Tag: একুশে বই মেলা

  • হঠাৎ দুই মন্ত্রীর বইমেলায় যাওয়ার কর্মসূচি স্থগিত

    হঠাৎ দুই মন্ত্রীর বইমেলায় যাওয়ার কর্মসূচি স্থগিত

    অনিবার্য কারণে হঠাৎ বইমেলায় যাওয়ার কর্মসূচি স্থগিত করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

    শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুটি আলাদা বইয়ের মোড়ক উন্মোচন করতে তাদের বইমেলায় যাওয়ার কথা ছিল।

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, অনিবার্য কারণে ওবায়দুল কাদের বইমেলায় যাওয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

    একই কারণ দেখিয়ে মন্ত্রী মো. শাহাব উদ্দিন কর্মসূচি স্থগিত করেছেন বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর।

    এর আগে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বরাবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি চিঠি আসে। চিঠিতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। পরে এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়।

    চিঠিতে লেখা হয়, রাজধানীর যাত্রাবাড়ীতে দেহব্যবসা বন্ধ না হলে পাকিস্তানের করাচীর মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে। এছাড়া অমর একুশে বইমেলাতেও বোমা মারা হবে।

    এ বিষয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, জঙ্গিগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্যই চিঠি দিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

    তিনি বলেন, চিঠি দিয়ে জঙ্গিগোষ্ঠীর বোমা হামলা চালানোর নজির বাংলাদেশে নেই। তারপরেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

    রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, মেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে। ভয়ের কোনো কারণে নেই। লেখক ও পাঠকরা নির্ভয়ে মেলায় আসতে পারেন।

  • রাউজানে একুশে বই মেলা উদ্বোধন করলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজানে একুশে বই মেলা উদ্বোধন করলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজান প্রতিনিধি : রাউজানে দুই দিনব্যাপী একুশে বই মেলা ও বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাউজান সদরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ সংলগ্নস্থলে এ বই মেলাও চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেন রাউজান উদ্দীপ্ত তরুণ।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌর দ্বিতীয় প্যানেল মেয়র ও রাউজান উদ্দীপ্ত তরুণ সংগঠনের প্রধান উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দ চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সহকারী ভুমি কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্।

    রাউজান উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিন ও সম্পাদক মোহাম্মাদ তাসিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল পালিত,কামরুল হাসানা, বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌর আওয়ামী লীগের সি.সহ জসিম উদ্দিন,সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান,আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মাদ নাছের, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার সোহেল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, তপন দে, আবু ছালেক,সংগঠনের উপদেষ্টা দিলীপ দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুন, নাছির উদ্দিন, তানভীর চৌধুরী, রাউজান পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।

    পরে প্রধান অতিথি এবি এম ফজেল করিম চৌধুরী বই মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।