Tag: এমডি

  • রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর গ্রেফতার

    রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর গ্রেফতার

    রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মেট্রোরেলের শ্রমিকদের ভুয়া করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

    শনিবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার মিজানুরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে জানিয়েছেন তপন চন্দ্র সাহা।

    উল্লেখ্য, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে গত সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমসহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়। মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেফতার

    রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেফতার

    রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি এবং মামলার ২নং আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

    র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লেঃ কর্ণেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, মঙ্গলবার সন্ধা ৭টায় গাজিপুরের কাপাশিয়া থেকে মাসুদ পারভেজকে গ্রেফতার করা হয়।

    তিনি আরও জানান, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে ধরতে কাজ করছে র‍্যাব। সাহেদ যাতে দেশ থেকে কোনভাবেই পালিয়ে না যেতে পারে সেজন্য সীমান্তে কঠোর পাহারা বসানো হয়েছে। সীমান্তরক্ষীসহ একইসাথে কাজ করছে গোয়েন্দা বিভাগ।

    এর আগে ১১ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের পাসপোর্ট জব্দ করেছে তদন্তকারী দল। এসময় উপস্থিত ছিলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

    ২৪ ঘণ্টা/এম আর