Tag: এমপি দিদার

  • সীতাকুণ্ডে ইমাম-মোয়াজ্জেমদের মাঝে এমপি দিদারের উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ডে ইমাম-মোয়াজ্জেমদের মাঝে এমপি দিদারের উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন মসজিদেরর ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার বিকালে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সীতাকুণ্ড মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ,পাহাড়তলী আংশিক) এর সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    অনুষ্ঠানে উপজেলার ১৫শত ইমাম- মোয়াজ্জেম এর মাঝে উপহার সামগ্রী এবং প্রত্যেক মসজিদের মুসল্লীদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল মসজিদের সভাপতি শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, মডেল থানার ওসি তোফায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, রেহান উদ্দিন, নাজিম উদ্দীন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি কাজ্বী সাব্বির আহম্মেদ, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিনিধি জসিম উদ্দিন,কাউন্সিলর দিদারুল আলম এপোলো, মোফাক্করুল আলম, খোরশেদ আলম,সাহাবুদ্দিন প্রমুখ।

  • সীতাকুণ্ডে এমপি দিদারের ব্যানার ছেঁড়ার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

    সীতাকুণ্ডে এমপি দিদারের ব্যানার ছেঁড়ার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

    সীতাকুণ্ড প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম ৪ সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলমের ছবিযুক্ত ব্যানার ছেঁড়ার প্রতিবাদে এবং এই ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগ।

    সোমবার বিকেল ৪ টায় ফৌজদারহাট বাজারে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ উদ দৌলা রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন , সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানী, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ইকবাল সরোয়ার,ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, সহ সভাপতি আলতাফ মাহমুদ, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক রিদোয়ান উদ্দিন সায়মন, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন বাবলু, শাহরিয়ার হামিদ, ফাহিম মোস্তফা, আরমান, জুয়েল, প্রমুখ।

    সমাবেশে বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশরত্ন শেখ হাসিনা ও দিদারুল আলম এমপির ছবিযুক্ত ব্যানার ছেঁড়ার তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার সাথে জড়িত দের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডে নিজে করোনার টিকা নিয়ে কার্যক্রম উদ্বোধন করলেন এমপি দিদার

    সীতাকুণ্ডে নিজে করোনার টিকা নিয়ে কার্যক্রম উদ্বোধন করলেন এমপি দিদার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সারাদেশের ন্যায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে টিকা দিয়ে এর কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম।

    উদ্বোধনী দিনে জন ৫০ করোনা টিকা গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরুউদ্দিন এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুণ্ড পৌর মেয়র বদিউল আলম, মডেল থানার ওসি আবুল কালাম,সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর, নাজীম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, পৌর কাউন্সিল জুলফিকার আলী শামীম, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ ইদ্রিস, আওয়ামিলীগ নেতা খায়রুল আজম জসিম, মোঃ আলাউদ্দিন, ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলান।

    উল্লেখ্য, সীতাকুণ্ডে ২৩ হাজার ২৪৪ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সাংসদ দিদার আঃলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হওয়ায় তাঁতীলীগের অভিনন্দন

    সাংসদ দিদার আঃলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হওয়ায় তাঁতীলীগের অভিনন্দন

    সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা তাঁতীলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    সাংসদ দিদারের বাসভবনে শুভেচ্ছা বিনিময়েকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তাঁতীলীগের আহবায়ক ফয়েজ আহমেদ বাদল, যুগ্ম আহবায়ক সেলিম খান মেম্বার, মোঃ সোলাইমান, সদস্য সচিব লায়ন রুপক কান্তি দেব অপু, সীতাকুণ্ড উপজেলা তাঁতীলীগের আহবায়ক ইউছুপ আলী লিটন, যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন সদস্য সচিব গিয়াস উদ্দিন টিটু, আশরাফউজুমান রণি,পারভেজ বাবু,জিয়া উদ্দিন,আবু বক্কর,মোং হারেস,মোং নাজিম উদ্দিন,মোং হেলাল,মোং ওসমান,ইব্রাহিম আলী তুহিন,আজাদ হোসেন, আকতার হোসেন,মোং আলাউদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ জেবল হোসেন জেবু,সাইদুল হাসান টিপু প্রমুখ।

    এসময় এমপি দিদারুল আলম জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন,সহযোগী সংগঠনগুলো শক্তিশালী হলে শেখ হাসিনার কোন ভয় নাই। তাঁতীলীগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যাক্ত করেন।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডে গাউসিয়া কমিটিকে এমপি দিদারের অক্সিজেন সিলিন্ডার প্রদান

    সীতাকুণ্ডে গাউসিয়া কমিটিকে এমপি দিদারের অক্সিজেন সিলিন্ডার প্রদান

    সীতাকুণ্ড প্রতিনিধি : গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখাকে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    সোমবার বিকালে গাউসিয়া কমিটির পক্ষে সিলিন্ডারগুলো গ্রহন করেন সংগঠনের সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারন সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিবউদ্দীন আলকাদেরী, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ্, মোঃ মামুনুর রশিদ, নুর উদ্দিন ও রমজান আলী রুবেল।

    সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম করোনাভাইরাসে মৃত ব্যক্তির দাফন, আক্রান্ত ব্যক্তির চিকিৎসাসহ বিভিন্ন সহযোগীতার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা বিশেষ অবদান রাখায় তাদেরকে অভিনন্দন জানান।

    এছাড়া ভবিৎষতে যেকোন ধরণের মানবিক সহযোগীতার আশ্বাস দেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু