত হাজার পরিবারকে ত্রাণ দেবে পটিয়া চেয়ারম্যান সমিতি

    সাড়ে সাত হাজার পরিবারকে ত্রাণ দেবে পটিয়া চেয়ারম্যান সমিতি

    ২৪ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার সাড়ে সাত হাজার পরিবারকে ত্রাণ দেবে পটিয়া উপজে লা চেয়ারম্যান সমিতি।

    উপজেলার ১৭টি ইউনিয়নের প্রতিটিতে ৩শ পরিবার করে সর্বমোট সাড়ে ৭ হাজার পরিবারের মধ্য এই ত্রাণ বিতরণ করা হবে।

    আজ ১০ এপ্রিল শুক্রবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমার উপস্থিতিতে এই ত্রাণ কার্যক্রম উদ্ধোধন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন পটিয়া চেয়ারম্যান সমিতির সভাপতি কাশিয়াইশ চেয়ারম্যান আবুল কাসেম, সাধারণ সম্পাদক দঃ ভূর্ষি চেয়ারম্যান মোঃ সেলিম, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসীম, হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইনুচ মিয়া, আশিয়া ইউপি চেয়ারম্যান এম, কাসেম, ভাটিখাইন চেয়ারম্যান, হাবিলাসদ্বীপ চেয়ারম্যান শফিকুল ইসলাম, ছনহরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি।

    ২৪ঘন্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • করোনা : ফটিকছড়িতে জনগণকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন

    করোনা : ফটিকছড়িতে জনগণকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে পুলিশ ও উপজেলা প্রশাসন।

    আজ ৩ এপ্রিল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট সায়েদুল আরেফিন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।

    অভিযানে বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, মাইজভান্ডার, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১৭ জনকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় খেলাধুলা বন্ধ করা সহ ছিন্নমূল মানুষকে ত্রান দেয় উপজেলা প্রশাসন।

    ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সেনাবাহিনীর মেজর আমির উল এহসান ও সঙ্গীয় ফোর্স এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রবিউল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

    নির্বাহী কর্মকর্তা মো. জানে আলম জানান, শুক্রবার হতে বিকেল ৩টার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থেকে বের না হতে এবং নির্দিষ্ট দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বার বার নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

    এ কারণে আজ থেকে আরও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। তারা মানুষকে যেকোনো মূল্যে ঘরে রাখার কর্মসূচি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/ এম জুনায়েদ/ আর এস পি

  • সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতা টুটুলের মাদক সেবনের ছবি ভাইরাল

    সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতা টুটুলের মাদক সেবনের ছবি ভাইরাল

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সরওয়ার জাহান টুটুলের মাদক সেবনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

    রুমে বসে মাদক সেবনের ছবিটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন ব্যক্তি ছবিটি শেয়ার দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন রকম মন্তব্য লিখেছেন। এছাড়া সীতাকুণ্ডে বিভিন্ন মানুষের মুখে মুখে সরগরম হচ্ছে।

    সোমবার থেকে ফেসবুকের বিভিন্ন মানুষের আইডিতে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও উপজেলা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

    মাদক গ্রহণ করা প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগ নেতা কাজী সরোয়ার জাহান টুটুলের কাছে জানতে চাইলে মাদক নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি আমার হলেও এটি এডিট করা হয়েছে। আর এটি রাজনৈতিক প্রতিহিংসা মূলকভাবে করা হয়েছে।

    এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক সায়েস্তা খান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বিষয়টি অনেকেই আমাকে জানিয়েছেন, বিষয়টি জেলা কমিটির। তারা ব্যবস্থা নিলে আমরা উপজেলা কমিটিও ব্যবস্থা নিবো।

    চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, টুটুলের মাদক সেবনের বিষয়টি আমি অবগত হয়েছি। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে দল ব্যবস্থা নেবে কারণ আমাদের দলে কোন মাদকসেবী ও গাঁজাসেবী ও বহনকারীর কোন স্থান নেই। এছাড়া প্রধানমন্ত্রীও মাদকের ব্যাপারের জিরো টলারেন্স।

  • সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত বাকের-মামুনকে গনসংবর্ধনা

    সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত বাকের-মামুনকে গনসংবর্ধনা

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া এবং সাধারণ সম্পাদক এস.এম আল মামুনকে গনসংবর্ধনা দিয়েছে ১০ নং সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ।

    রবিবার বিকালে সলিমপুরস্থ কালুশাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া বলেন, দীর্ঘদিন পর নতুন কমিটির মাধ্যমে সীতাকুণ্ড আওয়ামীলীগ প্রাণ ফিরে পেয়েছে। আমরা দলকে সুন্দর করে সাজাতে চাই, সুসংগত করতে চাই, আমাদের মধ্যে কোন ভেদাবেদ নেই।

    তিনি বলেন, সীতাকুণ্ডে আওয়ামীলীগের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আমাদেরই কিছু লোক, সব বিভেদ-বিরোধ ঝেড়ে আমরা সবাই এখন এক এবং অভিন্ন।

    নব নির্বাচিত সাধারণ সম্পাদক এস.এম আল মামুন বলেন, সকল ষড়যন্ত্রের বিরোদ্ধে আমরা এক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা আওয়ামীলীগের মধ্যে আর কোন বিরোধ দেখতে চাইনা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে, উন্নয়নের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।এস এম আল মামুন

    সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে করিম নিউটনের সঞ্চলনায় উক্ত সংবর্ধনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ।

    চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রেহান উদ্দিন রেহান,তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী, নাজীম উদ্দিন, সালাউদ্দিন আজিজ, উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহাজাহান, সহ-সভাপতি এস.এম আল নোমান, যুগ্ন সম্পাদক বদিউল আলম, আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আসলাম হাবীব, মহিউদ্দিন আহমেদ, শ্রমিক নেতা আজম খান, খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা শায়েস্তা খান, ইকবাল মাহমুদ, সরোয়ার জাহান টুটুলসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।

  • জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ১ ডিসেম্বর

    জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ১ ডিসেম্বর

    জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন তারিখ পরিবর্তন করে আগামী ৬ নভেম্বরের পরির্বতে ১ ডিসেম্বর করা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় ৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ৬ নভেম্বর পরির্বতে আগামী ১ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে।

    জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমানকে নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইমন। এদিকে সম্মেলন কে সামনে রেখে জগন্নাথপুরে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

  • ঘুমধুমে নির্বাচনী সহিংসতায় বিজিবির গুলিতে নিহত ১

    ঘুমধুমে নির্বাচনী সহিংসতায় বিজিবির গুলিতে নিহত ১

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় বিজিবির গুলিতে একজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

    নিহত ব্যক্তির নাম মংকিচা তঞ্চঙ্গ্যা (৪৫)। আহত ব্যক্তির নাম অংচামং তঞ্চঙ্গ্যা (৩৪)।

    সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

    বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ জানান, কেন্দ্রের বাইরে কিছু ভোটার বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে।

    নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা বিবাদে জড়িয়ে পড়ে। তখন বিজিবি গুলি ছুড়লে একজন নিহত ও একজন আহত হন। এরা ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ আলীর সমর্থক।

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ইউনিয়ন ঘুমধুমে এবারের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন এবং মেম্বার পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।