Tag: এওচিয়া

  • সাতকানিয়ায় সিএনজি যাত্রীকে আহত করে বেপোরোয়া গতিতে পালাতে গিয়ে জমিনে ট্রাক

    সাতকানিয়ায় সিএনজি যাত্রীকে আহত করে বেপোরোয়া গতিতে পালাতে গিয়ে জমিনে ট্রাক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়ায় এক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে যাত্রীকে আহত করার পর বেপোরোয়া গতিতে পালাতে গিয়ে সড়ক থেকে ছিটকে ট্রাক গিয়ে পড়েছে জমিনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে সড়কের পাশে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুটি।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার দেওদিঘী এলাকায় ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মঙ্গলবার সকাল পৌণে ১১টার সময় এওচিয়ার শান্তিরটেক এলাকায় ফুলতলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেন ট্রাকটি। এতে গুরুতর আহত হয় ওই অটোরিকশার এক যাত্রী। স্থানীয়রা ট্রাকটি আটকের চেষ্টা করলে ট্রাক চালক বেপোরোয়া গতিতে পালানোর চেষ্টা করে।

    এওচিয়ার দেওদিঘী এলাকায় গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুটি ভেঙ্গে সড়ক থেকে ১৫ ফুট নিচে জমিনে পড়ে যায়। তবে ট্রাক চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বললেন স্থানীয়রা।

    গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। তিনি বলেন, স্থানীয়রা আহত সিএনজি যাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেন।