Tag: উপসর্গ

  • করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও বান্দরবানে ২ জনের মৃত্যু

    করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও বান্দরবানে ২ জনের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ। জ্বর, সর্দিসহ করোনা উপসর্গের লক্ষণ নিয়ে একই দিনে চট্টগ্রাম ও বান্দরবান জেলায় ২ জনের মৃত্যুর খবর জানা গেছে।

    জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় পলাশ নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলি এলাকার বাসিন্দা।

    তথ্যটি নিশ্চিত করে বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসান চৌধুরী বলেন, একই দিনে বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে বিআইটিআইডি’র আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, মৃত ব্যক্তিটির শরীরে জ্বর, সর্দিসহ করোনা উপসর্গের লক্ষণ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল আসলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানা যাবে।

    এদিকে একই দিনে চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার সদর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় নিজ বাড়িতে ওই নারীর মুত্যু হয়।

    এদিকে ওই নারী শ্বাসকষ্ট নিয়ে মারা গেছে এমন খবরে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।

    বান্দরবান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বাস্থ্যকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং সামাজিক দূরত্ব মেনে ওই নারীর দাফন কাজ সম্পন্ন করে মৃত নারীটির বাড়ির আশপাশে লকডাউন করে রাখা হয়।

    এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে বললেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর।

    তিনি বলেন, নমুনা পরীক্ষার ফলাফল হাতে পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

    ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি || করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে আরও ১ জন মারা গেছেন। তার বয়স ৫৫ বছর।

    তিনি নগরীর সাগরিকা রোড এলাকার বাসিন্দা। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।

    এ ব্যাপারে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে জানা যাবে তিনি করোনা রোগী কিনা।

    বিআইটিআইডিত এর পরিচালক ডা. আবুল হাসান চৌধুরী বলেন, গতকাল শনিবার বিকেলে রোগীকে ভর্তি করানো হয়। ভর্তির পর পরই নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর জানানো যাবে করোনা আক্রান্ত কিনা।

    তবে রোগীটির সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষণ ছিলো বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/ কামরুল দুলু/আর এস পি

  • উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যাওয়া ২জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি

    উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যাওয়া ২জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। পরীক্ষার পর দুজনের কারো শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েনি।

    গতকাল ৬ এপ্রিল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, রবিবার বিকালে করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় সীতাকুণ্ডের মুক্তিযুদ্ধ কমান্ডার আমিন উল্লাহ (৬০)। সোমবার বিকেল ৩টার কিছু পরে আইসোলেশন ওয়ার্ডেই তার মৃত্যু হয়।

    এর আগে রোববার সন্ধ্যায় গলা ব্যাথা ও সর্দি-কাশি নিয়ে আনেয়ারা থেকে আসা এক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসোলেশনে ভর্তি হয়। চিকিৎসাধিন অবস্থায় একইদিন রাতে যুবকটির মৃত্যু হয়।

    তিনি বলেন, দুজনের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছিলো।

    সেই ফলাফল সোমবার (০৬ এপ্রিল) রাত ১০ টার দিকে জানানো হয়েছে। তাদের কারও শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

    ২৪ঘণ্টা/ আর এস পি