Tag: এতিম

  • রাউজানে প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজানে প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চোধুরী এমপি নিজের হাতে প্রতিবন্ধী ও এতিমদের খাদ্য সহায়তা প্রদান করেন।

    রাউজান সেন্ট্রাল বয়েজ অব রাউজান এবং ব্রাদার্স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় গতকাল ১০ মে রবিবার উপজেলা অডিটোরিয়ামে অসহায় সাড়ে ৩শ এতিম ও প্রতিবন্ধীর মধ্যে এসব খাদ্য সহায়তা তুলে দেন তিনি। 

    জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে সাংসদ ফজলে করিম চৌধুরীর পৃষ্টপোষকতা ও তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরীর ব্যবস্থাপনায় রাউজান উপজেলার প্রতিবন্ধী ও এতিমদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের উদ্দ্যেগ নেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

    এরই অংশ হিসেবে গতকাল রবিবার রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম। এসময় তিনি অসহায় প্রতিবন্ধিদের সাহায্যার্থে  সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে প্রায় সাড়ে তিনশ এতিম ও প্রতিবন্ধীদের হাতে খাদ্য তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবির সোহাগ, ছাত্র নেতা দীপলু দে দীপু।

    ব্রাদার্সের সাধারন সম্পাদক শোয়েব ইমরানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ব্রাদার্স সভাপতি শাহাদাত রিফাত, পৌর যুবলীগ সেক্রেটারী জিয়াউল হক রোকন, আবু ছালেক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, শাওন দে, ইমতিয়াজ জামাল, নকিব, চিশতি, ফাহিম, নয়ন, মিনহাজ, সোহেল, রিয়াদ, এরফান সৌরভ, সাইমন, সাজ্জাদ, হাসান মির্জা ফাহিম, সাকিব রাজিন, কায়সার প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/ আর এস পি

  • এতিমদের জন্য ৬০০ দিরহাম পাঠিয়ে পুরষ্কার পেলেন ১ লক্ষ দিরহাম

    এতিমদের জন্য ৬০০ দিরহাম পাঠিয়ে পুরষ্কার পেলেন ১ লক্ষ দিরহাম

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: আরব আমিরাতে একজন মহিলা প্রতি মাসে চারটি অভাবী এবং এতিম পরিবারের সাহায্যের জন্য অর্থ পাঠাতেন। তবে এইবার ৬০০ দিরহাম রেমিটেন্স পাঠালে মানি এক্সচেঞ্জ কেন্দ্রের ড্রতে এক লক্ষ দিরহাম পুরষ্কার জিতেন তিনি । ফাতিমা আল মাজরূই কখনই আশা করেনি যে তার দাতব্য কাজটি একদিন তাকে একটি বড় পুরষ্কার দেবে।

    ভদ্রমহিলার ভাগ্য তার প্রতি আলোকিত হওয়ায় তিনি এই অর্থটি ভাল কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন “আমি ১০০,০০০ দিরহাম নগদ পুরষ্কার পেয়ে খুব আনন্দিত। এটি যখন হয়েছিল তখন আমার আনন্দ অবর্ণনীয় কারণ এই অর্থ আমাকে আরও বেশি দরিদ্র পরিবারগুলিকে, বিশেষ করে এতিমদের – শিক্ষামূলক সহায়তা করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে,” ।

    আল আনসারী এক্সচেঞ্জের মোবাইল অ্যাপ
    প্রচারমূলক প্রচারে আল মাজারোই প্রথম ইমিরতী মহিলা যিনি একটি বড় পুরষ্কার পেয়েছিলেন। তিনি ৬০০ দিরহাম ট্রান্সফার করতে অ্যাপ্লিকেশনটি ব্যবহারেরপরে তাকে দুটি ড্রয়ের জন্য যোগ্যতা অর্জনের পরে দুটি বড় পুরষ্কারের মধ্যে একটি জিতেলেন।

    তিনি বলেছেন “আমি আল আনসারী এক্সচেঞ্জকে পুরস্কারের জন্য এবং গ্রাহকদের একটি সহজ এবং নমনীয় স্মার্ট অ্যাপ্লিকেশন সরবরাহ করার জন্য ধন্যবাদ জানাতে চাই।অ্যাপ্লিকেশনটি আমার মতো গ্রাহকদের যে কোনও জায়গায় এবং যে কোনও সময় অর্থ স্থানান্তর এবং প্রেরণে সক্ষম করেছে,” ।

    যদিও তিনি আল আনসারি এক্সচেঞ্জের মাধ্যমে ১০ বছরেরও বেশি সময় ধরে অর্থ পাঠাচ্ছেন, তিনি মাত্র ছয় মাস আগে অ্যাপটি ব্যবহার শুরু করেছেন।