Tag: একুশে

  • চসিক বই মেলায় ১৫ গুণী পাচ্ছেন একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার

    চসিক বই মেলায় ১৫ গুণী পাচ্ছেন একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বই মেলায় ১৫ গুণী ও বিশিষ্ঠজনকে মহান একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করবে চসিক।

    আগামীকাল শুক্রবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম চত্বরে চসিক আয়োজিত বই মেলার মঞ্চে এসব গুণীজনদের হাতে সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান করবেন চসিক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

    সম্মাননা পদক পাচ্ছেন যারা : ভাষা আন্দোলনে আবু তালেব চৌধুরী (মরণোত্তর), শিক্ষায় অধ্যক্ষ মোজাফ্ফর আহমদ (মরণোত্তর), চিকিৎসা সেবায় প্রফেসর সৈয়দা নুরজাহান ভূঁইয়া (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে শহীদ হারুনুর রশীদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মোহাম্মদ হারিছ, সাংবাদিকতায় আকতার-উন-নবী (মরণোত্তর), সংগঠক প্রকৌশলী মো. দেলোয়ার হোসাইন পি.ইঞ্জ, সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী, ক্রীড়ায় সিরাজউদ্দিন মো. আলমগীর, সংগীতে ওস্তাদ স্বপন কুমার দাশ, সমাজসেবায় সন্ধানী (সত্রিমসিউ)।

    সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথা সাহিত্যে (অনুবাদ) ড. মাহমুদ উল আলম, প্রবন্ধ গবেষণায় অধ্যাপক নুরুল আমিন, কবিতায় ওমর কায়সার ও শিশু সাহিত্যে আকতার হোসাইন।

    মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০ দিন ব্যাপী বই মেলা আয়োজনের পাশাপাশি শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

    কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪ টায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম চত্বরে আলোচনা সভা ও ১৫ গুণীকে একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরষ্কার-২০২০ প্রদান এবং সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

    অনুষ্ঠানে সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি কামনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।