Tag: এমইবি গ্রুপ

  • এমইবি গ্রুপের এমডি ও বিএনপি নেতা শামসুল আলম গ্রেফতার

    এমইবি গ্রুপের এমডি ও বিএনপি নেতা শামসুল আলম গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

    মেঘনা গ্রুপের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২ টার সময় নগরীর গোলপাহাড় মোড়ের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ।

    ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহম্মদ নুরুল হুদা তথ্যটি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা শামসুল আলমের বিরুদ্ধে মেঘনা গ্রুপের পক্ষ থেকে ঢাকার আদালতে দুইটি মামলা দায়ের করা হয়। দুটি মামলায় সাজা হয় শামসুল আলমের। আদালত থেকে জারি করা সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।