২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেলার পটিয়া শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জঙ্গী উস্কানিমূলক লিফলেট ও জিহাদী বইসহ জেএমবি’র ২ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৭।
১৩ নভেম্বর বুধবার রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহি একটি বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাবাড়ী ডোমকুলী গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দল্লাহ আল সাঈদ (৩৫) ও কক্সবাজারের টেশনাফ নয়াপাড়া ১ নং ক্যাম্পের মৃত আব্দুল নবীর ছেলে মো. ইসমাইল (৩৩)।
র্যাবের সহকারী পরিচালক মিডিয়া মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, আটক দুজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য। দুজনই দীর্ঘদিন ধরে জিহাদের জন্য প্রস্তুত করতে এবং অন্যদেরকে জিহাদে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে আসছে।
জঙ্গী উস্কানিমূলক বিভিন্ন জিহাদী বই ও লিফলেট প্রচার করার জন্য চট্টগ্রাম হতে কক্সবাজারের টেকনাফে যাচ্ছে গোপন খবর পেয়ে বর্ণিত স্থানে বিশেষ চেক পোস্ট স্থাপন করে দুজনকে আটক করা হয়।
আটক দুজনের কাছ থেকে বিপুল পরিমান জঙ্গী উস্কানিমিূলক লিফলেট ও ৬টি জিহাদী বই উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামতসহ দুজনকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।