Tag: এনএসআই

  • অচল মোবাইলে স্বর্ণ পাচারের চেষ্টা/বিমান বন্দরের গোয়েন্দা টিমের হাতে ধরা বিমান যাত্রী

    অচল মোবাইলে স্বর্ণ পাচারের চেষ্টা/বিমান বন্দরের গোয়েন্দা টিমের হাতে ধরা বিমান যাত্রী

    চট্টগ্রাম ডেস্ক : সিম ও ব্যটারি ছাড়া নিস্ক্রিয় অচল মোবাইল ফোনে স্বর্ণের পাত রেখে কথা বলতে বলতে বিমান বন্দরের গেইট পার হওয়ার চেষ্টা করেছেন দুবাই ফেরত এক বিমান যাত্রী।

    তবে এনএসআই টিমের চ্যালেঞ্জের মুখে স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ হয় আবদুল কাদের রেজওয়ান নামে দুবাই ফেরৎ এ যাত্রীর। অভিনব পন্থায় তিনি অবৈধভাবে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন। তার চমকপ্রদ কৌশলটি কাজে আসেনি।

    আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর বিশেষ গোয়েন্দা শাখা (এনএসআই) টিমের কর্মকর্তাদের চ্যালেঞ্জের মুখে ধরা পড়ে স্বর্ণ পাচারের এ অভিনব কৌশলটি।

    বিমান বন্দর কাস্টমস সুত্রে জানা গেছে, নগরীর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা প্রবাসী আবদুল কাদের রেজওয়ান আগে থেকে ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়েছিলেন।

    আজ মঙ্গলবার সকালে সে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ফরম পূরণ, ট্যাক্স জমাসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ না করেই মোবাইল ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর ছাড়ছিলেন। বিমান বন্দর কর্তৃপক্ষ তাকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকাডাকির পরও সে কর্ণপাত না করায় সন্দেহ হয় এনএসআই টিমের।

    পরে মোবাইলটি কানে নিয়ে কথা বলতে বলতে টার্মিনালের ৩ নম্বর গেট পার হতে গেলেই বিমান যাত্রী রেজওয়ানকে অবৈধ পন্য আছে মর্মে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এনএসআই টিম। এক পর্যায়ে রেজওয়ানের কানের কাছ থেকে মোবাইলটি কেড়ে নেন এনএসআই টিমের এক সদস্য।

    মোবাইল হাতে নিয়ে বিশেষ গোয়েন্দা শাখার সকল সদস্যই রীতিমত বিস্মিত! দিব্বি কথা বলছিলেন যে ফোনটিতে সে মোবাইলটি বন্ধ। মোবাইলের স্ক্রিনও ছিল নিস্ক্রিয়। খুলে দেখেন সে মোবাইলে নেই কোন সিম কার্ড। তবে তুলনামুলক ভারী। কারণ সিম কার্ড ও ব্যাটারির বদলে সেখানে ছিল স্বর্ণের একটি বার। যা পাতলা করে রাখা ছিলো মোবাইল কাভারের ভেতরে।

    বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন দুবাই ফেরত প্রবাসী রেজওয়ান বৈধ স্বর্ণের আড়ালে অবৈধভাবেও ভিন্ন কৌশল অবলম্বণ করে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন।

    তিনি বলেন, রেজওয়ান দুইটি স্বর্ণ বারের ঘোষণা দিয়েছিলেন। তার কাছে অবৈধভাবে আরো একটি স্বর্ণ পাওয়া যাওয়ায় শুল্ককরের পাশাপাশি তাকে জরিমানাও দিতে হবে। নিয়ম অনুযায়ী স্বর্ণ বা শুল্কযোগ্য পণ্য আনলে যাত্রীরা ঘোষণা দিয়ে কর পরিশোধ করলেই ছাড়িয়ে নিতে পারেন।

    এদিকে একই বিমানবন্দরে দুবাই থেকে আসা হাটহাজারীর মো. হাবিব উল্লাহর ব্যাগ তল্লাশী করে ১৫০ কার্টন সিগারেট উদ্ধার করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • হৃদরোগ ইনস্টিটিউটের ওষুধ বিক্রিকালে ফার্মাসিস্ট ও ইনচার্জ আটক

    হৃদরোগ ইনস্টিটিউটের ওষুধ বিক্রিকালে ফার্মাসিস্ট ও ইনচার্জ আটক

    জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সরকারি ফ্রি ওষুধ বাইরে কালোবাজারে অসৎ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়ার সময় দুই কর্মকর্তাসহ তিনজনকে হাতেনাতে ধরেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই।

    আজ বুধবার (১০ জুন) দুপুরে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে সরকারি দামি সব ইনজেকশন। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

    এনএসআই সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে সরকারি ওষুধ বিক্রি করে আসছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কয়েকজন কর্মচারী।

    আজ দুপুরে গোপনে হৃদরোগ ইনস্টিটিউটে অবস্থান নেয় এনএসআইয়ের একটি দল। সরকারি দেড় লাখ টাকার ওষুধ বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় ইনস্টিটিউটের ফার্মাসিস্ট নির্মল সরকারকে (৪৭)।

    পরে জিজ্ঞাসাবাদে সহযোগী হিসেবে উঠে আসে স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদের(৪৮) নামও। পরে তাকেও আটক করা হয়।

    এ সময় ২০০ পিস (ক্লাক্সো৬০ ইনজেকশন) ৩০ বক্স (ক্লন্ট ৭৫) ওষুধ তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। কিন্তু সেসব ওষুধ বাইরে মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল।

    আটকদের শেরেবাংলা নগর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এনএসআইয়ের অভিযান পরিচালনাকারী বিশেষ দল।

    এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি জানান, তাদের থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

    জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক মীর জামাল উদ্দিন জানান, এনএসআই ও পুলিশ আমাদের দুই জন স্টাফকে সরকারি ওষুধ বাইরে বিক্রির অভিযোগে ধরে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে। একই সঙ্গে বৃহস্পতিবার এই ঘটনায় একটি তদন্ত কমিটি ও ওষুধ বিক্রির অভিযোগে অফিসিয়াল ব্যবস্থাও নেওয়া হবে।

    জানা গেছে, ফার্মাসিস্ট নির্মল কুমার সকারের বাবার নাম মাখন সরকার। টাঙ্গাইলের মীর্জাপুর ইসাইল এলাকায় তার গ্রামের বাড়ি। আর স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদের বাবার নাম মৃত কামাল উদ্দিন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দ্বেবীদার উপজেলার বড়খালঘর এলাকায়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সরকারি ওষুধ পাচারের সময় কেন্দ্রীয় নার্স নেতা তপন আটক

    সরকারি ওষুধ পাচারের সময় কেন্দ্রীয় নার্স নেতা তপন আটক

    শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিটিউট থেকে অবৈধভাবে সরকারি ওষধ নিয়ে যাওয়ার সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাসকে (৪৫) হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই।

    আজ মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের সামনে থেকে ওষধসহ তাকে আটক করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

    তিনি বলেন, ‘বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তপন কুমারকে আটক করার পর শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।’

    ঢামেকের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, ‘আটক হওয়া তপন কুমার আমাদের হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থাসহ যেকোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবেন বলেও জানান তিনি।

    গোয়েন্দা সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ চুরি করে আসছিলেন তপন।

    সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাস স্বাধীনতা নার্সেস পরিষদ-স্বানাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢামেক বার্ন ইউনিট শাখার সভাপতি। তিনি বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে কর্মরত।

    এ ব্যাপারে স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ইকবাল হোসেন সবুজ গণমাধ্যমকে বলেন, সংগঠনের কোনো ইউনিটের কারও বিরুদ্ধে যদি কোনো অপকর্মে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    তপন কুমার বিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, সরকারি ওষুধসহ আটক হওয়ায় প্রচলিত আইনে তাকে কঠোর শাস্তি দেয়া হোক। আমাদের সংগঠনে কোনো চোর-প্রতারকের জায়গা নেই।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে মারা গেল এনএসআই মাঠ কর্মকর্তা, করোনায় মৃত্যু বেড়ে ৫৩/আক্রান্ত ১৬৪৫

    চট্টগ্রামে মারা গেল এনএসআই মাঠ কর্মকর্তা, করোনায় মৃত্যু বেড়ে ৫৩/আক্রান্ত ১৬৪৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর খবর জানা গেছে। গতকাল ২৩ মে শনিবার রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    চট্টগ্রামে করোনায় মৃত্যু হওয়া ৫৩ তম ব্যাক্তিটির নাম মো. নাছির উদ্দীন (৫৮)। সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে তার গ্রামের বাড়ি হলেও তিনি নগরীর খুলশী থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তিনি জানান, মো. নাছির উদ্দিন করোনা আক্রান্ত হয়ে গত ১৯ মে দুপুর ১২টার দিকে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার সময় চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    এদিকে সন্দ্বীপ উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জানা যায়, নিহত মো. নাছির উদ্দিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

    উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও জেলায় নতুন করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ঠেকেছে ১ হাজার ৬৪৫ জনে। তাছাড়া জেলা সিভিল সার্জনের তথ্যমতে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৫৩ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দেড়শ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে বিমান যাত্রীর মলদ্বারে মিলল ৫০ লক্ষ টাকার স্বর্ণ

    চট্টগ্রামে বিমান যাত্রীর মলদ্বারে মিলল ৫০ লক্ষ টাকার স্বর্ণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাস ফেরত এক বিমান যাত্রীর পেটে মিলল প্রায় ৫০ লক্ষ টাকার স্বর্ণ।

    সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী মোহাম্মদ মোরশেদের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সদস্যরা। পরে তাকে আটক করা হয়।

    আটক মোরশেদ চট্টগ্রামের রাউজানের বাসিন্দা বলে জানা গেছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ৮টি স্বর্ণেও বারের ওজন ৯শ ৩৩ গ্রাম। যার বর্তমান বাজার দর প্রায় ৫০ লক্ষ টাকা।

    বিমান বন্দরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সদস্যদের কাছে আগে থেকে স্বর্ণ আনার তথ্য ছিলো। তথ্যের ভিত্তিতে প্রবাস ফেরত যাত্রী মোরশেদ ফ্লাইট থেকে নামার পর স্বর্ণ আনার বিষয়ে তাকে চ্যালেঞ্জ করে এনএসআই টিম।

    প্রথমে অবৈধ কিছু থাকার বিষয়টি অস্বীকার করে যাত্রী মোরশেদ। তার শরীর তল্লাশি করেও প্রথমে কিছু পাওয়া যায়নি। পরে গোয়েন্দা সদস্যদের গোপন তথ্যমতে মোরশেদকে আর্চওয়ে দিয়ে হাঁটানোর ব্যবস্থা করেন।

    আর্চওয়ে পার হওয়ার সময় লাল সংকেত বেড়ে ওঠে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং এক্স-রের ভয় দেখালে মোরশেদ নিজের মলদ্বারে ৪টি স্বর্ণের বার থাকার বিষয়টি স্বীকার করেন।

    ওয়াশরুমে পাঠিয়ে ৪টি স্বর্ণের বার উদ্ধারের পর আবার তাকে ফের আর্চওয়েতে হাঁটানো হয়। তখন আবারও লাল সংকেত বেজে ওঠে। এ পর্যায়ে গোয়েন্দারা তাকে অস্ত্রোপচারের মাধ্যমে স্বর্ণ বের করে আনার ভয় দেখালে আরও ৪টি স্বর্ণের বারের বিষয় স্বীকার করেন। পরে সেগুলোও উদ্ধার করা হয়।

    চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, স্বর্ণসহ আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বিমানবালায় চাকরি দেওয়ার নামে প্রতারণা : এনএসআই’র জালে আটক ২ প্রতারক

    বিমানবালায় চাকরি দেওয়ার নামে প্রতারণা : এনএসআই’র জালে আটক ২ প্রতারক

    সিলেটের এক নারীকে ফেসবুকের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবালায় চাকরির লোভনীয় অপারের ফাঁদে ফেলে বড় অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালিয়েছে দুই প্রতারক। তবে টাকাটা হাতিয়ে নেয়ার আগেই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)’র জালে আটকা পড়ে দুই প্রতারক।

    বিমানবালার চাকরির নিয়োগপত্রের নামে প্রার্থীর কাছ থেকে ৬০ হাজার টাকা নিজেদের কব্জায় নেয়ার আগেই ঘটনাস্থলে পৌছে যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার বিমানবন্দর টিম।

    মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিমানবন্দর এলাকা থেকে চাকরি প্রার্থীর পিতার হাত থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারককে হাতেনাতে আটক করে এনএসআই সদস্যরা।

    আটককৃত দুই প্রতারক হলেন, নোয়াখালীর চরজব্বারের মো. জাকির সোহাগ (২৯) ও বাগেরহাটের দীঘির পাড়ের রুবেল হাওলাদার (২৭)।

    জানা যায়, দীর্ঘদিন ধরে এ দুই প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবালা পদে চাকরির লোভনীয় অপার দিয়ে চাকরি প্রত্যাশী বিভিন্ন প্রার্থীর সাথে চ্যাটে কথা বলেন। ভুয়া পরীক্ষাও নেয়া হয় অনেকের কাছ থেকে। সর্বশেষ নিয়োগপত্র প্রদানের জন্য দেড় লাখ টাকা দাবি করে।

    তাদের এ লোভনীয় অপারে পা রেখেছেন সিলেটের হবিগঞ্জ এলাকার রেশমিনা বেগম (২৩)। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এসে পরীক্ষাও দিয়ে গেছেন তিনি। দেড় লাখ টাকা থেকে কমিয়ে ৬০ হাজার টাকায় রাজি হলে মঙ্গলবার চুড়ান্তভাবে নিয়োগ পত্র সংগ্রহ করতে বাবার সাথেই বিমান বন্দর এলাকায় আসেন রেশমিনা।

    এ খবর গোপনভাবে পেয়ে এনএসআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টাকা লেনদেনের সময় দুই প্রতারককে আটক করে থানায় হস্তান্তর করে।

    বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান ২৪ ঘন্টা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিমানবালার চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার সময় দুই প্রতারককে আটক করে এনএসআই। আটক দুই প্রতারকের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।