Tag: এমবিবিএস

  • এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে সিএমপি’র ট্রাফিক নিদের্শনা

    এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে সিএমপি’র ট্রাফিক নিদের্শনা

    আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাস, চট্টগ্রাম কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।

    উল্লেখিত কেন্দ্রসমূহে পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ঐদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ সড়কমুখী রাস্তায় রোড ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে সকল ধরণের যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হবে।

    সড়কগুলো হচ্ছে-নগরীর অলি খাঁ মসজিদ মোড় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) সড়ক, চকবাজার কেয়ারীর মোড় থেকে চট্টগ্রাম কলেজ সড়ক, গণি বেকারী থেকে চট্টগ্রাম কলেজ সড়ক, প্যারেড গ্রাউন্ড উত্তর-পূর্ব কর্ণার থেকে কেয়ারী সড়ক ও প্রবর্তক মোড় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) সড়ক।

    পরীক্ষার্থী পরিবাহী যানবাহনসমূহ পরীক্ষার্থীদের কেন্দ্রভিত্তিক সুবিধাজনক স্থান বিশেষ করে গণিবেকারী, কেয়ারী মোড়, প্যারেড গ্রাউন্ডের উত্তর-পূর্ব কর্ণার, অলি খাঁ মসজিদ মোড় ও প্রবর্তক মোড়সমূহকে ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করবে। আজ ৭ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাসমূহ জারী করা হয়। নির্দেশনাগুলো অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

    উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রোগী পরিবাহী এ্যাম্বুলেন্স ও জরুরী রোগী পরিবাহী অন্যান্য যানবাহন অত্র ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার আওতামুক্ত থাকবে। অন্যান্য যানবাহনের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রসমূহের সম্মুখ রাস্তা ও আশ-পাশের সড়ক এবং রোড ব্যারিয়ার স্থাপনকৃত পয়েন্টগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেন তিনি।

    এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্নের লক্ষ্যে সিএমপি’র ট্রাফিক বিভাগ নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে।

  • এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

    এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

    ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া ৮ মার্চ ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

    রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন।

    জাহিদ মালেক বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষা নেব। পরীক্ষা উপলক্ষ্যে ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে সব মেডিকেল কোচিং।

    মন্ত্রী বলেন, আমরা একটি শিডিউল ঠিক করেছি, সে অনুসারে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার শিডিউলের পাশাপাশি কীভাবে মান উন্নয়ন করা যায়, কীভাবে আরও যুক্তিসংগত পরীক্ষা নেওয়া যায়, যাতে ভালো ছাত্র ভর্তি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।

    মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে জানিয়ে তিনি বলেন, যেটা আগেও ছিল। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সবগুলো কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।

    এদিকে আগামী ৪ জানুয়ারি থেকে বিদেশি নাগরিকদের জন্য আবেদন নেওয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

    তিনি বলেন, অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি। রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারির মধ্যে হয়ে যাবে।

    এছাড়া প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। ৮ ফেব্রুয়ারি আসন প্রদান ও ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    গত পাঁচ বছরে মেডিকেল পরীক্ষার বিষয়ে কারও কোনো অভিযোগ ছিল না বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রশ্নফাঁস নিয়ন্ত্রণে সবকিছু ডিজিটাল ও অত্যাধুনিক করা হয়েছে। একজন প্রশ্নকারী একটি প্রশ্নই করেন, অন্যরা তা জানতে পারেন না। যে পদ্ধতিতে প্রশ্নপত্র পাঠানো হয় এবং খোলা হয়, তা ডিজিটাল পদ্ধতিতে। যে কারণে যে কেউ প্রশ্ন খুলতেও পারবে না। এমনকি নেওয়ার পথেও যদি কেউ খোলার চেষ্টা করে, তাহলে ডিজি অফিসে লালবাতি জ্বলে উঠে। এমনকি পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকে।

    একনজরে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া

    – ১১-২৩ জানুয়ারি অনলাইনে আবেদন। ফি জমা ২৪ জানুয়ারির মধ্যে।
    – সব কলেজের চয়েজ একবারে দিতে হবে।
    – ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়।
    – ৮ মার্চ ডেন্টালে ভর্তি পরীক্ষা।
    – সরকারি আসন ৫৩৮০টি, বেড়েছে ১০৩০টি।
    – সরকারি বেসরকারি মিলিয়ে মোট ১১৭২৮টি সিট রয়েছে।
    – কোচিং বন্ধ হবে ৯ জানুয়ারি থেকে।
    – ভর্তি ফি বাড়েনি
    – পাস নম্বর ৪০ই থাকবে
    – দ্বিতীয়বার পরীক্ষা দিলে ১০ নম্বর কাটা।

  • সিফাত খুলনা মেডিকেলে চান্স পেয়েছে

    সিফাত খুলনা মেডিকেলে চান্স পেয়েছে

    জন্নাতুন নাঈম সিদ্দিকা (সিফাত) এমবিবিএসে চান্স পেয়েছে।

    সে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছে।

    কক্সবাজারের পেকুয়া উপজেলার আলহাজ্ব মাওলানা আবু ছিদ্দিক ও মোছাম্মৎ জয়নাব আক্তারের বড় মেয়ে এবং চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটা ৭নং ওয়ার্ডের আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুল মান্নানের নাতনী।

    সে সকলের কাছে দোয়া প্রার্থী।