Tag: এভারগ্রীণ কিন্ডারগার্টেন স্কুল

  • ফটিকছড়িতে এভারগ্রীণ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষা সফর অনুষ্ঠিত

    ফটিকছড়িতে এভারগ্রীণ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষা সফর অনুষ্ঠিত

    ফটিকছড়ি প্রতিনিধি : নানা আয়োজন ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারও ফটিকছড়ি পৌরসভাধীন এভারগ্রীণ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৫ ডিসেম্বর) উপজেলার হাজারিখিল বন্যপ্রাণি অভয়ারণ্যে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।

    সফরকে শিক্ষার্থীদের মাঝে আরও আনন্দদায়ক করার জন্যই ভিন্ন ভিন্ন স্পটে ঘুরানো হয়। এতে পরিচালক, অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ প্রায় ২০০জন অংশগ্রহণ করেন।

    এসময় সংগীত, আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, পরিচালক ও অভিভাবকেরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। পরে মনোমুগ্ধকর অনুষ্ঠান শেষে লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা সফর শিক্ষার একটি অংশ। শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ থাকলে হবে না, তাদেরকে বাইরের জ্ঞানও আহরণ করতে হবে। শিক্ষার্থীরা সারা বছরই লেখাপড়ায় ব্যস্ত থাকে, তাই শিক্ষার্থীদের মনকে আরোও সতেজ করতে প্রতিবছর এ ধরনের শিক্ষা সফরের আয়োজন করা হয়।